নামাজে হাত বাধার নিয়ম নাভির নিচে এবং উপরে
এ বিষয়ে আরও পড়ুন সহীহ বুখারী >> সহীহ মুসলিম >> আবু দাউদ >> ইবনে মাজাহ >> তিরমিজি >> নাসাঈ >> হাদীস শরীফ হতে
নাভির নীচে বাম হাতের তালুর উপর ডান হাতের তালু
আবু জুহাইফাহ্ (রাঃআঃ) হইতে বর্ণিতঃ
আলী (রাঃআঃ) বলেছেন, নামায আদায়কালে বাম হাতের তালুর উপর ডান হাতের তালু নাভির নীচে রাখা সুন্নাত।
[আবু দাউদ, ৭৫৬ দুর্বল]
আবু ওয়ায়িল হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আবু হুরাইরা (রাঃআঃ) বলেছেনঃ আমি নামাজের সময় (বাম) হাতের উপর (ডান) হাতকে নাভির নীচে রাখি।
[আবু দাউদ ৭৫৮, দূর্বল]
নাভির উপরে ডান হাত দ্বারা বাম হাতের কব্জি ধরা
ইবনি জুরাইজ হইতে তাহাঁর পিতার হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমিআলী (রাঃআঃ)-কে নামায আদায়কালে নাভির উপরে ডান হাত দ্বারা বাম হাতের কব্জি ধরে রাখতে দেখেছি।
[আবু দাউদ ৭৫৭, দুর্বল]
সালাতে ডান হাত বাম হাতের উপর রাখা
সাহল ইবনু সাদ (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন, লোকদের নির্দেশ দেয়া হত যে, সালাতে প্রত্যেক ডান হাত বাম হাতের উপর রাখবে। আবূ হাযিম (র.) বলেন, সাহল (র.) এ হাদীসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করতেন বলেই জানি। ইসমাঈল (র.) বলেন, এ হাদীসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেই বর্ণনা করা হতো। তবে তিনি এমন বলেননি যে, সাহল (র.) নবী (সা.) হতে বর্ণনা করতেন।
[বুখারী ৭৪০]
ওয়ায়িল ইবনি হুজর [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি নবী [সাঃআঃ]–কে দেখলেন, তিনি নামাজ শুরু করার সময় দুই হাত তুললেন এবং তাকবীর বলিলেন। হাম্মামের বর্ণনায় আছে, তিনি দুই হাত কান পর্যন্ত উঠালেন ; অতঃপর চাদরে ঢেকে নিলেন এবং ডান হাত বাঁ হাতের উপর রাখলেন। তিনি যখন রুকুতে যাওয়ার ইচ্ছা করিলেন, উভয় হাত কাপড়ের ভিতর থেকে বের করিলেন, অতঃপর উভয় হাত উত্তোলন করিলেন, অতঃপর তাকবীর বলে রুকুতে গেলেন, তিনি যখন
سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ
সামিয়াল্লা-হু লিমান হামিদাহ বলিলেন দুহাত উঠালেন। তিনি যখন সাজদায় গেলেন, দুহাতের মাঝখানে সাজদাহ্ করিলেন।
[মুসলিম ৭৮২, ইমাম মুসলিম এই হাদিসটির পরিচ্ছেদের নামকরণ করেছেন “তাকবীরে তাহরীমার পর বুকের নিচে কিন্তু নাভির উপরে বাঁ হাতের উপর দান হাত রাখবে এবং সাজদাহরত অবস্থায় উভয় হাত কাঁধ বরাবর মাটিতে রাখবে” ]
ইবনি মাসঊদ (রাঃআঃ) হইতে বর্ণিতঃ
একদা তিনি ডান হাতের উপর বাম হাত রেখে নামায আদায় করলে নাবী (সাঃআঃ) তা দেখিতে পেয়ে তাহাঁর বাম হাতের উপর ডান হাতকে রাখেন।
[আবু দাউদ ৭৫৫, হাসান]
আবদুর রহমান হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি ইবনিয যুবায়ির (রাঃআঃ)-কে বলিতে শুনিয়াছি, নামাজে দু পা সমান রাখা এবং এক হাতের উপর অপর হাত রাখা সুন্নাত।
[আবু দাউদ ৭৫৪, দুর্বল]
সালাতে ডান হাত বাম হাতের বুকের উপর রাখা
তাউস (রহমাতুল্লাহি আলাইহি) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃআঃ) নামায আদায়কালে স্বীয় ডান হাত বাম হাতের উপর স্থাপন করে তা নিজের বুকের উপর বাঁধতেন।
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
Leave a Reply