তাকবীর, রুকূতে এবং রুকূ থেকে উঠানোর সময় রফউল ইয়াদাইন
তাকবীর, রুকূতে এবং রুকূ থেকে উঠানোর সময় রফউল ইয়াদাইন >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৯. অধ্যায়ঃ তাকবীরে তাহরীমা র সময়, রুকূতে যাওয়ার সময় এবং রুকূ থেকে মাথা উঠানোর সময়, কাঁধ পর্যন্ত হাত উঠানো [ রফউল ইয়াদাইন ] মুস্তাহাব, কিন্তু সাজদাহ্ থেকে ওঠার সময় এটা না করা মুস্তাহাব
৭৪৭
সালিম থেকে তার পিতার সূত্রে হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে দেখেছি-যখন তিনি নামাজ শুরু করিতেন তখন উভয় হাত কাঁধ পর্যন্ত উঠাতেন। তিনি রুকূতে যাওয়ার আগে এবং রুকূ থেকে উঠার সময়ও এরূপ করিতেন। কিন্তু তিনি দুই সাজদার মাঝখানে হাত উঠাতেন না [ইসলামিক ফাউন্ডেশন- ৭৪৫, ইসলামিক সেন্টার-৭৫৮]
৭৪৮
সালিম ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
ইবনি উমর [রাদি.] বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন নিজের দুই হাত কাঁধ বরাবর উঠাতেন, অতঃপর তাকবীর তাহরীমা বলিতেন। তিনি রুকূতে যাওয়ার সময় এবং রুকূ থেকে উঠার সময়ও কাঁধ পর্যন্ত দুই [আল্ল-হু আকবার] হাত তুলতেন। কিন্তু সাজদাহ্ থেকে মাথা তোলার সময় তিনি [এরূপ] করিতেন না। [ইসলামিক ফাউন্ডেশন- ৭৪৬, ইসলামিক সেন্টার-৭৫৯]
৭৪৯
যুহরী [রহমাতুল্লাহি আলাইহি]-এর সূত্রে হইতে বর্ণীতঃ
উক্ত সানাদে ইবনি জুরায়জ [রহমাতুল্লাহি আলাইহি]-এর অবিকল বর্ণনা করিয়াছেন যে, রসূলুল্লাহ [সাঃআঃ] যখন সলাতে দাঁড়াতেন, দুই হাত কাঁধ বরাবর উঁচু করিতেন, অতঃপর আল্ল-হু আকবার বলে তাকবীরে তাহরীমা করিতেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৭৪৭, ইসলামিক সেন্টার-৭৬০]
৭৫০
আবু কিলাবাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি মালিক বিন হুওয়াইরিস [রাদি.]-কে দেখলেন যে, তিনি যখন রুকূতে যাওয়ার ইচ্ছা করিতেন তখনো উভয় হাত উত্তোলন করিলেন এবং যখন রুকূ থেকে মাথা তুললেন তখনো হাত উত্তোলন করিলেন। তিনি আরো বলেছেন, রাসুলুল্লাহ [সাঃআঃ] এরূপই করিতেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৭৪৮, ইসলামিক সেন্টার-৭৬১]
৭৫১
মালিক ইবনি হুওয়াইরিস [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] যখন তাকবীর বলিতেন, কান পর্যন্ত উভয় হাত উত্তোলন করিতেন। তিনি যখন রুকূতে যেতেন উভয় হাত কান পর্যন্ত উত্তোলন করিতেন। তিনি যখন রুকূ থেকে মাথা তুলতেন তখন
سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ “সামিআল্ল-হ লিমান হামিদাহ” [যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন আল্লাহ তার কথা শুনে থাকেন]
বলিতেন এবং অনুরূপ [কান পর্যন্ত উভয় হাত উত্তোলন] করিতেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৭৪৯, ইসলামিক সেন্টার-৭৬২]
৭৫২
কাতাদাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে উক্ত সূত্রে হইতে বর্ণীতঃ
{মালিক ইবনি হুওয়াইরিস [রাদি.] বলেন যে,} তিনি নবী[সাঃআঃ]-কে কানের লতি বরাবর হাত তুলতে দেখেছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৭৫০, ইসলামিক সেন্টার-৭৬৩]