মিশকাতুল মাসাবিহ
বইঃ মিশকাত শরীফ pdf Jaif Miskat Sharif
পূর্ণ নামঃ আবু মুহাম্মদ আল-হুসাইন ইবনে মাস’উদ ইবনে মুহাম্মদ আল-ফাররা’ আল-বাগাভী
উপাধিঃরুকন আল-দীন মুহিউস সুন্নাহ
জন্মস্থানঃ ইরান
জন্মঃ ৪৩৩ হিজরি
মৃত্যুঃ ৫১৬ হিজরি
হাদীস সংখ্যাঃ প্রায় ৬,০০০
তাহকিক ও ক্রমঃ আছ ছিরাত প্রকাশনীর ক্রম অনুসারে সাজানো তাহকিক সহ।
মিশকাতুল মাসাবীহ হাদীস গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। আমাদের উপমহাদেশে এটা বেশ জনপ্রিয় তাই মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। বিশিষ্ট হাদীস গ্রন্থকার শাইখ ওয়ালীউদ্দীন মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ওরফে খতীব তাবরেযীর ‘মিশকাতুল মাসাবীহ” আসলে মুহাদ্দিস মুহীউস সুন্নাহ বাগাভী (রহমাতুল্লাহ আলাইহি)-এর ‘মাসাবীহুস সুন্নাহ’ গ্রন্থের বর্ধিত ও পরিমার্জিত সংস্করণ।
হাদিস একাডেমি এর ক্রম অনুসারে সাজানো হয়েছে তাহকিক সহ
মিশকাত শরীফ সূচিপত্র
মিশকাত শরীফ সর্ম্পকে গুরুত্বপূর্ণ তথ্য:
এতে সহীহ বুখারী ও মুসলিম ছাড়াও অন্যান্য প্রায় সকল হাদীস বই থেকে হাদীস বিষয় ভিত্তিক এনে সংকলিত করা হয়েছে। মিশকাত শরীফে কোন অধ্যায়ে সাধারণত তিনটি পরিচ্ছেদ থাকে।
প্রথম পরিচ্ছেদে এ শুধুমাত্র সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদীস উল্লেখিত থাকে।
দ্বিতীয় পরিচ্ছেদে থাকে অন্যান্য সহিহ হাদীস গ্রন্থ যেমন তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ, মুসনাদ আহমাদ , মুয়াত্তা মালিক, প্রভৃতি গ্রন্থ থেকে উল্লেখিত হাদীস। তবে এগুলোর সনদের দিক থেকে শক্ত হাদীস গুলো এই পরিচ্ছেদে প্রাধান্য পায়।
তৃতীয় পরিচ্ছেদে দুর্বল সনদের হাদীসের প্রাধান্য বেশী। এ পরিচ্ছেদে দারে কুতনী, বায়হাকী, শারহুস সুন্নাহ, রাযীন, দারেমী প্রভৃতি হাদীস গ্রন্থের হাদীসের প্রাধান্য বেশী
মিশকাতুল মাসাবিহ হাদীস ডাউনলোড
এছাড়া নিম্ন উল্লেখিত নাম ধরে খুজলে আপনারা আমাদের বাকি বই গুলো পাবেন –
মিশকাত শরীফ, মিশকাত শরীফ pdf , মেশকাত শরীফ, মেশকাত শরীফ pdf , মেশকাত শরীফ হাদিস, মেশকাত শরীফ বাংলা, মিশকাত শরীফ কিতাব, তাহকীক মিশকাতুল মাসাবীহ, মিশকাতুল মাসাবিহ, মিশকাতুল মাসাবীহ, মিশকাতুল মাসাবীহ pdf, মিশকাত শরীফ pdf download, আনওয়ারুল মিশকাত , দরসে মিশকাত pdf, mishkat sharif bangla
বইটির PDF/ মুল কপি পেতে হলে নিচে Comment/ কমেন্ট এর মাধ্যমে আমাদেরকে জানান, তাহলে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারব। ইনশাআল্লাহ।