সুরা কাফিরুন তেলাওয়াত Audio Sura Al Kafirun in Words
তাফসীরঃ বুখারী >> তিরমিজি
১০৯, সুরা কাফিরুন, আয়াত-৬, মাক্কী, রুকু-১
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে | بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
(1) বল, ‘হে কাফিররা, | قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ ١ |
(2) তোমরা যার ‘ইবাদাত কর আমি তার ‘ইবাদাত করি না’। | لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ ٢ |
(3) এবং আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও’। | وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ ٣ |
(4) আর তোমরা যার ‘ইবাদত করছ আমি তার ‘ইবাদাতকারী হব না’। | وَلَآ أَنَا۠ عَابِدٞ مَّا عَبَدتُّمۡ ٤ |
(5) আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী হবে না’। | وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ ٥ |
(6) তোমাদের জন্য তোমাদের দীন আর আমার জন্য আমার দীন।’ | لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ ٦ |
সুরা কাফিরুন Ruku-1 ع রুকু-১
PDF/Arabic

১০৮ সুরা কাউসার << সুরা কাফিরুন >>১১০ সুরা ন’সর
Leave a Reply