Sura Kafirun in Words শব্দে শব্দে সুরা কাফিরুন 109

শব্দে শব্দে সুরা কাফিরুন তেলাওয়াত Sura Al Kafirun in Words

(1)

قُلْ

বলো

Say

يَٰٓأَيُّهَا

“হে

“O

ٱلْكَٰفِرُونَ

কাফিররা

disbelievers!

(2)

لَآ

না

Not

أَعْبُدُ

আমি ইবাদাত করি

I worship

مَا

যার

what

تَعْبُدُونَ

তোমরা ইবাদাত কর

you worship

(3)

وَلَآ

এবং না

And not

أَنتُمْ

তোমরা

you

عَٰبِدُونَ

ইবাদাতকারী

(are) worshippers

مَآ

যার

(of) what

أَعْبُدُ

আমি ইবাদাত করি

I worship

(4)

وَلَآ

আর না

And not

أَنَا۠

আমি

I am

عَابِدٌ

ইবাদাতকারী

a worshipper

مَّا

যার

(of) what

عَبَدتُّمْ

তোমরা ইবাদাত করেছ

you worship

(5)

وَلَآ

আর না

And not

أَنتُمْ

তোমরা

you are

عَٰبِدُونَ

ইবাদাতকারী

worshippers

مَآ

যার

(of) what

أَعْبُدُ

আমি ইবাদাত করি

I worship

(6)

لَكُمْ

তোমাদের জন্য

For you

دِينُكُمْ

তোমার ধর্ম

(is) your religion

وَلِىَ

এবং আমার জন্য

and for me

دِينِ

আমার ধর্ম”

(is) my religion”

By Quran Sharif

আমাদের এই অনলাইন কুরআন শরীফ এর সুরা গুলো উপরের ফেসবুক ⓕ আইকনে ক্লিক করে শেয়ার করে সকলকে ফ্রিতে পড়ার সুযোগ করে দিন যা আপনার জন্য সদাকায়ে জারিয়া হবে।

Leave a Reply