সুরা ফালাক Sura Al Falak in Words and Audio
১১৩, সুরা আল ফালাক, আয়াত-৫, মাক্কী, রুকু-১, পারা-৩০
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে | بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
(1) বল, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের কাছে, | قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ ١ |
(2) তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, | مِن شَرِّ مَا خَلَقَ ٢ |
(3) আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়, | وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ٣ |
(4) আর গিরায় ফুঁ-দানকারী নারীদের অনিষ্ট থেকে, | وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِي ٱلۡعُقَدِ ٤ |
(5) আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে’। | وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ٥ |
PDF/Arabic

১১২ সুরা ইখলাস << সুরা ফালাক >> ১১৪ সুরা নাস
Leave a Reply