Sura Falaq in Words শব্দে শব্দে সুরা ফালাক 113

শব্দে শব্দে সুরা ফালাক Sura Al Falak in Words

(1)

قُلْ

বলো

Say

أَعُوذُ

“আমি আশ্রয় চাই

“I seek refuge

بِرَبِّ

স্রষ্টার নিকট

in (the) Lord

ٱلْفَلَقِ

প্রভাতের

(of) the dawn

(2)

مِن

হতে

From

شَرِّ

অনিষ্ট

(the) evil

مَا

যা

(of) what

خَلَقَ

তিনি সৃষ্টি করেছেন

He created

(3)

وَمِن

এবং হতে

And from

شَرِّ

অনিষ্ট

(the) evil

غَاسِقٍ

রাতের অন্ধকারের

(of) darkness

إِذَا

যখন

when

وَقَبَ

তা গভীর হয়

it settles

(4)

وَمِن

এবং হতে

And from

شَرِّ

অনিষ্ট

(the) evil

ٱلنَّفَّٰثَٰتِ

ফুঁকদানকারীর (রাতের) অনিষ্ট

(of) the blowers

فِى

মধ্যে

in

ٱلْعُقَدِ

গিঁটগুলোর

the knots

(5)

وَمِن

এবং হতে

And from

شَرِّ

অনিষ্ট

(the) evil

حَاسِدٍ

হিংসুকের

(of) an envier

إِذَا

যখন

when

حَسَدَ

সে হিংসা করে”

he envies”

By Quran Sharif

আমাদের এই অনলাইন কুরআন শরীফ এর সুরা গুলো উপরের ফেসবুক ⓕ আইকনে ক্লিক করে শেয়ার করে সকলকে ফ্রিতে পড়ার সুযোগ করে দিন যা আপনার জন্য সদাকায়ে জারিয়া হবে।

Leave a Reply