জিকির -লা ইলাহা ইল্লালা, সুবহানাল্লাহ লা হাওলা ওয়ালা…
হাদিসের দোয়া সমূহ – সহিহ বুখারী সরিফ হতে >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন
এ বিষয়ে আরও পড়ুন >> সহীহ মুসলিম >> আবু দাউদ >> ইবনে মাজাহ >> তিরমিজি >> নাসাঈ >> মিশকাত >> রিয়াদুস সালেহীন >> বুলুগুল মারাম হাদীস শরীফ হতে
পর্বঃ ৮০, দোয়া, অধ্যায়ঃ (১-৬৯)=৬৯টি
৮০/৬৪. অধ্যায় : লা ইলাহা ইল্লালাহ-এর (যিক্র করার) ফাযীলাত।
৮০/৬৫. অধ্যায় : সুবহানাল্লাহ পাঠের ফাযীলাত।
৮০/৬৬. অধ্যায় : আল্লাহ তাআলার যিক্র-এর ফাযীলাত।
৮০/৬৭. অধ্যায় : লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ বলা
৮০/৬৮. অধ্যায় আল্লাহর এক কম একশত নাম আছে।
৮০/৬৯. অধ্যায় : কিছু সময় বাদ দিয়ে নাসীহাত করা।
৮০/৬৪. অধ্যায় : লা ইলাহা ইল্লালাহ-এর (যিক্র করার) ফাযীলাত।
৬৪০৩. আবু হুরাইরা (রাদি.) হইতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাঃআঃ) বলেছেনঃ যে ব্যক্তি দিনের মধ্যে একশ বার পড়বে
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ
উচ্চারণঃ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। অর্থঃআল্লাহ তাআলা ছাড়া কোন মাবুদ নেই, তিনি এক, তাহাঁর কোন অংশীদার নেই, রাজত্ব একমাত্র তারই, সকল প্রশংসা তাহাঁর জন্য। তিনিই প্রান দান করেন এবং মৃত্যু দেন। সকল কিছুর উপর তিনি সর্বশক্তিমান
إِلَّا | إِلٰهَ | لَا |
ছাড়া | মাবূদ | নেই |
لَا | وَحْدَه | اللّٰهُ |
নেই | এবং তিনি একক | আল্লাহ |
لَهُ | لَه | شَرِيْكَ |
তাহাঁরই | নেই | শারীক |
الْحَمْدُ | وَلَهُ | الْمُلْكُ |
প্রশংসা | তাহাঁরই | রাজত্ব |
يُمِيتُ | وَ | يُحْيِي |
মৃত্যু দেন | এবং | প্রান দান করেন |
كُلِّ | عَلٰى | وَهُوَ |
সকল | উপর | এবং তিনি |
قَدِيرٌ | شَىْءٍ | |
ক্ষমতাবান | বিষয়ের |
সে একশ গোলাম মুক্ত করার সাওয়াব লাভ করিবে এবং তার জন্য একশটি নেকী লেখা হইবে, আর তার একশটি গুনাহ মিটিয়ে দেয়া হইবে। আর সে দিন সন্ধ্যা অবধি এটা তার জন্য রক্ষাকবচ হইবে এবং তার চেয়ে অধিক ফাযীলাতপূর্ণ আমাল আর কারো হইবে না। তবে সে ব্যক্তি ছাড়া যে ব্যক্তি এ আমল তার চেয়েও অধিক করিবে।
(আঃপ্রঃ- ৫৯৫৫, ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৪৮)
৬৪০৪. আমর ইবনু মাইমুন (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাঃআঃ) বলেছেনঃ যে লোক (এ কথাগুলো)) দশবার পড়বে সে ঐ লোকের সমান হয়ে যাবে, সে লোক ইসমাঈল (আঃ) -এর বংশ থেকে একটা গোলাম মুক্ত করে দিয়েছে। শাবীও রাবী ইবনু খুসাইম হইতে অনুরুপ বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, আমর ইবনু মায়মূন হইতে। আমর ইবনু মায়মূনের নিকট থেকে শুনেছেন? তিনি বলেন, আমর ইবনু মায়মূন হইতে। আমর ইবনু মায়মূনের নিকট গিয়ে তাঁকে জিজ্ঞেস করিল, আপনি এ হাদীস কার নিকট হইতে শুনেছেন? তিনি বলিলেন, ইবনু আবু লায়লা হইতে। আমি ইবনু আবু লায়লার নিকট গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, আপনি এটি কার নিকট হইতে শুনেছেন? তিনি বলিলেন, আমি এটি আবু আইয়ূব আনসারী (রাদি.) -কে নাবী (সাঃআঃ) হইতে বর্ণনা করিতে শুনিয়াছি।
কয়েকটি ভিন্ন ভিন্ন সনদে অনুরুপ হাদীস আবু আইয়ূব আনসারী (রাদি.) থেকেও বর্ণিত হয়েছে যে, রাসুলুল্লাহ (সাঃআঃ) এ হাদীসটি তাহাঁর নিকটেও বলেছেন।
আবু আইয়ূব আনসারী (রাদি.) রাসুলুল্লাহ (সাঃআঃ) হইতে বর্ণনা করেন, সে ঐ ব্যক্তির ন্যায় যে ইসমাঈলের বংশধরের কোন গোলামকে আযাদ করলো। আবু আবদুল্লাহ বুখারী বলেন, আবদুল মালিক বিন আমর-এর উক্তিটিই সঠিক।
(আঃপ্রঃ- ৫৯৫৬, ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৪৯)
৮০/৬৫. অধ্যায় : সুবহানাল্লাহ পাঠের ফাযীলাত।
৬৪০৫. আবু হুরাইরা (রাদি.) হইতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাঃআঃ) বলেছেনঃ যে লোক প্রতিদিন একশবার
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
উচ্চারণঃ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ, অর্থঃ আল্লাহ পবিত্র ও সমস্ত প্রশংসা তাহাঁরই
وَبِحَمْدِهِ | اللَّهِ | سُبْحَانَ |
ও সমস্ত প্রশংসা তাহাঁরই | আল্লাহ | পবিত্র |
বলবে তার গুনাহগুলো ক্ষমা করে দেয়া হইবে তা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও।
[মুসলিম ৪৮/১০, হাদীস ২৬৯১, আহমাদ ৮০১৪] (আঃপ্রঃ- ৫৯৫৭, ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৫০)
৬৪০৬. আবু হুরাইরা (রাদি.) হইতে বর্ণিতঃ
নাবী (সাঃআঃ) বলেছেনঃ দুটি বাক্য এমন যা মুখে উচ্চারণ করা অতি সহজ, পাল্লায় অতি ভারী, আর আল্লাহর নিকট অতি প্রিয়। তা হলোঃ
سُبْحَانَ اللهِ الْعَظِيمِ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه
উচ্চারণঃ সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ, অর্থঃ আল্লাহ পবিত্র ও সমস্ত প্রশংসা তাহাঁরই, মহান আল্লাহ অতি পবিত্র
وَبِحَمْدِه | اللهِ | سُبْحَانَ |
ও সমস্ত প্রশংসা তাহাঁরই | আল্লাহ | পবিত্র |
الْعَظِيمِ | اللهِ | سُبْحَانَ |
মহান | আল্লাহ | পবিত্র |
[৬৬৮২, ৭৫৬৩; মুসলিম ৪৮/১০, হাদীস ২৬৯৪, আহমাদ ৭১৭০] আঃপ্রঃ- ৫৯৫৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৫১)
৮০/৬৬. অধ্যায় : আল্লাহ তাআলার যিক্র-এর ফাযীলাত।
৬৪০৭. আবু মূসা (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাঃআঃ) বলেছেনঃ যে তার প্রতিপালকের যিক্র করে, আর যে যিক্র করে না, তাদের উপমা হলো জীবিত ও মৃত ব্যক্তি।
[মুসলিম ৬/২৯, হাদীস ৭৭৯] আঃপ্রঃ- ৫৯৫৯, ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৫২)
৬৪০৮. আবু হুরাইরা (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর একদল ফেরেশতা আছেন, যাঁরা আল্লাহর যিক্রে রত লোকদের খোঁজে পথে পথে ঘুরে বেড়ান। যখন তাঁরা কোথাও আল্লাহর যিক্রে রত লোকদের দেখিতে পান, তখন ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন, তোমার আপন আপন কাজ করার জন্য এগিয়ে এসো। তখন তাঁরা তাঁদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত। তখন তাঁদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞেস করেন (যদিও ফেরেশতাদের চেয়ে তিনিই অধিক জানেন) আমার বান্দারা কী বলছে? তখন তাঁরা বলে, তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে, তারা আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে, তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মাহাত্ম্য প্রকাশ করছে। তখন তিনি জিজ্ঞেস করবেন, তারা কি আমাকে দেখেছে? তখন তারা বলবেঃ হে আমাদের প্রতিপালক, আপনার শপথ! তারা আপনাকে দেখেনি। তিনি বলবেন, আচ্ছা, তবে যদি তারা আমাকে দেখত? তাঁরা বলবেন, যদি তারা আপনাকে দেখত, তবে তারা আরও অধিক পরিমাণে আপনার ইবাদাত করত, আরো অধিক আপনার মাহাত্ম্য ঘোষণা করত, আরো অধিক পরিমানে আপনার পবিত্রতা বর্ণনা করত। বর্ণনাকারী বলেন, আল্লাহ বলবেন, তারা আমার কাছে কি চায়? তাঁরা বলবে, তারা আপনার কাছে জান্নাত চায়। তিনি জিজ্ঞেস করবেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না। আপনার সত্তার কসম! হে রব! তারা তা দেখেনি। তিনি জিজ্ঞেস করবেন, যদি তারা দেখত তবে তারা কী করত? তাঁরা বলবে, যদি তারা তা দেখত তাহলে তারা জান্নাতের আরো অধিক লোভ করত, আরো বেশি চাইত এবং এর জন্য আরো বেশি বেশি আকৃষ্ট হত। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তারা কি থেকে আল্লাহর আশ্রয় চায়? ফেরেশতাগণ বলবেন, জাহান্নাম থেকে। তিনি জিজ্ঞেস করবেন, তারা কি জাহান্নাম দেখেছে? তাঁরা জবাব দেবে, আল্লাহর কসম! হে প্রতিপালক! তারা জাহান্নাম দেখেনি। তিনি জিজ্ঞেস করবেন, যদি তারা তা দেখত তখন তাদের কী হত? তাঁরা বলবে, যদি তারা তা দেখত, তাহলে তারা তাত্থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের সাক্ষী রাখছি, আমি তাদের ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতাদের একজন বলবে, তাঁদের মধ্যে অমুক ব্যক্তি আছে, যে তাঁদের অন্তর্ভুক্ত নয় বরং সে কোন প্রয়োজনে এসেছে। আল্লাহ তাআলা বলবেন, তারা এমন উপবেশনকারী যাদের মাজলিসে উপবেশনকারী বিমুখ হয় না।
শুবা এটিকে আমাশ হইতে বর্ণনা করিয়াছেন, কিন্তু তিনি তাকে চিনেন না। সুহাইল তার পিতা হইতে, তিনি আবু হুরাইরা হইতে, তিনি নাবী (সাঃআঃ) হইতে এটি বর্ণনা করিয়াছেন।
[মুসলিম ৪৮/৮, হাদীস ২৬৮৯, আহমাদ ৭৪৩০] আঃপ্রঃ- ৫৯৬০, ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৫৩)
৮০/৬৭. অধ্যায় : লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ বলা
৬৪০৯. আবু মূসা আল আশআরী (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, একবার নাবী সাঃআঃ একটি গিরিপথ দিয়ে অথবা বর্ণনাকারী বলেন, একটি চূড়া হয়ে যাচ্ছিলেন, যখন তার উপর উঠলেন তখন এক ব্যক্তি উচ্চকণ্ঠে বলিল,
لاَ إِلٰهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ
লা ইলাহা ইলাল্লাহু ওয়াল্লাহু আকবার। বর্ণনাকারী বলেনঃ তখন রাসুল সাঃআঃ তাহাঁর খচ্চরের উপরে ছিলেন। তখন নাবী সাঃআঃ বলিলেন, তোমরা তো কোন বধির কিংবা কোন অনুপস্থিত কাউকে ডাকছো না। তারপর তিনি বললেনঃ হে আবু মূসা, অথবা বললেনঃ হে আবদুল্লাহ। আমি কি তোমাকে জান্নাতের ধন ভান্ডারের একটি বাক্য বলে দেব না? আমি বললাম, হ্যাঁ, বলে দিন। তিনি বললেনঃ তা হচ্ছে
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ
লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লাবিল্লাহ।
[২৯৯২] আঃপ্রঃ- ৫৯৬১, ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৫৪)
৮০/৬৮. অধ্যায় আল্লাহর এক কম একশত নাম আছে।
৬৪১০. আবু হুরাইরা (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহ তাআলার নিরানব্বই নাম আছে, এক কম একশত নাম। যে ব্যক্তি এ (নাম) গুলোর হিফাযাত করিবে সে জান্নাতে প্রবেশ করিবে। আল্লাহ বিজোড়। তিনি বিজোড় পছন্দ করেন। ইমাম বুখারী (রহমাতুল্লাহি আলাইহি) বলেন, মান আহসাহা অর্থ যে হিফাযাত করিল।
(আঃপ্রঃ- ৫৯৬২, ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৫৫)
৮০/৬৯. অধ্যায় : কিছু সময় বাদ দিয়ে নাসীহাত করা।
৬৪১১. শাক্বীক্ব (রহমাতুল্লাহি আলাইহি) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা আবদুল্লাহ ইবনু মাসঊদ -এর জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় ইয়াযিদ ইবনু মুআবিয়াহ (রাদি.) এসে পড়লেন। তখন আমরা তাঁকে বললাম, আপনি কি বসবেন না? তিনি বলিলেন, না, বরং আমি ভেতরে যাব এবং আপনাদের নিকট আপনাদের সঙ্গীকে নিয়ে আসব। নইলে আমি ফিরে এসে বসব। সুতরাং আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাদি.) তাহাঁর হাত ধরে বেরিয়ে এলেন। তিনি আমাদের সামনে দাঁড়িয়ে বলিলেন, আমি তো আপনাদের মাঝে উপস্থিত হবার কথা অবহিত ছিলাম। কিন্তু আপনাদের নিকট বেরিয়ে আসার ব্যপারে আমাকে বাধা দিচ্ছিল এ কথাটা যে, নাবী (সাঃআঃ) ওয়ায নাসীহাত করিতে আমাদের বিরতি দিতেন, যাতে আমাদের বিরক্তি বোধ না হয়।
(আঃপ্রঃ- ৫৯৬৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৫৬
Leave a Reply