Sura Tur in Words শব্দে শব্দে সূরা তুর 52

Sura Tur in Words শব্দে শব্দে সূরা তুর 52

114 Surah

PDFArabicBangla

সুরা তুর Sura At Tur in Words [১][1] >> [২][2]

Ayat Number: 5> 10> 15> 20> 25> 30> 35> 40> 45>

(1)

وَٱلطُّورِ

শপথ তূর (পাহাড়ের)

By the Mount

(2)

وَكِتَٰبٍ

এবং (শপথ) কিতাবের

And by (the) Book

مَّسْطُورٍ

(যা) লিখিত

written

(3)

فِى

মধ্যে

In

رَقٍّ

চামড়ার কাগজের

parchment

مَّنشُورٍ

উন্মুক্ত

unrolled

(4)

وَٱلْبَيْتِ

এবং (শপথ) ঘরের

By the House

ٱلْمَعْمُورِ

চির আবাদ

frequented

(5)

وَٱلسَّقْفِ

এবং (শপথ) ছাদের (অর্থাৎ আকাশের)

By the roof

ٱلْمَرْفُوعِ

সুউচ্চ

raised high

(6)

وَٱلْبَحْرِ

এবং (শপথ) সাগরের

By the sea

ٱلْمَسْجُورِ

উত্তাল

filled

(7)

إِنَّ

নিশ্চয়ই

Indeed

عَذَابَ

শাস্তি

(the) punishment

رَبِّكَ

তোমার রবের

(of) your Lord

لَوَٰقِعٌ

অবশ্যই ঘটবে

(will) surely occur

(8)

مَّا

নেই

Not

لَهُۥ

তার জন্যে

for it

مِن

কোনো

any

دَافِعٍ

প্রতিরোধকারী

preventer

(9)

يَوْمَ

সেদিন

(On the) Day

تَمُورُ

কাঁপবে

will shake

ٱلسَّمَآءُ

আকাশ

the heaven

مَوْرًا

প্রবল কম্পনে

(with violent) shake

(10)

وَتَسِيرُ

এবং চলবে

And will move away

ٱلْجِبَالُ

পাহাড়গুলো

the mountains

سَيْرًا

(দ্রুত) চলার মতো

(with an awful) movement

(11)

فَوَيْلٌ

অতঃপর দুর্ভোগ

Then woe

يَوْمَئِذٍ

সেদিন

that Day

لِّلْمُكَذِّبِينَ

মিথ্যারোপকারীদের জন্যে

to the deniers

(12)

ٱلَّذِينَ

যারা (এমন যে)

Who

هُمْ

তারা

they

فِى

মধ্যে

in

خَوْضٍ

অর্থহীন যুক্তি প্রদানের

(vain) discourse

يَلْعَبُونَ

খেলায় মেতে আছে

are playing

(13)

يَوْمَ

সেদিন

(The) Day

يُدَعُّونَ

তাদেরকে ধাক্কা দেওয়া হবে

they will be thrust

إِلَىٰ

দিকে

(in)to

نَارِ

আগুনের

(the) Fire

جَهَنَّمَ

জাহান্নামের

(of) Hell

دَعًّا

জোর ধাক্কা

(with) a thrust

(14)

هَٰذِهِ

“(বলা হবে) সেই এই

“This

ٱلنَّارُ

আগুন

(is) the Fire

ٱلَّتِى

যা

which

كُنتُم

তোমরা ছিলে

you used (to)

بِهَا

সে বিষয়ে

of it

تُكَذِّبُونَ

মিথ্যা মনে করতে

deny

(15)

أَفَسِحْرٌ

জাদু তবে কি

Then is this magic

هَٰذَآ

এটা

Then is this magic

أَمْ

নাকি

or

أَنتُمْ

তোমরা

you

لَا

না

(do) not

تُبْصِرُونَ

চোখে দেখছ

see?

(16)

ٱصْلَوْهَا

তাতে তোমরা প্রবেশ করো

Burn in it

فَٱصْبِرُوٓا۟

অতঃপর তোমরা সহ্য করতে পার

then be patient

أَوْ

বা

or

لَا

না

(do) not

تَصْبِرُوا۟

তোমরা সহ্য করতে পার

be patient

سَوَآءٌ

(সবই) সমান

(it is) same

عَلَيْكُمْ

তোমাদের জন্যে

for you

إِنَّمَا

প্রকৃতপক্ষে (আজ)

Only

تُجْزَوْنَ

তোমাদেরকে প্রতিফল দেয়া হচ্ছে

you are being recompensed

مَا

যা

(for) what

كُنتُمْ

তোমরা ছিলে

you used (to)

تَعْمَلُونَ

কাজ করছ”

do”

(17)

إِنَّ

নিশ্চয়ই

Indeed

ٱلْمُتَّقِينَ

মুত্তাকীরা (অবস্থিত হবে)

the righteous

فِى

মধ্যে

(will be) in

جَنَّٰتٍ

জান্নাতের

Gardens

وَنَعِيمٍ

ও আরাম আয়েশে

and pleasure

(18)

فَٰكِهِينَ

সানন্দে উপভোগকারী হবে তারা

Enjoying

بِمَآ

ঐ জিনিসের যা

in what

ءَاتَىٰهُمْ

তাদের দান করবেন

has given them

رَبُّهُمْ

তাদের রব

their Lord

وَوَقَىٰهُمْ

এবং তাদের রক্ষা করবেন

and protected them

رَبُّهُمْ

তাদের রব

their Lord

عَذَابَ

শাস্তি (হতে)

(from the) punishment

ٱلْجَحِيمِ

জাহান্নামের

(of) Hellfire

(19)

كُلُوا۟

“(বলা হবে) তোমরা খাও

“Eat

وَٱشْرَبُوا۟

ও তোমরা পান করো

and drink

هَنِيٓـًٔۢا

তৃপ্তির সাথে

(in) satisfaction

بِمَا

তার বদলে যা

for what

كُنتُمْ

তোমরা করছিলে

you used (to)

تَعْمَلُونَ

তোমরা কাজ করছিলে”

do”

(20)

مُتَّكِـِٔينَ

তারা হেলান দিয়ে বসবে

Reclining

عَلَىٰ

উপর

on

سُرُرٍ

আসনসমূহের

thrones

مَّصْفُوفَةٍ

সারিবদ্ধভাবে

lined up

وَزَوَّجْنَٰهُم

এবং তাদেরকে আমরা বিয়ে দিব

and We will marry them

بِحُورٍ

হূরদের সাথে

to fair ones

عِينٍ

(যারা হবে) আয়তলোচনা

with large eyes
(21)

وَٱلَّذِينَ

এবং যারা

And those who

ءَامَنُوا۟

ঈমান এনেছে

believed

وَٱتَّبَعَتْهُمْ

ও তাদেরকে অনুসরণ করেছে

and followed them

ذُرِّيَّتُهُم

তাদের সন্তানরা

their offspring

بِإِيمَٰنٍ

ঈমানসহ

in faith

أَلْحَقْنَا

আমরা মিলিত করব

We will join

بِهِمْ

তাদের সাথে

with them

ذُرِّيَّتَهُمْ

তাদের সন্তানদেরকে

their offspring

وَمَآ

এবং না

and not

أَلَتْنَٰهُم

তাদের আমরা কম করব

We will deprive them

مِّنْ

হতে

of

عَمَلِهِم

তাদের আমল

their deeds

مِّن

কোনো

(in) any

شَىْءٍ

কিছুই

thing

كُلُّ

প্রত্যেক

Every

ٱمْرِئٍۭ

ব্যক্তি

person

بِمَا

ঐ বিষয়ে যা

for what

كَسَبَ

সে অর্জন করেছে

he earned

رَهِينٌ

দায়ী/ বন্ধক (আছে)

(is) pledged

(22)

وَأَمْدَدْنَٰهُم

এবং তাদেরকে আমরা বেশি করে দেব

And We will provide them

بِفَٰكِهَةٍ

ফল মূল

with fruit

وَلَحْمٍ

ও গোশত

and meat

مِّمَّا

তা হতে যা

from what

يَشْتَهُونَ

তারা পছন্দ করবে

they desire

(23)

يَتَنَٰزَعُونَ

তারা পরস্পরে নেবে

They will pass to one another

فِيهَا

তার মধ্যে

therein

كَأْسًا

পানপাত্র

a cup

لَّا

না

no

لَغْوٌ

অসার কথা (হবে)

ill speech

فِيهَا

তার মধ্যে

therein

وَلَا

এবং না

and no

تَأْثِيمٌ

পাপকর্ম

sin

(24)

وَيَطُوفُ

এবং ঘুরতে থাকবে

And will circulate

عَلَيْهِمْ

তাদের কাছে

among them

غِلْمَانٌ

কিশোরেরা (সেবা করতে)

boys

لَّهُمْ

তাদের জন্যে

for them

كَأَنَّهُمْ

(এত সুন্দর হবে) তারা যেন

as if they (were)

لُؤْلُؤٌ

মুক্তা

pearls

مَّكْنُونٌ

লুকিয়ে রাখা

well-protected

(25)

وَأَقْبَلَ

এবং সামনাসামনি হয়ে

And will approach

بَعْضُهُمْ

তাদের একে

some of them

عَلَىٰ

কাছে

to

بَعْضٍ

অপরের

others

يَتَسَآءَلُونَ

পরস্পরের জিজ্ঞাসাবাদ করবে (অতীত সম্পর্কে)

inquiring

(26)

قَالُوٓا۟

তারা বলবে

They will say

إِنَّا

“নিশ্চয়ই আমরা

“Indeed we

كُنَّا

ছিলাম

[we] were

قَبْلُ

পূর্বে

before

فِىٓ

মধ্যে

among

أَهْلِنَا

আমাদের পরিবারের

our families

مُشْفِقِينَ

শঙ্কিত অবস্থায়

fearful

(27)

فَمَنَّ

অবশেষে অনুগ্রহ করেছেন

But Allah conferred favor

ٱللَّهُ

আল্লাহ

But Allah conferred favor

عَلَيْنَا

আমাদের উপর

upon us

وَوَقَىٰنَا

এবং আমাদেরকে রক্ষা করেছেন

and protected us

عَذَابَ

শাস্তি (হতে)

(from the) punishment

ٱلسَّمُومِ

দগ্ধকারী হাওয়ার (যা ঝলসে দেয়)

(of) the Scorching Fire

(28)

إِنَّا

নিশ্চয়ই আমরা

Indeed, we

كُنَّا

ছিলাম

[we] used (to)

مِن

থেকে

before

قَبْلُ

পূর্বেও

before

نَدْعُوهُ

তাঁকে ডাকতাম আমরা

call Him

إِنَّهُۥ

নিশ্চয়ই তিনি

Indeed, He

هُوَ

তিনিই

[He]

ٱلْبَرُّ

বড় অনুগ্রহকারী

(is) the Most Kind

ٱلرَّحِيمُ

পরম দয়ালু”

the Most Merciful”

Sura At Tur in Words [১][1] >> [২][2]

(29)

فَذَكِّرْ

(হে নবী) তাই উপদেশ দাও

Therefore remind

فَمَآ

না আর

for not

أَنتَ

তুমি

you

بِنِعْمَتِ

অনুগ্রহের কারণে

(are) by (the) grace

رَبِّكَ

তোমার রবের

(of) your Lord

بِكَاهِنٍ

কোনো গণক

a soothsayer

وَلَا

আর না

and not

مَجْنُونٍ

পাগল

a madman

(30)

أَمْ

কি

Or

يَقُولُونَ

তারা বলে

(do) they say

شَاعِرٌ

“(সে) একজন কবি

“A poet

نَّتَرَبَّصُ

অপেক্ষা করছি আমরা

we wait

بِهِۦ

এ ব্যাপারে

for him

رَيْبَ

বিপর্যয়ের”

a misfortune of time”

ٱلْمَنُونِ

মৃত্যুর”

a misfortune of time”

(31)

قُلْ

(তুমি) বলো

Say

تَرَبَّصُوا۟

“তোমরা অপেক্ষা করো

“Wait

فَإِنِّى

আর নিশ্চয়ই আমি

for indeed I am

مَعَكُم

তোমাদের সাথে

with you

مِّنَ

অন্তর্ভুক্ত

among

ٱلْمُتَرَبِّصِينَ

অপেক্ষাকারীদের”

those who wait”

(32)

أَمْ

(তবে) কি

Or

تَأْمُرُهُمْ

নির্দেশ দেয় তাদেরকে

command them

أَحْلَٰمُهُم

তাদের বিবেকবুদ্ধি

their minds

بِهَٰذَآ

এটা সম্বন্ধে

this

أَمْ

না কি (প্রকৃতপক্ষে)

or

هُمْ

তারা

they

قَوْمٌ

জাতি

(are) a people

طَاغُونَ

সীমালঙ্ঘনকারী

transgressing?

(33)

أَمْ

কি

Or

يَقُولُونَ

তারা বলে

(do) they say

تَقَوَّلَهُۥ

“তা সে রচনা করেছে”

“He has made it up”

بَل

আসল কথা হল

Nay

لَّا

না

not

يُؤْمِنُونَ

তারা ঈমান আনতে চায়

they believe

(34)

فَلْيَأْتُوا۟

তারা আনুক তাহলে (রচনা করে)

Then let them bring

بِحَدِيثٍ

নিয়ে কোনো বাণী

a statement

مِّثْلِهِۦٓ

তার মতো (মর্যাদাবান)

like it

إِن

যদি

if

كَانُوا۟

তারা হয়

they

صَٰدِقِينَ

সত্যবাদী

(are) truthful

(35)

أَمْ

কি

Or

خُلِقُوا۟

তারা সৃষ্টি হয়েছে

were they created

مِنْ

কোনো

of

غَيْرِ

ব্যতীতই

nothing

شَىْءٍ

কিছু (কোনো স্রষ্টা)

nothing

أَمْ

অথবা

or

هُمُ

তারা (নিজেরাই)

(are) they

ٱلْخَٰلِقُونَ

(নিজেদের) সৃষ্টিকারী

the creators?

(36)

أَمْ

অথবা

Or

خَلَقُوا۟

তারা সৃষ্টি করেছে

(did) they create

ٱلسَّمَٰوَٰتِ

আকাশ

the heavens

وَٱلْأَرْضَ

ও পৃথিবী

and the earth?

بَل

বরং

Nay

لَّا

না

not

يُوقِنُونَ

(কোনো কথায়) তারা বিশ্বাস করে

they are certain

(37)

أَمْ

তবে কি

Or

عِندَهُمْ

তাদের আছে

with them

خَزَآئِنُ

ধনভাণ্ডারসমূহ

(are the) treasures

رَبِّكَ

তোমার রবের

(of) your Lord

أَمْ

নাকি

or

هُمُ

তারা

(are) they

ٱلْمُصَۣيْطِرُونَ

(তার উপর) নিয়ন্তা

the controllers?

(38)

أَمْ

তবে কি

Or

لَهُمْ

তাদের আছে

for them

سُلَّمٌ

কোনো সিঁড়ি

(is) a stairway

يَسْتَمِعُونَ

(তা চড়ে গোপন খবর) তারা শুনে নেয়

they listen

فِيهِ

সেখানকার

therewith?

فَلْيَأْتِ

আসুক তাহলে

Then let bring

مُسْتَمِعُهُم

তাদের কোনো শ্রোতা

their listener

بِسُلْطَٰنٍ

নিয়ে প্রমাণসহ

an authority

مُّبِينٍ

সুস্পষ্ট

clear

(39)

أَمْ

না কি

Or

لَهُ

তাঁর জন্যে (নির্ধারণ করে)

for Him

ٱلْبَنَٰتُ

কন্যাসমূহ

(are) daughters

وَلَكُمُ

ও তোমাদের জন্যে (চাও)

while for you

ٱلْبَنُونَ

পুত্রসমূহ

(are) sons?

(40)

أَمْ

তবে কি

Or

تَسْـَٔلُهُمْ

তাদের কাছে চাচ্ছ তুমি

(do) you ask from them

أَجْرًا

কোনো পারিশ্রমিক

a payment

فَهُم

তারা তাই

so they

مِّن

কারণে

from

مَّغْرَمٍ

জরিমানার

a debt

مُّثْقَلُونَ

ভারগ্রস্ত হয়ে আছে

(are) overburdened

(41)

أَمْ

নাকি

Or

عِندَهُمُ

আছে তাদের কাছে

with them

ٱلْغَيْبُ

অদৃশ্যের জ্ঞান

(is) the unseen

فَهُمْ

তারা ফলে

so they

يَكْتُبُونَ

লিখে দিতে পারে

write (it) down?

(42)

أَمْ

তবে কি

Or

يُرِيدُونَ

তারা চাচ্ছে

(do) they intend

كَيْدًا

কোনো ষড়যন্ত্র (করতে)

a plot?

فَٱلَّذِينَ

যারা তাহলে

But those who

كَفَرُوا۟

অস্বীকার করেছে

disbelieve

هُمُ

তারাই

themselves

ٱلْمَكِيدُونَ

ষড়যন্ত্রের শিকার হবে

(are in) the plot

(43)

أَمْ

নাকি

Or

لَهُمْ

তাদের আছে

for them

إِلَٰهٌ

কোনো উপাস্য

a god

غَيْرُ

ব্যতীত

other than

ٱللَّهِ

আল্লাহ

Allah?

سُبْحَٰنَ

মহান পবিত্র

Glory be

ٱللَّهِ

আল্লাহ

(to) Allah

عَمَّا

তা হতে যার

from what

يُشْرِكُونَ

তারা শরিক করছে

they associate (with Him)

(44)

وَإِن

এবং যদি

And if

يَرَوْا۟

তারা দেখে

they were to see

كِسْفًا

এক অংশ

a portion

مِّنَ

হতে

from

ٱلسَّمَآءِ

আকাশ

the sky

سَاقِطًا

ভেঙে পড়তে

falling

يَقُولُوا۟

(তবুও) তারা বলবে

they will say

سَحَابٌ

“(সেটা) মেঘ

“Clouds

مَّرْكُومٌ

পুঞ্জীভূত”

heaped up”

(45)

فَذَرْهُمْ

(হে নবী) অতএব তাদেরকে ছেড়ে দাও

So leave them

حَتَّىٰ

যতক্ষণ না

until

يُلَٰقُوا۟

তারা সাক্ষাৎ করবে

they meet

يَوْمَهُمُ

তাদের সেই দিনের

their Day

ٱلَّذِى

যা (এমন যে)

which

فِيهِ

তার মধ্যে

in it

يُصْعَقُونَ

তাদেরকে শাস্তির মধ্যে নিক্ষেপ করা হবে

they will faint

(46)

يَوْمَ

সেদিন

(The) Day

لَا

না

not

يُغْنِى

কাজে আসবে

will avail

عَنْهُمْ

তাদের জন্যে

to them

كَيْدُهُمْ

তাদের ষড়যন্ত্র

their plotting

شَيْـًٔا

কিছুমাত্রও

(in) anything

وَلَا

এবং না

and not

هُمْ

তাদের

they

يُنصَرُونَ

সাহায্য করা হবে

will be helped

(47)

وَإِنَّ

এবং নিশ্চয়ই

And indeed

لِلَّذِينَ

(তাদের) জন্যে যারা

for those who

ظَلَمُوا۟

সীমালঙ্ঘন করেছে

do wrong

عَذَابًا

শাস্তি (রয়েছে)

(is) a punishment

دُونَ

ছাড়াও

before

ذَٰلِكَ

এটা

that

وَلَٰكِنَّ

কিন্তু

but

أَكْثَرَهُمْ

তাদের অধিকাংশই

most of them

لَا

না

(do) not

يَعْلَمُونَ

তারা জানে

know

(48)

وَٱصْبِرْ

এবং (হে নবী) ধৈর্য ধর

So be patient

لِحُكْمِ

সিদ্ধান্তের জন্যে

for (the) Command

رَبِّكَ

তোমার রবের

(of) your Lord

فَإِنَّكَ

অতঃপর তুমি নিশ্চয়ই

for indeed you

بِأَعْيُنِنَا

আমাদের চোখে (আছ)

(are) in Our Eyes

وَسَبِّحْ

এবং পবিত্রতা ঘোষণা করো

And glorify

بِحَمْدِ

প্রশংসার সাথে

(the) praise

رَبِّكَ

তোমার রবের

(of) your Lord

حِينَ

যখন

when

تَقُومُ

তুমি উঠবে

you arise

(49)

وَمِنَ

এবং কিছু অংশে

And of

ٱلَّيْلِ

রাতের

the night

فَسَبِّحْهُ

অতঃপর তার পবিত্র মহিমা ঘোষণা করো

glorify Him

وَإِدْبَٰرَ

এবং অস্তগমনেও

and after

ٱلنُّجُومِ

তারাদের

the stars

Sura At Tur in Words [২][2] >> [১][1]


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply