Sura Tariq in Words শব্দে শব্দে সূরা তারিক 86

Sura Tariq in Words শব্দে শব্দে সূরা তারিক 86

114 Surah

PDFArabicBangla

Ayat Number: 5> 10> 15>

(1)

وَٱلسَّمَآءِ

শপথ আকাশের

By the sky

وَٱلطَّارِقِ

এবং রাত্রে আত্মপ্রকাশকারী (নক্ষত্রের)

and the night comer

(2)

وَمَآ

এবং কিসে

And what

أَدْرَىٰكَ

তোমাকে জানাবে

can make you know

مَا

কি সেই

what

ٱلطَّارِقُ

রাতে আত্মপ্রকাশকারী

the night comer (is)?

(3)

ٱلنَّجْمُ

নক্ষত্র

(It is) the star

ٱلثَّاقِبُ

উজ্জ্বল

the piercing!

(4)

إِن

নেই

Not

كُلُّ

কোন

(is) every

نَفْسٍ

ব্যক্তি

soul

لَّمَّا

এ ছাড়া যে

but

عَلَيْهَا

তার উপর

over it

حَافِظٌ

তত্ত্বাবধায়ক

(is) a protector

(5)

فَلْيَنظُرِ

অতএব লক্ষ করা উচিৎ

So let see

ٱلْإِنسَٰنُ

মানুষের

man

مِمَّ

কি থেকে

from what

خُلِقَ

সৃষ্টি করা হয়েছে (তাকে)

he is created

(6)

خُلِقَ

সৃষ্টি করা হয়েছে

He is created

مِن

থেকে

from

مَّآءٍ

পানি

a water

دَافِقٍ

সবেগে স্খলিত

ejected

(7)

يَخْرُجُ

যা বের হয়

Coming forth

مِنۢ

থেকে

from

بَيْنِ

মাঝ

between

ٱلصُّلْبِ

মেরুদণ্ড

the backbone

وَٱلتَّرَآئِبِ

ও বক্ষপিঞ্জরের

and the ribs

(8)

إِنَّهُۥ

নিশ্চয়ই তিনি

Indeed He

عَلَىٰ

ব্যাপারে

to

رَجْعِهِۦ

তার প্রত্যাবর্তনে

return him

لَقَادِرٌ

অবশ্যই সক্ষম

(is) Able

(9)

يَوْمَ

সেদিন

(The) Day

تُبْلَى

পরীক্ষা করা হবে

will be tested

ٱلسَّرَآئِرُ

গোপন বিষয়াবলী

the secrets

(10)

فَمَا

অতঃপর না

Then not

لَهُۥ

তার জন্য (থাকবে)

(is) for him

مِن

কোন

any

قُوَّةٍ

শক্তি

power

وَلَا

আর না

and not

نَاصِرٍ

কোনো সাহায্যকারী

any helper

(11)

وَٱلسَّمَآءِ

শপথ আকাশের

By the sky

ذَاتِ

ধারণকারী

which

ٱلرَّجْعِ

বৃষ্টির

returns

(12)

وَٱلْأَرْضِ

শপথ পৃথিবীর (যা)

And the earth

ذَاتِ

বিশিষ্ট

which

ٱلصَّدْعِ

বিদীর্ণ (বক্ষ)

cracks open

(13)

إِنَّهُۥ

নিশ্চয় তা

Indeed it

لَقَوْلٌ

অবশ্যই বাণী

(is) surely a Word

فَصْلٌ

মীমাংসাকারী

decisive

(14)

وَمَا

এবং না

And not

هُوَ

তা

it

بِٱلْهَزْلِ

হাসি-ঠাট্টার কথা

(is) for amusement

(15)

إِنَّهُمْ

নিশ্চয়ই তারা

Indeed they

يَكِيدُونَ

ষড়যন্ত্র করছে

are plotting

كَيْدًا

ভীষণ ষড়যন্ত্র

a plot

(16)

وَأَكِيدُ

এবং আমি কৌশল করছি

But I am planning

كَيْدًا

ভীষণ কৌশল

a plan

(17)

فَمَهِّلِ

তাই অবকাশ দাও

So give respite

ٱلْكَٰفِرِينَ

কাফেরদেরকে

(to) the disbelievers

أَمْهِلْهُمْ

তাদের অবকাশ দাও

Give respite to them –

رُوَيْدًۢا

কিছুক্ষণের

little


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply