Sura Maryam in Words শব্দে শব্দে সূরা মারঈয়াম 19
Arabic | Words |
Ayat Number: 5> 10> 15> 20> 25> 30> 35> 40> 45> 50> 55> 60> 65> 70> 75> 80> 85> 90> 95>
(1)
كٓهيعٓصٓ
কাফ-হা-ইয়া-‘আইন-স-দ
Kaaf Ha Ya Ain Sad
(2)
ذِكْرُ
উল্লেখ (করা হচ্ছে)
(A) mention
رَحْمَتِ
অনুগ্রহের
(of the) Mercy
رَبِّكَ
তোমার রবের
(of) your Lord
عَبْدَهُۥ
তাঁর দাস
(to) His servant
زَكَرِيَّآ
যাকারিয়্যার (প্রতি)
Zakariya
(3)
إِذْ
যখন
When
نَادَىٰ
সে ডেকেছিলো
he called
رَبَّهُۥ
তাঁর রবকে
(to) his Lord
نِدَآءً
ডাক
a call –
خَفِيًّا
নিভৃতে
secret
(4)
قَالَ
সে বলেছিলো
He said
رَبِّ
“হে আমার রব
“My Lord!
إِنِّى
আমি নিশ্চয়ই (এ অবস্থায় যে)
Indeed, [I]
وَهَنَ
নরম হয়েছে
(have) weakened
ٱلْعَظْمُ
হাড় (মজ্জা)
my bones
مِنِّى
আমার হ’তে
my bones
وَٱشْتَعَلَ
এবং উজ্জ্বল (শুভ্র হয়েছে)
and flared
ٱلرَّأْسُ
মাথা (চুল)
(my) head
شَيْبًا
বার্ধক্যের (চিহ্নে)
(with) white
وَلَمْ
এবং নি
and not
أَكُنۢ
আমি হই
I have been
بِدُعَآئِكَ
কারণে তোমাকে ডাকার
in (my) supplication (to) You
رَبِّ
হে আমার রব
my Lord
شَقِيًّا
ব্যর্থকাম
unblessed
(5)
وَإِنِّى
এবং আমি নিশ্চয়ই
And indeed, I
خِفْتُ
ভয় করছি
[I] fear
ٱلْمَوَٰلِىَ
আমার স্বগোত্রদের
the successors
مِن
থেকে
after me
وَرَآءِى
আমার পর
after me
وَكَانَتِ
এবং হয়েছে
and is
ٱمْرَأَتِى
আমার স্ত্রী
my wife
عَاقِرًا
বন্ধ্যা
barren
فَهَبْ
তবুও দান করো
So give
لِى
আমাকে
[to] me
مِن
থেকে
from
لَّدُنكَ
তোমার নিকট
Yourself
وَلِيًّا
এক উত্তরাধিকারী
an heir
(6)
يَرِثُنِى
আমার উত্তরাধিকারী হবে সে
Who will inherit me
وَيَرِثُ
ও উত্তরাধিকারী হবে
and inherit
مِنْ
ব্যাপারে
from
ءَالِ
বংশের
(the) family
يَعْقُوبَ
ইয়াকুবের
(of) Yaqub
وَٱجْعَلْهُ
এবং তাকে করো
And make him
رَبِّ
হে আমার রব
my Lord
رَضِيًّا
সন্তোষজনক”
pleasing”
(7)
يَٰزَكَرِيَّآ
“(বলা হলো) হে যাকারিয়্যা
“O Zakariya!
إِنَّا
নিশ্চয়ই আমরা
Indeed, We
نُبَشِّرُكَ
তোমাকে সুসংবাদ দিচ্ছি
[We] give you glad tidings
بِغُلَٰمٍ
সম্পর্কে এক পুত্রের
of a boy
ٱسْمُهُۥ
তার নাম (হবে)
his name
يَحْيَىٰ
ইয়াহইয়া
(will be) Yahya
لَمْ
নি
not
نَجْعَل
আমরা করি
We (have) assigned
لَّهُۥ
তার জন্য
[for] it
مِن
থেকে
before
قَبْلُ
ইতিপূর্বে (অন্য কাউকে)
before
سَمِيًّا
(সম) নামকরণ”
(this) name”
(8)
قَالَ
সে বললো
He said
رَبِّ
“হে আমার রব
“My Lord!
أَنَّىٰ
কেমন করে
How
يَكُونُ
হবে
can
لِى
আমার
I have
غُلَٰمٌ
পুত্র
a boy
وَكَانَتِ
যখন হলো
while is
ٱمْرَأَتِى
আমার স্ত্রী
my wife
عَاقِرًا
বন্ধ্যা
barren
وَقَدْ
এবং নিশ্চয়ই
and indeed
بَلَغْتُ
আমি উপনীত হয়েছি
I have reached
مِنَ
কারণে
of
ٱلْكِبَرِ
বার্ধক্যের
the old age
عِتِيًّا
(চরম) শেষসীমায়”
extreme?”
(9)
قَالَ
তিনি বললেন
He said
كَذَٰلِكَ
“এরূপই (হবে)
“Thus
قَالَ
বললেন
said
رَبُّكَ
তোমার রব
your Lord
هُوَ
তা
It
عَلَىَّ
আমার উপর
(is) easy for Me
هَيِّنٌ
সহজসাধ্য
(is) easy for Me
وَقَدْ
এবং নিশ্চয়ই
and certainly
خَلَقْتُكَ
তোমাকে আমি সৃষ্টি করেছি
I (have) created you
مِن
থেকে
before
قَبْلُ
ইতিপূর্বে
before
وَلَمْ
যখন না
while not
تَكُ
তুমি ছিলে
you were
شَيْـًٔا
(কোন) কিছুই
anything.’
(10)
قَالَ
সে বললো
He said
رَبِّ
“হে আমার রব
“My Lord!
ٱجْعَل
দাও
Make
لِّىٓ
আমাকে
for me
ءَايَةً
একটা নিদর্শন”
a sign”
قَالَ
তিনি বললেন
He said
ءَايَتُكَ
“তোমার নিদর্শন
“Your sign
أَلَّا
(এই) যে না
(is) that not
تُكَلِّمَ
কথা বলতে পারবে
you will speak
ٱلنَّاسَ
মানুষের (সাথে)
(to) the people
ثَلَٰثَ
তিন
(for) three
لَيَالٍ
রাত
nights
سَوِيًّا
(ক্রমাগত) সুস্থ অবস্থায়”
sound”
(11)
فَخَرَجَ
অতঃপর সে বের হলো
Then he came out
عَلَىٰ
নিকট
to
قَوْمِهِۦ
তার (জাতির) লোকদের
his people
مِنَ
থেকে
from
ٱلْمِحْرَابِ
মেহরাব
the prayer chamber
فَأَوْحَىٰٓ
সে অতঃপর ইঙ্গিত করলো
and he signaled
إِلَيْهِمْ
তাদের দিকে
to them
أَن
যে
to
سَبِّحُوا۟
তোমরা পবিত্রতা ঘোষণা করো
glorify (Allah)
بُكْرَةً
সকালে
(in) the morning
وَعَشِيًّا
ও সন্ধ্যায়
and (in) the evening
(12)
يَٰيَحْيَىٰ
“(বড় হ’লে তাকে বলা হলো) হে ইয়াহইয়া
“O Yahya!
خُذِ
গ্রহণ করো
Hold
ٱلْكِتَٰبَ
কিতাবকে
the Scripture
بِقُوَّةٍ
সহ দৃঢ়তা”
with strength”
وَءَاتَيْنَٰهُ
এবং তাকে আমরা দিয়েছিলাম
And We gave him
ٱلْحُكْمَ
প্রজ্ঞা
[the] wisdom
صَبِيًّا
বাল্য অবস্থায়
(when he was) a child
(13)
وَحَنَانًا
এবং হৃদয়ের কোমলতা
And affection
مِّن
থেকে
from
لَّدُنَّا
আমাদের নিকট
Us
وَزَكَوٰةً
এবং পবিত্রতা
and purity
وَكَانَ
এবং সে ছিলো
and he was
تَقِيًّا
মুত্তাকী
righteous
(14)
وَبَرًّۢا
এবং অনুগত
And dutiful
بِوَٰلِدَيْهِ
কাছে তার মা বাপের
to his parents
وَلَمْ
এবং না
and not
يَكُن
ছিলো
he was
جَبَّارًا
উদ্ধত
a tyrant
عَصِيًّا
অবাধ্য
disobedient
(15)
وَسَلَٰمٌ
এবং সালাম
And peace be
عَلَيْهِ
তার উপর
upon him
يَوْمَ
যেদিন
(the) day
وُلِدَ
জন্মলাভ করে সে
he was born
وَيَوْمَ
ও যেদিন
and (the) day
يَمُوتُ
সে মরবে
he dies
وَيَوْمَ
এবং যেদিন
and (the) day
يُبْعَثُ
তাকে উঠানো হবে
he will be raised
حَيًّا
জীবিত অবস্থায়
alive
(16)
وَٱذْكُرْ
এবং বর্ণনা করো (যা)
And mention
فِى
(বলা হয়েছে) মধ্যে
in
ٱلْكِتَٰبِ
(এই) কিতাবের
the Book
مَرْيَمَ
মারইয়াম (সম্পর্কে)
Maryam
إِذِ
যখন
when
ٱنتَبَذَتْ
সে পৃথক হয়ে গেলো
she withdrew
مِنْ
থেকে
from
أَهْلِهَا
তার পরিবার
her family
مَكَانًا
স্থানে
(to) a place
شَرْقِيًّا
(বায়তুল মুকাদ্দাসের) পূর্বদিকের
eastern
(17)
فَٱتَّخَذَتْ
সে অতঃপর গ্রহণ করেছিলো (স্থান)
Then she took
مِن
মধ্য হতে
from them
دُونِهِمْ
তাদের ছাড়া
from them
حِجَابًا
আড়ালে (অর্থাৎ ইতিকাফে বসলো)
a screen
فَأَرْسَلْنَآ
আমরা অতঃপর প্রেরণ করলাম
Then We sent
إِلَيْهَا
তার প্রতি
to her
رُوحَنَا
আমাদের রূহ (অর্থাৎ ফেরেশতাকে)
Our Spirit
فَتَمَثَّلَ
অতঃপর সে আকৃতি ধারণ করলো
then he assumed for her the likeness
لَهَا
তার কাছে
then he assumed for her the likeness
بَشَرًا
একজন মানুষের বেশে
(of) a man
سَوِيًّا
পূর্নাঙ্গ
well-proportioned
(18)
قَالَتْ
(মারইয়াম) বললো
She said
إِنِّىٓ
“আমি নিশ্চয়ই
“Indeed I
أَعُوذُ
আশ্রয় চাই
[I] seek refuge
بِٱلرَّحْمَٰنِ
কাছে দয়াময়ের
with the Most Gracious
مِنكَ
তোমার থেকে
from you
إِن
যদি
if
كُنتَ
তুমি হও
you are
تَقِيًّا
মুত্তাকী”
God fearing”
(19)
قَالَ
সে বললো
He said
إِنَّمَآ
“প্রকৃতপক্ষে
“Only
أَنَا۠
আমি
I am
رَسُولُ
(প্রেরিত) দূত
a Messenger
رَبِّكِ
তোমার রবের
(from) your Lord
لِأَهَبَ
দান করি যেন
that I (may) bestow
لَكِ
তোমাকে
on you
غُلَٰمًا
এক পুত্র
a son
زَكِيًّا
পবিত্র”
pure”
(20)
قَالَتْ
সে বললো
She said
أَنَّىٰ
“কেমন করে
“How
يَكُونُ
হবে
can be
لِى
আমার
for me
غُلَٰمٌ
পুত্র
a son
وَلَمْ
যখন নি
when not
يَمْسَسْنِى
আমাকে স্পর্শ করে
has touched me
بَشَرٌ
কোন মানুষ
a man
وَلَمْ
এবং নই
and not
أَكُ
আমি (হই)
I am
بَغِيًّا
ব্যভিচারিণী”
unchaste?”
(21)
قَالَ
(ফেরেশতা) বললো
He said
كَذَٰلِكِ
“এরূপই (হবে)
“Thus;
قَالَ
বলেছেন
said
رَبُّكِ
তোমার রব
your Lord
هُوَ
তা
It
عَلَىَّ
আমার উপর
(is) for Me
هَيِّنٌ
সহজ
easy
وَلِنَجْعَلَهُۥٓ
এবং যেন তা আমরা করি
and so that We will make him
ءَايَةً
একটি নিদর্শন
a sign
لِّلنَّاسِ
মানুষদের জন্য
for the mankind
وَرَحْمَةً
ও অনুগ্রহ
and a Mercy
مِّنَّا
আমাদের থেকে
from Us
وَكَانَ
এবং হয়েছে
And (it) is
أَمْرًا
বিষয় (সিদ্ধান্ত)
a matter
مَّقْضِيًّا
স্থিরীকৃত
decreed’
(22)
فَحَمَلَتْهُ
তাকে সে অতঃপর গর্ভধারণ করলো
So she conceived him
فَٱنتَبَذَتْ
অতঃপর সে পৃথক হয়ে গেলো
and she withdrew
بِهِۦ
তা নিয়ে
with him
مَكَانًا
স্থানে
(to) a place
قَصِيًّا
দূরবর্তী
remote
(23)
فَأَجَآءَهَا
অতঃপর তাকে নিয়ে এলো
Then drove her
ٱلْمَخَاضُ
প্রসববেদনা
the pains of childbirth
إِلَىٰ
কাছে
to
جِذْعِ
কান্ডের
(the) trunk
ٱلنَّخْلَةِ
খেজুর গাছের
(of) the date-palm
قَالَتْ
সে বললো
She said
يَٰلَيْتَنِى
“হায়! আমার আফসোস
“O! I wish
مِتُّ
আমি (যদি) মরে যেতাম
I (had) died
قَبْلَ
পূর্বে
before
هَٰذَا
এর
this
وَكُنتُ
এবং আমি হতাম
and I was
نَسْيًا
বিস্মৃত
(in) oblivion
مَّنسِيًّا
স্মৃতি বিলুপ্ত”
forgotten”
(24)
فَنَادَىٰهَا
অতঃপর ডেকে বললো (ফেরেশতা) তাকে
So cried to her
مِن
হ’তে
from
تَحْتِهَآ
তার নিচ
beneath her
أَلَّا
“যে না
“That (do) not
تَحْزَنِى
তুমি চিন্তা করো
grieve
قَدْ
নিশ্চয়ই
verily
جَعَلَ
সৃষ্টি করেছেন
(has) placed
رَبُّكِ
তোমার রব
your Lord
تَحْتَكِ
তোমার নিচে
beneath you
سَرِيًّا
এক ঝর্ণা
a stream
(25)
وَهُزِّىٓ
এবং তুমি নাড়া দাও
And shake
إِلَيْكِ
তোমার দিকে
towards you
بِجِذْعِ
কান্ডসহ
(the) trunk
ٱلنَّخْلَةِ
খেজুর গাছের
(of) the date-palm
تُسَٰقِطْ
ঝরে পড়বে
it will drop
عَلَيْكِ
তোমার উপর
upon you
رُطَبًا
খেজুর
fresh dates
جَنِيًّا
তাজা
ripe
(26)
فَكُلِى
সুতরাং খাও
So eat
وَٱشْرَبِى
ও পান করো
and drink
وَقَرِّى
এবং জুড়াও
and cool
عَيْنًا
চোখকে
(your) eyes
فَإِمَّا
অতঃপর যদি
And if
تَرَيِنَّ
তুমি দেখো
you see
مِنَ
মধ্য হ’তে
from
ٱلْبَشَرِ
মানুষের
human being
أَحَدًا
কাউকে
anyone
فَقُولِىٓ
তখন তুমি বলো
then say
إِنِّى
“আমি নিশ্চয়ই
“Indeed I
نَذَرْتُ
মানত করেছি
[I] have vowed
لِلرَّحْمَٰنِ
দয়াময়ের জন্য
to the Most Gracious
صَوْمًا
রোজা
a fast
فَلَنْ
অতএব না
so not
أُكَلِّمَ
কথা বলবো আমি
I will speak
ٱلْيَوْمَ
আজ
today
إِنسِيًّا
কোন মানুষের সাথে”
(to any) human being”
(27)
فَأَتَتْ
অতঃপর সে আসলো
Then she came
بِهِۦ
তাকে নিয়ে
with him
قَوْمَهَا
তার সম্প্রদায়ের কাছে
(to) her people
تَحْمِلُهُۥ
তাকে বহন করে
carrying him
قَالُوا۟
তারা বললো
They said
يَٰمَرْيَمُ
“হে মারইয়াম
“O Maryam!
لَقَدْ
নিশ্চয়ই
Certainly
جِئْتِ
এনেছো
you (have) brought
شَيْـًٔا
কিছু
an amazing thing
فَرِيًّا
জঘন্য
an amazing thing
(28)
يَٰٓأُخْتَ
হে বোন
O sister
هَٰرُونَ
হারূনের
(of) Harun!
مَا
না
Not
كَانَ
ছিলেন
was
أَبُوكِ
তোমার বাপ
your father
ٱمْرَأَ
ব্যক্তি
an evil man
سَوْءٍ
অসৎ
an evil man
وَمَا
আর না
and not
كَانَتْ
ছিলেন
was
أُمُّكِ
তোমার মা
your mother
بَغِيًّا
ব্যভিচারিনী (চরিত্রহীনা)”
unchaste”
(29)
فَأَشَارَتْ
তখন সে ইঙ্গিত করলো
Then she pointed
إِلَيْهِ
তার দিকে
to him
قَالُوا۟
তারা বললো
They said
كَيْفَ
“কিভাবে
“How
نُكَلِّمُ
কথা বলবো আমরা
(can) we speak
مَن
যে
(to one) who
كَانَ
আছে
is
فِى
মধ্যে
in
ٱلْمَهْدِ
দোলনার
the cradle
صَبِيًّا
ছোট্ট শিশু”
a child?”
(30)
قَالَ
(শিশু ঈসা) বললো
He said
إِنِّى
“নিশ্চয়ই আমি
“Indeed I am
عَبْدُ
দাস
a slave
ٱللَّهِ
আল্লাহ্র
(of) Allah
ءَاتَىٰنِىَ
আমাকে তিনি দিয়েছেন
He gave me
ٱلْكِتَٰبَ
কিতাব
the Scripture
وَجَعَلَنِى
এবং আমাকে বানিয়েছেন
and made me
نَبِيًّا
নাবী
a Prophet
(31)
وَجَعَلَنِى
এবং আমাকে করেছেন
And He (has) made me
مُبَارَكًا
কল্যাণময়
blessed
أَيْنَ
যেখানে
wherever
مَا
যা
wherever
كُنتُ
আমি থাকি
I am
وَأَوْصَٰنِى
এবং আমাকে নির্দেশ দিয়েছেন
and has enjoined (on) me
بِٱلصَّلَوٰةِ
ব্যাপারে সালাতের
[of] the prayer
وَٱلزَّكَوٰةِ
ও যাকাতের
and zakah
مَا
যা
as long as I am
دُمْتُ
আমি থাকি যতদিন পর্যন্ত
as long as I am
حَيًّا
জীবিত
alive
(32)
وَبَرًّۢا
এবং অনুগত
And dutiful
بِوَٰلِدَتِى
আমার মায়ের
to my mother
وَلَمْ
এবং নি
and not
يَجْعَلْنِى
আমাকে করেন
He (has) made me
جَبَّارًا
উদ্ধত
insolent
شَقِيًّا
হতভাগ্য
unblessed
(33)
وَٱلسَّلَٰمُ
এবং শান্তি
And peace (be)
عَلَىَّ
আমার উপর
on me
يَوْمَ
যেদিন
(the) day
وُلِدتُّ
আমি জন্মলাভ করেছি
I was born
وَيَوْمَ
ও যেদিন
and (the) day
أَمُوتُ
আমি মরবো
I will die
وَيَوْمَ
ও যেদিন
and (the) Day
أُبْعَثُ
উত্থিত হবো
I will be raised
حَيًّا
জীবিত”
alive”
(34)
ذَٰلِكَ
এই (হলো)
That
عِيسَى
ঈসা
(was) Isa
ٱبْنُ
পুত্র
(the) son
مَرْيَمَ
মারইয়ামের
(of) Maryam
قَوْلَ
কথা
a statement
ٱلْحَقِّ
চূড়ান্ত সত্য
(of) truth
ٱلَّذِى
যা (এমন যে)
that which
فِيهِ
যে বিষয়ে
about it
يَمْتَرُونَ
তারা সন্দেহ করছে
they dispute
(35)
مَا
নয়
Not
كَانَ
কাজ
(it) is
لِلَّهِ
আল্লাহ্র জন্য
for Allah
أَن
যে
that
يَتَّخِذَ
তিনি গ্রহণ করবেন
He should take
مِن
কোন
any son
وَلَدٍ
সন্তান
any son
سُبْحَٰنَهُۥٓ
তিনি পবিত্র
Glory be to Him!
إِذَا
যখন
When
قَضَىٰٓ
স্হির করেন
He decrees
أَمْرًا
কোন বিষয়কে
a matter
فَإِنَّمَا
তখন শুধুমাত্র
then only
يَقُولُ
বলেন
He says
لَهُۥ
তাকে
to it
كُن
“হও”
“Be”
فَيَكُونُ
তখনই হয়ে যায়
and it is
(36)
وَإِنَّ
“এবং নিশ্চয়ই
“And indeed
ٱللَّهَ
আল্লাহ্
Allah
رَبِّى
আমার রব
(is) my Lord
وَرَبُّكُمْ
ও তোমাদের রব
and your Lord
فَٱعْبُدُوهُ
সুতরাং তাঁরই তোমরা ইবাদাত করো
so worship Him
هَٰذَا
এটা
This
صِرَٰطٌ
পথ
(is) a path
مُّسْتَقِيمٌ
সরল সঠিক”
straight”
(37)
فَٱخْتَلَفَ
অতঃপর মতভেদ করলো
But differed
ٱلْأَحْزَابُ
বিভিন্ন দল
the sects
مِنۢ
থেকে
from among them
بَيْنِهِمْ
তাদের মাঝে
from among them
فَوَيْلٌ
সুতরাং দুর্ভোগ
so woe
لِّلَّذِينَ
(তাদের) জন্যে যারা
to those who
كَفَرُوا۟
অস্বীকার করেছে
disbelieve
مِن
হ’তে
from
مَّشْهَدِ
সাক্ষাত
(the) witnessing
يَوْمٍ
দিনের
(of) a Day
عَظِيمٍ
কঠিন
great
(38)
أَسْمِعْ
স্পষ্ট শুনবে
How they will hear!
بِهِمْ
তারা কত
How they will hear!
وَأَبْصِرْ
ও (কত স্পষ্ট) দেখবে
and how (they will) see!
يَوْمَ
যেদিন
(the) Day
يَأْتُونَنَا
আমাদের কাছে তারা আসবে
they will come to Us
لَٰكِنِ
কিন্তু
but
ٱلظَّٰلِمُونَ
সীমালঙ্ঘনকারীরা
the wrongdoers
ٱلْيَوْمَ
আজ
today
فِى
মধ্যে (রয়েছে)
(are) in
ضَلَٰلٍ
বিভ্রান্তির
error
مُّبِينٍ
সুস্পষ্ট
clear
(39)
وَأَنذِرْهُمْ
এবং সতর্ক করো তাদেরকে
And warn them
يَوْمَ
দিন (সম্পর্কে)
(of the) Day
ٱلْحَسْرَةِ
পরিতাপের
(of) the Regret
إِذْ
যখন
when
قُضِىَ
সিদ্ধান্ত হয়ে যাবে
has been decided
ٱلْأَمْرُ
বিষয়টির
the matter
وَهُمْ
তারা এ অবস্থায় যখন
And they
فِى
মধ্যে (আছে)
(are) in
غَفْلَةٍ
উদাসীনতা
heedlessness
وَهُمْ
এবং তারা
and they
لَا
না
(do) not
يُؤْمِنُونَ
ঈমান আনছে
believe
(40)
إِنَّا
নিশ্চয়ই আমরা
Indeed We
نَحْنُ
আমরা
[We]
نَرِثُ
উত্তরাধিকারী হবো
[We] will inherit
ٱلْأَرْضَ
পৃথিবীর
the earth
وَمَنْ
এবং যা কিছু
and whoever
عَلَيْهَا
তার উপর (আছে)
(is) on it
وَإِلَيْنَا
এবং আমাদেরই দিকে
and to Us
يُرْجَعُونَ
তাদের ফিরিয়ে আনা হবে
they will be returned
(41)
وَٱذْكُرْ
এবং বর্ণনা করো (যা)
And mention
فِى
মধ্যে (বলা হচ্ছে)
in
ٱلْكِتَٰبِ
(এই) কিতাবের
the Book
إِبْرَٰهِيمَ
ইবরাহীম (সম্পর্কে)
Ibrahim
إِنَّهُۥ
সে নিশ্চয়ই
Indeed he
كَانَ
ছিলো
was
صِدِّيقًا
সত্যনিষ্ঠ
a man of truth
نَّبِيًّا
নাবী
a Prophet
(42)
إِذْ
যখন
When
قَالَ
সে বলেছিলো
he said
لِأَبِيهِ
তার বাপকে
to his father
يَٰٓأَبَتِ
“হে আমার পিতা
“O my father!
لِمَ
কেন
Why
تَعْبُدُ
উপাসনা করেন আপনি
(do) you worship
مَا
যা
that which
لَا
না
not
يَسْمَعُ
শুনে
hears
وَلَا
আর না
and not
يُبْصِرُ
দেখে
sees
وَلَا
এবং না
and not
يُغْنِى
কাজে আসে
benefits
عَنكَ
আপনার জন্য
[to] you
شَيْـًٔا
কিছুই
(in) anything?
(43)
يَٰٓأَبَتِ
হে আমার পিতা
O my father!
إِنِّى
নিশ্চয়ই আমার
Indeed [I]
قَدْ
নিশ্চয়ই
verily
جَآءَنِى
এসেছে আমার কাছে
(has) come to me
مِنَ
(এমন) কিছু
of
ٱلْعِلْمِ
জ্ঞান
the knowledge
مَا
যা
what
لَمْ
নি
not
يَأْتِكَ
আপনার কাছে আসে
came to you
فَٱتَّبِعْنِىٓ
সুতরাং অনুসরণ করুন
so follow me;
أَهْدِكَ
আমি পথ দেখাবো
I will guide you
صِرَٰطًا
পথ
(to) the path
سَوِيًّا
সরল সঠিক
even
(44)
يَٰٓأَبَتِ
হে আমার পিতা
O my father!
لَا
না
(Do) not
تَعْبُدِ
উপাসনা করবেন
worship
ٱلشَّيْطَٰنَ
শয়তানের
the Shaitaan
إِنَّ
নিশ্চয়ই
Indeed
ٱلشَّيْطَٰنَ
শয়তান
the Shaitaan
كَانَ
হলো
is
لِلرَّحْمَٰنِ
দয়াময়ের
to the Most Gracious
عَصِيًّا
অবাধ্য
disobedient
(45)
يَٰٓأَبَتِ
হে আমার পিতা
O my father!
إِنِّىٓ
নিশ্চয়ই আমি
Indeed I
أَخَافُ
ভয় করি আমি
[I] fear
أَن
যে
that
يَمَسَّكَ
আপনাকে স্পর্শ করবে
will touch you
عَذَابٌ
শাস্তি
a punishment
مِّنَ
থেকে
from
ٱلرَّحْمَٰنِ
দয়াময়ের
the Most Gracious
فَتَكُونَ
অতঃপর আপনি হবেন
so you would be
لِلشَّيْطَٰنِ
শয়তানের জন্য
to the Shaitaan
وَلِيًّا
বন্ধু”
a friend”
(46)
قَالَ
সে বললো
He said
أَرَاغِبٌ
“কি বিমুখ
“Do you hate
أَنتَ
“তুমি
“Do you hate
عَنْ
হ’তে
(from)
ءَالِهَتِى
আমার দেব-দেবীগুলো
my gods
يَٰٓإِبْرَٰهِيمُ
হে ইবরাহীম
O Ibrahim?
لَئِن
অবশ্যই যদি
Surely, if
لَّمْ
না
not
تَنتَهِ
বিরত হও তুমি
you desist
لَأَرْجُمَنَّكَ
অবশ্যই তোমাকে পাথর মেরে হত্যা করবোই
surely, I will stone you
وَٱهْجُرْنِى
এবং আমাকে ছেড়ে চলে যাও
so leave me
مَلِيًّا
চিরতরে”
(for) a prolonged time”
(47)
قَالَ
সে বললো
He said
سَلَٰمٌ
“শান্তি (সালাম)
“Peace (be)
عَلَيْكَ
আপনার উপর
on you
سَأَسْتَغْفِرُ
অচিরেই ক্ষমা চাইবো আমি
I will ask forgiveness
لَكَ
আপনার জন্য
for you
رَبِّىٓ
আমার রবের কাছে
(from) my Lord
إِنَّهُۥ
নিশ্চয়ই তিনি
Indeed He
كَانَ
হলেন
is
بِى
আমার প্রতি
to me
حَفِيًّا
অনুগ্রহশীল
Ever Gracious
(48)
وَأَعْتَزِلُكُمْ
এবং আপনাদের থেকে আমি পৃথক হচ্ছি
And I will leave you
وَمَا
এবং যাদেরকে
and what
تَدْعُونَ
আপনারা ডাকেন
you invoke
مِن
থেকে
besides
دُونِ
ছাড়া
besides
ٱللَّهِ
আল্লাহ্
Allah
وَأَدْعُوا۟
এবং ডাকবো আমি
and I will invoke
رَبِّى
আমার রবকে
my Lord
عَسَىٰٓ
আশা করি
May be
أَلَّآ
যে না
that not
أَكُونَ
হবো আমি
I will be
بِدُعَآءِ
ডাকার কারণে
in invocation
رَبِّى
আমার রবের
(to) my Lord
شَقِيًّا
ব্যর্থকাম”
unblessed”
(49)
فَلَمَّا
অতঃপর যখন
So when
ٱعْتَزَلَهُمْ
তাদের থেকে পৃথক হলো সে
he left them
وَمَا
এবং যাদের
and what
يَعْبُدُونَ
তারা উপাসনা করতো
they worshipped
مِن
থেকে
besides Allah
دُونِ
ছাড়া
besides Allah
ٱللَّهِ
আল্লাহ্
besides Allah
وَهَبْنَا
আমরা দান করলাম
[and] We bestowed
لَهُۥٓ
তাকে
[to] him
إِسْحَٰقَ
ইসহাককে
Ishaq
وَيَعْقُوبَ
ও ইয়াকুবকে
and Yaqub
وَكُلًّا
এবং প্রত্যেককে
and each (of them)
جَعَلْنَا
আমরা বানালাম
We made
نَبِيًّا
নাবী
a Prophet
(50)
وَوَهَبْنَا
এবং আমরা দান করলাম
And We bestowed
لَهُم
তাদের জন্য
to them
مِّن
থেকে
of
رَّحْمَتِنَا
আমাদের অনুগ্রহ
Our Mercy
وَجَعَلْنَا
এবং আমরা দিলাম
and We made
لَهُمْ
তাদের জন্য
for them
لِسَانَ
ভাষা
a truthful mention
صِدْقٍ
সত্যের ও সুখ্যাতির
a truthful mention
عَلِيًّا
সমুচ্চ
high
(51)
وَٱذْكُرْ
উল্লেখ করো (যা)
And mention
فِى
মধ্যে (বলা হচ্ছে)
in
ٱلْكِتَٰبِ
(এই) কিতাবের
the Book
مُوسَىٰٓ
মূসা (সম্পর্কে)
Musa
إِنَّهُۥ
সে নিশ্চয়ই
Indeed he
كَانَ
ছিলো
was
مُخْلَصًا
বিশুদ্ধচিত্ত
chosen
وَكَانَ
এবং ছিলো
and was
رَسُولًا
রাসূল
a Messenger
نَّبِيًّا
নাবী
a Prophet
(52)
وَنَٰدَيْنَٰهُ
এবং তাকে আমরা ডেকেছি
And We called him
مِن
হ’তে
from
جَانِبِ
দিক
(the) side
ٱلطُّورِ
তুর (পাহাড়ের)
(of) the Mount
ٱلْأَيْمَنِ
ডান (দিক)
the right
وَقَرَّبْنَٰهُ
এবং তাকে আমরা কাছে টেনেছিলাম
and brought him near
نَجِيًّا
অন্তরঙ্গ আলাপের জন্যে
(for) conversation
(53)
وَوَهَبْنَا
এবং আমরা বানালাম
And We bestowed
لَهُۥ
তার জন্যে
[to] him
مِن
হ’তে
from
رَّحْمَتِنَآ
আমাদের অনুগ্রহ
Our Mercy
أَخَاهُ
তার ভাই
his brother
هَٰرُونَ
হারুনকে
Harun
نَبِيًّا
নাবীরূপে
a Prophet
(54)
وَٱذْكُرْ
এবং স্মরণ করো
And mention
فِى
মধ্যে
in
ٱلْكِتَٰبِ
কিতাবের
the Book
إِسْمَٰعِيلَ
ইসমাইলকে
Ismail
إِنَّهُۥ
সে নিশ্চয়ই
Indeed he
كَانَ
ছিলো
was
صَادِقَ
সত্যতা রক্ষাকারী
TRUE
ٱلْوَعْدِ
প্রতিশ্রুতির
(to his) promise
وَكَانَ
এবং ছিলো
and was
رَسُولًا
রাসূল
a Messenger –
نَّبِيًّا
নাবী
a Prophet
(55)
وَكَانَ
এবং
And he used
يَأْمُرُ
আদেশ দিতো
(to) enjoin
أَهْلَهُۥ
তার পরিজনবর্গকে
(on) his people
بِٱلصَّلَوٰةِ
সালাতের ব্যাপারে
the prayer
وَٱلزَّكَوٰةِ
ও যাকাতের
and zakah
وَكَانَ
এবং সে ছিলো
and was
عِندَ
কাছে
near
رَبِّهِۦ
তার রবের
his Lord
مَرْضِيًّا
প্রিয়পাত্র
pleasing
(56)
وَٱذْكُرْ
এবং উল্লেখ করো (যা)
And mention
فِى
মধ্যে (বলা হচ্ছে)
in
ٱلْكِتَٰبِ
(এই) কিতাবের
the Book
إِدْرِيسَ
ইদরীস (সম্পর্কে)
Idris
إِنَّهُۥ
সে নিশ্চয়ই
Indeed he
كَانَ
ছিলো
was
صِدِّيقًا
সত্যনিষ্ঠ
truthful
نَّبِيًّا
নাবী
a Prophet
(57)
وَرَفَعْنَٰهُ
এবং তাকে আমরা উন্নীত করেছিলাম
And We raised him
مَكَانًا
স্থানে
(to) a position
عَلِيًّا
উচ্চতর
high
(58)
أُو۟لَٰٓئِكَ
ঐসব লোক
Those
ٱلَّذِينَ
যাদের
(were) the ones whom
أَنْعَمَ
অনুগ্রহ করেছেন
Allah bestowed favor
ٱللَّهُ
আল্লাহ্
Allah bestowed favor
عَلَيْهِم
তাদের উপর
upon them
مِّنَ
মধ্যে
from (among)
ٱلنَّبِيِّۦنَ
নাবীদের
the Prophets
مِن
মধ্য হ’তে
of
ذُرِّيَّةِ
বংশধর
(the) offspring
ءَادَمَ
আদমের
(of) Adam
وَمِمَّنْ
এবং মধ্য হ’তে যাদের
and of those
حَمَلْنَا
আমরা আরোহণ করিয়েছিলাম
We carried
مَعَ
সাথে
with
نُوحٍ
নূহের
Nuh
وَمِن
এবং মধ্য হ’তে
and of
ذُرِّيَّةِ
বংশধর
(the) offspring
إِبْرَٰهِيمَ
ইবরাহীমের
(of) Ibrahim
وَإِسْرَٰٓءِيلَ
ও ইসরাঈলের
and Israel
وَمِمَّنْ
এবং মধ্য হ’তে (তাদের)
and of (those) whom
هَدَيْنَا
আমরা পথ দেখিয়েছিলাম
We guided
وَٱجْتَبَيْنَآ
ও আমরা মনোনীত করেছিলাম
and We chose
إِذَا
যখন
When
تُتْلَىٰ
পাঠ করা হতো
were recited
عَلَيْهِمْ
তাদের কাছে
to them
ءَايَٰتُ
আয়াতসমূহ
(the) Verses
ٱلرَّحْمَٰنِ
দয়াময়ের
(of) the Most Gracious
خَرُّوا۟
তারা নুয়ে পড়তো
they fell
سُجَّدًا
সিজদায়
prostrating
وَبُكِيًّا
এবং (তখন) কান্নারত হতো
and weeping
(59)
فَخَلَفَ
অতঃপর স্থলাভিষিক্ত হলো
Then succeeded
مِنۢ
থেকে
after them
بَعْدِهِمْ
পর তাদের
after them
خَلْفٌ
পরবর্তীরা
successors
أَضَاعُوا۟
তারা নষ্ট করলো
who neglected
ٱلصَّلَوٰةَ
সালাত
the prayer
وَٱتَّبَعُوا۟
ও অনুসরণ করলো
and they followed
ٱلشَّهَوَٰتِ
কুপ্রবৃত্তির
the lusts
فَسَوْفَ
সুতরাং শীঘ্রই
so soon
يَلْقَوْنَ
তারা দেখবে
they will meet
غَيًّا
কুকর্মের (শাস্তি)
evil
(60)
إِلَّا
কিন্তু
Except
مَن
যারা
(one) who
تَابَ
করেছে তওবা
repented
وَءَامَنَ
ও ঈমান এনেছে
and believed
وَعَمِلَ
ও কাজ করেছে
and did
صَٰلِحًا
সৎ
good (deeds)
فَأُو۟لَٰٓئِكَ
অতঃপর ঐসব লোক
Then those
يَدْخُلُونَ
তারা প্রবেশ করবে
will enter
ٱلْجَنَّةَ
জান্নাতে
Paradise
وَلَا
এবং না
and not
يُظْلَمُونَ
অন্যায় করা হবে
they will be wronged
شَيْـًٔا
কিছুমাত্রও
(in) anything
(61)
جَنَّٰتِ
জান্নাত
Gardens
عَدْنٍ
স্থায়ী
(of) Eden
ٱلَّتِى
যার
which
وَعَدَ
প্রতিশ্রুতি দিয়েছেন
promised
ٱلرَّحْمَٰنُ
দয়াময়
the Most Gracious
عِبَادَهُۥ
তাঁর দাসদেরকে
(to) His slaves
بِٱلْغَيْبِ
গোপনভাবে
in the unseen
إِنَّهُۥ
তিনি নিশ্চয়ই (এমন যে)
Indeed [it]
كَانَ
হলো
is
وَعْدُهُۥ
তাঁর প্রতিশ্রুতি
His promise
مَأْتِيًّا
অবশ্যম্ভাবী
sure to come
(62)
لَّا
না
Not
يَسْمَعُونَ
তারা শুনবে
they will hear
فِيهَا
তার মধ্যে
therein
لَغْوًا
নিরর্থক কথা
vain talk
إِلَّا
এ ছাড়া
but
سَلَٰمًا
শান্তি
peace
وَلَهُمْ
এবং তাদের জন্য থাকবে
And for them
رِزْقُهُمْ
তাদের জীবিকা
(is) their provision
فِيهَا
তার মধ্যে
therein
بُكْرَةً
সকালে
morning
وَعَشِيًّا
ও সন্ধ্যায়
and evening
(63)
تِلْكَ
এই
This
ٱلْجَنَّةُ
জান্নাত
(is) Paradise
ٱلَّتِى
যার
which
نُورِثُ
আমরা করবো উত্তরাধিকারী
We give (as) inheritance
مِنْ
মধ্য হ’তে
عِبَادِنَا
আমাদের দাসদের
Our slaves
مَن
যে
(the one) who
كَانَ
হবে
is
تَقِيًّا
মুত্তাকী
righteous
(64)
وَمَا
এবং (হে নাবী) না
And not
نَتَنَزَّلُ
আমরা অবতরণ করি
we descend
إِلَّا
এ ছাড়া
except
بِأَمْرِ
নির্দেশক্রমে
by (the) Command
رَبِّكَ
আপনার রবের
(of) your Lord
لَهُۥ
তাঁরই জন্য (মালিকানায়)
To Him (belongs)
مَا
যা কিছু (আছে)
what
بَيْنَ
সামনে
(is) before us
أَيْدِينَا
আমাদের হাতের
(is) before us
وَمَا
ও যা কিছু (আছে)
and what
خَلْفَنَا
আমাদের পিছনে
(is) behind us
وَمَا
এবং যা কিছু (আছে)
and what
بَيْنَ
মাঝে
(is) between
ذَٰلِكَ
এর
that
وَمَا
এবং না
And not
كَانَ
হলেন
is
رَبُّكَ
আপনার রব (এমন যে)
your Lord
نَسِيًّا
ভুলে যান
forgetful
(65)
رَّبُّ
রব
Lord
ٱلسَّمَٰوَٰتِ
আকাশের
(of) the heavens
وَٱلْأَرْضِ
ও পৃথিবীর
and the earth
وَمَا
এবং যা কিছু (আছে)
and whatever
بَيْنَهُمَا
উভয়ের মাঝে
(is) between both of them
فَٱعْبُدْهُ
তাঁরই সুতরাং ইবাদাত করুন
so worship Him
وَٱصْطَبِرْ
এবং ধৈর্য্য ধরুন
and be constant
لِعِبَٰدَتِهِۦ
তাঁর ইবাদাতের উপর
in His worship
هَلْ
কি
Do
تَعْلَمُ
জানেন আপনি (কাউকে)
you know
لَهُۥ
তাঁর জন্য
for Him
سَمِيًّا
সমমান (গুণসম্পন্ন)
any similarity?
(66)
وَيَقُولُ
এবং বলে
And says
ٱلْإِنسَٰنُ
মানুষ
[the] man
أَءِذَا
“যখন কি
“What! When
مَا
“
“What! When
مِتُّ
আমি মরে যাব
I am dead
لَسَوْفَ
অচিরেই অবশ্যই
surely will
أُخْرَجُ
আমাকে বের করা হবে
I be brought forth
حَيًّا
জীবিত অবস্থায়”
alive?”
(67)
أَوَلَا
কি না
Does not
يَذْكُرُ
স্মরণ করে
remember
ٱلْإِنسَٰنُ
মানুষ
[the] man
أَنَّا
যে আমরা
that We
خَلَقْنَٰهُ
তাকে আমরা সৃষ্টি করেছি
We created him
مِن
থেকে
before
قَبْلُ
ইতিপূর্ব
before
وَلَمْ
যখন না
while not
يَكُ
সে ছিলো
he was
شَيْـًٔا
কোন কিছুই
anything?
(68)
فَوَرَبِّكَ
সুতরাং শপথ তোমার রবের
So by your Lord
لَنَحْشُرَنَّهُمْ
অবশ্যই তাদের জড়ো করবো আমরা
surely We will gather them
وَٱلشَّيَٰطِينَ
এবং শয়তানদেরকেও
and the devils
ثُمَّ
এরপর
then
لَنُحْضِرَنَّهُمْ
অবশ্যই তাদের উপস্থিত করবো আমরা
surely We will bring them
حَوْلَ
চারদিকে
around
جَهَنَّمَ
জাহান্নামের
Hell
جِثِيًّا
নতজানু অবস্থায়
bent (on) knees
(69)
ثُمَّ
এরপর
Then
لَنَنزِعَنَّ
অবশ্যই আমরা টেনে বের করবো
surely We will drag out
مِن
মধ্য হতে
from
كُلِّ
প্রত্যেক বিষয়ে
every
شِيعَةٍ
দলের
sect
أَيُّهُمْ
তাদের কোন (ব্যক্তি)
those of them
أَشَدُّ
সর্বাধিক
(who were) worst
عَلَى
প্রতি
against
ٱلرَّحْمَٰنِ
দয়াময়ের
the Most Gracious
عِتِيًّا
অবাধ্য
(in) rebellion
(70)
ثُمَّ
এরপর
Then
لَنَحْنُ
অবশ্যই আমরা
surely We
أَعْلَمُ
খুব জানি
know best
بِٱلَّذِينَ
তাদের
[of] those who
هُمْ
যারা
[they]
أَوْلَىٰ
অধিকতর যোগ্য
(are) most worthy
بِهَا
তাঁতে
therein
صِلِيًّا
প্রবেশের (জন্যে)
(of) being burnt
(71)
وَإِن
এবং নেই
And (there is) not
مِّنكُمْ
তোমাদের মধ্যে কেউ
(any) of you
إِلَّا
এ ছাড়া
but
وَارِدُهَا
অতিক্রমকারী তা
(will be) passing over it
كَانَ
(এটা) হলো
(This) is
عَلَىٰ
কাছে
upon
رَبِّكَ
তোমার রবের
your Lord
حَتْمًا
চুড়ান্ত
an inevitability
مَّقْضِيًّا
অনিবার্য
decreed
(72)
ثُمَّ
এরপর
Then
نُنَجِّى
উদ্ধার করবো আমরা
We will deliver
ٱلَّذِينَ
(তাদেরকে) যারা
those who
ٱتَّقَوا۟
তাকওয়া অবলম্বন করেছে
feared (Allah)
وَّنَذَرُ
ও রেখে দিবো আমরা
and We will leave
ٱلظَّٰلِمِينَ
সীমালঙ্ঘনকারীদেরকে
the wrongdoers
فِيهَا
তার মধ্যে
therein
جِثِيًّا
নতজানু অবস্থায়
bent (on) knees
(73)
وَإِذَا
এবং যখন
And when
تُتْلَىٰ
আবৃত্তি করা হয়
are recited
عَلَيْهِمْ
তাদের কাছে
to them
ءَايَٰتُنَا
আমাদের আয়াতসমূহ
Our Verses
بَيِّنَٰتٍ
সুস্পষ্ট
clear
قَالَ
বলে
say
ٱلَّذِينَ
যারা
those who
كَفَرُوا۟
অস্বীকার করেছে
disbelieved
لِلَّذِينَ
(তাদের) কে যারা
to those who
ءَامَنُوٓا۟
ঈমান এনেছে
believed
أَىُّ
“কোনটি
“Which
ٱلْفَرِيقَيْنِ
দু’দলের
(of) the two groups
خَيْرٌ
উত্তম
(is) better
مَّقَامًا
মর্যাদায়
(in) position
وَأَحْسَنُ
ও শ্রেষ্ঠতর (জাগজমকপূর্ণ)
and best
نَدِيًّا
সমাজ হিসেবে”
(in) assembly?”
(74)
وَكَمْ
এবং কতই (না)
And how many
أَهْلَكْنَا
আমরা ধ্বংস করেছি
We destroyed
قَبْلَهُم
তাদের পূর্বে
before them
مِّن
কিছু
of
قَرْنٍ
মানবগোষ্ঠিকে
a generation –
هُمْ
তারা
they
أَحْسَنُ
(ছিলো) উত্তম
(were) better
أَثَٰثًا
সম্পদে (সাজ সরঞ্জামে)
(in) possessions
وَرِءْيًا
এবং (চাকচিক্যে) বাহ্যদৃষ্টিতে
and appearance?
(75)
قُلْ
বলো
Say
مَن
“যে
“Whoever
كَانَ
হবে
is
فِى
মধ্যে
in
ٱلضَّلَٰلَةِ
বিভ্রান্তির
[the] error
فَلْيَمْدُدْ
সেক্ষেত্রে অবকাশ দিবেন
then surely will extend
لَهُ
তার জন্য
for him
ٱلرَّحْمَٰنُ
দয়াময়
the Most Gracious
مَدًّا
(অনেক) অবকাশ
an extension
حَتَّىٰٓ
শেষ পর্যন্ত
until
إِذَا
যখন
when
رَأَوْا۟
তারা দেখবে
they see
مَا
যা
what
يُوعَدُونَ
তাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছে
they were promised
إِمَّا
হয়
either
ٱلْعَذَابَ
শাস্তি
the punishment
وَإِمَّا
আর না হয়
or
ٱلسَّاعَةَ
ক্বিয়ামাতের সময়
the Hour
فَسَيَعْلَمُونَ
অচিরেই তখন তারা জানবে
then they will know
مَنْ
কে
who
هُوَ
সে
[he]
شَرٌّ
নিকৃষ্ট
(is) worst
مَّكَانًا
মর্যাদায়
(in) position
وَأَضْعَفُ
ও দুর্বলতর
and weaker
جُندًا
দলবলে (সৈন্য সামন্তে)”
(in) forces”
(76)
وَيَزِيدُ
এবং বাড়িয়ে দেন
And Allah increases
ٱللَّهُ
আল্লাহ্
And Allah increases
ٱلَّذِينَ
(তাদের) যারা
those who
ٱهْتَدَوْا۟
সঠিক পথে চলে
accept guidance
هُدًى
(অধিক) পথ নির্দেশ
(in) guidance
وَٱلْبَٰقِيَٰتُ
এবং স্থায়ী
And the everlasting
ٱلصَّٰلِحَٰتُ
সৎকর্মসমূহ
good deeds
خَيْرٌ
উত্তম
(are) better
عِندَ
কাছে
near
رَبِّكَ
তোমার রবের
your Lord
ثَوَابًا
পুরস্কার প্রাপ্তিতে
(for) reward
وَخَيْرٌ
ও উত্তম
and better
مَّرَدًّا
প্রতিদান হিসাবে
(for) return
(77)
أَفَرَءَيْتَ
কি তুমি দেখেছো
Then have you seen
ٱلَّذِى
যে
he who
كَفَرَ
অস্বীকার করেছে
disbelieved
بِـَٔايَٰتِنَا
সঙ্গে আমাদের নিদর্শনগুলোর
in Our Verses
وَقَالَ
এবং বলে
and said
لَأُوتَيَنَّ
“আমাকে অবশ্যই দেয়া হবেই
“Surely I will be given
مَالًا
ধন-সম্পদ
wealth
وَوَلَدًا
ও সন্তান”
and children?”
(78)
أَطَّلَعَ
কি সে অবহিত হয়েছে
Has he looked
ٱلْغَيْبَ
অদৃশ্য সম্পর্কে
(into) the unseen
أَمِ
অথবা
or
ٱتَّخَذَ
গ্রহণ করেছে (কি)
has he taken
عِندَ
নিকট থেকে
from
ٱلرَّحْمَٰنِ
দয়াময়ের
the Most Gracious
عَهْدًا
প্রতিশ্রুতি
a promise?
(79)
كَلَّا
কখনও না
Nay
سَنَكْتُبُ
অচিরেই লিখবো আমরা
We will record
مَا
যা
what
يَقُولُ
সে বলছে
he says
وَنَمُدُّ
এবং বাড়িয়ে দিবো আমরা
and We will extend
لَهُۥ
তার জন্য
for him
مِنَ
থেকে
from
ٱلْعَذَابِ
শাস্তি
the punishment
مَدًّا
(অধিক মাত্রায়) বাড়ান
extensively
(80)
وَنَرِثُهُۥ
এবং আমরা তার অধিকারী হবো
And We will inherit (from) him
مَا
যা কিছু
what
يَقُولُ
সে বলছে
he says
وَيَأْتِينَا
এবং আমার কাছে সে আসবে
and he will come to Us
فَرْدًا
একাকী
alone
(81)
وَٱتَّخَذُوا۟
এবং তারা গ্রহণ করেছে
And they have taken
مِن
মধ্য হতে
besides Allah
دُونِ
ছাড়া
besides Allah
ٱللَّهِ
আল্লাহ্
besides Allah
ءَالِهَةً
ইলাহ (অন্য)
gods
لِّيَكُونُوا۟
যেন তারা হয়
that they may be
لَهُمْ
তাদের জন্য
for them
عِزًّا
সহায়ক (শক্তি)
an honor
(82)
كَلَّا
কখনও না
Nay
سَيَكْفُرُونَ
অচিরেই তারা অস্বীকার করবে
they will deny
بِعِبَادَتِهِمْ
তাদের উপাসনা সম্পর্কে
their worship (of them)
وَيَكُونُونَ
এবং তারা হবে
and they will be
عَلَيْهِمْ
তাদের ব্যাপারে
against them
ضِدًّا
(তাদের দাবীর) বিরোধী
opponents
(83)
أَلَمْ
নি কি
Do not
تَرَ
তুমি লক্ষ্য করো
you see
أَنَّآ
যে আমরা
that We
أَرْسَلْنَا
আমরা পাঠিয়েছি
[We] have sent
ٱلشَّيَٰطِينَ
শয়তানদেরকে
the devils
عَلَى
কাছে
upon
ٱلْكَٰفِرِينَ
কাফিরদের
the disbelievers
تَؤُزُّهُمْ
তাদেরকে উদ্বুদ্ধ করে
inciting them
أَزًّا
(বেশী বেশী) উদ্বুদ্ধ
(with) incitement
(84)
فَلَا
অতএব না
So (do) not
تَعْجَلْ
তাড়াতাড়ি করো
make haste
عَلَيْهِمْ
তাদের ব্যাপারে
against them
إِنَّمَا
মুলতঃ
Only
نَعُدُّ
গণনা করছি আমরা
We count
لَهُمْ
তাদের জন্য
for them
عَدًّا
(যথাযথ) গণনা
a number
(85)
يَوْمَ
সে দিন
(The) Day
نَحْشُرُ
সমবেত করবো আমরা
We will gather
ٱلْمُتَّقِينَ
মুত্তাকীদেরকে
the righteous
إِلَى
কাছে
to
ٱلرَّحْمَٰنِ
দয়াময়ের
the Most Gracious
وَفْدًا
অতিথি হিসেবে
(as) a delegation
(86)
وَنَسُوقُ
এবং তাড়িয়ে নিয়ে যাবো আমরা
And We will drive
ٱلْمُجْرِمِينَ
অপরাধীদেরকে
the criminals
إِلَىٰ
দিকে
to
جَهَنَّمَ
জাহান্নামের
Hell
وِرْدًا
তৃষ্ণার্ত অবস্থায়
thirsty
(87)
لَّا
না
Not
يَمْلِكُونَ
তারা সক্ষম হবে
they will have the power
ٱلشَّفَٰعَةَ
সুপারিশ করার
(of) the intercession
إِلَّا
ছাড়া
except
مَنِ
(সে) যে
(he) who
ٱتَّخَذَ
গ্রহণ করেছে
has taken
عِندَ
নিকট হ’তে
from
ٱلرَّحْمَٰنِ
দয়াময়ের
the Most Gracious
عَهْدًا
প্রতিশ্রুতি
a covenant
(88)
وَقَالُوا۟
এবং তারা বলে
And they say
ٱتَّخَذَ
“গ্রহণ করেছেন
“Has taken
ٱلرَّحْمَٰنُ
দয়াময়
the Most Gracious
وَلَدًا
পুত্র”
a son”
(89)
لَّقَدْ
নিশ্চয়ই
Verily
جِئْتُمْ
তোমরা এনেছো
you have put forth
شَيْـًٔا
কিছু (কথা)
a thing
إِدًّا
জঘন্য
atrocious
(90)
تَكَادُ
উপক্রম হয়েছে
Almost
ٱلسَّمَٰوَٰتُ
আকাশমণ্ডলী
the heavens
يَتَفَطَّرْنَ
বিদীর্ণ হওয়ার
get torn
مِنْهُ
তার কারণে
therefrom
وَتَنشَقُّ
ও খন্ড-বিখন্ড হবে
and splits asunder
ٱلْأَرْضُ
পৃথিবী
the earth
وَتَخِرُّ
এবং পতিত হবে
and collapse
ٱلْجِبَالُ
পাহাড়সমূহ
the mountain
هَدًّا
চূর্ণ-বিচূর্ণ হয়ে
(in) devastation
(91)
أَن
(এ কারণে) যে
That
دَعَوْا۟
দাবী করছে
they invoke
لِلرَّحْمَٰنِ
দয়াময়ের জন্যে
to the Most Gracious
وَلَدًا
পুত্র
a son
(92)
وَمَا
অথচ না
And not
يَنۢبَغِى
শোভা পায়
is appropriate
لِلرَّحْمَٰنِ
দয়াময়ের জন্য
for the Most Gracious
أَن
যে
that
يَتَّخِذَ
তিনি গ্রহণ করবেন
He should take
وَلَدًا
পুত্র
a son
(93)
إِن
নেই
Not
كُلُّ
(এমন) কেউ
all
مَن
যা কিছু
who
فِى
মধ্যে আছে
(are) in
ٱلسَّمَٰوَٰتِ
আকাশমন্ডলীর
the heavens
وَٱلْأَرْضِ
ও পৃথিবীর
and the earth
إِلَّآ
এ ছাড়া যে
but
ءَاتِى
উপস্থিত হবে
(will) come
ٱلرَّحْمَٰنِ
দয়াময়ের কাছে
(to) the Most Gracious
عَبْدًا
দাসরূপে
(as) a slave
(94)
لَّقَدْ
নিশ্চয়ই
Verily
أَحْصَىٰهُمْ
তাদেরকে ঘিরে রেখেছেন তিনি
He has enumerated them
وَعَدَّهُمْ
ও গুনে রেখেছেন তাদেরকে
and counted them
عَدًّا
গণনা করে
a counting
(95)
وَكُلُّهُمْ
তাদের সকলে
And all of them
ءَاتِيهِ
তাঁর কাছে আসবে
(will) come (to) Him
يَوْمَ
দিনে
(on the) Day
ٱلْقِيَٰمَةِ
ক্বিয়ামাতের
(of) the Resurrection
فَرْدًا
একাকী
alone
(96)
إِنَّ
নিশ্চয়ই
Indeed
ٱلَّذِينَ
যারা
those who
ءَامَنُوا۟
ঈমান এনেছে
believed
وَعَمِلُوا۟
ও কাজ করেছে
and did
ٱلصَّٰلِحَٰتِ
সৎ
good deeds
سَيَجْعَلُ
অচিরেই সৃষ্টি করবেন (মানুষের মনে)
will bestow
لَهُمُ
তাদের জন্য
for them
ٱلرَّحْمَٰنُ
দয়াময়
the Most Gracious
وُدًّا
ভালবাসা
affection
(97)
فَإِنَّمَا
সুতরাং প্রকৃতপক্ষে (হে নাবী)
So only
يَسَّرْنَٰهُ
তা আমরা সহজ করেছি
We (have) made it easy
بِلِسَانِكَ
তোমার ভাষার মাধ্যমে
in your tongue
لِتُبَشِّرَ
যেন তুমি সুসংবাদ দাও
that you may give glad tidings
بِهِ
তা দিয়ে
with it
ٱلْمُتَّقِينَ
মুত্তাকীদেরকে
(to) the righteous
وَتُنذِرَ
আর তুমি করো সতর্ক
and warn
بِهِۦ
তা দিয়ে
with it
قَوْمًا
লোকদেরকে
a people
لُّدًّا
(যারা) তর্কপ্রিয়
hostile
(98)
وَكَمْ
এবং কতই (না)
And how many
أَهْلَكْنَا
আমরা ধ্বংস করেছি
We (have) destroyed
قَبْلَهُم
তাদের পূর্বে
before them
مِّن
হ’তে
of
قَرْنٍ
মানবগোষ্ঠী
a generation?
هَلْ
কি
Can
تُحِسُّ
অনুভব করো (কোন চিহ্ন)
you perceive
مِنْهُم
তাদের মধ্য হ’তে
of them
مِّنْ
কোন
any
أَحَدٍ
একজনের
one
أَوْ
অথবা
or
تَسْمَعُ
শুনতে পাও
hear
لَهُمْ
তাদের থেকে
from them
رِكْزًۢا
কোন ক্ষীণ শব্দও
a sound?
Leave a Reply