Sura Mamun in Words শব্দে শব্দে সুরা মাউন 107

শব্দে শব্দে সুরা মাউন Sura Al Mamun in Words

114 Surah

PDFArabicBangla

(1)

أَرَءَيْتَ

তুমি কি দেখেছ

Have you seen

ٱلَّذِى

(তাকে) যে

the one who

يُكَذِّبُ

মিথ্যা অভিহিত করে

denies

بِٱلدِّينِ

বিচার দিনকে

the Judgment?

(2)

فَذَٰلِكَ

সে তো সে-ই

Then that

ٱلَّذِى

যে

(is) the one who

يَدُعُّ

ধাক্কা দেয়

repulses

ٱلْيَتِيمَ

ইয়াতিমকে

the orphan

(3)

وَلَا

এবং না

And (does) not

يَحُضُّ

উৎসাহিত করে

feel the urge

عَلَىٰ

ব্যাপারে

to

طَعَامِ

খাদ্যদানের

feed

ٱلْمِسْكِينِ

অভাবগ্রস্তকে

the poor

(4)

فَوَيْلٌ

অতএব দুর্ভোগ

So woe

لِّلْمُصَلِّينَ

(ঐসব) সালাত আদায়কারীদের জন্য

to those who pray

(5)

ٱلَّذِينَ

যাদের (বৈশিষ্ট্য হলো)

Those who

هُمْ

তারা

(they)

عَن

সম্বন্ধে

of

صَلَاتِهِمْ

তাদের সালাত

their prayers

سَاهُونَ

উদাসীন

(are) neglectful

(6)

ٱلَّذِينَ

যাদের (বৈশিষ্ট্য হলো)

Those who

هُمْ

তারা

(they)

يُرَآءُونَ

লোকদেখানোর (কাজ করে)

make show

(7)

وَيَمْنَعُونَ

এবং দেওয়া হতে বিরত থাকে

And they deny

ٱلْمَاعُونَ

সংসারের প্রয়োজনীয় ছোটখাটো জিনিসের

(the) small kindness


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply