Sura Furkan in Words শব্দে শব্দে সূরা ফুরকান 25

Sura Furkan in Words শব্দে শব্দে সূরা ফুরকান 25

114 Surah

PDFArabicBangla

Ayat Number: 5> 10> 15> 20> 25> 30> 35> 40> 45> 50> 55> 60> 65> 70> 75>

(1)

تَبَارَكَ

অতীব কল্যাণময়

Blessed is He

ٱلَّذِى

(সেই সত্ত্বা) যিনি

Who

نَزَّلَ

অবতীর্ণ করেছেন

sent down

ٱلْفُرْقَانَ

সত্য-মিথ্যার মাপকাঠি

the Criterion

عَلَىٰ

উপর

upon

عَبْدِهِۦ

তাঁর দাসের

His slave

لِيَكُونَ

যেন সে হয়

that he may be

لِلْعَٰلَمِينَ

জন্যে বিশ্ববাসীর

to the worlds

نَذِيرًا

সতর্ককারী

a warner –

(2)

ٱلَّذِى

যিনি (এমন সত্ত্বা যে)

The One Who –

لَهُۥ

জন্যে তাঁরই

to Him (belongs)

مُلْكُ

সার্বভৌমত্ব

(the) dominion

ٱلسَّمَٰوَٰتِ

আকাশমন্ডলীর

(of) the heavens

وَٱلْأَرْضِ

ও পৃথিবীর

and the earth

وَلَمْ

এবং নি

and not

يَتَّخِذْ

তিনি গ্রহন করেন

He has taken

وَلَدًا

কোন সন্তান

a son

وَلَمْ

আর না

and not

يَكُن

আছে

He has

لَّهُۥ

জন্যে তাঁর

for Him

شَرِيكٌ

কোন শরীক

a partner

فِى

মধ্যে

in

ٱلْمُلْكِ

সার্বভৌমত্বের

the dominion

وَخَلَقَ

এবং তিনি সৃষ্টি করেছেন

and He (has) created

كُلَّ

প্রত্যেক

every

شَىْءٍ

জিনিসকে

thing

فَقَدَّرَهُۥ

অতঃপর তা পরিমিত করেছেন

and determined it

تَقْدِيرًا

(যথাযথ) পরিমাণে

(with) determination

(3)

وَٱتَّخَذُوا۟

আর (কিছু লোক) তারা গ্রহণ করেছে

Yet they have taken

مِن

মধ্য হতে

besides Him

دُونِهِۦٓ

তাঁর পরিবর্তে

besides Him

ءَالِهَةً

ইলাহরূপে (অন্যদেরকে)

gods

لَّا

না

not

يَخْلُقُونَ

( সেই ইলাহরা) সৃষ্টি করে

they create

شَيْـًٔا

কোন কিছু

anything

وَهُمْ

অথচ তাদেরকেই

while they

يُخْلَقُونَ

সৃষ্টি করা হয়েছে

are created

وَلَا

আর না

and not

يَمْلِكُونَ

তারা ক্ষমতা রাখে

they possess

لِأَنفُسِهِمْ

জন্যেও তাদের নিজেদের

for themselves

ضَرًّا

কোন ক্ষতির

any harm

وَلَا

আর না

and not

نَفْعًا

উপকারের

any benefit

وَلَا

এবং না

and not

يَمْلِكُونَ

তারা ক্ষমতা রাখে

they control

مَوْتًا

মৃত্যুর

death

وَلَا

আর না

and not

حَيَوٰةً

জীবনের

life

وَلَا

আর না

and not

نُشُورًا

উত্থানের

resurrection

(4)

وَقَالَ

এবং বলে

And say

ٱلَّذِينَ

যারা

those who

كَفَرُوٓا۟

অস্বীকার করেছে

disbelieve

إِنْ

“নয়

“Not

هَٰذَآ

এই (কুরআন)

this

إِلَّآ

এ ছাড়া

(is) but

إِفْكٌ

মনগড়া জিনিস

a lie

ٱفْتَرَىٰهُ

তা (মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘অালাইহি ওয়া সাল্লাম) রচনা করেছে

he invented it

وَأَعَانَهُۥ

ও তাকে সাহায্য করেছে

and helped him

عَلَيْهِ

এক্ষেত্রে

at it

قَوْمٌ

লোকেরা

people

ءَاخَرُونَ

অন্য সব”

other”

فَقَدْ

এভাবে নিশ্চয়ই

But verily

جَآءُو

তারা এসেছে

they (have) produced

ظُلْمًا

সীমালঙ্ঘনে

an injustice

وَزُورًا

ও মিথ্যায়

and a lie

(5)

وَقَالُوٓا۟

এবং তারা বলে

And they say

أَسَٰطِيرُ

“(এই কুরআন) উপকথার সমাহার

“Tales

ٱلْأَوَّلِينَ

পূর্বকালের

(of) the former people

ٱكْتَتَبَهَا

তা সে লিখিয়ে নিয়েছে

which he has had written

فَهِىَ

অতঃপর তা

and they

تُمْلَىٰ

তিলাওয়াত করা হয়

are dictated

عَلَيْهِ

তার নিকট

to him

بُكْرَةً

সকালে

morning

وَأَصِيلًا

ও সন্ধ্যায়”

and evening”

(6)

قُلْ

বলো (হে নাবী)

Say

أَنزَلَهُ

“তা অবতীর্ণ করেছেন

“Has sent it down

ٱلَّذِى

(এমন সত্ত্বা) যিনি

the One Who

يَعْلَمُ

জানেন

knows

ٱلسِّرَّ

(সমুদয়) রহস্য (গোপন)

the secret

فِى

মধ্যকার

in

ٱلسَّمَٰوَٰتِ

আকাশমন্ডলীর

the heavens

وَٱلْأَرْضِ

ও পৃথিবীর

and the earth

إِنَّهُۥ

নিশ্চয়ই তিনি

Indeed He

كَانَ

হলেন

is

غَفُورًا

ক্ষমাশীল

Oft-Forgiving

رَّحِيمًا

পরম দয়ালু”

Most Merciful”

(7)

وَقَالُوا۟

এবং তারা বলে

And they say

مَالِ

“কেমন

“Why does

هَٰذَا

এই

this

ٱلرَّسُولِ

রাসূল

Messenger

يَأْكُلُ

সে খায়

eat

ٱلطَّعَامَ

খাবার

[the] food

وَيَمْشِى

ও চলাফেরা করে

and walk

فِى

মধ্যে

in

ٱلْأَسْوَاقِ

হাট বাজারসমূহে

the markets?

لَوْلَآ

কেন না

Why not

أُنزِلَ

অবতীর্ণ করা হলো

is sent down

إِلَيْهِ

তার কাছে

to him

مَلَكٌ

কোন ফেরেশতা

an Angel

فَيَكُونَ

অতঃপর সে হতো

then he be

مَعَهُۥ

তার সাথে

with him

نَذِيرًا

ভীতি প্রদর্শনকারী

a warner?

(8)

أَوْ

অথবা

Or

يُلْقَىٰٓ

নিক্ষেপ করা হতো

is delivered

إِلَيْهِ

তার কাছে

to him

كَنزٌ

কোন ধনভান্ডার

a treasure

أَوْ

অথবা

or

تَكُونُ

হতো

is

لَهُۥ

জন্যে তার

for him

جَنَّةٌ

একটি বাগান

a garden

يَأْكُلُ

সে খেতো

he may eat

مِنْهَا

তা হ’তে

from it

وَقَالَ

এবং বলেে

And say

ٱلظَّٰلِمُونَ

সীমালঙ্ঘনকারীরা

the wrongdoers

إِن

“না

“Not

تَتَّبِعُونَ

তোমরা অনুসরণ করছো

you follow

إِلَّا

এ ছাড়া

but

رَجُلًا

এক ব্যক্তিকে

a man

مَّسْحُورًا

জাদুগ্রস্ত”

bewitched”

(9)

ٱنظُرْ

লক্ষ্য করো

See

كَيْفَ

কেমন

how

ضَرَبُوا۟

পেশ করেছে

they set forth

لَكَ

জন্যে তোমার

for you

ٱلْأَمْثَٰلَ

উপমাসমূহ

the similitudes

فَضَلُّوا۟

এভাবে তারা বিভ্রান্ত হয়েছে

but they have gone astray

فَلَا

অতএব না

so not

يَسْتَطِيعُونَ

তারা পেতে পারে

they are able (to find)

سَبِيلًا

কোন (সঠিক) পথ

a way

(10)

تَبَارَكَ

অতীব কল্যাণময়

Blessed is He

ٱلَّذِىٓ

(সেই সত্ত্বা) যিনি

Who

إِن

যদি

if

شَآءَ

চান তিনি

He willed

جَعَلَ

দিতে পারেন

(could have) made

لَكَ

জন্যে তোমার

for you

خَيْرًا

(আরও) উত্তম

better

مِّن

চেয়েও

than

ذَٰلِكَ

এর

that –

جَنَّٰتٍ

(অনেক) বাগান

gardens –

تَجْرِى

প্রবাহিত হয়

flow

مِن

থেকে

from

تَحْتِهَا

তার নিচ

underneath it

ٱلْأَنْهَٰرُ

ঝর্ণাধারাসমূহ

the rivers

وَيَجْعَل

এবং দিতে পারেন

and He (could) make

لَّكَ

জন্যে তোমার

for you

قُصُورًۢا

(অনেক) প্রাসাদ

palaces

(11)

بَلْ

কিন্তু

Nay

كَذَّبُوا۟

তারা মিথ্যা ভাবছে

they deny

بِٱلسَّاعَةِ

ব্যাপারকে ক্বিয়ামাতের

the Hour

وَأَعْتَدْنَا

আর আমরা প্রস্তুত করে রেখেছি

and We have prepared

لِمَن

জন্যে (তার) যে

for (those) who

كَذَّبَ

মিথ্যারোপ করেছে

deny

بِٱلسَّاعَةِ

ব্যাপারকে ক্বিয়ামাতের

the Hour

سَعِيرًا

জ্বলন্ত অাগুন

a Blazing Fire

(12)

إِذَا

যখন (আগুন )

When

رَأَتْهُم

তুমি দেখবে তাদেরকে

it sees them

مِّن

হ’তে

from

مَّكَانٍۭ

জায়গা

a place

بَعِيدٍ

দূরবর্তী

far

سَمِعُوا۟

তারা শুনতে পাবে (তখন)

they will hear

لَهَا

প্রতি তার

its

تَغَيُّظًا

ক্রোধের গর্জন

raging

وَزَفِيرًا

ও চীৎকার

and roaring

(13)

وَإِذَآ

এবং যখন

And when

أُلْقُوا۟

নিক্ষেপ করা হবে

they are thrown

مِنْهَا

তার মধ্যে

thereof

مَكَانًا

জায়গায়

(in) a place

ضَيِّقًا

সংকীর্ণ

narrow

مُّقَرَّنِينَ

শিকল পরা অবস্থায়

bound in chains

دَعَوْا۟

তারা ডাকবে

they will call

هُنَالِكَ

সেখানে

there

ثُبُورًا

মৃত্যুকে (ধ্বংস)

(for) destruction

(14)

لَّا

“(বলা হবে) না

“(Do) not

تَدْعُوا۟

তোমরা ডাকো

call

ٱلْيَوْمَ

আজ

this day

ثُبُورًا

মৃত্যুকে (ধ্বংস)

(for) destruction

وَٰحِدًا

এক (বার)

one

وَٱدْعُوا۟

বরং তোমরা ডাকো

but call

ثُبُورًا

মৃত্যু

(for) destructions

كَثِيرًا

বহুবার”

many”

(15)

قُلْ

বলো

Say

أَذَٰلِكَ

“কি এটা

“Is that

خَيْرٌ

উত্তম

better

أَمْ

না

or

جَنَّةُ

জান্নাত

Garden

ٱلْخُلْدِ

চিরস্থায়ী

(of) Eternity

ٱلَّتِى

যা

which

وُعِدَ

প্রতিশ্রুতি দেয়া হয়েছে

is promised

ٱلْمُتَّقُونَ

মুত্তাকীদেরকে

(to) the righteous?

كَانَتْ

(সেটা) হবে

It will be

لَهُمْ

জন্যে তাদের

for them

جَزَآءً

পুরস্কার

a reward

وَمَصِيرًا

ও প্রত্যাবর্তনস্থল

and destination

(16)

لَّهُمْ

জন্যে তাদের (থাকবে)

For them

فِيهَا

তার মধ্যে

therein

مَا

যা

(is) whatever

يَشَآءُونَ

তারা চাইবে

they wish

خَٰلِدِينَ

তারা স্থায়ী হবে (সেখানে)

they will abide forever

كَانَ

(এটা) হলো

It is

عَلَىٰ

উপর

on

رَبِّكَ

তোমার রবের

your Lord

وَعْدًا

প্রতিশ্রুতি

a promise

مَّسْـُٔولًا

অবশ্য পালনীয়”

requested”

(17)

وَيَوْمَ

আর যেদিন

And (the) Day

يَحْشُرُهُمْ

তিনি একত্র করবেন তাদেরকে

He will gather them

وَمَا

এবং যাদেরকে

and what

يَعْبُدُونَ

তারা ইবাদাত করতো

they worship

مِن

থেকে

besides Allah

دُونِ

পরিবর্তে

besides Allah

ٱللَّهِ

আল্লাহর

besides Allah

فَيَقُولُ

তখন তিনি বলবেন

and He will say

ءَأَنتُمْ

“কি তোমরাই

“Did you

أَضْلَلْتُمْ

তোমরা বিভ্রান্ত করেছিলে

[you] mislead

عِبَادِى

আমার দাসদেরকে

My slaves

هَٰٓؤُلَآءِ

এসব

these

أَمْ

না

or

هُمْ

তারাই

they

ضَلُّوا۟

ভ্রান্ত হয়েছিলো

went astray

ٱلسَّبِيلَ

পথ”

(from) the way?”

(18)

قَالُوا۟

তারা বলবে

They say

سُبْحَٰنَكَ

“সত্ত্বা আপনার পবিত্র মহান

“Glory be to You

مَا

না

Not

كَانَ

ছিলো

it was proper

يَنۢبَغِى

উচিত

it was proper

لَنَآ

জন্যে আমাদের

for us

أَن

যে

that

نَّتَّخِذَ

গ্রহণ করবো আমরা

we take

مِن

থেকে

besides You

دُونِكَ

আপনার পরিবর্তে

besides You

مِنْ

কোন

any

أَوْلِيَآءَ

অভিভাবক

protectors

وَلَٰكِن

কিন্তু

But

مَّتَّعْتَهُمْ

আপনি ভোগ-সম্ভার দিয়েছেলেন তাদেরকে

You gave them comforts

وَءَابَآءَهُمْ

এবং তাদের পিতৃ পুরুষদেরকেও

and their forefathers

حَتَّىٰ

শেষ পর্যন্ত

until

نَسُوا۟

তারা ভুলে গিয়েছিলো

they forgot

ٱلذِّكْرَ

(আপনার) স্মরণ

the Message

وَكَانُوا۟

এবং তারা হয়েছিলো

and became

قَوْمًۢا

জাতিতে

a people

بُورًا

ধ্বংসপ্রাপ্ত”

ruined”

(19)

فَقَدْ

“তখন নিশ্চয়ই

“So verily

كَذَّبُوكُم

তারা মিথ্যা সাব্যস্ত করেছে তোমাদেরকে

they deny you

بِمَا

ঐবিষয় যা

in what

تَقُولُونَ

তোমরা বলছো

you say

فَمَا

সুতরাং না

so not

تَسْتَطِيعُونَ

তোমরা পারবে

you are able

صَرْفًا

ফিরাতে (শাস্তি)

(to) avert

وَلَا

আর না

and not

نَصْرًا

সাহায্যও (পাবে)”

(to) help”

وَمَن

আর যে

And whoever

يَظْلِم

সীমালঙ্ঘন করবে

does wrong

مِّنكُمْ

তোমাদের মধ্য হ’তে

among you

نُذِقْهُ

তাকে আস্বাদ করাবো আমরা

We will make him taste

عَذَابًا

শাস্তি

a punishment

كَبِيرًا

গুরুতর

great

(20)

وَمَآ

আর (হে নাবী) না

And not

أَرْسَلْنَا

আমরা পাঠিয়েছি

We sent

قَبْلَكَ

তোমার পূর্বে (কাউকে)

before you

مِنَ

মধ্য হ’তে

any

ٱلْمُرْسَلِينَ

রাসূলদের

Messengers

إِلَّآ

এ ছাড়া যে

but

إِنَّهُمْ

নিশ্চয়ই তারা

indeed they

لَيَأْكُلُونَ

অবশ্যই তারা খায়

[surely] ate

ٱلطَّعَامَ

খাবার

food

وَيَمْشُونَ

ও চলাফেরা করে

and walked

فِى

মধ্যে

in

ٱلْأَسْوَاقِ

হাট-বাজারগুলোর

the markets

وَجَعَلْنَا

আর আমরা করেছি

And We have made

بَعْضَكُمْ

একে তোমাদের

some of you

لِبَعْضٍ

জন্যে অপরের

for others

فِتْنَةً

পরীক্ষাস্বরূপ

a trial

أَتَصْبِرُونَ

তোমরা ধৈর্য ধারণ করবে কি

will you have patience?

وَكَانَ

আর (জেনে রেখো) হলেন

And is

رَبُّكَ

তোমার রব (এমন যে)

your Lord

بَصِيرًا

তিনি সবকিছু দেখেন

All-Seer

(21)

وَقَالَ

এবং বলবে

And said

ٱلَّذِينَ

(তারা) যারা

those who

لَا

না

(do) not

يَرْجُونَ

আশা করে

expect

لِقَآءَنَا

প্রতি আমাদের সাক্ষাতের

(the) meeting with Us

لَوْلَآ

“কেন না

“Why not

أُنزِلَ

অবতীর্ণ করা হলো

are sent down

عَلَيْنَا

আমাদের উপর

to us

ٱلْمَلَٰٓئِكَةُ

ফেরেশতাদের

the Angels

أَوْ

অথবা

or

نَرَىٰ

আমরা প্রত্যক্ষ করি

we see

رَبَّنَا

আমাদের রবকে”

our Lord?”

لَقَدِ

নিশ্চয়ই

Indeed

ٱسْتَكْبَرُوا۟

তারা অহঙ্কার করেছে

they have become arrogant

فِىٓ

মধ্যে

within

أَنفُسِهِمْ

নিজেদের মনের তাদের

themselves

وَعَتَوْ

ও অবাধ্য হয়েছে

and (become) insolent

عُتُوًّا

অবাধ্য

(with) insolence

كَبِيرًا

গুরুতর

great

(22)

يَوْمَ

যেদিন

(The) Day

يَرَوْنَ

তারা দেখবে

they see

ٱلْمَلَٰٓئِكَةَ

ফেরেশতাদেরকে

the Angels

لَا

না

no

بُشْرَىٰ

সুসংবাদ (থাকবে)

glad tidings

يَوْمَئِذٍ

সেদিন

(will be) that Day

لِّلْمُجْرِمِينَ

জন্যে অপরাধীদের

for the criminals

وَيَقُولُونَ

এবং তারা বলবে (আছে কি)

and they will say

حِجْرًا

“কোন আড়াল

“A partition

مَّحْجُورًا

দুর্ভেদ্য”

forbidden”

(23)

وَقَدِمْنَآ

এবং আমরা অগ্রসর হবো (বিবেচনা করবো)

And We will proceed

إِلَىٰ

(তার) প্রতি

to

مَا

যা

whatever

عَمِلُوا۟

তারা করেছে

they did

مِنْ

কোন

of

عَمَلٍ

কাজ

(the) deed(s)

فَجَعَلْنَٰهُ

অতঃপর তা আমরা পরিণত করবো

and We will make them

هَبَآءً

ধুলিকণায়

(as) dust

مَّنثُورًا

বিক্ষিপ্ত

dispersed

(24)

أَصْحَٰبُ

অধিবাসীদের (জন্যে)

(The) companions

ٱلْجَنَّةِ

জান্নাতের

(of) Paradise

يَوْمَئِذٍ

সেদিন

that Day

خَيْرٌ

উত্তম

(will be in) a better

مُّسْتَقَرًّا

বাসস্থান (থাকবে)

abode

وَأَحْسَنُ

ও উৎকৃষ্ট

and a better

مَقِيلًا

(দুপুরের) বিশ্রামস্থল

resting-place

(25)

وَيَوْمَ

এবং সেদিন

And (the) Day

تَشَقَّقُ

বিদীর্ণ হবে

will split open

ٱلسَّمَآءُ

আকাশ

the heavens

بِٱلْغَمَٰمِ

সহ মেঘ

with the clouds

وَنُزِّلَ

ও অবতীর্ণ করা হবে

and (will be) sent down

ٱلْمَلَٰٓئِكَةُ

ফেরেশতাদেরকে

the Angels

تَنزِيلًا

অবতরণ (ক্রমাগতভাবে)

descending

(26)

ٱلْمُلْكُ

কর্তৃত্ব (হবে)

The Sovereignty

يَوْمَئِذٍ

সেদিন

that Day

ٱلْحَقُّ

প্রকৃত (কর্তৃত্ব)

(will be) truly

لِلرَّحْمَٰنِ

জন্যে দয়াময়ের

for the Most Gracious

وَكَانَ

আর হবে

And (it will) be

يَوْمًا

সেদিন

a Day

عَلَى

জন্যে

for

ٱلْكَٰفِرِينَ

কাফিরদের

the disbelievers

عَسِيرًا

কঠিন

difficult

(27)

وَيَوْمَ

এবং সেদিন

And (the) Day

يَعَضُّ

কামড়াবে

will bite

ٱلظَّالِمُ

সীমালঙ্ঘনকারী

the wrongdoer

عَلَىٰ

উপর

[on]

يَدَيْهِ

তার দু’হাতের

his hands

يَقُولُ

বলবে

he will say

يَٰلَيْتَنِى

“হায়! আমার দুর্ভোগ

“O I wish!

ٱتَّخَذْتُ

আমি ধরতাম (যদি)

I had taken

مَعَ

সাথে

with

ٱلرَّسُولِ

রাসূলের

the Messenger

سَبِيلًا

পথ

a way

(28)

يَٰوَيْلَتَىٰ

হায়! আমার দুর্ভাগ্য

O woe to me!

لَيْتَنِى

আমার দুর্ভোগ

I wish

لَمْ

না

not

أَتَّخِذْ

গ্রহণ করতাম

I had taken

فُلَانًا

অমুককে

that one

خَلِيلًا

বন্ধুরূপে

(as) a friend

(29)

لَّقَدْ

নিশ্চয়ই

Verily

أَضَلَّنِى

আমাকে সে বিভ্রান্ত করেছে

he led me astray

عَنِ

হ’তে

from

ٱلذِّكْرِ

উপদেশ (কুরআন)

the Reminder

بَعْدَ

এরপরও

after

إِذْ

যখন

[when]

جَآءَنِى

আমার (নিকট) এসেছিলো

it (had) come to me

وَكَانَ

আর হলো

And is

ٱلشَّيْطَٰنُ

শয়তান

the Shaitaan

لِلْإِنسَٰنِ

জন্যে মানুষের

to the man

خَذُولًا

প্রতারক”

a deserter”

(30)

وَقَالَ

এবং বলবে

And said

ٱلرَّسُولُ

রাসূল

the Messenger

يَٰرَبِّ

“হে আমার রব

“O my Lord!

إِنَّ

নিশ্চয়ই

Indeed

قَوْمِى

আমার জাতি

my people

ٱتَّخَذُوا۟

গ্রহণ করেছিলো

took

هَٰذَا

এই

this

ٱلْقُرْءَانَ

কুরআনকে

the Quran

مَهْجُورًا

পরিত্যাজ্য”

(as) a forsaken thing”

(31)

وَكَذَٰلِكَ

এবং এভাবে

And thus

جَعَلْنَا

আমরা করেছি

We have made

لِكُلِّ

জন্যে প্রত্যেক

for every

نَبِىٍّ

নাবীর

Prophet

عَدُوًّا

শত্রু

an enemy

مِّنَ

থেকে

among

ٱلْمُجْرِمِينَ

দুষ্কৃতিকারীদেরকে

the criminals

وَكَفَىٰ

এবং যথেষ্ট

But sufficient is

بِرَبِّكَ

তোমার রব (তোমার জন্যে)

your Lord

هَادِيًا

পথপ্রদর্শক

(as) a Guide

وَنَصِيرًا

ও সাহায্যকারীরূপে

and a Helper

(32)

وَقَالَ

এবং বলে

And said

ٱلَّذِينَ

যারা

those who

كَفَرُوا۟

অস্বীকার করেছে

disbelieve

لَوْلَا

“কেন না

“Why not

نُزِّلَ

অবতীর্ণ হলো

was revealed

عَلَيْهِ

তার উপর

to him

ٱلْقُرْءَانُ

কুরআন

the Quran

جُمْلَةً

সমগ্র”

all at once?”

وَٰحِدَةً

একবারে”

all at once?”

كَذَٰلِكَ

এভাবে (করেছি)

Thus

لِنُثَبِّتَ

যেন আমরা দৃঢ় করি

that We may strengthen

بِهِۦ

এদ্বারা

thereby

فُؤَادَكَ

তোমার অন্তরকে

your heart

وَرَتَّلْنَٰهُ

এবং তা আমরা আবৃত্তি করেছি (সাজিয়েছি)

and We have recited it

تَرْتِيلًا

থেমে থেমে আবৃত্তি (স্পষ্টভাবে সাজানো)

(with distinct) recitation

(33)

وَلَا

এবং না

And not

يَأْتُونَكَ

তোমার (কাছে) তারা আসে

they come to you

بِمَثَلٍ

নিয়ে কোন সমস্যাকে

with an example

إِلَّا

এ ছাড়া যে

but

جِئْنَٰكَ

তোমার কাছে আসি আমরা

We bring you

بِٱلْحَقِّ

ভাবে সঠিক (সমাধান)

the truth

وَأَحْسَنَ

ও অতি উত্তম

and (the) best

تَفْسِيرًا

ব্যাখ্যা (প্রদান করি)

explanation

(34)

ٱلَّذِينَ

যাদেরকে

Those who

يُحْشَرُونَ

একত্র করা হবে

will be gathered

عَلَىٰ

উপর (ভর করে)

on

وُجُوهِهِمْ

মুখমণ্ডলের তাদের

their faces

إِلَىٰ

দিকে

to

جَهَنَّمَ

জাহান্নামের

Hell

أُو۟لَٰٓئِكَ

ঐসব লোকের (জন্যে হবে)

those

شَرٌّ

নিকৃষ্ট

(are the) worst

مَّكَانًا

অবস্থান

(in) position

وَأَضَلُّ

ও চূড়ান্তভাবে ভ্রষ্ট হয়েছে

and most astray

سَبِيلًا

পথ

(from the) way

(35)

وَلَقَدْ

এবং নিশ্চয়ই

And verily

ءَاتَيْنَا

আমরা দিয়েছিলাম

We gave

مُوسَى

মূসাকে

Musa

ٱلْكِتَٰبَ

কিতাব

the Scripture

وَجَعَلْنَا

ও আমরা করেছিলাম

and We appointed

مَعَهُۥٓ

তার সাথে

with him

أَخَاهُ

তার ভাই

his brother

هَٰرُونَ

হারুনকে

Harun

وَزِيرًا

সাহায্যকারী

(as) an assistant

(36)

فَقُلْنَا

অতঃপর আমরা বলেছিলাম

Then We said

ٱذْهَبَآ

“দু’জনে যাও

“Go both of you

إِلَى

প্রতি

to

ٱلْقَوْمِ

(সে জাতির) লোকদের

the people

ٱلَّذِينَ

যারা

those who

كَذَّبُوا۟

মিথ্যারোপ করেছে

have denied

بِـَٔايَٰتِنَا

প্রতি আমার নির্দেশনাবলীর”

Our Signs”

فَدَمَّرْنَٰهُمْ

ফলে আমরা ধ্বংস করে দিয়েছি তাদেরকে

Then We destroyed them

تَدْمِيرًا

ধ্বংস (সম্পূর্ণ রূপে)

(with) destruction

(37)

وَقَوْمَ

এবং জাতি

And (the) people

نُوحٍ

নূহের

(of) Nuh

لَّمَّا

যখন

when

كَذَّبُوا۟

মিথ্যারোপ করেছিলো

they denied

ٱلرُّسُلَ

রাসুলদেরকে

the Messengers

أَغْرَقْنَٰهُمْ

আমরা ডুবিয়ে দিয়েছি তাদেরকে

We drowned them

وَجَعَلْنَٰهُمْ

এবং আমরা করেছিলাম তাদেরকে

and We made them

لِلنَّاسِ

জন্যে মানুষের

for mankind

ءَايَةً

নিদর্শন

a sign

وَأَعْتَدْنَا

আর আমরা প্রস্তুত করে রেখেছি

And We have prepared

لِلظَّٰلِمِينَ

জন্যে সীমালঙ্ঘনকারীদের

for the wrongdoers

عَذَابًا

শাস্তি

a punishment

أَلِيمًا

নিদারুণ

painful

(38)

وَعَادًا

এবং (ধ্বংস করেছি) আদ

And Ad

وَثَمُودَا۟

ও সামূদ

and Thamud

وَأَصْحَٰبَ

ও অধিবাসী

and (the) dwellers

ٱلرَّسِّ

রাস্‌

(of) Ar-rass

وَقُرُونًۢا

এবং শতাব্দীসমূহে

and generations

بَيْنَ

মাঝের

between

ذَٰلِكَ

এদের

that

كَثِيرًا

অনেক (লোক)

many

(39)

وَكُلًّا

এবং প্রত্যেক (জাতিকে)

And each

ضَرَبْنَا

আমরা বর্ণনা দিয়েছি

We have set forth

لَهُ

জন্যে তার

for him

ٱلْأَمْثَٰلَ

দৃষ্টান্তসমূহ (পুর্বের)

the examples

وَكُلًّا

এবং প্রত্যেককে

and each

تَبَّرْنَا

আমরা ধ্বংস করেছি

We destroyed

تَتْبِيرًا

ধ্বংস (সম্পূর্ণরূপে)

(with) destruction

(40)

وَلَقَدْ

এবং নিশ্চয়ই

And verily

أَتَوْا۟

তারা আসা যাওয়া করে

they have come

عَلَى

উপর (দিয়ে)

upon

ٱلْقَرْيَةِ

(সেই) জনপদের

the town

ٱلَّتِىٓ

যার (উপর)

which

أُمْطِرَتْ

বৃষ্টি বর্ষিত হয়েছিল

was showered

مَطَرَ

বৃষ্টি

(with) a rain

ٱلسَّوْءِ

নিকৃষ্ট রকমের

(of) evil

أَفَلَمْ

কি তবে না

Then do not

يَكُونُوا۟

তারা থাকে

they [were]

يَرَوْنَهَا

তা তারা দেখে

see it?

بَلْ

বরং

Nay

كَانُوا۟

তারা হলো (এমন যে)

they are

لَا

না

not

يَرْجُونَ

তারা আশা করে

expecting

نُشُورًا

উত্থানের

Resurrection

21)

وَقَالَ

এবং বলবে

And said

ٱلَّذِينَ

(তারা) যারা

those who

لَا

না

(do) not

يَرْجُونَ

আশা করে

expect

لِقَآءَنَا

প্রতি আমাদের সাক্ষাতের

(the) meeting with Us

لَوْلَآ

“কেন না

“Why not

أُنزِلَ

অবতীর্ণ করা হলো

are sent down

عَلَيْنَا

আমাদের উপর

to us

ٱلْمَلَٰٓئِكَةُ

ফেরেশতাদের

the Angels

أَوْ

অথবা

or

نَرَىٰ

আমরা প্রত্যক্ষ করি

we see

رَبَّنَا

আমাদের রবকে”

our Lord?”

لَقَدِ

নিশ্চয়ই

Indeed

ٱسْتَكْبَرُوا۟

তারা অহঙ্কার করেছে

they have become arrogant

فِىٓ

মধ্যে

within

أَنفُسِهِمْ

নিজেদের মনের তাদের

themselves

وَعَتَوْ

ও অবাধ্য হয়েছে

and (become) insolent

عُتُوًّا

অবাধ্য

(with) insolence

كَبِيرًا

গুরুতর

great

(22)

يَوْمَ

যেদিন

(The) Day

يَرَوْنَ

তারা দেখবে

they see

ٱلْمَلَٰٓئِكَةَ

ফেরেশতাদেরকে

the Angels

لَا

না

no

بُشْرَىٰ

সুসংবাদ (থাকবে)

glad tidings

يَوْمَئِذٍ

সেদিন

(will be) that Day

لِّلْمُجْرِمِينَ

জন্যে অপরাধীদের

for the criminals

وَيَقُولُونَ

এবং তারা বলবে (আছে কি)

and they will say

حِجْرًا

“কোন আড়াল

“A partition

مَّحْجُورًا

দুর্ভেদ্য”

forbidden”

(23)

وَقَدِمْنَآ

এবং আমরা অগ্রসর হবো (বিবেচনা করবো)

And We will proceed

إِلَىٰ

(তার) প্রতি

to

مَا

যা

whatever

عَمِلُوا۟

তারা করেছে

they did

مِنْ

কোন

of

عَمَلٍ

কাজ

(the) deed(s)

فَجَعَلْنَٰهُ

অতঃপর তা আমরা পরিণত করবো

and We will make them

هَبَآءً

ধুলিকণায়

(as) dust

مَّنثُورًا

বিক্ষিপ্ত

dispersed

(24)

أَصْحَٰبُ

অধিবাসীদের (জন্যে)

(The) companions

ٱلْجَنَّةِ

জান্নাতের

(of) Paradise

يَوْمَئِذٍ

সেদিন

that Day

خَيْرٌ

উত্তম

(will be in) a better

مُّسْتَقَرًّا

বাসস্থান (থাকবে)

abode

وَأَحْسَنُ

ও উৎকৃষ্ট

and a better

مَقِيلًا

(দুপুরের) বিশ্রামস্থল

resting-place

(25)

وَيَوْمَ

এবং সেদিন

And (the) Day

تَشَقَّقُ

বিদীর্ণ হবে

will split open

ٱلسَّمَآءُ

আকাশ

the heavens

بِٱلْغَمَٰمِ

সহ মেঘ

with the clouds

وَنُزِّلَ

ও অবতীর্ণ করা হবে

and (will be) sent down

ٱلْمَلَٰٓئِكَةُ

ফেরেশতাদেরকে

the Angels

تَنزِيلًا

অবতরণ (ক্রমাগতভাবে)

descending

(26)

ٱلْمُلْكُ

কর্তৃত্ব (হবে)

The Sovereignty

يَوْمَئِذٍ

সেদিন

that Day

ٱلْحَقُّ

প্রকৃত (কর্তৃত্ব)

(will be) truly

لِلرَّحْمَٰنِ

জন্যে দয়াময়ের

for the Most Gracious

وَكَانَ

আর হবে

And (it will) be

يَوْمًا

সেদিন

a Day

عَلَى

জন্যে

for

ٱلْكَٰفِرِينَ

কাফিরদের

the disbelievers

عَسِيرًا

কঠিন

difficult

(27)

وَيَوْمَ

এবং সেদিন

And (the) Day

يَعَضُّ

কামড়াবে

will bite

ٱلظَّالِمُ

সীমালঙ্ঘনকারী

the wrongdoer

عَلَىٰ

উপর

[on]

يَدَيْهِ

তার দু’হাতের

his hands

يَقُولُ

বলবে

he will say

يَٰلَيْتَنِى

“হায়! আমার দুর্ভোগ

“O I wish!

ٱتَّخَذْتُ

আমি ধরতাম (যদি)

I had taken

مَعَ

সাথে

with

ٱلرَّسُولِ

রাসূলের

the Messenger

سَبِيلًا

পথ

a way

(28)

يَٰوَيْلَتَىٰ

হায়! আমার দুর্ভাগ্য

O woe to me!

لَيْتَنِى

আমার দুর্ভোগ

I wish

لَمْ

না

not

أَتَّخِذْ

গ্রহণ করতাম

I had taken

فُلَانًا

অমুককে

that one

خَلِيلًا

বন্ধুরূপে

(as) a friend

(29)

لَّقَدْ

নিশ্চয়ই

Verily

أَضَلَّنِى

আমাকে সে বিভ্রান্ত করেছে

he led me astray

عَنِ

হ’তে

from

ٱلذِّكْرِ

উপদেশ (কুরআন)

the Reminder

بَعْدَ

এরপরও

after

إِذْ

যখন

[when]

جَآءَنِى

আমার (নিকট) এসেছিলো

it (had) come to me

وَكَانَ

আর হলো

And is

ٱلشَّيْطَٰنُ

শয়তান

the Shaitaan

لِلْإِنسَٰنِ

জন্যে মানুষের

to the man

خَذُولًا

প্রতারক”

a deserter”

(30)

وَقَالَ

এবং বলবে

And said

ٱلرَّسُولُ

রাসূল

the Messenger

يَٰرَبِّ

“হে আমার রব

“O my Lord!

إِنَّ

নিশ্চয়ই

Indeed

قَوْمِى

আমার জাতি

my people

ٱتَّخَذُوا۟

গ্রহণ করেছিলো

took

هَٰذَا

এই

this

ٱلْقُرْءَانَ

কুরআনকে

the Quran

مَهْجُورًا

পরিত্যাজ্য”

(as) a forsaken thing”

(31)

وَكَذَٰلِكَ

এবং এভাবে

And thus

جَعَلْنَا

আমরা করেছি

We have made

لِكُلِّ

জন্যে প্রত্যেক

for every

نَبِىٍّ

নাবীর

Prophet

عَدُوًّا

শত্রু

an enemy

مِّنَ

থেকে

among

ٱلْمُجْرِمِينَ

দুষ্কৃতিকারীদেরকে

the criminals

وَكَفَىٰ

এবং যথেষ্ট

But sufficient is

بِرَبِّكَ

তোমার রব (তোমার জন্যে)

your Lord

هَادِيًا

পথপ্রদর্শক

(as) a Guide

وَنَصِيرًا

ও সাহায্যকারীরূপে

and a Helper

(32)

وَقَالَ

এবং বলে

And said

ٱلَّذِينَ

যারা

those who

كَفَرُوا۟

অস্বীকার করেছে

disbelieve

لَوْلَا

“কেন না

“Why not

نُزِّلَ

অবতীর্ণ হলো

was revealed

عَلَيْهِ

তার উপর

to him

ٱلْقُرْءَانُ

কুরআন

the Quran

جُمْلَةً

সমগ্র”

all at once?”

وَٰحِدَةً

একবারে”

all at once?”

كَذَٰلِكَ

এভাবে (করেছি)

Thus

لِنُثَبِّتَ

যেন আমরা দৃঢ় করি

that We may strengthen

بِهِۦ

এদ্বারা

thereby

فُؤَادَكَ

তোমার অন্তরকে

your heart

وَرَتَّلْنَٰهُ

এবং তা আমরা আবৃত্তি করেছি (সাজিয়েছি)

and We have recited it

تَرْتِيلًا

থেমে থেমে আবৃত্তি (স্পষ্টভাবে সাজানো)

(with distinct) recitation

(33)

وَلَا

এবং না

And not

يَأْتُونَكَ

তোমার (কাছে) তারা আসে

they come to you

بِمَثَلٍ

নিয়ে কোন সমস্যাকে

with an example

إِلَّا

এ ছাড়া যে

but

جِئْنَٰكَ

তোমার কাছে আসি আমরা

We bring you

بِٱلْحَقِّ

ভাবে সঠিক (সমাধান)

the truth

وَأَحْسَنَ

ও অতি উত্তম

and (the) best

تَفْسِيرًا

ব্যাখ্যা (প্রদান করি)

explanation

(34)

ٱلَّذِينَ

যাদেরকে

Those who

يُحْشَرُونَ

একত্র করা হবে

will be gathered

عَلَىٰ

উপর (ভর করে)

on

وُجُوهِهِمْ

মুখমণ্ডলের তাদের

their faces

إِلَىٰ

দিকে

to

جَهَنَّمَ

জাহান্নামের

Hell

أُو۟لَٰٓئِكَ

ঐসব লোকের (জন্যে হবে)

those

شَرٌّ

নিকৃষ্ট

(are the) worst

مَّكَانًا

অবস্থান

(in) position

وَأَضَلُّ

ও চূড়ান্তভাবে ভ্রষ্ট হয়েছে

and most astray

سَبِيلًا

পথ

(from the) way

(35)

وَلَقَدْ

এবং নিশ্চয়ই

And verily

ءَاتَيْنَا

আমরা দিয়েছিলাম

We gave

مُوسَى

মূসাকে

Musa

ٱلْكِتَٰبَ

কিতাব

the Scripture

وَجَعَلْنَا

ও আমরা করেছিলাম

and We appointed

مَعَهُۥٓ

তার সাথে

with him

أَخَاهُ

তার ভাই

his brother

هَٰرُونَ

হারুনকে

Harun

وَزِيرًا

সাহায্যকারী

(as) an assistant

(36)

فَقُلْنَا

অতঃপর আমরা বলেছিলাম

Then We said

ٱذْهَبَآ

“দু’জনে যাও

“Go both of you

إِلَى

প্রতি

to

ٱلْقَوْمِ

(সে জাতির) লোকদের

the people

ٱلَّذِينَ

যারা

those who

كَذَّبُوا۟

মিথ্যারোপ করেছে

have denied

بِـَٔايَٰتِنَا

প্রতি আমার নির্দেশনাবলীর”

Our Signs”

فَدَمَّرْنَٰهُمْ

ফলে আমরা ধ্বংস করে দিয়েছি তাদেরকে

Then We destroyed them

تَدْمِيرًا

ধ্বংস (সম্পূর্ণ রূপে)

(with) destruction

(37)

وَقَوْمَ

এবং জাতি

And (the) people

نُوحٍ

নূহের

(of) Nuh

لَّمَّا

যখন

when

كَذَّبُوا۟

মিথ্যারোপ করেছিলো

they denied

ٱلرُّسُلَ

রাসুলদেরকে

the Messengers

أَغْرَقْنَٰهُمْ

আমরা ডুবিয়ে দিয়েছি তাদেরকে

We drowned them

وَجَعَلْنَٰهُمْ

এবং আমরা করেছিলাম তাদেরকে

and We made them

لِلنَّاسِ

জন্যে মানুষের

for mankind

ءَايَةً

নিদর্শন

a sign

وَأَعْتَدْنَا

আর আমরা প্রস্তুত করে রেখেছি

And We have prepared

لِلظَّٰلِمِينَ

জন্যে সীমালঙ্ঘনকারীদের

for the wrongdoers

عَذَابًا

শাস্তি

a punishment

أَلِيمًا

নিদারুণ

painful

(38)

وَعَادًا

এবং (ধ্বংস করেছি) আদ

And Ad

وَثَمُودَا۟

ও সামূদ

and Thamud

وَأَصْحَٰبَ

ও অধিবাসী

and (the) dwellers

ٱلرَّسِّ

রাস্‌

(of) Ar-rass

وَقُرُونًۢا

এবং শতাব্দীসমূহে

and generations

بَيْنَ

মাঝের

between

ذَٰلِكَ

এদের

that

كَثِيرًا

অনেক (লোক)

many

(39)

وَكُلًّا

এবং প্রত্যেক (জাতিকে)

And each

ضَرَبْنَا

আমরা বর্ণনা দিয়েছি

We have set forth

لَهُ

জন্যে তার

for him

ٱلْأَمْثَٰلَ

দৃষ্টান্তসমূহ (পুর্বের)

the examples

وَكُلًّا

এবং প্রত্যেককে

and each

تَبَّرْنَا

আমরা ধ্বংস করেছি

We destroyed

تَتْبِيرًا

ধ্বংস (সম্পূর্ণরূপে)

(with) destruction

(40)

وَلَقَدْ

এবং নিশ্চয়ই

And verily

أَتَوْا۟

তারা আসা যাওয়া করে

they have come

عَلَى

উপর (দিয়ে)

upon

ٱلْقَرْيَةِ

(সেই) জনপদের

the town

ٱلَّتِىٓ

যার (উপর)

which

أُمْطِرَتْ

বৃষ্টি বর্ষিত হয়েছিল

was showered

مَطَرَ

বৃষ্টি

(with) a rain

ٱلسَّوْءِ

নিকৃষ্ট রকমের

(of) evil

أَفَلَمْ

কি তবে না

Then do not

يَكُونُوا۟

তারা থাকে

they [were]

يَرَوْنَهَا

তা তারা দেখে

see it?

بَلْ

বরং

Nay

كَانُوا۟

তারা হলো (এমন যে)

they are

لَا

না

not

يَرْجُونَ

তারা আশা করে

expecting

نُشُورًا

উত্থানের

Resurrection

(41)

وَإِذَا

এবং যখন

And when

رَأَوْكَ

তোমাকে তারা দেখে

they see you

إِن

না

not

يَتَّخِذُونَكَ

তোমাকে তারা গ্রহণ করে

they take you

إِلَّا

এ ছাড়া যে

except

هُزُوًا

বিদ্রূপের পাত্ররূপে

(in) mockery

أَهَٰذَا

“(তারা বলে) কি এই

“Is this

ٱلَّذِى

যাকে

the one whom

بَعَثَ

পাঠিয়েছেন

Allah has sent

ٱللَّهُ

আল্লাহ

Allah has sent

رَسُولًا

রাসূলরূপে

(as) a Messenger?

(42)

إِن

যদি

He would have almost

كَادَ

উপক্রম হয়েছিলো

He would have almost

لَيُضِلُّنَا

অবশ্যই আমাদেরকে ভ্রষ্ট করে দিতো

[surely] misled us

عَنْ

হ’তে

from

ءَالِهَتِنَا

আমাদের দেবতাগুলো

our gods

لَوْلَآ

যদি না

if not

أَن

যে

that

صَبَرْنَا

আমরা ধৈর্য ধরতাম

we had been steadfast

عَلَيْهَا

তাদের উপর”

to them”

وَسَوْفَ

আর শীঘ্রই

And soon

يَعْلَمُونَ

তারা জানতে পারবে

will know

حِينَ

যখন

when

يَرَوْنَ

তারা দেখবে

they will see

ٱلْعَذَابَ

শাস্তি

the punishment

مَنْ

কে

who

أَضَلُّ

চূড়ান্তরূপে ভ্রষ্ট হয়েছে

(is) more astray

سَبِيلًا

পথ

(from the) way

(43)

أَرَءَيْتَ

কি তুমি (ভেবে) দেখেছো

Have you seen

مَنِ

যে

(one) who

ٱتَّخَذَ

গ্রহণ করেছে

takes

إِلَٰهَهُۥ

উপাস্যরূপে

(as) his god

هَوَىٰهُ

তার বাসনা লালসাকে

his own desire?

أَفَأَنتَ

কি তবে তুমি

Then would you

تَكُونُ

তুমি হবে

be

عَلَيْهِ

তার উপর

over him

وَكِيلًا

কর্মবিধায়ক

a guardian?

(44)

أَمْ

অথবা কি

Or

تَحْسَبُ

মনে করো তুমি

do you think

أَنَّ

যে

that

أَكْثَرَهُمْ

অধিকাংশ তাদের

most of them

يَسْمَعُونَ

শূনতে পায়

hear

أَوْ

অথবা

or

يَعْقِلُونَ

বুঝতে পারে

understand?

إِنْ

নয়

Not

هُمْ

তারা

they

إِلَّا

এ ছাড়া

(are) except

كَٱلْأَنْعَٰمِ

মতো চতুষ্পদ পশুর

like cattle

بَلْ

বরং

Nay

هُمْ

তারা

they

أَضَلُّ

অধিকতর ভ্রষ্ট হয়েছে

(are) more astray

سَبِيلًا

পথ

(from the) way

(45)

أَلَمْ

কি নি

Do you not

تَرَ

তুমি (ভেবে) দেখো

see

إِلَىٰ

প্রতি

[to]

رَبِّكَ

তোমার রবের

your Lord

كَيْفَ

কিভাবে

how

مَدَّ

তিনি বিস্তার করেছেন

He extends

ٱلظِّلَّ

ছায়া

the shadow?

وَلَوْ

এবং যদি

And if

شَآءَ

তিনি চাইতেন

He willed

لَجَعَلَهُۥ

অবশ্যই তাকে করতে পারতেন

surely He (could) have made it

سَاكِنًا

স্থির

stationary

ثُمَّ

এরপর

Then

جَعَلْنَا

আমরা করেছি

We made

ٱلشَّمْسَ

সূর্যকে

the sun

عَلَيْهِ

তার উপর

for it

دَلِيلًا

প্রমাণ

an indication

(46)

ثُمَّ

এরপর

Then

قَبَضْنَٰهُ

তাকে আমরা গুটিয়ে আনি

We withdraw it

إِلَيْنَا

আমাদের দিকে

to Us

قَبْضًا

গুটিয়ে

a withdrawal

يَسِيرًا

ধীর ভাবে

gradual

(47)

وَهُوَ

এবং তিনিই (আল্লাহ)

And He

ٱلَّذِى

যিনি

(is) the One Who

جَعَلَ

করেছেন

made

لَكُمُ

জন্যে তোমাদের

for you

ٱلَّيْلَ

রাতকে

the night

لِبَاسًا

(আবরণ ও) পোশাকস্বরূপ

(as) a covering

وَٱلنَّوْمَ

ও ঘুমকে (করেছেন)

and the sleep

سُبَاتًا

(মৃত্যুর সম) বিশ্রামস্বরূপ

a rest

وَجَعَلَ

ও তিনি করেছেন

and made

ٱلنَّهَارَ

দিনকে

the day

نُشُورًا

(জীবন্ত করে) উত্থানস্বরূপ

a resurrection

(48)

وَهُوَ

এবং তিনিই

And He

ٱلَّذِىٓ

যিনি

(is) the One Who

أَرْسَلَ

প্রেরণ করেন

sends

ٱلرِّيَٰحَ

বাতাসকে

the winds

بُشْرًۢا

সুসংবাদরূপে

(as) glad tidings

بَيْنَ

মাঝে

before

يَدَىْ

হাতের (প্রাক্কালে)

before

رَحْمَتِهِۦ

তাঁর অনুগ্রহের

His Mercy

وَأَنزَلْنَا

এবং আমরা বর্ষণ করি

and We send down

مِنَ

হ’তে

from

ٱلسَّمَآءِ

আকাশ

the sky

مَآءً

পানি

water

طَهُورًا

বিশুদ্ধ

pure

(49)

لِّنُحْۦِىَ

যেন জীবিত করি আমরা

That We may give life

بِهِۦ

দ্বারা তা

thereby

بَلْدَةً

ভূখণ্ডকে

(to) a land

مَّيْتًا

মৃত

dead

وَنُسْقِيَهُۥ

ও তা পান করাই আমরা

and We give drink

مِمَّا

মধ্যে যাদের

thereof

خَلَقْنَآ

আমরা সৃষ্টি করেছি

(to those) We created

أَنْعَٰمًا

জীবজন্তু

cattle

وَأَنَاسِىَّ

ও মানুষ

and men

كَثِيرًا

বহু

many

(50)

وَلَقَدْ

এবং নিশ্চয়ই

And verily

صَرَّفْنَٰهُ

তা আমরা বারবার পেশ করি

We have distributed it

بَيْنَهُمْ

তাদের মাঝে

among them

لِيَذَّكَّرُوا۟

যেন তারা শিক্ষা নেয়

that they may remember

فَأَبَىٰٓ

কিন্তু অস্বীকার করে

but refuse

أَكْثَرُ

অধিকাংশ

most

ٱلنَّاسِ

মানুষ

(of) the people

إِلَّا

(আর) কেবল

except

كُفُورًا

অকৃতজ্ঞতা প্রকাশ করে

disbelief

(51)

وَلَوْ

আর যদি

And if

شِئْنَا

আমরা চাইতাম

We willed

لَبَعَثْنَا

অবশ্যই আমরাপাঠাতাম

surely We (would) have raised

فِى

মধ্যে

in

كُلِّ

প্রত্যেক

every

قَرْيَةٍ

জনপদের

town

نَّذِيرًا

একজন সতর্ককারী

a warner

(52)

فَلَا

সুতরাং না

So (do) not

تُطِعِ

তুমি অনুসরণ করো

obey

ٱلْكَٰفِرِينَ

কাফিরদেরকে

the disbelievers

وَجَٰهِدْهُم

এবং জিহাদ করো তাদের সাথে

and strive (against) them

بِهِۦ

দ্বারা এ

with it

جِهَادًا

জিহাদ

a striving

كَبِيرًا

বড়

great

(53)

وَهُوَ

এবং তিনি (আল্লাহ)

And He

ٱلَّذِى

যিনি

(is) the One Who

مَرَجَ

মিলিয়ে প্রবাহিত করেছেন

(has) released

ٱلْبَحْرَيْنِ

দুই সমুদ্রকে

the two seas

هَٰذَا

এটা

this

عَذْبٌ

সুমিষ্ট

palatable

فُرَاتٌ

সুপেয়

and sweet

وَهَٰذَا

এবং ওটা

and this

مِلْحٌ

লোনা

salty

أُجَاجٌ

বিস্বাদ

(and) bitter

وَجَعَلَ

এবং তিনি করেছেন

and He has made

بَيْنَهُمَا

উভয়ের মাঝে

between them

بَرْزَخًا

অন্তরায়

a barrier

وَحِجْرًا

ও আড়াল

and a partition

مَّحْجُورًا

দুর্ভেদ্য

forbidden

(54)

وَهُوَ

এবং তিনিই

And He

ٱلَّذِى

যিনি

(is) the One Who

خَلَقَ

সৃষ্টি করেছেন

has created

مِنَ

হ’তে

from

ٱلْمَآءِ

পানি

the water

بَشَرًا

মানুষকে

human being

فَجَعَلَهُۥ

অতঃপর তা স্থাপন করেছেন

and has made (for) him

نَسَبًا

বংশগত সম্পর্ক

blood relationship

وَصِهْرًا

ও বৈবাহিক সম্পর্ক

and marriage relationship

وَكَانَ

আর হলেন

And is

رَبُّكَ

তোমার রব

your Lord

قَدِيرًا

(সবকিছুর উপর) শক্তিমান

All-Powerful

(55)

وَيَعْبُدُونَ

ও তারা ইবাদাত করে

But they worship

مِن

মধ্য হতে

besides Allah

دُونِ

পরিবর্তে

besides Allah

ٱللَّهِ

আল্লাহর

besides Allah

مَا

(এমন কিছুর) যা

what

لَا

না

not profits them

يَنفَعُهُمْ

তাদের উপকার করতে পারে

not profits them

وَلَا

আর না

and not

يَضُرُّهُمْ

তাদের ক্ষতি করতে পারে

harms them

وَكَانَ

আর হলো

and is

ٱلْكَافِرُ

কাফিররা

the disbeliever

عَلَىٰ

বিরুদ্ধে

against

رَبِّهِۦ

তার রবের

his Lord

ظَهِيرًا

সাহায্যকারী (প্রত্যেক বিদ্রোহীর)

a helper

(56)

وَمَآ

এবং না

And not

أَرْسَلْنَٰكَ

তোমাকে আমরা পাঠিয়েছি

We sent you

إِلَّا

এ ছাড়া যে

except

مُبَشِّرًا

সুসংবাদদাতা

(as) a bearer of glad tidings

وَنَذِيرًا

ও সতর্ক কারী রূপে

and a warner

(57)

قُلْ

বলো

Say

مَآ

“না

“Not

أَسْـَٔلُكُمْ

তোমাদের (নিকট) চাচ্ছি আমি

I ask (of) you

عَلَيْهِ

এর জন্য

for it

مِنْ

কোন

any

أَجْرٍ

প্রতিদান

payment

إِلَّا

তবে (এতটুকু)

except

مَن

যে

(that) whoever wills

شَآءَ

ইচ্ছে করে

(that) whoever wills

أَن

যে

to

يَتَّخِذَ

সে গ্রহণ করবে

take

إِلَىٰ

দিকে

to

رَبِّهِۦ

তার রবের

his Lord

سَبِيلًا

পথ”

a way”

(58)

وَتَوَكَّلْ

এবং নির্ভর করো

And put your trust

عَلَى

উপর

in

ٱلْحَىِّ

চিরঞ্জীব (আল্লাহর)

the Ever-Living

ٱلَّذِى

যিনি

the One Who

لَا

না

does not die

يَمُوتُ

মরবেন (কখনও)

does not die

وَسَبِّحْ

ও পবিত্রতা ঘোষণা করো

and glorify

بِحَمْدِهِۦ

তাঁর প্রশংসাসহ

with His Praise

وَكَفَىٰ

আর যথেষ্ট

And sufficient is

بِهِۦ

এ ব্যাপারে

He

بِذُنُوبِ

সম্পর্কে পাপ

regarding the sins

عِبَادِهِۦ

তাঁর দাসদের

(of) His slaves

خَبِيرًا

(তাঁরই) অবহিত হওয়া

All-Aware

(59)

ٱلَّذِى

যিনি

The One Who

خَلَقَ

সৃষ্টি করেছেন

created

ٱلسَّمَٰوَٰتِ

আকাশমণ্ডলী

the heavens

وَٱلْأَرْضَ

ও পৃথিবী

and the earth

وَمَا

এবং যা কিছু

and whatever

بَيْنَهُمَا

উভয়ের মাঝে (আছে)

(is) between them

فِى

মধ্যে

in

سِتَّةِ

ছয়

six

أَيَّامٍ

দিনে

periods

ثُمَّ

এরপর

then

ٱسْتَوَىٰ

সমাসীন হন

He established Himself

عَلَى

উপর

over

ٱلْعَرْشِ

আরশের

the Throne –

ٱلرَّحْمَٰنُ

অশেষ দয়াবান

the Most Gracious

فَسْـَٔلْ

সুতরাং জিজ্ঞেস করো

so ask

بِهِۦ

সম্পর্কে তাঁর

Him

خَبِيرًا

(তাদের হ’তে) যারা অবহিত

(as He is) All-Aware

(60)

وَإِذَا

এবং যখন

And when

قِيلَ

বলা হয়

it is said

لَهُمُ

তাদেরকে

to them

ٱسْجُدُوا۟

“তোমরা সিজদা করো

“Prostrate

لِلرَّحْمَٰنِ

জন্যে দয়াময়ের”

to the Most Gracious”

قَالُوا۟

তারা বলে

They say

وَمَا

“কে আবার

“And what

ٱلرَّحْمَٰنُ

(সেই) দয়াময়

(is) the Most Gracious?

أَنَسْجُدُ

কি আমরা সিজদা করবো

Should we prostrate

لِمَا

(তাকে) যাকে

to what

تَأْمُرُنَا

আমাদের তুমি নির্দেশ দিবে”

you order us?”

وَزَادَهُمْ

আর (এভাবে) বৃদ্ধি করলো তাদের

And it increases them

نُفُورًا

বিমুখতা

(in) aversion

(61)

تَبَارَكَ

কল্যাণময়

Blessed is He

ٱلَّذِى

(সেই সত্ত্বা) যিনি

Who

جَعَلَ

স্থাপন করেছেন

has placed

فِى

মধ্যে

in

ٱلسَّمَآءِ

আকাশের

the skies

بُرُوجًا

বুরুজ (রাশিচক্র)

constellations

وَجَعَلَ

ও স্থাপন করেছেন

and has placed

فِيهَا

মধ্যে তার

therein

سِرَٰجًا

প্রদীপ (সূর্য)

a lamp

وَقَمَرًا

ও চাঁদ

and a moon

مُّنِيرًا

উজ্জ্বল

shining

(62)

وَهُوَ

এবং তিনিই

And He

ٱلَّذِى

যিনি

(is) the One Who

جَعَلَ

বানিয়েছেন

made

ٱلَّيْلَ

রাতকে

the night

وَٱلنَّهَارَ

ও দিনকে

and the day

خِلْفَةً

পরস্পরের অনুগামী

(in) succession

لِّمَنْ

(এসব নিদর্শন) তার জন্য যে

for whoever

أَرَادَ

চায়

desires

أَن

যে

to

يَذَّكَّرَ

উপদেশ গ্রহণ করবে

remember

أَوْ

অথবা

or

أَرَادَ

সে চায়

desires

شُكُورًا

কৃতজ্ঞতা প্রকাশ করতে

to be thankful

(63)

وَعِبَادُ

আর দাসরা

And (the) slaves

ٱلرَّحْمَٰنِ

দয়াময়ের

(of) the Most Gracious

ٱلَّذِينَ

(তারাই) যারা

(are) those who

يَمْشُونَ

চলাফেরা করে

walk

عَلَى

উপর

on

ٱلْأَرْضِ

জমিনের

the earth

هَوْنًا

নম্রভাবে

(in) humbleness

وَإِذَا

আর যখন

and when

خَاطَبَهُمُ

সম্বোধন করে তাদেরকে

address them

ٱلْجَٰهِلُونَ

অজ্ঞ লোকেরা

the ignorant ones

قَالُوا۟

তারা বলে

they say

سَلَٰمًا

“(তোমাদেরকে) সালাম”

“Peace”

(64)

وَٱلَّذِينَ

এবং যারা

And those who

يَبِيتُونَ

রাত কাটায়

spend (the) night

لِرَبِّهِمْ

উদ্দেশ্যে তাদেের রবের

before their Lord

سُجَّدًا

সিজদায়

prostrating

وَقِيَٰمًا

ও দাঁড়ানো অবস্থায়

and standing

(65)

وَٱلَّذِينَ

এবং যারা

And those who

يَقُولُونَ

বলে

say

رَبَّنَا

“হে আমাদের রব

“Our Lord!

ٱصْرِفْ

দূর করো

Avert

عَنَّا

হ’তে আমাদের

from us

عَذَابَ

শাস্তি

the punishment

جَهَنَّمَ

জাহান্নামের

(of) Hell

إِنَّ

নিশ্চয়ই

Indeed

عَذَابَهَا

তার শাস্তি

its punishment

كَانَ

হলো

is

غَرَامًا

প্রাণান্তকর (ধ্বংস)

inseparable

(66)

إِنَّهَا

নিশ্চয়ই তা

Indeed it

سَآءَتْ

কত নিকৃষ্ট

(is) an evil

مُسْتَقَرًّا

বিশ্রামস্থল

abode

وَمُقَامًا

ও বাসস্থান”

and resting place”

(67)

وَٱلَّذِينَ

এবং তারা (এমন যে)

And those who

إِذَآ

যখন

when

أَنفَقُوا۟

ব্যয় করে

they spend

لَمْ

না

(are) not extravagant

يُسْرِفُوا۟

অমিতব্যয় করে

(are) not extravagant

وَلَمْ

আর না

and are not stingy

يَقْتُرُوا۟

কার্পণ্য করে

and are not stingy

وَكَانَ

বরং থাকে

but are

بَيْنَ

মাঝে

between

ذَٰلِكَ

এই (দু’য়ের)

that

قَوَامًا

দন্ডায়মান

moderate

(68)

وَٱلَّذِينَ

এবং যারা

And those who

لَا

না

(do) not

يَدْعُونَ

তারা ডাকে

invoke

مَعَ

সাথে

with

ٱللَّهِ

আল্লাহর

Allah

إِلَٰهًا

উপাস্য

god

ءَاخَرَ

অন্যকে

another

وَلَا

আর না

and (do) not

يَقْتُلُونَ

হত্যা করে তারা

[they] kill

ٱلنَّفْسَ

কোন প্রাণকে

the soul

ٱلَّتِى

যাকে

which

حَرَّمَ

নিষিদ্ধ করেছেন

Allah has forbidden

ٱللَّهُ

আল্লাহ

Allah has forbidden

إِلَّا

তবে

except

بِٱلْحَقِّ

সাথে যথার্থতার (হ’লে ভিন্ন কথা)

by right

وَلَا

আর না

and (do) not

يَزْنُونَ

ব্যভিচার করে

commit adultery

وَمَن

এবং যে

And whoever

يَفْعَلْ

করবে

does

ذَٰلِكَ

এটা

that

يَلْقَ

অর্জন করবে

will meet

أَثَامًا

পাপ

a penalty

(69)

يُضَٰعَفْ

দ্বিগুণ করা হবে

Will be doubled

لَهُ

তার জন্যই

for him

ٱلْعَذَابُ

শাস্তি

the punishment

يَوْمَ

দিনে

(on the) Day

ٱلْقِيَٰمَةِ

ক্বিয়ামাতের

(of) Resurrection

وَيَخْلُدْ

এবং স্থায়ী হবে

and he will abide forever

فِيهِۦ

তার মধ্যে

therein

مُهَانًا

হীন অবস্থায়

humiliated

(70)

إِلَّا

তবেে

Except

مَن

যে

(he) who

تَابَ

তওবা করবে

repents

وَءَامَنَ

ও ঈমান আনবে

and believes

وَعَمِلَ

ও কাজ করবে

and does

عَمَلًا

কর্ম

righteous deeds

صَٰلِحًا

সৎ

righteous deeds

فَأُو۟لَٰٓئِكَ

তখন ঐসব লোকদেরকে

then (for) those

يُبَدِّلُ

পরিবর্তন করে দিবেন

Allah will replace

ٱللَّهُ

আল্লাহ

Allah will replace

سَيِّـَٔاتِهِمْ

তাদের অন্যায়কে

their evil deeds

حَسَنَٰتٍ

ভালোয়

(with) good ones

وَكَانَ

আর হলেন

And is

ٱللَّهُ

আল্লাহ

Allah

غَفُورًا

ক্ষমাশীল

Oft-Forgiving

رَّحِيمًا

পরম দয়ালু

Most Merciful

(71)

وَمَن

এবং যে

And whoever

تَابَ

তওবা করে

repents

وَعَمِلَ

ও কাজ করে

and does

صَٰلِحًا

সৎ

righteous (deeds)

فَإِنَّهُۥ

তখন নিশ্চয়ই সে

then indeed he

يَتُوبُ

ফিরে আসে

turns

إِلَى

দিকে

to

ٱللَّهِ

আল্লাহর

Allah

مَتَابًا

অনুতপ্ত হয়ে

(with) repentance

(72)

وَٱلَّذِينَ

এবং যারা

And those who

لَا

না

(do) not

يَشْهَدُونَ

সাক্ষ্য দেয়

bear witness

ٱلزُّورَ

মিথ্যার

(to) the falsehood

وَإِذَا

এবং যখন

and when

مَرُّوا۟

অতিক্রম করে

they pass

بِٱللَّغْوِ

পাশ দিয়ে কোন অর্থহীন বিষয়কে

by futility

مَرُّوا۟

তারা অতিক্রম করে

they pass

كِرَامًا

ভদ্রভাবে

(as) dignified ones

(73)

وَٱلَّذِينَ

এবং তাদেরকে

And those who

إِذَا

যখন

when

ذُكِّرُوا۟

স্মরণ করানো হয়

they are reminded

بِـَٔايَٰتِ

প্রতি আয়াতগুলোর

of (the) Verses

رَبِّهِمْ

তাদের রবের

(of) their Lord

لَمْ

না

(do) not

يَخِرُّوا۟

তারা পড়ে থাকে

fall

عَلَيْهَا

তার উপর

upon them

صُمًّا

অন্ধ

deaf

وَعُمْيَانًا

ও বধির হয়ে

and blind

(74)

وَٱلَّذِينَ

এবং যারা

And those who

يَقُولُونَ

বলে

say

رَبَّنَا

“হে আমাদের রব

“Our Lord!

هَبْ

তুমি দাও

Grant

لَنَا

জন্যে আমাদের

to us

مِنْ

থেকে

from

أَزْوَٰجِنَا

আমাদের স্ত্রীদেরকে

our spouses

وَذُرِّيَّٰتِنَا

এবং আমাদের বংশধরদেরকে

and our offspring

قُرَّةَ

শীতলতা (অর্থাৎ শান্তি)

comfort

أَعْيُنٍ

চোখের

(to) our eyes

وَٱجْعَلْنَا

এবং আমাদেরকে বানাও

and make us

لِلْمُتَّقِينَ

জন্যে মুত্তাকীদের

for the righteous

إِمَامًا

নেতা”

a leader”

(75)

أُو۟لَٰٓئِكَ

ঐসব লোকদেরকে

Those

يُجْزَوْنَ

তাদেরকে প্রতিদান দেয়া হবে

will be awarded

ٱلْغُرْفَةَ

উচ্চতম কক্ষ

the Chamber

بِمَا

যা এ কারণে

because

صَبَرُوا۟

তারা ধৈর্য ধরেছে

they were patient

وَيُلَقَّوْنَ

ও তারা পাবে

and they will be met

فِيهَا

তার মধ্যে

therein

تَحِيَّةً

অভিবাদন

(with) greetings

وَسَلَٰمًا

ও সালাম

and peace

(76)

خَٰلِدِينَ

চিরস্থায়ী হবে

Will abide forever

فِيهَا

তার মধ্যে

in it

حَسُنَتْ

কত উত্তম হবে

Good

مُسْتَقَرًّا

বিশ্রামাগার

(is) the settlement

وَمُقَامًا

আর (কত উত্তম) বাসস্থান

and a resting place

(77)

قُلْ

(হে নাবী) বলো

Say

مَا

“না

“Not

يَعْبَؤُا۟

ভ্রুক্ষেপ করেন তিনি

will care

بِكُمْ

প্রতি তোমাদের

for you

رَبِّى

আমার রব

my Lord

لَوْلَا

যদি না

if not

دُعَآؤُكُمْ

তোমাদের প্রার্থনা (হয় তাঁর কাছে)

your prayer (is to Him)

فَقَدْ

নিশ্চয়ই (এখন)

But verily

كَذَّبْتُمْ

তোমরা অস্বীকার করেছো

you have denied

فَسَوْفَ

ফলে অতিশীঘ্রই

so soon

يَكُونُ

হবে

will be

لِزَامًۢا

স্থায়ী অনিবার্য (শাস্তি)”

the inevitable (punishment)”


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply