Qalqalah ছোট কলকলা, মাঝারী কলকলা ও বড় কলকলাহ
Lesson 1-10: Tajweed 1
Lesson 11: QalQalah কলকলাহ
Lesson 12: Qalqalah Sugra ছোট কলকলা
Lesson 13: Qalqalah Wusat মাঝারী কলকলা
Lesson 14: Qalqalah Kubra বড় কলকলাহ
Lesson 11: Qalqalah কলকলাহ
QalQalah means to make an echo or jerking sound at the articulation point of the letter Qalqalah হরফের আওয়াজের মধ্যে প্রতিধ্বনি করাকে কলকলা বলে। কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হয়।
QalQalah Letters কলকলাহ অক্ষর
কলকলার হরফ ৫টি। কলকলার মোটা হরফ ২ টি ق ও ط। বাকী ৩ টি د , ج ও ب কলকলার পাতলা হরফ । মোটা হরফের কলকলা উপরের দিকে আওয়াজ উঠিয়ে উচ্চারণ করতে হয়। আর বাকী ৩ টা পাতলা হরফের কলকলা নিচের দিকে নামাতে হয়।
ق | ط | ب | ج | د |
Method of Pronunciation উচ্চারণের পদ্ধতি
If any of the letters are Saakin (either the letter has a Sukoon or is Saakin because of stopping), the reciter should make QalQalah এই ৫ টি হরফে যজম বা সাকিন অথবা ওয়াকফ হলে কলকলা করে পড়তে হয়। কলকলা ৩ প্রকার। ছোট কলকলা, মাঝারী কলকলা ও বড় কলকলা। কলকলার হরফের আগের হরফে যদি হরকত না থেকে অন্যকিছু থাকে অর্থাৎ দুই যবর, দুই যের বা দুই পেশ থাকে তাহলে তা কলকলা করে পড়া যাবে না।
Example of QalQalah কলকলাহ এর উদাহরণ:
Sura Falak >> মাঝারী কলকলা

Sura Qadar >> ছোট কলকলা

Sura Asr >> বড় কলকলাহ

Lesson 12: Qalqalah Sugra ছোট কলকলা
This occurs when the letter of Qalqalah is in the middle of a word, or at the end of a word that you are not stopping on যদি আয়াতের মধ্যে বা শেষে কলকলার হরফে যজম বা সাকিন হয় তাহলে কলকলার মাত্রাটা একটু ছোট হবে।
Example of Qalqalah Sugra ছোট কলকলা এর উদাহরণ
قَــدْ قَالَهَا | يَــدْخُلُونَ | أَطْــعَمَهُمْ |
يَــطْــمَعُونَ | حَــبْــلٌ | تَــجْــرِى |
يَــدْخُلُونَ | نَــقْــعًا |
Lesson 13: Qalqalah Wusat মাঝারী কলকলা
This occurs when the letter of Qalqalah is at the end of a word, the letter of Qalqalah doesn’t have Shaddah and you are stopping on that word যদি ওয়াকফ এর অবস্থায় ৫ কলকলার হরফ আসে, তাহলে তাকে মাঝারী কলকলা বলে। ওয়াকফ না ধরলে কলকলা করে পড়া যাবে না।
Example of Qalqalah Wusat মাঝারী কলকলা উদাহরণ
وَالطَّارِقِ | وَقَــبَ | الْفَلَــقِ |
الْفَلَــقِ | أَحَــدٌ | كَسَبَ |
Lesson 14: Qalqalah Kubra বড় কলকলাহ
This occurs when the letter of QalQalah is at the end of a word, the letter of QalQalah has Shaddah and you are stopping on that word. যদি ওয়াকফ এর অবস্থায় ৫ কলকলার হরফ আসে এবং কলকলার হরফের উপর তাশদীদ/শাদ্দাহ থাকে, তাহলে তাকে বড় কলকলা বলে। ওয়াকফ না ধরলে কলকলা করে পড়া যাবে না।
Example of Qalqalah Kubra বড় কলকলাহ উদাহরণ
بِالْحَــقِّ | وَالْحَــجِّ | وَتَبَّ |
الْحَــجُّ | الْحَــقِّ |
Leave a Reply