নামাজে আমরা কি পড়ি।
(১) ওযুর শুরুতে দোয়াঃ বিসমিল্লাহ (আল্লাহর নামে)
بِسْمِ اللهِ
(২) ওযুর শেষে দোয়াঃ আশহাদু (আমি সাক্ষ্য দিচ্ছি) আল (যে) লা ইলাহা (কোনো উপাস্য নেই) ইল্লাল্লাহু (আল্লাহ ছাড়া) ওয়াহদাহু (তিনিই একক) লা শারীকা লাহু (তাঁর কোনো অংশীদার নেই), ওয়া (এবং) আশহাদু (আমি সাক্ষ্য দিচ্ছি) আন্না (যে) মুহাম্মাদান মুহাম্মাদ (সাঃ) আবদুহু (তাঁর বান্দা) ওয়া (এবং) রাসুলুহু(তাঁর রাসুল)।
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
(৩) তাকবীরঃ আল্লাহু(আল্লাহ) আকবার(মহান)
اللَّهُ أَكْبَرُ
(৪) রুকুর তাসবীহঃ সুবহানা (আমি পবিত্র ঘোষণা করছি) রাব্বিয়াল(আমার প্রভু) আজীম(মহান)
سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ
(৫) রুকু হতে উঠার তাসবীহঃ রাব্বানা (হে আমাদের প্রভু!) লাকাল (আপনার জন্যই) হাম্দ (সমস্ত প্রশংসা)
(৬) রুকু হতে উঠার তাসবীহঃ সামি (শুনলেন) আল্লাহু (আল্লাহ) লিমান (যে ব্যক্তি) হামিদাহ (তাঁর প্রশংসা করেছে)
رَبَّنَا لَكَ الْحَمْدُ
(৬) সিজদাহর তাসবীহঃ সুবহানা (আমি পবিত্র ঘোষণা করছি) রাব্বিয়াল আ’লা
Leave a Reply