মুসান্নাফ আব্দুর রাজ্জাক
মুসান্নাফ আব্দুর রাজ্জাক >>মুয়াত্তা মালিক
হাদিস গ্রন্থঃ মুসান্নাফ আব্দুর রাজ্জাক Musannaf Abdur Razzaq
সংকলনঃ আব্দুর রাজ্জাক
সংকলকের পুর নামঃ আব্দুর রাজ্জাক ইবনে হাম্মান ইবনে নাফি আল সানানি
জন্মস্থানঃ ইয়েমেন
জন্মঃ ১২৬ হিজরি
মিত্তুঃ ২১১ হিজরি
মুসান্নাফ আবদুর রাজ্জাক একটি সংকলিত হাদিস গ্রন্থ। এর । মুসান্নাফ ঘরানার সংগ্রহ হিসাবে, এটি সাময়িক ক্রমে সাজানো ১৮,০০০ এরও বেশি হাদিস ধারণ করে
এই কিতাবটি একসময় প্রায় হারিয়েই গিয়েছিল এবং প্রায় ১১০০ (এগারশ) বছর পর্যন্ত এটি প্রায় বিলুপ্ত অবস্থায় ছিল। পরবর্তীতে মাওলানা হাবীব আর রহমান আল আজমী (র.) এর নতুন সংস্করণ তৈরি করেন। তিনি প্রায় ২০ বছর কাজ করার পরে এই কিতাবটি নতুন করে প্রকাশ করতে সক্ষম হন।
এই কিতাবে সংকলিত হাদিসগুলো প্রধানত ৩ ব্যক্তির থেকে নেওয়া। তারা হলেন: মামর ইবনে রশিদ, সাফায়ান আল-দাওরি, ইবনে জুরায়য। এছাড়াও অন্যকিছু স্থানথেকেও কিছু হাদিস নেওয়া হয়েছে।
সবগুলো খন্ড একসাথে পড়ুন / ডাউনলোড করুন
বইটির PDF/ মুল কপি পেতে হলে নিচে Comment/ কমেন্ট এর মাধ্যমে আমাদেরকে জানান, তাহলে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারব। ইনশাল্লাহ।
Leave a Reply