মুয়াত্তা ইমাম মুহাম্মাদ আশ শায়বানী
মুয়াত্তা ইমাম মুহাম্মাদ আশ শায়বানী
মুয়াত্তা ইমাম মুহাম্মাদ আশ শায়বানী >>মুয়াত্তা মালিক
মুল- ইমাম মুহাম্মদ আশ-শায়বানী (র.)
অনুবাদ-আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুসা
প্রকাশনা-আহসান পাবলিকেশন, ঢাকা
বই: মুওয়াত্তা ইমাম মুহাম্মাদ
লেখক: ইমাম মুহাম্মাদ আশ-শায়বানী {রাহিমাহুল্লাহ}
লেখক পরিচিতি: ইমাম আবু হানিফা{রাহিমাহুল্লাহ) -র অন্যতম প্রধান ছাত্র ইমাম মুহাম্মাদ আশ শায়বানি {রাহিমাহুল্লাহ}
ⓕ ফেসবুক পেজ/ / ফোন করে বই অর্ডার করুন নিম্নের টেবিলে এবং ফ্রিতে পড়ুন
ইমাম আবূ হানীফার যুগের আলিমগণ সাধারণত প্রচলিত পরিভাষায় গ্রন্থ রচনা করতেন না, বরং তাঁরা যা বলতেন তা ছাত্ররা লিখতেন। এজন্য তাবিয়ী যুগে বা ১৫০ হিজরী সালের মধ্যে মৃত্যুবরণকারী আলিমদের লেখা বা সংকলিত পৃথক গ্রন্থাদির সংখ্যা খুবই কম। তাঁদের ছাত্রগণের লেখায় তাঁদের বক্তব্য সংকলিত। কখনো কোনো ছাত্র তাঁদের বক্তব্য একক পুস্তিকায় সংকলন করতেন। কখনো তাঁরা নিজেরাই কিছু তথ্য সংকলন করতেন। ইমাম আবূ হানীফার লেখা বলতে কখনো তাঁর নিজের সংকলন এবং কখনো তাঁর কোনো ছাত্র কর্তৃক তাঁর বক্তব্য বা তাঁর বর্ণিত হাদীস সংকলন বুঝানো হতে পারে। উভয় ক্ষেত্রেই তা ‘ইমাম আবূ হানীফা’-র নামে প্রচারিত হতে পারে। এ মূলনীতির ভিত্তিতে ইমাম আবূ হানীফা রচিত ও সংকলিত প্রধান গ্রন্থ ‘কিতাবুল আসার’।
মুহাদ্দিসগণের পরিভাষায় ‘আসার’ বলতে সাহাবী, তাবিয়ী ও তাবি-তাবিয়ীগণের বক্তব্য বা কর্ম বুঝানো হয়। সাধারণভাবে ‘আসার’ এর মধ্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীসও অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয় হিজরী শতকে মুহাদ্দিসগণ রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীসের সাথে সাহাবীগণের বক্তব্যও সংকলন করতেন এবং ফিকহী পদ্ধতিতে বিন্যাস করতেন। এরূপ গ্রন্থগুলো ‘মুআত্তা’, ‘মুসান্নাফ’ বা ‘কিতাবুল আসার’ নামে পরিচিত।
ইমাম আবূ হানীফা সংকলিত ‘কিতাবুল আসার’ তাঁর কয়েকজন ছাত্র বর্ণনা করেন। তাঁদের মধ্যে রয়েছেন: যুফার ইবন হুযাইল (১৫৮ হি), আবূ ইউসুফ (১৮২ হি), মুহাম্মাদ ইবনুল হাসান (১৮৯ হি), হাসান ইবন যিয়াদ লুলুয়ী (২০৪ হি)। তন্মধ্যে আবূ ই্উসূফ এবং মুহাম্মাদ বর্ণিত ‘কিতাবুল আসার’ দুটো পৃথক গ্রন্থ হিসেবে প্রকাশিত। এ গ্রন্থদুটোতে ইমাম আবূ ইউসুফ ও ইমাম মুহাম্মাদ ইমাম আবূ হানীফা বর্ণিত হাদীসে নববী এবং সাহাবী-তাবিয়ীগণের বক্তব্য সংকলন করেছেন। উল্লেখ্য যে, উভয় গ্রন্থের অধিকাংশ ‘আসার’ বা হাদীস একই। মূলত গ্রন্থদুটো ইমাম আবূ হানীফা সংকলিত কিতাবুল আসারের পৃথক বর্ণনা মাত্র। ইমাম মালিকের মুআত্তা গ্রন্থটি যেমন বিভিন্ন ছাত্র বিভিন্ন সময়ে শ্রবণ ও বর্ণনা করার কারণে অনেকগুলো মুআত্তার সৃষ্টি হয়েছে। অনুরূপভাবে ইমাম আবূ হানীফা সংকলিত কিতাবুল আসার ইমাম মুহাম্মাদ ও ইমাম আবূ ইউসুফ পৃথকভাবে বর্ণনা করার কারণে উভয়ের মধ্যে কিছু ব্যতিক্রম সৃষ্টি হয়েছে।
সুচিপত্র
ইমাম মুহাম্মাদ রেহ)
মুওয়াত্তা ইমাম মুহাম্মাদ
অধ্যায়
- পবিত্রতা
- উযুর প্রারস্ত
- উধূর সময় হাত ধোয়া
- পানি দিয়ে শৌচ (ইসতিনজা) করা
- লজ্জাস্থান (লিঙ্গ) স্পর্শ করলে পুনরায় উধু করতে হবে কি না
- আগুনে পাকানো জিনিস খেলে উধু নষ্ট হয় কিনা
- পুরুষ-স্রী উভয়ের একই পাত্রের পানি দিয়ে উমু করা
- নাক দিয়ে রক্ত বের হলে উধু করা
- শিশুর পেশাব ধুয়ে ফেলা প্রয়োজন
- বীর্ঘরস. বের হলে উষ্ণু নষ্ট হয়ে যায়,
- যে পানিতে হিংশ্্র জন্ত মুখ দেয় এবং পানা করে তা দিয়ে উযু কর।
- সমুদ্রের পানি দিয়ে উবু করা
- মোগ্ার উপর মাসেহ করা
- পাগড়ী এবং ওড়নার উপর মাসেহ করা
- নাপাকির গোসল
- রাতের বেলা নাপাক হলে তার বিধান
- ভুমআর দিন গোসল করা
- দুই ঈদের দিন গোসল সম্পর্কে
- মাটি দিয়ে তামীম (তাইয়াম্মুম) করা
- খতুবতী স্ত্রীর সাথে মেলামেশা করা
- দুই লিংগ পরস্পর মিলিত হলেই কি গোসল কর্্তে হবে
ঘুমালে কি উবু নষ্ট হয়ে যায় - শ্রীলোকের স্বপ্নদোষ হলে গোসল করতে হবে কি না
- রক্জ প্রদরের রোগিণী
- হায়েষের শেষ প্রান্তে হলুদ বর্ণের রম্ত এবং সাদা গানি দেখা
খাতুবতী নারীকে দিয়ে হাত-পা ধোয়ানো - জ্ীলোকদের ব্যবহারের অতিরিজ্ঞ’ গানি দিয়ে পুরুষ লোকদের গোসল করা
বিড়ালের উচ্ছিষ্ট থানি দিয়ে উধূ করা
অধ্যায় নামাজ
- নামাষের ওয়ান্ত সমূহ
- আযান ও তার জবাবদান এবং গুন সতকাঁকরণ
- নামাযের জন্য মসজিদে যাওয়া এবং মসজিদে নামায পড়ার ফযীলাত
- ইকামতের সময় নামায পড়া
- নামাষের কাতার সোজা ও ভারনাম্যপুর্ণ করা
- নামায শুরু করা
- ইমামের পেছনে কিরাআত গাঠ সম্পর্কে
- ষে ব্যক্তি নামাযের কিছু অংশ পায়
- ফরজ নামাযের রাকআতগুলোতে সূরা গাঠ করা
- সশব্দে কিরাআত পাঠ করা এবং তা মুস্তাহাব হওয়া সম্পর্কে
- নামাযের মধ্যে আমীন বল৷
- নামাষের মধ্যে ভুল হয়ে গেলে ‘
- নামাযরত অবস্থায় কাকর সরানো এবং তা মাকরাছ হওয়া সম্পকে
- নামাষের তাশাহ্হদ
- সিজদার সুন্নাত অনুমোদিত পন্থা
- নামাযের মধ্যে বসা
- বসে বসে নামায গড়া
- এক কাপড়ে নামাধ পড়া সম্পকে
- রাতের নামা তোহাজ্জুদ)
- নামাযের মধ্যে উধু ছুটে গেলে
- কুরআনের ফযীলত এবং আল্লাহর ধিকির করা মুস্তাহাব
- নামাযরত ব্যত্তিৎ কি সালামের জবাব দেবে
- দুই ব্যজ্জির একভ্রে জামাআতে নামায গড়া
- বকরীর খোঁয়াড়ে নামাথ পড়া
- সূর্য উদয় ও অস্ত যাওয়ার সমগ্ন নামা পড়া
- প্রচণ্ড গরমের সময় নামায পড়ার বর্ণনা
- নামাষের কথা ভুলে গেল্লে অথবা ওয়াক্ত চলে গেল্পে তার বিধান
- ব্বঙ্টির রাতে নামায পড়ার বর্ণনা
- সফরে নামায কসর করা
- গন্ভব্যস্থ’ল পৌছে কসর করা সম্পর্কে
- সফররত অবস্থায় নামাথের কিরাআত
- সফরে এবং রুষ্টির সময় দুই ওয়াক্তের নামায একন্র করা
- সফরকানীন সময়ে যান-বাহনের উপর নামাঘ গড়া
- নামাবরত অবস্থায় কাষ। নামাযের কথা মরণ হলে
- কোন ব্যক্তিৎ ঘরে ফরজ নামা পড়ার পর মসজিদে গিয়ে
- যদি জাথাআত হতে দেখে
- নামা এবং আহার একই সময়ে উপস্থিত হলে কোনটি আগে করবে
- আগর নাযাযের ফযীলাত এবং আসরের পর নফল গড্জা সম্পর্কে
- জুমআর নামাযের ওয়ান্ত’ঃ এই দিন সুগন্ধি লাগানো ও লোবান স্থালানো
- জুমআর নামাধের ফিরা মাত এবং খেতবা চলাকালীন সময়ে নীরব থাকা
- ঈদের নামায এবং খোতবা
- ঈদের নামাযের পুবে অথবা পরে নফল নামায গড়া
- ঈদের নামাষের কিরাআত
- দুই ঈদের নামাযের তাকবীর
- রমযান মাসে রাতের ইবাদত এবং তার ফযীলত
- ফজরের নামাযে দোয়া কুনুত পড়ার বর্ণনা
- জামাআতে ফজরের ফরজ নামায এবং দুই রাকআত সুন্নাত নামাযের ফযীলাত
- নামাষে দীর্ঘ কিরাআত পাঠ এবং সংক্ষগ্ত কিরাআত পছন্দনীয়
- মাগরিবের নামাধ যেন দিনের বেতের নামাষ
- বেতের নামায
- বাহনের উপর বেতের গড়া
- বেতের নামায বিলম্বে পড়া সম্পকে
- বেতেরের নামাযের সাল্লাম
- কুরআনের সিজদা সমূহ
- নামাধরত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত
- মসজিদে প্রবেশ করেই নফল নামায পড়া মুস্ত।হাব
- নামায থেকে অবসর হয়ে মুখ ঘুরিয়ে বসা
- সংজ্ঞাহীন ব্যক্তির নামায
- অসুস্থ বা রুগ্ন ব্যক্তির নামাষ
- মসজিদের মধ্যে থুথু ফেলা মাকরাহ
- নাপাক এবং হায়েয অবস্থায় দেহের ঘাম কাপড়ে লেগে যাওয়।
- কিবলা পরিবর্তন
- ভুল বশত নাপাক অথবা উযুহীন অবস্থায় নামায পড়লে
- কাতার থেকে দূরে রুকুতে শামিল হওয়া এবং রুকুতে কিরাআত পাঠ করা
সম্পর্কে - নামাধরত অবস্থায় কোন কিছু বহন করা
- নামাধরত ব্যকিছির সামনে কোন মহিলার শুয়ে বা দীড়িয়ে থাকা
- ভয়কালীন নামায
- জীব-জন্তর প্রতি দয়া প্রদর্শন করা
- প্রতিবেশীর. অধিকার
- জানের কথা লিখে রাখা
- চুলে কলপ ব্যবহার করা
- ইয্াতীমের মাল থেকে তার পৃষ্ঠপোষকের খণ গ্রহণ
- একজনের লজ্দাস্থানের প্রতি অপর জনের তাকানো নিষেধ
- পানগান্ত্রে নিঃ্বাস ফেলা নিষেধ
- মহিলাদের সাথে করমর্দন মুসাফা) করা নিষেধ
- রসূনুলাহ্ সে)-এর সাহাবীদের মর্যাদা £
- আদ ইবনে আবি ওয়ান্জাস (রা)-র মর্যাদা
- উসামা ইবনে যায়েদ রো)-র মর্যাদা
- আবু বাক্র দিদ্দীক রো)-র মর্যাদা
- স।বিত ইবনে কায়েস আল-আনসারী রো)-র মর্যাদা
- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৈহিক গঠন
- মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সান্নামের কবর এবং তা যিয়ারত করা মুত্তাহাব
- লজ্জাশীলতা ,
- স্ত্রীর উপর স্বামীর অধিকার
- মেহমানদারী করা
- জ্খলির জেলাকে দন.
- গীবত ও. মিখ্যা অপবাদ
- বিভিন্ন কাজের বর্ণনা
- ঘী-এর মধ্যে ইদুর পতিত হলে
- মৃত জন্তর চামড়া প্রক্রিয়াজাতকরণ
- রভ্তমোক্ষণের পারিশ্রমিক
- দীড়িয়ে পেশাব ঝরা টু
- কুরআনের কতিপয় আয়াতের তাফসীর
- স্থায়ী নেক আমল
- বিবাহিতা শ্রীলোক
- রিবদমান দুই দলের মধ্যে সম্প্রীতি স্থাপন
- যেনাকারী যেনাকারিণীকে বিয়ে করবে
- বিবাহের প্রস্তাব
- সূর্য গশ্চিমাকাশে ঢলে পড়া
- আসমাউর-রিজাল
(রোবীগণের সংক্ষিপ্ত পরিচিতি)
মুয়াত্তা ইমাম মুহাম্মাদ ক্রয় বিক্রয়
প্রকাশনী | সকল খন্ড |
---|---|
Bokhari Academy Dhaka | ৬৩০ |
Bokhari Academy Dhaka: বইয়ের নামঃ মুয়াত্তা ইমাম মুহাম্মাদ রহ., অনুবাদঃ মুহাম্মদ রিজাউল করীম ইসলামাবাদী, কভারঃ হার্ড বাঁধাই, ভাষাঃ বাংলা ও আরবী
বইটির PDF/ মুল কপি পেতে হলে নিচে Comment/ কমেন্ট এর মাধ্যমে আমাদেরকে জানান, তাহলে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারব। ইনশাল্লাহ।
Leave a Reply