Abu Daud Sharif Bangla pdf Free গণ-গোসলখানা

Abu Daud Sharif Bangla pdf Free গণ-গোসলখানা

Abu Daud Sharif Bangla pdf Free গণ-গোসলখানা , এই অধ্যায়ে হাদীস ১১ টি (৪০০৯ – ৪০১৯) >>আবুদ দাউদ শরীফ এর মুল সুচিপত্র পড়ুন

অধ্যায় – ৩৩ঃ গণ-গোসলখানা, অনুচ্ছেদঃ ১-৩=৩টি, হাদীসঃ (৪০০৯-৪০১৯)=১১টি

অনুচ্ছেদ-১ঃ গোসলখানায় প্রবেশ সম্পর্কে
অনুচ্ছেদ-২ঃ উলঙ্গ হওয়া নিষেধ
অনুচ্ছেদ-৩ঃ উলঙ্গ হওয়া সম্পর্কে

অনুচ্ছেদ-১ঃ গোসলখানায় প্রবেশ সম্পর্কে

৪০০৯. আয়িশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] গণ-গোসলখানায় প্রবেশ করিতে নিষেধ করেছেন। অতঃপর পুরুষদের লুঙ্গি-পায়জামা পরে প্রবেশের অনুমতি দিয়েছেন। {৪০০৯}

{৪০০৯} তিরমিজি। ঈমাম তিরমিজি বলেনঃ আমরা হাদিসটি হাম্মাদ ইবনি সালামাহ থেকেই জেনেছি। সনদটি এভাবে প্রতিষ্ঠিত নয়। ইবনি মাজাহ, আহমাদ। এর সনদের আবুল উজরাহ সম্পর্কে হাফিয বলেনঃ মাজহুল। Abu DAUD SHARIF BANGLA PDF FREE – এই হাদিস এর তাহকিকঃ দুর্বল হাদিস

৪০১০. আবুল মালীহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একদা সিরিয়ার কতিপয় মহিলা আয়িশাহ [রাদি.]-এর নিকট আসলে তিনি প্রশ্ন করিলেন, তোমরা কারা? তারা বললো, আমরা সিরিয়ার অধিবাসী। তিনি বলিলেন, তোমরা সম্ভবত সেই শহরের অধিবাসী, যেখানে মহিলারাও গণ-গোসলখানায় প্রবেশ করে। তারা বললো, হ্যাঁ। তিনি বলিলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] কে বলিতে শুনেছিঃ কোন মহিলা নিজের ঘর ছাড়া অন্যত্র তার পরিধেয় বস্ত্র খুললে সে তার ও আল্লাহর মধ্যকার পর্দা ছিড়ে ফেললো অর্থাৎ সম্পর্ক ছিন্ন করলো।

Abu DAUD SHARIF BANGLA PDF FREE – এই হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৪০১১. আবদুল্লাহ ইবনি আমর [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ শীঘ্রই তোমাদের হাতে অনারবদের বহু অঞ্চল বিজিত হইবে এবং সেখানে তোমরা এমন কতগুলো ঘর দেখবে যেগুলোকে গণ-গোসলখানা বলা হয়। লুঙ্গি-পায়জামা ছাড়া কোন পুরুষ যেন তাতে প্রবেশ না করে এবং পীড়িতা ও নেফাসগ্রস্তা ছাড়া অন্য মহিলাদের তাতে প্রবেশ করিতে তোমরা নিষেধ করো। {৪০১১}

{৪০১১} ইবনি মাজাহ, বায়হাক্বী। সানাদে আবদুর রহমান ইবনি যিয়াদ বিন আনউম দুর্বল। Abu DAUD SHARIF BANGLA PDF FREE – এই হাদিস এর তাহকিকঃ দুর্বল হাদিস

অনুচ্ছেদ-২ঃ উলঙ্গ হওয়া নিষেধ

৪০১২. য়ালা [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] এক ব্যাক্তিকে উলঙ্গ হয়ে খোলা জায়গায় গোসল করিতে দেখলেন। অতঃপর মিম্বারে উঠে আল্লাহর প্রশংসা ও গুণগান করার পর বলিলেনঃ নিশ্চয়ই আল্লাহ লজ্জাশীল, গোপনীয়তা অবলম্বনকারী। তিনি লজ্জা ও গোপনীয়তা পছন্দ করেন। তোমাদের কেউ গোসল করিতে চাইলে সে যেন গোপনীয়তা অবলম্বন করে।

Abu DAUD SHARIF BANGLA PDF FREE – এই হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৪০১৩. সাফওয়ান ইবনি ইয়ালা [রহমাতুল্লাহি আলাইহি] তাহাঁর পিতা হইতে বর্ণীতঃ

সাফওয়ান ইবনি ইয়ালা [রহমাতুল্লাহি আলাইহি] তাহাঁর পিতার সূত্রে এ হাদিসটি নাবী [সাঃআঃ] হইতে বর্ণনা করেন। ঈমাম আবু দাউদ [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, প্রথম বর্ণনাটি পূর্ণাঙ্গ। {৪০১৩}

{৪০১৩} নাসায়ী, আহমাদ। Abu DAUD BANGLA PDF FREE – এই হাদিস এর তাহকিকঃ হাসান হাদিস

৪০১৪. যুরআহ ইবনি আবদুর রহমান ইবনি জারহাদ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে তার পিতা হইতে বর্ণীতঃ

তিনি বলেন, এই জারহাদ আস্‌হাবে সুফ্‌ফার অন্যতম সদস্য ছিলেন। তিনি বলেন, একদা রসূলুল্লাহ [সাঃআঃ] আমাদের নিকট বসলেন, আমার উরুদেশ তখন অনাবৃত ছিলো। তিনি বলিলেনঃ তুমি কি জানো না যে, উরুদেশ গোপন অঙ্গ? {৪০১৪}

Abu DAUD BANGLA PDF FREE – এই হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৪০১৫. আলী [রাদি.] হইতে বর্ণীতঃ

বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলিয়াছেনঃ তোমরা উরুদেশ অনাবৃত করো না এবং জীবিত ও মৃত লোকের উরুর দিকে তাকিও না। {৪০১৫}

{৪০১৫} এটি গত হয়েছে হা/৩১৪০। Abu DAUD BANGLA PDF FREE – এই হাদিস এর তাহকিকঃ খুবই দুর্বল

অনুচ্ছেদ-৩ঃ উলঙ্গ হওয়া সম্পর্কে

৪০১৬. আল-মিসওয়ার ইবনি মাখরামাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি একটি ভারী পাথর বহন করে হাঁটছিলাম, হঠাৎ আমার পরিধেয় বস্ত্র খুলে পড়ে গেলো। রসূলুল্লাহ [সাঃআঃ] আমাকে ডেকে বলিলেনঃ কাপড় সামলিয়ে নাও, তোমরা উলঙ্গ অবস্থায় চলাফেরা করিবে না।

Abu DAUD BANGLA PDF FREE – এই হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৪০১৭. বাহ্‌য ইবনি হাকীম [রাদি.] হইতে তার পিতা ও দাদা হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল! আমাদের ঢেকে রাখার অঙ্গসমূহ কার সামনে আবৃত রাখবো এবং কার সামনে অনাবৃত করবো? তিনি বলেনঃ তোমার স্ত্রী ও দাসী ব্যতীত সবার সামনে তা আবৃত রাখো। বর্ণনাকারী বলেনঃ যতদূর সম্ভব কেউ যেন অন্যের গোপন অঙ্গের দিকে না তাকায়। বর্ণনাকারী বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল! আমাদের কেউ যখন নির্জনে থাকে? তিনি বলেনঃ লজ্জার ব্যাপারে আল্লাহ মানুষের চেয়ে অধিক হকদার। {৪০১৭}

{৪০১৭} তিরমিজি, ইবনি মাজাহ, আহমাদ। ঈমাম তিরমিজি বলেনঃ এই হাদিসটি হাসান। Abu DAUD BANGLA PDF FREE – এই হাদিস এর তাহকিকঃ হাসান হাদিস

৪০১৮. আবদুর রহমান ইবনি আবু সাঈদ আল-খুদরী [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

নাবী [সাঃআঃ] বলেনঃ কোন পুরুষ অন্য পুরুষের গোপন অঙ্গের দিকে তাকাবে না এবং কোন নারীও অন্য নারীর গোপন অঙ্গের দিকে তাকাবে না। আর কোন পুরুষ অপর পুরুষের সাথে একই কাপড়ের ভিতরে একত্রে ঘুমাবে না এবং কোন নারীও অপর নারীর সাথে একই কাপড়ের ভিতরে ঘুমাবে না। {৪০১৮}

Abu DAUD SHARIF BANGLA PDF FREE – এই হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৪০১৯. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলিয়াছেনঃ কোন পুরুষ অন্য পুরুষের সাথে এবং কোন নারী অন্য নারীর সাথে একই বিছানায় ঘুমাবে না, তবে শিশু বাচ্চা হলে বাবা-মা ছেলের সাথে অথবা ছোট সন্তান বাবার সাথে একই সাথে একই বিছানায় ঘুমাতে পারে। বর্ণনাকারী বলেন, তিনি তৃতীয় আরেকটি কথা বলিয়াছেন কিন্তু আমি তা ভুলে গিয়েছি। {৪০১৯}

{৪০১৯} বায়হাক্বী। এর সানাদে নাম উল্লেখহীন জনৈক ব্যাক্তি রয়েছে। Abu DAUD SHARIF BANGLA PDF FREE – এই হাদিস এর তাহকিকঃ দুর্বল হাদিস


Posted

in

by

Comments

One response to “Abu Daud Sharif Bangla pdf Free গণ-গোসলখানা”

Leave a Reply