হাদীস কুরআন তাব্লিগের উদ্দেশ্য
আমরা এই ওয়েব সাইটি ডেভেলপ করেছি মুলত সাধারন বাংলা-ভাষী মুসলিম ভাইদের জন্য, যেন তারা ইন্টারনেট প্রজুক্তির সহজগিতায় কুরআন ও হাদীস থেকে সহজেই মাসালা মাসায়েল খুজে বের করতে পারে।
আমি মুলত একজন দাঈ মাত্র, তাই হাদীস কুরআন, হাদীস ও ফিকহ কিতাব সমুহ লিখার ক্ষেত্রে কোন ধরনের ব্যাক্ষা বিশ্লেষণ ও ফতোয়া থেকে বিরত থেকেছি।
সাম্প্রতিক সময়ের বিভিন্য লেখকের ইসলামিক বই সমুহ যা রাজনৈতিক দল ও বিভিন্ন ইসলামিক আকিদাহ’র দল এর সাথে মতবিরধের সৃষ্টি তা সংযোজন থেকে বিরত থেকেছি।
আমরা যেসব বিষয় সংকলন করেছি-
- এখানে কুরআন মাজিদের আরবী, বাংলা অনুবাদ ও শব্দার্থ সহজভাবে সন্নিবেশন করা হয়েছে।
- এখানে ২৯ টি হাদীস শরীফ ইউনিকোডে বিষয়ভিত্তিক ভাবে সংযোযন করা হয়েছে।
- ইমাম আবু হানিফা, ইমাম তাহাবী, যাহবী, ইবনে তাইমিয়্যা এর সময় থেকে ইমাম কুদুরি (রহিমাল্লাহু) এর সময় কাল পর্যন্ত বিভিন্ন ফিকহ ও কিতাব সংযোযন করা হয়েছে।
- যেহেতু আমি একজন দাঈ তাই সাধারন মানুসের প্রতি লক্ষ রেখে ফাজায়েলে আমল ও মুন্তাখাব বিষয়ক হাদিস সংকলন করেছি, যেন তারা এগুলো শিখে আমল করতে পারে।