হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় – লুক্বতাহ

হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় – লুক্বতাহ

হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় – লুক্বতাহ , এই অধ্যায়ে মোট হাদীস ২০ টি (১৭০১ – ১৭২০) >>আবুদ দাউদ শরীফ এর মুল সুচিপত্র পড়ুন

অধ্যায়ঃ ১০, অনুচ্ছেদঃ ১টি, হাদীসঃ (১৭০১-১৭২০)=২০টি

অনুচ্ছেদ-১ঃ লুক্বতার সংজ্ঞা

১৭০১. সুওয়াইদ ইবনি গাফালাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন আমি যায়িদ ইবনি সুহান এবং সালমান ইবনি রবীআহ এক সঙ্গে যুদ্ধ করেছি। এ সময় আমি একটি চাবুক পাই। তারা দুজনেই আমাকে চাবুকটি ফেলে দিতে বলিলেন। তখন আমি বলিলাম, না, যদি এর মালিককে পাই [তাহলে তাহাকে এটি ফেরত দিবো], অন্যথায় আমি নিজে এটা ব্যবহার করব। বর্ণনাকারী বলেন, অতঃপর আমি হাজ্জ পালন শেষে মদিনায় গিয়ে [এ বিষয়ে] উবাই ইবনি কাব [রাদি.]-কে জিজ্ঞেস করলাম। তিনি বলিলেন , আমি একটি থলে পেয়েছিলাম। যার মধ্যে একশো দীনার ছিল। আমি নাবী [সাঃআঃ] এর কাছে আসলাম। তিনি বলিলেনঃ এক বছর পর্যন্ত ঘোষণা দিয়ে যাও। আমি তাই করলাম। আমি [এক বছর পর] পুনরায় তার কাছে আসলাম। তিনি আরো এক বছর ঘোষণা দিতে বলিলেন। ফলে আমি আরো এক বছর ঘোষনা দিলাম। অতঃপর তার কাছে এসে বলিলাম, আমি এর মালিকের সন্ধান পাইনি। তিনি বলিলেনঃ দীনারের সংখ্যা, থলি এবং থলির বাঁধন হিফাযাতে রাখো। যদি এর মালিক আসে [তাহাকে তা দিয়ে দিবে]। অন্যথায় তুমি এগুলো কাজে লাগাবে। বর্ণনাকারী সালামাহ ইবনি কুহাইল বলেন, আমার মনে নেই যে, সুওয়াইদ কি তিন বছর ঘোষণা দেয়ার কথা বলিয়াছেন নাকি এক বছর।

হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৭০২. শুবাহ হইতে বর্ণীতঃ

এই সানাদে পূর্বোক্ত হাদিসের অনুরূপ অর্থের হাদিস বর্ণিত। তিনি বলেন, “এক বছর পর্যন্ত ঘোষণা দাও”- তিনি এ কথাটি তিনবার বলিয়াছেন। বর্ণনাকারী বলেন, আমি অবহিত নই যে, [সালামাহ] এক বছর ঘোষণা করার কথা বলিয়াছেন নাকি তিন বছর।

হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৭০৩. সালামাহ ইবনি কুহাইল [রহমাতুল্লাহি আলাইহি] সূত্র হইতে বর্ণীতঃ

এ সানাদে পূর্বোক্ত হাদিসের অনুরূপ অর্থের হাদিস বর্ণিত। তিনি ঘোষণা সর্ম্পকে বলেন, দুই অথবা তিন বছর। আর তিনি [সাঃআঃ] বলিয়াছেনঃ [দীনারের] পরিমাণ, থলে এবং থলের বাঁধন চিনে রাখো। যদি এর মালিক আসে এবং এর সংখ্যা ও থলে চিনতে পারে তাহলে তাহাকে তা দিয়ে দিবে।

হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৭০৪. যায়িদ ইবনি খালিদ আল-জুহানী [রাদি.] হইতে বর্ণীতঃ

একদা এক ব্যক্তি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে রাস্তায় পড়ে থাকা জিনিস সর্ম্পকে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ তুমি ঐ জিনিস সর্ম্পকে এক বছর পর্যন্ত ঘোষণা দিতে থাকিবে। অতঃপর তুমি এর থলি ও বাঁধন চিনে রাখবে। তারপর সেখান থেকে খরচ করিবে। যদি এর মালিক এসে উপস্থিত হয় তবে তাহাকে তা ফেরত দিবে। লোকটি বললো, হে আল্লাহর রাসূল! পথহারা বকরী বিধান কি? তিনি বলিলেন, তা ধরে রাখো। কেননা সেটা হয়তো তোমার অথবা তোমার ভাইয়ের কিংবা বাঘের জন্য। লোকটি আবার বললো, হে আল্লাহর রাসূল! পথহারা উটের বিধান কি? রসূলুল্লাহ [সাঃআঃ] এতে অসন্তুষ্ট হলেন এবং তাহাঁর চিবুক বা চেহারা লালবর্ণ ধারণ করলো। অতঃপর তিনি বলিলেনঃ এর [উটের] সাথে তোমার কি সর্ম্পক? কারণ এর পা আছে এবং পেটের ভিতর পানিও রয়েছে, যতক্ষণ না এর মালিক আসে। {১৭০৪}

সহিহ ঃ সহিহ বুখারী ও সহিহ মুসলিম। হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৭০৫. মালিক [রহমাতুল্লাহি আলাইহি] সূত্র হইতে বর্ণীতঃ

পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত। এতে আরো রয়েছে ঃ উটের পেটে পানি সংরক্ষিত আছে। সে পানি পানের স্থানে যেতে পারবে, ঘাস খেতে পারবে। কিন্তু এ হাদিসে হারিয়ে যাওয়া বকরী ধরে রাখার কথা নেই। তিনি লুক্বতাহ সর্ম্পকে বলেন, এ ব্যাপারে এক বছর পর্যন্ত ঘোষণা দিতে হইবে। এ সময়ের মধ্যে মালিক ফিরে এলে তাহাকে তা ফিরিয়ে দিবে, অন্যথায় তোমার যা ইচ্ছে করিবে। এতে ইসতানফিক্ব শব্দটি নেই। ঈমাম আবু দাউদ [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, সাওরী, সুলায়মান ইবনি হিলাল এবং হাম্মাদ ইবনি সালামাহ [রহমাতুল্লাহি আলাইহি] রবীআহ সূত্রে অনুরূপ বর্ননা করেছেন। কিন্তু [হারানো বকরী] “ ধরে রাখার কথা নেই”।

সহিহ ঃ মুসলিম। হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৭০৬. যায়িদ ইবনি খালিদ আল-জুহানী [রাদি.] হইতে বর্ণীতঃ

একদা রসূলুল্লাহ [সাঃআঃ]-কে রাস্তায় পড়ে থাকা বস্তু সর্ম্পকে জিজ্ঞেস করা হলে তিনি বলেনঃ এক বছর পর্যন্ত ঘোষণা করিবে। যদি এর মালিক এসে উপস্থিত হয় তাহলে তাহাকে তা ফিরিয়ে দিবে। অন্যথায় এর থলি ও বাঁধন চিনে রাখবে। অতঃপর তুমি তা থেকে ভোগ করিবে। তবে [পরবর্তীতে] যদি এর মালিক এসে যায় তবে তাহাকে তা ফিরিয়ে দিবে। {১৭০৬}

সহিহ ঃ মুসলিম, এর সানাদে অতিরিক্ত আছে ঃ নাদর, সাঈদ হইতে বুসর সূত্রে। এটাই সঠিক। হারা. জিনিস ফিরে পাওয়ার উপায় হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৭০৭. যায়িদ ইবনি খালিদ আল-জুহানী [রাদি.] হইতে বর্ণীতঃ

একদা রসূলুল্লাহ [সাঃআঃ]-কে জিজ্ঞেস করা হলো…অতঃপর রবীআহ বর্ণিত হাদিসের অনুরূপ। খালিদ বলেন, পড়ে থাকা বস্তু সর্ম্পকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এক বছর যাবত এর ঘোষণা করিবে। এর মালিক ফিরে আসলে তাহাকে তা ফেরত দিবে। নতুবা তুমি এর থলি ও বাঁধন চিনে রাখবে এবং তা তোমার মালের সাথে রেখে দিবে। আর এর মালিক ফিরে এলে তাহাকে তা দিয়ে দিবে। {১৭০৭}

হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৭০৮. ইয়াহইয়া ইবনি সাঈদ ও রবীআহ্ কুতাইবাহর সনদ হইতে বর্ণীতঃ

ইয়াহইয়া ইবনি সাঈদ ও রবীআহ্ কুতাইবাহ্র সানাদে এবং তার হাদিসের অর্থে বর্ননা করেন। এত আরো রয়েছে ঃ যদি এর মালিক ফিরে আসে এবং এর থলি ও পরিমাণ সর্ম্পকে সঠিক তথ্য পেশ করে তাহলে তাহাকে তা দিয়ে দিবে। হাম্মাদ তার সনদ পরম্পরায় নাবী [সাঃআঃ] হইতে অনুরূপ বর্ননা করেছেন। ঈমাম আবু দাউদ বলেন, হাম্মাদ ইবনি সালামাহ, সালামাহ ইবনি কুহাইল, ইয়াহইয়া ইবনি সাঈদ এবং উবাইদুল্লাহ ইবনি উমারের হাদিসে অতিরিক্ত বর্ননা হলো ঃ যদি এর মালিক ফিরে আসে এবং এর থলি ও বাঁধন চিনতে পারে তবে তাহাকে তা ফিরিয়ে দিবে। এ বাক্যের মধ্যে “এর থলি ও বাঁধন চিনতে পারে ” কথাটি সংরক্ষিত নয়। উক্ববাহ ইবনি সুওয়াইদ তার পিতা থেকে অনুরূপ হাদিস বর্ননা করে বলেনঃ “এক বছর ঘোষণা দিতে হইবে।” এছাড়াও উমার ইবনিল খাত্তাব [রাদি.] হইতে নাবী [সাঃআঃ] সূত্রে বর্ণিত হাদিসেও এক বছর ঘোষণা করার কথা আছে।

যায়িদ ইবনি খালিদের হাদিস- সহিহ। আবদুল্লাহ ইবনি আমরের হাদিস- হাসান সহিহ। সুওয়াইদের হাদিস- সহিহ। উমার ইবনিল খাত্তাবের হাদিস- সহিহ। হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় হাদিসের তাহকিকঃ অন্যান্য

১৭০৯. ইয়াদ ইবনি হিমার [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলিয়াছেনঃ যে ব্যক্তি রাস্তায় পড়ে থাকা বস্তু পাবে, সে যেন একজন অথবা দুইজন সত্যবাদী লোককে এর সাক্ষী রাখে। বিষয়টি যেন সে গোপন না রাখে এবং আত্মসাৎ না করে। যদি সে এর মালিককে পায় তাহলে তাহাকে তা ফিরিয়ে দিবে। অন্যথায় মহান আল্লাহর মাল, তিনি যাকে ইচ্ছা তা দান করে থাকেন। {১৭০৯}

হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৭১০. আবদুল্লাহ ইবনি আমর ইবনিল আস [রাদি.] হইতে বর্ণীতঃ

একদা রসূলুল্লাহ [সাঃআঃ]-কে গাছে ঝুলে থাকা ফল সর্ম্পকে জিজ্ঞেস করা হলে তিনি বলেনঃ কেউ যদি তা নিরূপায় [অভাবী] হয়ে খায় এবং তা লুকিয়ে না নেয় তাহলে তার জন্য দোষণীয় নয়। আর যে ব্যক্তি এর বিপরীত করিবে [লুকিয়ে নিবে] তাহলে তার জন্য এর দ্বিগুণ জরিমানা রয়েছে এবং সে শাস্তিও পাবে। আর যে ব্যক্তি খেঁজুর চুরি করে এরূপ অবস্থায় যে, তা গাছ থেকে কেটে শুকানোর জন্য আঙ্গিনায় রাখা হয়েছে, তাহলে চুরিকৃত জিনিসের মূল্য যুদ্ধের একটি ঢালের পরিমান হলে তার হাত কাটা হইবে। বর্ণনাকারী পথহারা বকরী ও উটের কথাও উল্লেখ করেছেন যেমন বর্ননা করেছেন অন্যান্য বর্ণনাকারীগণ। তিনি বলেন, তাঁকে লুক্বতাহ সর্ম্পকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, জন সাধারণের চলাচলের পথে কিছু পাওয়া গেলে এক বছর যাবত তা ঘোষণা করিতে থাকিবে। যদি এর মালিক এসে যায় তাহলে তাহাকে তা দিয়ে দিবে। আর যদি না আসে তবে তা তোমার। আর যে জিনিস অনাবাদী এলাকায় [গুপ্তধনরূপে] পাওয়া যাবে তাতে এক পঞ্চমাংশ [যাকাত] দিবে। {১৭১০}

হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় হাদিসের তাহকিকঃ হাসান হাদিস

১৭১১. আমর ইবনি শুআইব [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

এই সানাদে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত। এতে রয়েছে ঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ] হারানো বকরী ধরে রাখতে বলিয়াছেন।

হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় হাদিসের তাহকিকঃ হাসান হাদিস

১৭১২. আমর ইবনি শুআইব [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

এই সানাদে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত। এতে আরো রয়েছে ঃ পথহারা বকরী তোমার জন্য অথবা তোমার ভাইয়ের জন্য অথবা বাঘের জন্য। অতএব তা ধরে রাখো। বর্ণনাকারী আইযূব, ইয়াকুব ইবনি আত্বা, আমর ইবনি শুআইব হইতে নাবী [সাঃআঃ] সূত্রে অনুরূপ বর্ননা করেছেন যে, তুমি তা ধরে রাখো।

ইবনি আমরের হাদিস- হাসান।হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় হাদিসের তাহকিকঃ হাসান হাদিস

১৭১৩. আমর ইবনি শুআইব হইতে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্র হইতে বর্ণীতঃ

নাবী [সাঃআঃ] হইতে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত। তিনি পথহারা বকরী সর্ম্পকে বলেন, তুমি তা নিজের হিফাযতে রেখে দাও, এর মালিক ফিরে আসা পর্যন্ত।

হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় হাদিসের তাহকিকঃ হাসান হাদিস

১৭১৪. আবু সাঈদ আল-খুদরী হইতে বর্ণীতঃ

একদা আলী ইবনি আবু ত্বালিব [রাদি.] পথে পড়ে থাকা দীনার পেয়ে তা ফাত্বিমাহ [রাদি.]-এর কাছে নিয়ে আসেন। তিনি এ বিষয়ে রসূলুল্লাহ [সাঃআঃ]-কে জিজ্ঞেস করলে জবাবে নাবী [সাঃআঃ] বলেনঃ এটা আল্লাহ প্রদত্ত রিযিক্ব। অতঃপর রসূলুল্লাহ [সাঃআঃ], আলী এবং ফাত্বিমাহ [রাদি.] সকলেই তা দিয়ে খাবার কিনে এনে খেলেন। এর পরে এক মহিলা এসে দীনার খুঁজতে থাকে। তখন নাবী [সাঃআঃ] বলিলেনঃ তুমি তার দীনার পরিশোধ করে দাও।

হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় হাদিসের তাহকিকঃ হাসান হাদিস

১৭১৫. আলী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি পথে পতিত একটি দীনার পেয়ে তা দিয়ে আটা কিনলেন। আটার বিক্রেতা তাহাকে [রাসূলের জামাতা হিসেবে] চিনতে পেরে তাঁকে দীনারটি ফেরত দিলেন। অতঃপর আলী [রাদি.] দীনারটি ভাঙ্গিয়ে দুই ক্বিরাত দিয়ে গোশত কিনলেন।

হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৭১৬. সাহ্‌ল ইবনি সাদ [রাদি.] হইতে বর্ণীতঃ

একদা আলী ইবনি আবু ত্বালিব [রাদি.] ফাত্বিমাহ [রাদি.]-এর কাছে গিয়ে হাসান ও হুসাইন [রাদি.]-কে কান্নারত পেয়ে তাহাকে কান্নার কারণ জিজ্ঞেস করেন। তখন ফাত্বিমাহ [রাদি.] বলেন তাঁরা ক্ষুধার জ্বালায় কান্না করছে। আলী [রাদি.] ঘর থেকে বের হলেন এবং বাজারে গিয়ে একটি দীনার পতিত অবস্থায় পেলেন। তিনি দীনারটি ফাত্বিমাহর কাছে নিয়ে এসে বিষয়টি তাহাকে জানালেন। ফাত্বিমাহ বলেন, আপনি দীনারটি নিয়ে উমুক ইয়াহুদীর কাছে গিয়ে আমাদের জন্য আটা ক্রয় করুন। অতঃপর আলী [রাদি.] ইয়াহুদীর কাছে গিয়ে আটা কিনলেন। ইয়াহুদী বললো আপনি তো ঐ লোকের জামাতা, যিনি নিজেকে “আল্লাহর রাসূল” দাবী করেন। তখন আলী [রাদি.] বলেন, হ্যাঁ। তখন ইয়াহুদী বললো, আপনি দীনারটি ফেরত নিন এবং এই আটাও নিয়ে যান [মূল্য দিতে হইবে না]। আলী [রাদি.] আটা নিয়ে ফাত্বিমাহ [রাদি.]-এর কাছে এসে বিষয়টি তাহাকে জানালেন। ফাত্বিমাহ [রাদি.] বলিলেন, আপনি উমুক কসাইয়ের কাছে গিয়ে আমাদের জন্য এক দিরহামের গোশত ক্রয় করুন। তিনি সেখানে গিয়ে দীনারটি বন্ধক রেখে এক দিরহাম মূল্যের গোশত কিনে ঘরে ফিরলেন। ফাত্বিমাহ [রাদি.] আটা দিয়ে রুটি বানালেন এবং গোশত রান্না করিলেন এবং নাবী [সাঃআঃ]-কে খবর দিলেন। নাবী [সাঃআঃ] তাঁদের কাছে আসলে ফাত্বিমাহ [রাদি.] বলেন, হে আল্লাহর রাসূল! আমি আপনাকে ঘটনাটি খুলে বলছি। আপনি যদি এটা আমাদের জন্য হালাল মনে করেন তাহলে আমরা তা খাবো এবং আমাদের সাথে আপনিও খাবেন। ঘটনা এরূপ। তিনি [সাঃআঃ] বলিলেনঃ তোমরা বিস্‌মিল্লাহ বলে খাও। তাঁরা যখন খাচ্ছিলেন তখন এক যুবক আল্লাহ ও ইসলামের নামে শপথ উচ্চারণ করে দীনারটি খুঁজছিলো। তখন রসূলুল্লাহ [সাঃআঃ]-এর নির্দেশ মোতাবেক তাহাকে ডেকে দীনার সর্ম্পকে জিজ্ঞেস করা হলো। সে বললো দীনারটি আমার নিকট থেকে বাজারে পড়ে গেছে। নাবী [সাঃআঃ] বলিলেনঃ হে আলী! তুমি কসাইয়ের নিকট গিয়ে বলো , রসূলুল্লাহ [সাঃআঃ] আপনাকে দীনারটি আমার কাছে ফেরত দিতে বলিয়াছেন। আর তিনি আপনার দিরহাম দিয়ে দিবেন। অতঃপর কসাই তা ফেরত দিলে রসূলুল্লাহ [সাঃআঃ] সেটি ঐ যুবককে ফিরিয়ে দিলেন।

হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় হাদিসের তাহকিকঃ হাসান হাদিস

১৭১৭. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] আমাদেরকে লাঠি, রশি, চাবুক এবং এ ধরনের পতিত জিনিস ব্যবহার করার অনুমতি দিয়েছেন। {১৭১৭}

{১৭১৭} ইবনি আদীর আল-কামিল। এর সনদ দুর্বল। সানাদে মুগীরাহ বিন যিয়াদ রয়েছে। আল্লামা মুনযিরী বলেনঃ একাধিক ঈমাম তার সমালোচনা করেছেন। ইবনি আদী বলেনঃ ঈমাম আহমাদ বলিয়াছেন, তিনি হাদিস বর্ণনায় যয়ীফ। তিনি বহু মুনকার হাদীসাবলী বর্ণনা করেছেন। ঈমাম আহমাদ অন্যত্র বলেন, তিনি মুযতারিবুল হাদিস, মুনকার।

হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় হাদিসের তাহকিকঃ দুর্বল হাদিস

১৭১৮. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নাবী [সাঃআঃ] বলিয়াছেনঃ পথহারা উটের হুকুম হলো ঃ যদি কেউ তা পাওয়ার পর বিষয়টি গোপন করে তাহলে তাহাকে জরিমানা হিসেবে ঐ উটের সাথে অনুরূপ আরেকটি উট দিতে হইবে।

হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৭১৯. আবদুর রহমান ইবনি উসমান আত-তাইমী হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম] হাজীদেরকে পথে পড়ে থাকা বস্তু তুলে নিতে নিষেধ করেছেন। আহমাদ বলেন, ইবনি ওয়াহ্হাব হাজ্জের মৌসুমে পথে পড়ে থাকা বস্তু সম্পর্কে বলেন, তা পতিত অবস্থায় থাকতে দাও যাতে তার মালিক তা পেয়ে যায়।

হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৭২০. আল-মুনযির ইবনি জারীর [রহমাতুল্লাহি আলাইহি] সূত্র হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একদা আমি জারীরের [রাদি.] সাথে বাওয়াযীজ নামক স্থানে ছিলাম। এ সময় রাখাল গরুর পাল নিয়ে সেখানে উপস্থিত হলো। যাতে অন্য একটি গরুও ছিলো। ফলে জারীর [রাদি.] তাহাকে জিজ্ঞেস করেন, এটা কোথা থেকে এলো। রাখাল বললো, আমাদের গরুর পালের মধ্যে এসে ঢুকে পড়েছে। আমি জানি না, গরুটি কার? তখন জারীর [রাদি.] বলেনঃ এটাকে পাল থেকে বের করো। আমি রসূলুল্লাহ [সাঃআঃ] কে বলিতে শুনিয়াছি ঃ পথভ্রষ্ঠ লোকই পথহারা পশুকে আশ্রয় দিয়ে থাকে।

সহিহ মারফু, তার সূত্রে . হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় হাদিসের তাহকিকঃ সহিহ মারফু


Posted

in

by

Comments

One response to “হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় – লুক্বতাহ”

Leave a Reply