ঘরে নফল নামাজ পড়ার হাদিস সামায়েলে তিরিমিজি

ঘরে নফল নামাজ পড়ার হাদিস

ঘরে নফল নামাজ পড়ার হাদিস , এই অধ্যায়ে হাদীস ১ টি ( ২২৩-২২৩ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন

অধ্যায়-৪২ঃ ঘরে নফল সালাত

১।পরিচ্ছদঃ ঘরে নফল নামাজ

২২৩.আবদুল্লাহ ইবনি সাদ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাঃআঃ) কে জিজ্ঞেস করলাম, নফল নামাজ আমার ঘরে পড়া ভালো, না মসজিদে পড়া ভালো? তিনি বলিলেন, তুমি দেখছ না আমার ঘর কত নিকটে, তা সত্ত্বেও ফরয নামাজ মসজিদে পড়া ছাড়া অন্যান্য নামাজ আমি ঘরে পড়াই উত্তম মনে করি।{১}

{১} ইবনি খুযাইমা, হাদিস নং/১২০২ঃ মুজামুস সাহাবা, হাদিস নং/১৫৫৮; আল আহাদ ওয়াল মাছানী, হাদিস নং/৮৬৫; শারহুল মাআনী, হাদিস নং/১৯৯৪। হাদিসের তাহকিকঃ নির্ণীত নয়


by

Comments

One response to “ঘরে নফল নামাজ পড়ার হাদিস সামায়েলে তিরিমিজি”

Leave a Reply