রসূলুল্লাহ [সাঃ] এর দোহার নামাজ
সূলুল্লাহ [সাঃ] এর দোহার নামাজ , এই অধ্যায়ে হাদীস ৭ টি ( ২১৬-২২২ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন
অধ্যায়-৪১ঃ রাসূলুল্লাহ (সাঃ) এর দ্বোহার সালাত
১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) ৪ রাকআত চাশতের নামাজ আদায় করিতেন
২।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) ৬ রাকআতও চাশতের নামাজ আদায় করিতেন
৩।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) মক্কা বিজয়ের দিন ৮ রাকআত চাশতের নামাজ আদায় করেছিলেন
৪।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) সফর থেকে ফিরে আসলে আগে নামাজ আদায় করিতেন
৫।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) সূর্য ঢলে পড়ার পর ৪ রাকআত নামাজ আদায় করিতেন
১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) ৪ রাকআত চাশতের নামাজ আদায় করিতেন
২১৬. মুআযা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি আয়েশাহ [রাদি.] কে জিজ্ঞেস করলাম যে, নাবী (সাঃআঃ) কি চাশতের নামাজ আদায় করিতেন? উত্তরে তিনি বলিলেন, হ্যাঁ- ৪ রাকআত নামাজ আদায় করিতেন। আল্লাহ চাইলে কখনো কখনো বেশিও পড়তেন।{১}
{১} সহিহ মুসলিম, হাদিস নং/১৬৯৬; ইবনি মাজাহ, হাদিস নং/১৩৮১; মুসনাদে আহম্মদ, হাদিস নং/২৪৬৮২; বায়হাকী, হাদিস নং/৪৬৭৯; সহিহ ইবনি হিব্বান, হাদিস নং/২৫২৯; শারহুস সুন্নাহ, হাদিস নং/১০০৫। দোহার নামাজ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
২।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) ৬ রাকআতও চাশতের নামাজ আদায় করিতেন
২১৭. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ (সাঃআঃ) ৬ রাকআত চাশতের নামাজ আদায় করিতেন।{১}
{১} মুজামুল আওসাত, হাদিস নং/১২৭৬; জামেউস সগীর, হাদিস নং/৯০৯১। দোহার নামাজ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৩।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) মক্কা বিজয়ের দিন ৮ রাকআত চাশতের নামাজ আদায় করেছিলেন
২১৮. আবদুর রহমান ইবনি আবু লায়লা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, একমাত্র উম্মে হানী [রাদি.] ছাড়া কেউই রসূলুল্লাহ (সাঃআঃ) কে চাশতের নামাজ আদায় করিতে দেখেছেন বলে আমাকে বলেননি। উম্মে হানী [রাদি.] আমাকে বলেছেন যে, রসূলুল্লাহ (সাঃআঃ) মক্কা বিজয়ের দিন আমার ঘরে আসেন এবং গোসল করে ৮ রাকআত নামাজ আদায় করেন। এর চেয়ে সংক্ষিপ্ত আকারে নামাজ আদায় করিতে আমি আর কখনো দেখিনি। অবশ্য তা সত্ত্বেও তিনি যথারীতি রুকূ-সিজদা আদায় করিয়াছেন।{১}
{১} সহিহ বোখারী, হাদিস নং/১১০৩; সহিহ মুসলিম, হাদিস নং/১৭০০; ইবনি খুযাইমা, হাদিস নং/১২৩৩; মুসনাদে আহম্মদ, হাদিস নং/২৬৯৪৫; শারহুস সুন্নাহ, হাদিস নং/১০০০; দারিমী, হাদিস নং/১৪৫২; বায়হাকী, হাদিস নং/৪৬৮১। দোহার নামাজ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৪।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) সফর থেকে ফিরে আসলে আগে নামাজ আদায় করিতেন
২১৯. আবদুল্লাহ ইবনি শাকীক [রহঃ] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি আয়েশাহ [রাদি.] কে জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ (সাঃআঃ) কি চাশতের নামাজ আদায় করিতেন? তিনি বলিলেন, কোন সফর হতে ফিরে আসলে নামাজ আদায় করিতেন।{১}
{১} সহিহ মুসলিম, হাদিস নং/১৬৯৪; আবু দাউদ, হাদিস নং/১২৯৪; সুনানে নাসাঈ, হাদিস নং/২১৮৫; মুসনাদে আহম্মদ, হাদিস নং/২৫৪২৪; সহিহ ইবনি খুযাইমা, হাদিস নং/২১৩২; সহিহ ইবনি হিব্বান, হাদিস নং/২৫২৭; মুসান্নাফে ইবনি আবি শায়বা, হাদিস নং/৭৮৭০। দোহার নামাজ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৫।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) সূর্য ঢলে পড়ার পর ৪ রাকআত নামাজ আদায় করিতেন
২২০. আবু আইয়ুব আল আনসারী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নাবী (সাঃআঃ) সূর্য হেলে গেলে ৪ রাকআত নামাজ আদায় করিতেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি সূর্য হেলে গেলে [গুরুত্বের সঙ্গে] ৪ রাকআত নামাজ আদায় করেন। রসূলুল্লাহ (সাঃআঃ) বলিলেন, সূর্য হেলার পর আকাশের দরজা খুলে দেয়া হয় এবং যোহরের সময় পর্যন্ত তা খোলা থাকে। আমি চাই এ সময় আমার কোন ভালো কাজ আকাশে পৌঁছুক। আমি বললাম, এর প্রতি রাকআতেই কি কিরাআত পড়তে হয়? তিনি বলিলেন, হ্যাঁ। আমি বললাম, ২ রাকআতের পর সালাম ফিরাতে হয় কি? তিনি বলিলেন, না।{১}
{১} মুসনাদে আহম্মদ, হাদিস নং/২৩৫৭৯; ইবনি মাজাহ, হাদিস নং/১১৫৭; মুজামুল কাবীর লিত তাবারানী, হাদিস নং/৩৯৩০; বায়হাকী, হাদিস নং/৪৩৫৫; জামেউস সগীর, হাদিস নং/২৪১২ মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস নং/৪৮১৪। দোহার নামাজ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
২২১. আবদুল্লাহ ইবনি সায়িব [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ (সাঃআঃ) সূর্য হেলার পর হতে যোহরের পূর্ব পর্যন্ত ৪ রাকআত নামাজ আদায় করিতেন এবং বলিতেন, এ সময় আকাশের দরজা খুলে দেয়া হয়। আমার একান্ত ইচ্ছা, এ সময় আমার কোন সৎকাজ আল্লাহর দরবারে পৌছুক।{১}
{১} শারহুস সুন্নাহ, হাদিস নং/৭৯০। দোহার নামাজ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
২২২. আলী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি যোহরের পূর্বে ৪ রাকআত আদায় করিতেন এবং বলিতেন যে, সূর্য হেলার সময় নাবী (সাঃআঃ) এ নামাজ আদায় করিতেন এবং তাতে দীর্ঘ কিরাআত পাঠ করিতেন।{১}
{১} সুনানুল কুবরা লিন নাসাঈ, হাদিস নং/৩৩৩। দোহার নামাজ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
Leave a Reply