রসূলুল্লাহ [সাঃ] এর সুগদ্ধি ব্যবহার
রসূলুল্লাহ [সাঃ] এর সুগদ্ধি ব্যবহার , এই অধ্যায়ে হাদীস , ৪ টি ( ১৬১-১৬৪ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন
অধ্যায়-৩৩ঃ রাসূলুল্লাহ (সাঃআঃ) এর সুগদ্ধি ব্যবহার
১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) এর একটি আতরদানি ছিল
২।পরিচ্ছদঃ তিনি কখনো সুগন্ধি ফেরত দিতেন না
৩।পরিচ্ছদঃ তিনি পুরুষ ও মহিলাদের সুগন্ধি ব্যবহারের পার্থক্য বলে দিয়েছেন
১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) এর একটি আতরদানি ছিল
১৬১. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃআঃ) এর আতরদানি ছিল। তিনি তা হতে আতর লাগাতেন।{১}
{১} আবু দাউদ, হাদিস নং/৪১৪৬; শারহুস সুন্নাহ, হাদিস নং/৩১৬৭; জামেউস সগীর, হাদিস নং/৮৯৬২। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
২।পরিচ্ছদঃ তিনি কখনো সুগন্ধি ফেরত দিতেন না
১৬২.সুমামা ইবনি আবদুল্লাহ [রহ.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আনাস [রাদি.] সুগদ্ধি ফেরত দিতেন না। আর আনাস [রাদি.] বলিতেন, নাবী (সাঃআঃ) কখনো সুগন্ধি ফেরত দিতেন না।{১}
{১} সহিহ বোখারী, হাদিস নং/২৫৮২; মুসনাদে আহম্মদ, হাদিস নং/১২৩৭৯; শারহুস সুন্নাহ, হাদিস নং/৩১৭০; জামেউস সগীর, হাদিস নং/৮৯৮৩; শুআবুল ঈমান, হাদিস নং/৬০০৫। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৬৩.ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃআঃ) বলেছেন, তিনটি বস্তু কখনো ফেরত দেবে না- বালিশ, তৈল এবং দুধ।{১}
{১} মুজামুল কাবীর লিত তাবারানী, হাদিস নং/১৩১০০; জামেউস সগীর, হাদিস নং/৫৩৫৭; শারহুস সুন্নাহ, হাদিস নং/৩১৭৩; সিলসিলা সহিহাহ, হাদিস নং/৬১৯। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৩।পরিচ্ছদঃ তিনি পুরুষ ও মহিলাদের সুগন্ধি ব্যবহারের পার্থক্য বলে দিয়েছেন
১৬৪. আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণীতঃ.তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃআঃ) বলেছেন, পুরুষের সুগদ্ধি ছড়ায় কিন্তু রং থাকে অদৃশ্য। আর মহিলাদের সুগন্ধির রং দৃশ্যমান কিন্তু তাতে গন্ধ নেই।{১}
{১} আবু দাউদ, হাদিস নং/২১৭৬; সুনানে নাসাঈ, হাদিস নং/৫১১৭; মুজামুল কাবীর লিত তাবারানী, হাদিস নং/১৬৩৯ শারহুস সুন্নাহ, হাদিস নং/৩১৬২; জামেউস সগীর, হাদিস নং/৩৮২৮।হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
Leave a Reply