রসূলুল্লাহ [সাঃ] এর পানীয় বস্তুর বিবরণ বিষয়ক হাদীস

রসূলুল্লাহ [সাঃ] এর পানীয় বস্তুর বিবরণ

রসূলুল্লাহ [সাঃ] এর পানীয় বস্তুর বিবরণ , এই অধ্যায়ে হাদীস ২ টি ( ১৫০-১৫১ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন

অধ্যায়-৩১ঃ রাসূলুল্লাহ (সাঃ) এর পানীয় বস্তুর বিবরণ

১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) ঠান্ডা মিষ্টি পানীয় অধিকতর পছন্দ করিতেন
২।পরিচ্ছদঃ তিনি নিজে পান করে প্রথমে ডান পার্শ্বের ব্যক্তিকে দিতেন

১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) ঠান্ডা মিষ্টি পানীয় অধিকতর পছন্দ করিতেন

১৫০. আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃআঃ) ঠাণ্ডা মিষ্টি পানীয় অধিকতর পছন্দ করিতেন।{১}

{১} মুসনাদে আহম্মদ, হাদিস নং/২৪১৪৬; মুস্তাদরাকে হাকিম, হাদিস নং/৭২০০; সুনানুল কুবরা হাদিস নং/৬৮১৫ঃ শারহুস সুন্নাহ, হাদিস নং/৩০২৬; মুসান্নাফে ইবনি আবি শায়বা, হাদিস নং/২৪৬৭৬; জামেউস সগীর, হাদিস নং/৮৭৫৬; সিলসিলা সহিহাহ, হাদিস নং/৩০০৬। পানীয় বস্তুর বিবরণ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

২।পরিচ্ছদঃ তিনি নিজে পান করে প্রথমে ডান পার্শ্বের ব্যক্তিকে দিতেন

১৫১. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃআঃ) এর সাথে আমি এবং খালিদ ইবনি ওয়ালীদ [রাদি.] একবার মায়মূনা [রাদি.] এর নিকট গেলাম। তিনি আমাদের জন্য একটি পাত্রে দুধ আনলেন। অতঃপর রসূলুল্লাহ (সাঃআঃ) তা হতে কিছু পান করিলেন। সে সময় আমি ছিলাম তাহাঁর ডানে এবং খালিদ তাহাঁর বামে। তারপর তিনি আমাকে বলিলেন, এখন পান করার হক তোমার। তবে ইচ্ছে করলে তুমি খালিদকে তোমার উপর অগ্রাধিকার দিতে পার। এরপর ইবনি আব্বাস [রাদি.] বলিলেন, আমি আপনার উচ্ছিষ্টের ব্যাপারে কাউকে অগ্রাধিকার দিতে সম্মত নই। এরপর রসূলুল্লাহ (সাঃআঃ) বলিলেন, আল্লাহ যদি কাউকে কোন খাবার খাওয়ান তাহলে তাহাঁর বলা উচিত-

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ , وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ

“আল্ল-হুম্মা বা-রিক লানা- ফীহি ওয়া আত্বইমনা- খয়রাম্ মিনহু”। অর্থাৎ হে আল্লাহ! তুমি এতে বরকত দাও এবং আমাদেরকে এর চেয়েও বেশি সুস্বাদু খাবার দান করো।

আর যদি আল্লাহ কাউকে দুধ পান করান, তাহলে তাহাঁর বলা উচিত-

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ , وَزِدْنَا مِنْ

“আল্ল-হুম্মা বা-রিক লানা- ফীহি ওয়াযিদনা- মিনহু”। অর্থাৎ হে আল্লাহ! তুমি এতে আমাদের জন্য বরকত দাও এবং আমাদেরকে এর চেয়েও বেশি দাও।

এরপর বর্ণনাকারী বলেন, রসূলুল্লাহ (সাঃআঃ) বলিলেন, দুধ ছাড়া এমন কোন বস্তু নেই, যা খাদ্য ও পানীয় উভয়ের কাজ দেয়।

পানীয় বস্তুর বিবরণ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

Comments

One response to “রসূলুল্লাহ [সাঃ] এর পানীয় বস্তুর বিবরণ বিষয়ক হাদীস”

Leave a Reply