রসূলুল্লাহ [সাঃ] এর ফলমূলের বিবরণ হাদীস

রসূলুল্লাহ [সাঃ] এর ফলমূলের বিবরণ

রসূলুল্লাহ [সাঃ] এর ফলমূলের বিবরণ , এই অধ্যায়ে হাদীস ৪ টি ( ১৪৬-১৪৯ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন

অধ্যায়-৩০ঃ রাসূলুল্লাহ (সাঃ) এর ফলমূলের বিবরণ

১।পরিচ্ছদঃ নাবী (সাঃআঃ) কাঁচা খেজুরের সাথে শসা খেতেন
২।পরিচ্ছদঃ তিনি তাজা খেজুরের সাথে তরমুজ খেতেন
৩।পরিচ্ছদঃ তিনি তাজা তরমুজ ও তাজা খেজুর একত্রে মিলিয়ে খেতেন
৪।পরিচ্ছদঃ নতুন ফল উদ্বোধনকালে তিনি যে দুআ পাঠ করিতেন

১।পরিচ্ছদঃ নাবী (সাঃআঃ) কাঁচা খেজুরের সাথে শসা খেতেন

১৪৬. আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নাবী (সাঃআঃ) কাঁচা খেজুরের সাথে শসা খেতেন।{১}

{১} সহিহ মুসলিম, হাদিস নং/৫৪৫১; আবু দাউদ, হাদিস নং/৩৮৩৭; ইবনি মাজাহ, হাদিস নং/৩৩২৫; মুসনাদে আহম্মদ, হাদিস নং/১৭৪১; দারিমী, হাদিস নং/২০৫৮, শরহুস সুন্নাহ, হাদিস নং/২৮৯৩; জামেউস সগীর, হাদিস নং/৯০১১; সিলসিলা সহিহাহ, হাদিস নং/৫৬। রসূলুল্লাহ [সাঃ] এর ফলমূলের বিবরণ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

২।পরিচ্ছদঃ তিনি তাজা খেজুরের সাথে তরমুজ খেতেন

১৪৭. আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নাবী (সাঃআঃ) তাজা খেজুরের সাথে তরমুজ খেতেন।{১}

{১} আবু দাউদ, হাদিস নং/৩৮৩৮; ইবনি হিব্বান, হাদিস নং/২৫৪৬; বায়হাকী, হাদিস নং/১৪৪১৫; মুসান্নাফে ইবনি আবি শায়বা, হাদিস নং/২৫০৪৪; জামেউস সগীর, হাদিস নং/৯০০৯; সিলসিলা সহিহাহ, হাদিস নং/৫৭৷ রসূলুল্লাহ [সাঃ] এর ফলমূলের বিবরণ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৩।পরিচ্ছদঃ তিনি তাজা তরমুজ ও তাজা খেজুর একত্রে মিলিয়ে খেতেন

১৪৮. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি নাবী (সাঃআঃ) কে খিরবিয ও তাজা খেজুর একত্রে মিলিয়ে খেতে দেখেছি।{১}

{১} সুনানে কুবরা লিন নাসাঈ, হাদিস নং/৬৬৯২ জামেউস সগীর, হাদিস নং/৯০৪৭। রসূলুল্লাহ [সাঃ] এর ফলমূলের বিবরণ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৪।পরিচ্ছদঃ নতুন ফল উদ্বোধনকালে তিনি যে দুআ পাঠ করিতেন

১৪৯. আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, সাহাবায়ে কেরাম যখন কোন নতুন ফল দেখিতেন তখন তাঁরা তা রসূলুল্লাহ (সাঃআঃ) এর খেদমতে পেশ করিতেন। আর তিনি তা গ্রহণ করে এ মর্মে দুআ করিতেনঃ

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثِمَارِنَا ، وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا ، وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَفِي مُدِّنَا ، اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ ، وَإِنِّي عَبْدُكَ وَنَبِيُّكَ ، وَإِنَّهُ دَعَاكَ لِمَكَّةَ ، وَإِنِّي أَدْعُوكَ لِلْمَدِينَةِ , بِمِثْلِ مَا دَعَاكَ بِهِ لِمَكَّةَ وَمِثْلِهِ مَعَهُ

“আল্ল-হুম্মা বা-রিক লানা-ফী সিমা-রিনা-, ওয়াবা-রিক্ব লানা- ফী মাদীনীতিনা- ওয়াবা-রিক লানা-ফী স-ইনা- ওয়াফী মুদ্দিনা-, আল্লা-হুম্মা ইন্না ইবরাহীমা আবদুকা ওয়া খালীলুকা ওয়া নাবীয়্যুকা, ওয়া ইন্নী আবদুকা ওয়া নাবীয়্যুকা, ওয়া ইন্নাহু দাআ-কা লিমাক্কাহ, ওয়া ইন্নী আদউকা লিলমাদিনাতি বিমিছলি মা- দাআ-কা বিহী লিমাক্কাতা ওয়া মিছলিহী মাআহু”। অর্থাৎ হে আল্লাহ! আমাদের ফলসমূহে আমাদের জন্য বরকত দাও, আমাদের শহরে আমাদের জন্য বরকত দাও, আমাদের জন্য আমাদের সা এবং আমাদের মুদ্দে [পরিমাপ যন্ত্রে] বরকত দাও। হে আল্লাহ! নিশ্চয় ইবরাহীম [আঃ] তোমার বান্দা, তোমার বন্ধু এবং তোমার নাবী। আর আমিও তোমার বান্দা ও তোমার নাবী। তিনি [ইবরাহীম তো] তোমার কাছে মক্কার জন্য দুআ করেছিলেন আর আমি তাহাঁর ন্যায় মদিনার জন্য তোমার কাছে দুআ করছি এবং এর সঙ্গে আরো সমপরিমাণ দুআ করছি।

বর্ণনাকারী বলেন, এরপর তিনি যাকে সর্বকনিষ্ঠ দেখিতেন এরূপ ছোট কাউকে ডেকে তাকে সে ফল দিয়ে দিতেন।{১}

{১} সহিহ মুসলিম, হাদিস নং/৩৪০০ মুয়াত্তা ঈমাম মালেক, হাদিস নং/১৫৬৮; সুনালুল কুবরা লিন নাসাঈ, হাদিস নং/১০০৬১; সহিহ তারগীব ওয়াত তারহীব, হাদিস নং/১১৯৯। রসূলুল্লাহ [সাঃ] এর ফলমূলের বিবরণ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

Comments

One response to “রসূলুল্লাহ [সাঃ] এর ফলমূলের বিবরণ হাদীস”

Leave a Reply