রসূলুল্লাহ [সাঃ] এর পানপাত্র বিষয়ক হাদীস

রসূলুল্লাহ [সাঃ] এর পানপাত্র

রসূলুল্লাহ [সাঃ] এর পানপাত্র , এই অধ্যায়ে হাদীস ২ টি ( ১৪৪-১৪৫ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন

অধ্যায়-২৯ঃ রাসূলুল্লাহ (সাঃআঃ) এর পানপাত্র

১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ [সাঃ] এর পানপাত্র

১৪৪. সাবিত [রহ.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একবার আনাস ইবনি মালিক [রাদি.] লোহার পাত লাগানো কাঠের মোটা একটি পেয়ালা আমাদের নিকট বের করিলেন। তারপর বলিলেন, সাবিত! এ হচ্ছে রসূলুল্লাহ (সাঃআঃ) এর পেয়ালা।{১}

{১} শারহুস সুন্নাহ, হাদিস নং/৩০৩৩। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৪৫. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] -কে এ পেয়ালা দ্বারা যাবতীয় পানীয় তথা নাবীয, কিসমিস, মধু ও দুধ ইত্যাদি পান করিয়েছি। {১৪৫}

ব্যাখ্যাঃ নাবীয হলো, কোন পাত্রে কয়েকটি খেজুর বা কিছু পরিমাণ কিসমিস সন্ধ্যায় ভিজালে সকালে এবং সকালে ভিজালে সন্ধ্যায় যে শরবত তৈরি হয়। আনাস [রাদি.] এর উক্তির মর্ম হলো, তিনি ঐ পাত্রটিতে খুরমা অথবা কিসমিস ভিজিয়ে রাখতেন এবং ঐ পেয়ালাতে প্রস্তুত নাবীয রসূলুল্লাহ [সাঃআঃ] এ কে পান করাতেন। সাধারণত তিনি সন্ধ্যায় ভিজানো নাবীয সকালে এবং সকালে ভিজানো নাবীয সন্ধ্যায় পান করিতেন। উল্লেখ্য যে, নেশা তৈরি হলে নাবীয ব্যবহার করা যাবে না। {১} সহিহ বোখারী, হাদিস নং/৫৬৩৮; সহিহ মুসলিম, হাদিস নং/৫৩৫৫; মুসনাদে আহম্মদ, হাদিস নং/১৩৬০৬; সহিহ ইবনি হিব্বান, হাদিস নং/৫৩৯৪; বায়হাকী, হাদিস নং/১৭১৯২; শারহুস সুন্নাহ, হাদিস নং/৩০২০।হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

Comments

One response to “রসূলুল্লাহ [সাঃ] এর পানপাত্র বিষয়ক হাদীস”

Leave a Reply