খাওয়ার পূর্বে ও পরে রসূলুল্লাহ [সাঃ] এর দুআ

খাওয়ার পূর্বে ও পরে রসূলুল্লাহ [সাঃ] এর দুআ

খাওয়ার পূর্বে ও পরে রসূলুল্লাহ [সাঃ] এর দুআ , এই অধ্যায়ে হাদীস ৫ টি ( ১৩৯-১৪৩ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন 

অধ্যায়-২৮ঃ খাওয়ার পূর্বে ও পরে রাসূলুল্লাহ (সাঃ) এর দুআ

১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) খাবারের শুরুতে আল্লাহর নাম নিতেন

১৩৯. আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃআঃ) বলেছেন, তোমাদের কেউ যদি খাবারের সময় আল্লাহর নাম [বিসমিল্লাহির রাহমানির রাহীম] উচ্চারণ করিতে ভুলে যায়, তাহলে সে যেন [স্মরণ হলে] বলেন,

 بِسْمِ اللَّهِ أَوَّلَهُ وَآخِرَهُ

“বিসমিল্লা-হি আওওয়ালাহু ওয়া আ-খিরাহু”, অর্থাৎ খাওয়ার শুরুতে ও শেষে আল্লাহর নাম স্মরণ করছি।{১}

{১} আবু দাউদ, হাদিস নং/৩৭৬৯; ইবনি মাজাহ, হাদিস নং/৩২৬৪; মুসনাদে আহম্মদ, হাদিস নং/২৫৭৭৪; সহিহ ইবনি হিব্বান, হাদিস নং/৫২১৪; মুস্তাদরাকে হাকিম, হাদিস নং/৭০৮৭; দারিমী, হাদিস নং/২০২০; সহিহ তারগীব ওয়াত তারহীব, হাদিস নং/২১০৭ ৷ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

পরিচ্ছদঃ তিনি ডান দিকে হতে খাবার খেতে শুরু করার জন্য আদেশ দিয়েছেন

১৪০. উমার ইবনি আবু সালামা [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি রসূলুল্লাহ (সাঃআঃ) এর নিকট প্রবেশ করেন। তখন তাহাঁর সামনে খাবার পরিবেশিত ছিল। তিনি বলিলেন, বৎস! কাছে এসো, আল্লাহর নাম উচ্চারণ করো এবং তোমার সামনের দিক থেকে ডান হাত দিয়ে খাবার খেতে শুরু করো।{১}

{১} সহিহ বোখারী, হাদিস নং/৫৩৭৮; সহিহ মুসলিম, হাদিস নং/৫৩৮৮; আবু দাউদ, হাদিস নং/৩৭৭৯; ইবনি মাজাহ, হাদিস নং/৩২৬৭; মুসনাদে আহম্মদ, হাদিস নং/১৬৩৭৭ সহিহ ইবনি হিব্বান, হাদিস নং/৫২১১; সুনানে কুবরা লিন নাসাঈ, হাদিস নং/৬৭২২। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

পরিচ্ছদঃ খাওয়া শেষ হয়ে গেলে তিনি যে দুআ পাঠ করিতেন

১৪১. আবু উমামা [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃআঃ) এর কাছ থেকে দস্তরখানা তুলে নেয়ার সময় এ দুআ পাঠ করিতেন-

الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ , غَيْرَ مُودَعٍ , وَلا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا

“আলহাম্‌দু লিল্লা-হি হামদান কাসীরান ত্বইয়্যিবাম মুবা-রাকান্‌ ফীহি গায়রা মুওয়াদ্দাইন ওয়ালা- মুসতাগনান আনহু রব্বানা-”। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এমন প্রশংসা যা অফুরান্ত, পবিত্র ও কল্যাণময়; এমন প্রশংসা যা বর্জন করা যায় না কিংবা তা হতে মুখাপেক্ষীহীন থাকা যায় না। হে আমাদের রব। [আমাদের দুআ কবুল করে নাও]।{১}

{১} আবু দাউদ, হাদিস নং/৩৮৫১; মুসনাদে আহমদ, হাদিস নং/২২২৫৪; ইবনি হিব্বান, হাদিস নং/৫২১৮; মুস্তাদরকে হাকেম, হাদিস নং/১৯৩৫। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

পরিচ্ছদঃ বিসমিল্লাহ বলে খাবার খেলে বরকত হয়

১৪২. আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একবার নাবী (সাঃআঃ) তাহাঁর ৬ জন সাহাবী নিয়ে খাবার খেতে বসলেন। এমন সময় একজন বেদুঈন এসে দুগ্ৰাসে সব খাবার খেয়ে ফেলল। রসূলুল্লাহ (সাঃআঃ) বলিলেন, সে যদি

بِسْمِ اللَّهِ

বিসমিল্লাহ বলে খাবার শুরু করত তাহলে তোমাদের সবার জন্য তা যথেষ্ট হতো।{১}

{১} ইবনি মাজাহ, হাদিস নং/৩২৬৪; মুসনাদে আহম্মদ, হাদিস নং/২৫১৪৯; সহিহ ইবনি হিব্বান, হাদিস নং/২৫১৪; শারহুস সুন্নাহ, হাদিস নং/২৮২৫। শুআবুল ঈমান, হাদিস নং/৫৪৪৬। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

পরিচ্ছদঃ খাবার খেয়ে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তাহাঁর প্রতি সন্তুষ্ট হয়ে যান

১৪৩. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃআঃ) বলেছেন, নিশ্চয় আল্লাহ ঐ বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, যে এক লোকমা খানা খেয়ে অথবা এক ঢোক পানি পান করে তাহাঁর বিনিময়ে আল্লাহর প্রশংসা করে।{১}

{১} সহিহ মুসলিম, হাদিস নং/৭১০৮ সুনানুল কুবরা লিন নাসাঈ, হাদিস নং/৬৮৭২ শারহুস সুন্নাহ, হাদিস নং/২৮৩১ সিলসিলা সহিহাহ, হাদিস নং/১৬৫১; সহিহ তারগীব ওয়াত তারহীব, হাদিস নং/২১৬৫৷ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস


by

Comments

One response to “খাওয়ার পূর্বে ও পরে রসূলুল্লাহ [সাঃ] এর দুআ”

Leave a Reply