রসূলুল্লাহ (সাঃ) এর হাঁটা চলা বিষয়ক হাদীস

রসূলুল্লাহ [সাঃ] এর হাঁটা চলা

রসূলুল্লাহ (সাঃ) এর হাঁটা চলা , এই অধ্যায়ে হাদীস২ টি ( ৯৩-৯৪ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন 

অধ্যায়-১৯ঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর হাঁটা-চলা

১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ [সাঃ] এর হাঁটা-চলা

৯৩। ইবরাহীম ইবনি মুহাম্মাদ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আলী [রাদি.] যখন নাবী [সাঃআঃ] এর চরিত্র ও বৈশিষ্ট্য বর্ণনা করিতেন তখন বলিতেন, তিনি যখন পথ চলতেন তখন পা তুলে এমনভাবে চলতেন যে, মনে হতো তিনি যেন উচু স্থান হতে নিচে অবতরণ করছেন।

হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৯৪. আলী ইবনি আবু তালিব [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] যখন পথ চলতেন তখন সামনের দিকে এমনভাবে ঝুঁকে হাটতেন, মনে হতো তিনি যেন কোন উঁচু স্থান হতে নিচে অবতরণ করছেন {৯৫}

{৯৫}শারহুস সুন্নাহ, হাদিস নং/৩৩৫৩; মুসনাদে আহম্মদ, হাদিস নং/৭৪৬; মিশকাত, হাদিস নং/৫৭৯০। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

Comments

One response to “রসূলুল্লাহ (সাঃ) এর হাঁটা চলা বিষয়ক হাদীস”

Leave a Reply