রসূলুল্লাহ [সাঃ] এর যুদ্ধের পোশাক এর বিবরণ

রসূলুল্লাহ [সাঃ] এর যুদ্ধের পোশাক এর বিবরণ

রসূলুল্লাহ [সাঃ] এর যুদ্ধের পোশাক এর বিবরণ , এই অধ্যায়ে হাদীস ২ টি ( ৮২-৮৩ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন 

অধ্যায়-১৫ঃ রাসূলুল্লাহ (সাঃ) এর যুদ্ধের পোশাকের বিবরণ

১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ [সাঃ] এর যুগে যুদ্ধের পোশাক

৮২. যুবায়ের ইবনি আওয়াম [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, উহুদ যুদ্ধের দিন নাবী [সাঃআঃ] দুটি লৌহবর্ম পরিহিত ছিলেন। তিনি পর্বত শৃঙ্গে উঠতে চাইলেন কিন্তু [মারাত্মক জখম হওয়ায়] তা পারলেন না। তাই তিনি তালহা [রাদি.] এর উপর ভর করে পর্বত শৃঙ্গে উঠলেন। বর্ণনাকারী বলেন, এ সময় আমি নাবী [সাঃআঃ] ই-কে বলিতে শুনিয়াছি, তালহা [আমার শাফায়াত অথবা জান্নাত] ওয়াজিব করে নিল। {৮৪}

ব্যাখ্যা ঃ তালহা [রাদি.] এর উহুদ যুদ্ধে অসাধারণ আত্মত্যাগে সন্তুষ্ট হয়ে রসূলুল্লাহ [সাঃআঃ] বলেন, তালহা এমন কাজ করিল, যার দ্বারা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সে কাজটি ছিল এই যে, তিনি রসূলুল্লাহ [সাঃআঃ] ই কে পাথরে উঠতে সহায়তা করে ছত্রভঙ্গ মুসলমানদেরকে একত্র করার সুযোগ করে দিলেন। তাছাড়া তিনি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে শক্ৰদের আঘাত থেকে রক্ষা করিতে গিয়ে শক্রর তীরের আঘাতে জর্জরিত হন। তার শরীরে আশিটিরও বেশি আঘাতের চিহ্ন ছিল তার একটি হাতও অবশ হয়ে যায়। {৮৪} সহিহ ইবনি হিব্বান, হাদিস নং/৬৯৭৯; মুসনাদুল বাযযার, হাদিস নং/৩৭২; মুস্তাদরাকে হাকিম, হাদিস নং/ ৫৬০২; সিলসিলা সাহীহাহ, হাদিস নং/৯৪৫; মিশকাত, হাদিস নং/৬১১২। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৮৩. সায়িব ইবনি ইয়াযীদ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, উহুদ যুদ্ধে রসূলুল্লাহ [সাঃআঃ] এর দেহে দুটি লৌহবর্ম ছিল। তিনি ঐ দুটির একটিকে অপরটির উপর পরিধান করেছিলেন। {৮৫}

{৮৫}ইবনি মাজাহ, হাদিস নং/ ২৮০৬; শারহুস সুন্নাহ, হাদিস নং/২৬৫৮; মিশকাত, হাদিস নং/৩৮৮৬। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

Comments

One response to “রসূলুল্লাহ [সাঃ] এর যুদ্ধের পোশাক এর বিবরণ”

Leave a Reply