রসূলুল্লাহ [সাঃ] এর তরবারির বিবরণ
রসূলুল্লাহ [সাঃ] এর তরবারির বিবরণ , এই অধ্যায়ে হাদীস ১ টি ( ৮১-৮১ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন
অধ্যায়-১৪ঃ রাসূলুল্লাহ (সাঃ) এর তরবারির বিবরণ
১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ [সাঃ] এর তরবারির বিবরণ
৮১. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ [সাঃআঃ] এর তরবারির বাটের অগ্রভাগ ছিল রৌপ্যের দ্বারা তৈরিকৃত।৮৩
ব্যাখ্যাঃ উল্লেখিত তরবারিটি ছিল যুলফিকার। মক্কা বিজয়ের দিন এটা রাসুলুল্লাহ [সাঃআঃ] এর সাথে ছিল।{৮২} এটি তিনি পিতার উত্তরাধিকারসুত্রে লাভ করেন। এ তরবারিটি তাহাঁর প্রথম তরবারি ছিল। {৮৩} আবু দাউদ,হাদিস নং/২৫৮৫; সুনানে কুবরা লিল বায়হাকী, হাদিস নং/৭৮২০। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
Leave a Reply