উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান করার হাদীস
উত্তম চরিত্রের প্রতি উৎসাহ >> বুলুগুল মারাম এর মুল সুচিপত্র দেখুন
অধ্যায় -৫ঃ উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
১৫১৯. আবদুল্লাহ ইবনি মাসঊদ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমারা সত্যবাদিতাকে দৃঢ়ভাবে আঁকড়ে থাকিবে। কেননা, সত্য নেকীর দিকে পরিচালিত করে আর নেকী জান্নাতে পৌঁছায়। আর মানুষ সত্যের উপর কায়িম থেকে সত্য কথা বলার চর্চা চালাতে থাকলে অবশেষে আল্লাহর দরবারে সিদ্দীক-এর দরজা লাভ করে। তোমরা মিথ্যা কথা বলা হতে দূরে থাক। কেননা, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপ তাকে জাহান্নামে নিয়ে যায়। আর মানুষ মিথ্যা কথা বলিতে বলিতে অবশেষে আল্লাহ্র কাছে মহামিথ্যাচারী প্রতিপন্ন হয়ে যায়। {১৬২৮}
{১৬২৮} বোখারী ৬০৯৪, মুসলিম ২৬০৬, ২৬০৭, তিরমিজি ১৯৭১, আবু দাঊদ ৪৯৮৯, ইবনি মাজাহ ৪৬, আহম্মদ ৩৬৩১, ৩৭১৯, ৩৮৩৫। উত্তম চরিত্রের প্রতি উৎসাহ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৫২০. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেন, তোমরা কারো প্রতি খারাপ ধারণা পোষণ করা থেকে সাবধান থেকো। কেননা, খারাপ ধারণা সবচেয়ে বড় মিথ্যা। {১৬২৯}
{১৬২৯} বোখারী ৫১৪৩, ৬০৬৪, ৬০৬৬, ৬৭২৪, মুসলিম ১৪১৩, ২৫৬৩, তিরমিজি ১৯৮৮, নাসাঈ ৩২৩৯-৩২৪২, আবু দাঊদ ১৮৬৭, ইবনি মাজাহ ২১৭৪, আহম্মদ ৭২৯২, ৭৬৪৩, ৭৬৭০, মালিক ১১১১, ১৬৮৪, দারিমী ২১৭৫। উত্তম চরিত্রের প্রতি উৎসাহ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৫২১. আবু সাঈদ খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেনঃ তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। তারা বললঃ হে আল্লাহ্র রসূল! আমাদের রাস্তায় বসা ব্যতীত গত্যন্তর নেই, আমরা সেখানে কথাবার্তা বলি। তখন তিনি বলিলেন, যদি তোমাদের রাস্তায় মজলিস করা ব্যতীত উপায় না থাকে, তবে তোমরা রাস্তার হক আদায় করিবে। তারা বলিল, হে আল্লাহ্র রসূল! রাস্তার হক কী? তিনি বলিলেন, তা হলো চক্ষু অবনত রাখা, কাউকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা, সালামের জবাব দেয় এবং সৎকাজের নির্দেশ দেয়া আর অসৎকাজ থেকে নিষেধ করা। {১৬৩০}
{১৬৩০} বোখারী ২৪৬৫, ৬২২৯, মুসলিম ১২১১, ২১২১, ২১৬১, আবু দাঊদ ৪৮১৫, আহম্মদ ১০৯১৬, ১১০৪৪, ১১১৯২। উত্তম চরিত্রের প্রতি উৎসাহ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৫২২. মুআবিযাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেনঃ আল্লাহ্ যার মঙ্গল চান, তাকে দ্বীনের ইল্ম দান করেন। {১৬৩১}
{১৬৩১} বোখারী ৭১, ৩১১৬, ৩৬৪১, ৭৩১২, ৭৪৬০, মুসলিম ১০৩৭, ইবনি মাজাহ ২০২১, আহম্মদ ১৬৩৯২, ১৬৪০৭, মালেক ১৬৬৭ দারিমী ২২৪, ২২৬। চরিত্রের প্রতি উৎসাহ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৫২৩. আবু দ্দারদা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ নেকী-বদী ওজনের সময় উত্তরম চরিত্রের থেকে আর কোন বস্তু বেশি ভারী হইবে না। {১৬৩২}
{১৬৩২} আবু দাঊদ ৪৭৯৯, তিরমিজি ২০০২, ২০০৩, আহম্মদ ২৬৯৭১। উত্তম চরিত্রের প্রতি উৎসাহ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৫২৪. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ লজ্জা-শরম ঈমানের অংশ বিশেষ। {১৬৩৩}
{১৬৩৩} বোখারী ২৪, ৬১১৮, মুসলিম ৩৬, তিরমিজি ২৬১৫, নাসাঈ ৫০৩৩, আবু দাঊদ ৪৭৯৫, আহম্মদ ৪৫৪০, ৫১৬১, মালেক ১৬৭৯। চরিত্রের প্রতি উৎসাহ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৫২৫. আবু মাসঊদ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ পূর্ববর্তী নাবীদের নাসীহাত থেকে মানুষ যা লাভ করেছে তার একটা হলো, যদি তুমি লজ্জাই না কর, তবে যা ইচ্ছে তাই কর। {১৬৩৪}
{১৬৩৪} বোখারী ৬১২০, ৩৪৮৩, ৩৪৮৪, আবু দাঊদ ৪৭৯৭, ইবনি মাজাহ ৪১৮৩, আহম্মদ ১৬৬৪১, ১৬৬৫১, মালেক ৩৬৫। উত্তম চরিত্রের প্রতি উৎসাহ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৫২৬. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ দুর্বল দেহ, দুর্বল চিত্ত মুমিন অপেক্ষা শক্তিশালী দৃঢ়চিত্ত মুমিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে অধিকতর প্রিয়। তবে প্রত্যেকের মধ্যেই [ঈমানগত] কল্যাণ রয়েছে। যা তোমার পক্ষে উপকারী তা অর্জনে আগ্রহী হও এবং আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা কর, দুর্বলতা অনুভব করো না। আর যদি তোমার উপর কোন মুসীবত এসে যায় তবে তুমি এরূপ কথা বলবে না যে, আমি এরূপ করলে আমার এরূপ হতো বরং তুমি বলবে, আল্লাহর পক্ষ থেকেই এটাই নির্ধারণ করা ছিল, আল্লাহ্ যা চেয়েছেন তা করিয়াছেন। কেননা, যদি শব্দ শাইত্বনের কাজের পথ খুলে দেয়। [অর্থাৎ আল্লাহর ফায়সালাকে সর্বান্তঃকরণে মেনে নিতে না পারলে ঈমানগত যে দুর্বলতা আসে তার সুযোগ নিয়ে শাইত্বন তার প্রভাবকে কার্যকরী করিতে সক্ষম হয়।] {১৬৩৫}
{১৬৩৫} মুসলিম ২৬৬৪, ইবনি মাজাহ ৭৯, ৪১৬৮, ৮৫৭৩, আহম্মদ ৮৬১১। উত্তম চরিত্রের প্রতি উৎসাহ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৫২৭. ইয়ায্ ইবনি হিমার [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ আল্লাহ্ আমার প্রতি ওয়াহী [প্রত্যাদেশ] পাঠিয়েছেন যে, তোমরা আপোষে বিনয়-নম্রতার সাথে চলো। যাতে তোমাদের কেউ কারো উপর অত্যাচার-অনাচার করিতে না পারে এবং তোমাদের একজন অপরের উপর ফখর [গর্ব] না করে। {১৬৩৬}
{১৬৩৬} মুসলিম ২৮৬৫, আবু দাঊদ ৪৮৯৫, ইবনি মাজাহ ৪১৭৯, আহম্মদ ১৭০৩০, ১৭৮৭৪। উত্তম চরিত্রের প্রতি উৎসাহ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৫২৮. আবু দারদা হইতে বর্ণীতঃ
নাবী [সাঃআঃ] বলেন, যে ব্যক্তি তার কোন মুসলিম ভাই-এর অসাক্ষাতে তার সম্মানহানিকর বস্তুকে প্রতিহত করিবে, আল্লাহ তার মুখমণ্ডল হতে কিয়ামাতের দিন জাহান্নামের আগুনকে দূর করে দেবেনে।
উত্তম চরিত্রের প্রতি উৎসাহ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৫২৯. আসমা বিনতু ইয়াযিদ হইতে বর্ণীতঃ
আহমাদে অনুরূপ একটি হাদিস রয়েছে। {১৬৩৭}
{১৬৩৭} তিরমিজি ১৯৩১, আহম্মদ ২৬৯৮৮, ২৬৯৯৫। উত্তম চরিত্রের প্রতি উৎসাহ হাদিসের তাহকিকঃ হাসান হাদিস
১৫৩০. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেনঃ সাদাক্বাহ কোন মাল কমিয়ে দেয় না। মানুষকে ক্ষমা করার বিনিময়ে আল্লাহ্ ক্ষমাকারীর ইয্যাত বৃদ্ধি করে দেন। যে কেউ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বিনয়-নম্রতা প্রকাশ করে আল্লাহ্ তাকে উঁচু করে থাকেন। {১৬৩৮}
{১৬৩৮} মুসলিম ২৫৮৮, তিরমিজি ২০২৯, আহম্মদ ৭১৬৫ম ৮৭৮২, ৯৩৬০, মালেক ১৮৮৫, দারিমী ১৬৭৬। উত্তম চরিত্রের প্রতি উৎসাহ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৫৩১. আব্দুল্লাহ্ ইবনি সালাম [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেনঃ হে লোকগণ! তোমরা সালাম দানের প্রসারতা বাড়াও, আত্মীয়তার বন্ধনকে দৃঢ় কর, খাদ্য দান কর, লোকের প্রগাড় ঘুমের সময় রাতে তাহাজ্জুদ সলাত পড়, ফলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করিবে। {১৬৩৯}
{১৬৩৯} তিরমিজি ২৪৮৫, ইবনি মাজাহ ১৩৩৪, ৩২৫১, দারিমী ১৪৬০। উত্তম চরিত্রের প্রতি উৎসাহ হাদিসের তাহকিকঃ হাসান হাদিস
১৫৩২. তামীম আদ্দারী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ [সাঃআঃ] তিন দফা বলেছেনঃ কল্যাণ কামনা করাই ধর্ম। আমরা বললামঃ কী ব্যাপারে এটা করিতে হইবে? তিনি বলিলেনঃ আল্লাহ্র প্রতি, কুরআনের প্রতি, তাহাঁর রাসূলের প্রতি ঈমান রাখা ও আনুগত্য দানের ব্যাপারে এবং মুসলিমদের নেতা ও মুসলিম জনসাধারণের সাথে সদ্ব্যবহার ও তাঁদের কল্যাণ কামনায় [আন্তরিকতা রাখবে]। {১৬৪০}
{১৬৪০} মুসলিম ৫৫, নাসাঈ ৪১৯৭, ৪১৯৮, আবু দাঊদ ৪৯৪৪, আহম্মদ ১৬৪৯৩। উত্তম চরিত্রের প্রতি উৎসাহ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৫৩৩. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যেসব গুণাবলী মানুষকে জান্নাতে প্রবেশ করাবে তার অধিকাংশই হল তাক্বওয়া [যথারীতি পুণ্য কাজ করা ও অন্যায় কাজ হতে বিরত থাকা] ও উত্তম চরিত্র। {১৬৪১}
{১৬৪১} তিরমিজি ২০০৪, ইবনি মাজাহ ৪২৪৬, আহম্মদ ৭৮৪৭, ৯৪০৩। তিরমিজি, হাকিম এবং ইবনি মাজাহ এর বর্ণনায় আছে [আরবী]-কে প্রশ্ন করা হলো যে, কোন্ জিনিসটি মানুষকে অধিকা হারে জান্নাতে প্রবেশ করাবে? তিনি বললেনঃ তাক্ওয়া। তাঁকে আবার প্রশ্ন করা হলো, কোন্ জিনিসটি মানুষকে অধিক হারে জাহা্ন্নামে প্রবেশ করাবে? তিনি বললেনঃ মুখ ও লজ্জাস্থান। চরিত্রের প্রতি উৎসাহ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৫৩৪. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ মাল-ধন [খাইরাত] দ্বারা তোমরা ব্যাপকভাবে লোকেদেরকে সন্তুষ্ট করিতে সক্ষম হইবে না, কিন্তু মুখমণ্ডলের প্রসন্নতা ও প্রফুল্লতা এবং চরিত্র মাধুর্য দ্বারা ব্যাপকভাবে তাহাদেরকে সন্তুষ্ট করিতে পারবে। {১৬৪২}
{১৬৪২} ঈমাম বাইহাক্বী শুআবুল ঈমান ৬/২৭৪২ পৃষ্ঠায় বলেন, এ হাদিসটি আবু ইবাদ আবদুল্লাহ বিন সাঈদ এককভাবে বর্ণনা করিয়াছেন। শাইখ আলবানী জামেউস সগীর হাদিস ২০৪৩, সিলসিলা যঈফা হাদিস নং ৬৩৪ এ জঈফ বলেছেন। উত্তম চরিত্রের প্রতি উৎসাহ হাদিসের তাহকিকঃ হাসান হাদিস
১৫৩৫. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেনঃ এক মুমিন অন্য মুমিন ভাই-এর জন্য আয়না তুল্য [দোষের কথা তাকে ধরিয়ে দেবে কিন্তু অন্যের কাছে তা গোপন রাখবে]। {১৬৪৩}
{১৬৪৩} আবু দাঊদ ৪৯১৮, তিরমিজি ১৯২৯। চরিত্রের প্রতি উৎসাহ হাদিসের তাহকিকঃ হাসান হাদিস
১৫৩৬. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে মুমিন ব্যক্তি মানুষের সাথে মেলামেশা করে এবং তাহাদের জ্বালাতনে ধৈর্যধারণ করে সে এমন মুমিন ব্যক্তির তুলনায় অধিক সওয়াবের অধিকারী হয়, যে জনগণের সাথে মেলমেশা করে না এবং তাহাদের জ্বালাতনে ধৈর্যধারণ করে না। তিরমিজির সনদে সাহাবীর নাম উল্লেখ নেই।{১৬৪৪}
{১৬৪৪} ইবনি মাজাহ ৪০৩২, তিরমিজি ২৫০৭।আলবানি হাদিসটিকে সহিহ বলেছেন, তাহকিক তিরমিযি. উত্তম চরিত্রের প্রতি উৎসাহ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৫৩৭. ইবনি মাসউদ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেনঃ
اللَّهُمَّ أَحْسَنْتَ خَلْقِي، فَحَسِّنْ خُلُقِي
হে আল্লাহ্! তুমি আমার গঠন ও আকৃতি যে রকম সুন্দর করেছ, আমার চরিত্রকেও অনুরূপ সুন্দর কর। {১৬৪৫}
{১৬৪৫} শাইখ আলবানী তাহাঁর সহীহুল জামে ১৩০৭ গ্রন্থে একে সহিহ বলেছেন, ইবনি উসাইমীন তাহাঁর বুলুগুল মারামের শরাহ [৬/৪৫৬] গ্রন্থে বলেন, হাদিসটি সহিহ হওয়াটাই যুক্তি যুক্ত। ইবনি হিব্বান ৯৫৯। উত্তম চরিত্রের প্রতি উৎসাহ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
Leave a Reply