জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান । নারীর বাঁদীর বড়োদের ও শিশুর

জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান

জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান, এই অধ্যায়ে হাদীস =  ১৫ টি হাদীস (১২৫৬ – ১২৭০) << আদাবুল মুফরাদ হাদীস কিতাবের মুল সুচিপত্র দেখুন

অধ্যায় – ২০ জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান

৫৯৫. অনুচ্ছেদঃ খতনা [লিংগাগ্রের ত্বকচ্ছেদন]।
৫৯৬. অনুচ্ছেদঃ নারীর খতনা করা।
৫৯৭. অনুচ্ছেদঃ খতনা অনুষ্ঠানের দাওয়াত।
৫৯৮. অনুচ্ছেদঃ খতনা উপলক্ষে আনন্দ অনুষ্ঠান।
৫৯৯. অনুচ্ছেদঃ যিম্মী [অমুসলিম নাগরিক] প্রদত্ত দাওয়াত।
৬০০. অনুচ্ছেদঃ বাঁদীর খতন করানো।
৬০১. অনুচ্ছেদঃ বড়োদের খতনা করানো।
৬০২. অনুচ্ছেদঃ শিশুর জন্মগ্রহণ উপলক্ষে দাওয়াত।
৬০৩. অনুচ্ছেদঃ শিশুকে মিষ্টিমুখ [তাহনীক] করানো।
৬০৪. অনুচ্ছেদঃ সদ্য ভূমিষ্ঠ শিশুর জন্য দোয়া করা।
৬০৫.অনুচ্ছেদঃ ভূমিষ্ঠ শিশু পুত্র বা কন্যা যাই হোক, সুস্থ জন্মগ্রহণ করায় যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো।
৬০৬. অনুচ্ছেদঃ নাভীর নিচের লোম মুণ্ডন করা।
৬০৭. অনুচ্ছেদঃ [কোন কাজের জন্য] সময় নির্ধারণ।

৫৯৫. অনুচ্ছেদঃ খতনা [লিংগাগ্রের ত্বকচ্ছেদন]।

১২৫৬. আবু হুরাইরা [রাঃআঃ] হইতে বর্ণীত

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ ইবরাহীম [আঃ] আশি বছরোর্দ্ধ বয়সে খতনা করেন। তিনি কাদূম নামক স্থানে খতনা করেন। ঈমাম বোখারী [রাহিমাহুল্লাহ] বলেন, ‘কাদুম’ একটি জায়গার নাম।

[বোখারী, মুসলিম], জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৫৯৬. অনুচ্ছেদঃ নারীর খতনা করা।

১২৫৭. উম্মুল মুহাজির [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীত

আমি রূম এলাকা [এশিয়া মাইনর] থেকে যুদ্ধবন্দিনীরূপে নীত হই। উসমান [রাঃআঃ] আমাদের ইসলাম গ্রহণের দাওয়াত দেন। আমি এবং অপর একজন ব্যতীত আর কেউ ইসলাম গ্রহণ করেনি। উসমান [রাঃআঃ] বলেন, এই দুই নারীকে নিয়ে যাও, তাহাদের [ভগাংকুর] নিচু করো এবং তাহাদের পবিত্র করো।

জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান হাদিস এর তাহকিকঃ দুর্বল হাদিস

৫৯৭. অনুচ্ছেদঃ খতনা অনুষ্ঠানের দাওয়াত।

১২৫৮. সালেম [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীত

ইবনি উমার [রাঃআঃ] আমার ও নাঈমের খতনা করালেন। তিনি আমাদের জন্য একটি মেষ যবেহ করেন। আমাদের স্মরণ আছে যে, আমরা আনন্দভরে শিশুদের বলতাম, আমাদের জন্য একটি মেষ যবেহ করা হয়েছে।

জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান হাদিস এর তাহকিকঃ দুর্বল মাওকুফ

৫৯৮. অনুচ্ছেদঃ খতনা উপলক্ষে আনন্দ অনুষ্ঠান।

১২৫৯. উম্মু আলকাম [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীত

আয়েশাহ [রাঃআঃ]-র ভ্রাতুষ্পুত্রীদের খতনা করানো হলো। আয়েশা [রাঃআঃ]-কে বলা হলো, তাহাদেরকে ভুলানোর জন্য কাউকে ডাকবো না কি? তিনি বলেন, অবশ্যই। অতএব হুদীর [উট চরানোর গান] গায়ককে ডেকে পাঠানো হলো। সে আসলো। আয়েশা [রাঃআঃ] ঘরে প্রবেশ করে তাকে মাথার চুল ঝাকড়িয়ে গীত পরিবেশন করিতে দেখেন। তার মাথায় ছিল পর্যাপ্ত চুল। আয়েশা [রাঃআঃ] বলেন, আহ! একটি শয়তান, একে বের করে দাও, একে বের করে দাও।

জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান হাদিস এর তাহকিকঃ হাসান হাদিস

৫৯৯. অনুচ্ছেদঃ যিম্মী [অমুসলিম নাগরিক] প্রদত্ত দাওয়াত।

১২৬০. উমার [রাঃআঃ]-র মুক্তদাস সালেম [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীত

আমরা উমার ইবনুল খাত্তাব [রাঃআঃ]-র সাথে সিরিয়ায় পৌঁছলে তার নিকট এক [খৃষ্টান] ভূস্বামী এসে বললো, হে আমীরুল মুমিনীন! আমি আপনার জন্য আহার্য তৈরি করেছি। আমি আশা করি যে, আপনার সম্ভ্রান্ত পারিষদবর্গসহ আপনি আমার এখানে আসবেন। তা আমার কাজে শক্তি যোগাবে এবং আমার শরাফত বৰ্দ্ধিত হইবে। উমার [রাঃআঃ] বলেন, তোমাদের গির্যাসমূহে [জীব-জন্তুর] চিত্রাবলী থাকা অবস্থায় আমরা তাতে প্রবেশ করিতে পারি না।

জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান হাদিস এর তাহকিকঃ দুর্বল মাওকুফ

৬০০. অনুচ্ছেদঃ বাঁদীর খতন করানো।

১২৬১. উম্মুল মুহাজির [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীত

আমি রুম এলাকায় যুদ্ধবন্দী হই। উসমান [রাঃআঃ] আমাদের ইসলাম গ্রহণের দাওয়াত দেন। আমাদের মধ্যে আমি এবং অপর একজন ব্যতীত কেউ ইসলাম গ্রহণ করেনি। উসমান [রাঃআঃ] বলেন, এই দুই নারীর খতনা করাও এবং তাহাদের পবিত্র করো। আমি উসমান [রাঃআঃ]-র খেদমত করতাম।

জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান হাদিস এর তাহকিকঃ দুর্বল হাদিস

৬০১. অনুচ্ছেদঃ বড়োদের খতনা করানো।

১২৬২. আবু হুরাইরা [রাঃআঃ] হইতে বর্ণীত

ইবরাহীম [আঃ] এক শত বিশ বছর বয়সে খতনা করেন। অতঃপর তিনি আশি বছর জীবিত ছিলেন। সাঈদ [রাহিমাহুল্লাহ] বলেন, ইবরাহীম [আঃ] হলেন খতনাকারী প্রথম ব্যক্তি, তিনিই প্রথম গোঁফ কাটেন, তিনিই প্রথম নখ কাটেন এবং তিনিই প্রথম সাদা চুল [বার্ধক্যের চিহ্ন] দেখেন। তিনি বলেন, হে প্ৰভু! এটা কি? তিনি বলেন, গাম্ভীর্য ও মর্যাদা। তিনি বলেনঃ হে প্ৰভু! আমার গাম্ভীর্য ও মর্যাদা বৰ্দ্ধিত করুন।

[বোখারী, মুসলিম, হাকিম, ইবনি হিব্বান], জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান হাদিস এর তাহকিকঃ অন্যান্য

১২৬৩. সালেম ইবনি আবুয যিয়াল [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীত

আমি হাসান বসরী [রাহিমাহুল্লাহ]-কে বলিতে শুনিয়াছি, তোমরা মালেক ইবনুল মুনযির সম্পর্কে কেন হতবাক হচ্ছে? তিনি কাসকারবাসীদের কতক প্রবীণ লোকের নিকট গেলেন, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তিনি তাহাদের তদারক করে দেখে তাহাদের নির্দেশ দিলে তারা খতনা করায়। এটা শীত মৌসুমের ঘটনা। আমি জানতে পারলাম যে, তাহাদের কতক মারা গেছে। অথচ রসূলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট হাবশী, রূমী ইত্যাদি জাতির লোক ইসলাম গ্রহণ করেছে কিন্তু তাহাদের কোনরূপ তদারক করে দেখা হয়নি ।

[খতনা করেছে কি নাসায়ী]। জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান হাদিস এর তাহকিকঃ অন্যান্য

১২৬৪. ইবনি শিহাব [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীত

কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করলে সে প্রাপ্তবয়স্ক হলেও তাকে খতনা করার নির্দেশ দেয়া হতো।

জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান হাদিস এর তাহকিকঃ অন্যান্য

৬০২. অনুচ্ছেদঃ শিশুর জন্মগ্রহণ উপলক্ষে দাওয়াত।

১২৬৫. বিলাল ইবনি কাব আল-আককী [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীত

আমি, ইবরাহীম ইবনি আদহাম, আবদুল আযীয ইবনি কুদাইদ ও মূসা ইবনি ইয়াসার [রাহিমাহুল্লাহ] ইয়াহইয়া ইবনি হাসান আল-বাকরী আল-ফালাসতিনীর সাথে তার গ্রামে গিয়ে সাক্ষাত করলাম। তিনি আমাদের জন্য খাবার আনলেন। মূসা রোযাদার হওয়ায় আহার গ্রহণ থেকে বিরত থাকেন। ইয়াহইয়া বলেন, চল্লিশ বছর যাবত এই মসজিদে কিনানা গোত্রীয় আবু কিরসাফা [রাঃআঃ] ডাকনামের নাবী [সাঃআঃ]-এর একজন সাহাবী আমাদের ঈমামতি করেন। তিনি এক দিন রোযা রাখেন এবং এক দিন বিরতি দেন। আমার পিতার একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করলে তিনি তাকে দাওয়াত দেন। সেটি ছিল তার রোযা রাখার দিন। তিনি রোযা ভাংলেন। ইবরাহীম [রাহিমাহুল্লাহ] উঠে দাঁড়িয়ে তাহাঁকে তার চাদরখানা উপটৌকন দেন এবং মূসাও রোযা ভাংগেন। ঈমাম বোখারী [রাহিমাহুল্লাহ] বলেন, আবু কিরসাফা [রাঃআঃ]-র নাম জানদারা ইবনি খায়শানা।

জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান হাদিস এর তাহকিকঃ দুর্বল হাদিস

৬০৩. অনুচ্ছেদঃ শিশুকে মিষ্টিমুখ [তাহনীক] করানো।

১২৬৬. আনাস [রাঃআঃ] হইতে বর্ণীত

আবু তালহা [রাঃআঃ]-র পুত্র আবদুল্লাহ যেদিন জন্মগ্রহণ করে সেদিন আমি তাকে নিয়ে নাবী [সাঃআঃ]-এর নিকট গেলাম। নাবী [সাঃআঃ] তখন আবা পরিহিত অবস্থায় তাহাঁর একটি উটের শরীর মালিশ করছিলেন। তিনি জিজ্ঞেস করেনঃ তোমার সাথে খেজুর আছে কি? আমি বললাম, হাঁ। আমি কয়েকটি খেজুর তাহাঁকে দিলাম। তিনি সেগুলো তাহাঁর মুখে ভরে চিবালেন, অতঃপর শিশুর মুখ ফাঁক করে তা তার মুখে দিলেন। শিশুটি তা চুষতে লাগলো। তখন নাবী [সাঃআঃ] বলেনঃ খেজুর হলো আনসারদের প্রিয়। তিনি তার নাম রাখেন আবদুল্লাহ।

[বোখারী, মুসলিম, আবু দাউদ, ইবনি মাজাহ] জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৬০৪. অনুচ্ছেদঃ সদ্য ভূমিষ্ঠ শিশুর জন্য দোয়া করা।

১২৬৭’. মুআবিয়া ইবনি কুররা [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীত

আমার সন্তান ইয়াস জন্মগ্রহণ করলে আমি নাবী [সাঃআঃ]-এর একদল সাহাবীকে দাওয়াত করে আহার করাই। তারা দোয়া করিলেন। আমি বললাম, আপনারা দোয়া করিয়াছেন। আল্লাহ আপনাদের দোয়ার উসীলায় আপনাদের বরকত দান করুন। আমিও এখন কতগুলো দোয়া করবো এবং আপনারা আমীন বলবেন। রাবী বলেন, আমি তার দ্বীনদারি, জ্ঞান ইত্যাদি বিষয়ে তার জন্য অনেক দোয়া করলাম। রাবী বলেন, আমি সেদিনের দোয়ার প্রভাব লক্ষ্য করছি।

জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান হাদিস এর তাহকিকঃ সহীহ মাকতু

৬০৫.অনুচ্ছেদঃ ভূমিষ্ঠ শিশু পুত্র বা কন্যা যাই হোক, সুস্থ জন্মগ্রহণ করায় যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো।

১২৬৮. কাছীর ইবনি উবায়েদ [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীত

আয়েশা [রাঃআঃ]-র পরিবারে সন্তান ভূমিষ্ঠ হলে তিনি জিজ্ঞেস করিতেন না যে, তা পুত্র না কন্যা সন্তান। তিনি জিজ্ঞেস করিতেন, তা সুঠামদেহী পয়দা হয়েছে তো? যদি হাঁ বলা হতো, তবে তিনি বলিতেন, জগতসমূহের প্রভু আল্লাহর জন্য সকল প্রশংসা।

জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান হাদিস এর তাহকিকঃ হাসান মাওকুফ

৬০৬. অনুচ্ছেদঃ নাভীর নিচের লোম মুণ্ডন করা।

১২৬৯. আবু হুরাইরা [রাঃআঃ] হইতে বর্ণীত

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ পাঁচটি স্বভাব সম্মত বিষয়। গোঁফ কর্তন করা, নখ কাটা, নাভীর নিচের লোম কামানো, বগলের নিচের লোম উপড়ানো এবং মিসওয়াক করা।

[বোখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজী, নাসায়ী, ইবনি মাজাহ, আহমাদ, তাহাবী, ইবনি হিব্বান], জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান হাদিস এর তাহকিকঃ অন্যান্য

৬০৭. অনুচ্ছেদঃ [কোন কাজের জন্য] সময় নির্ধারণ।

১২৭০. নাফে [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীত

ইবনি উমার [রাঃআঃ] প্রতি মাসের পনেরো তারিখে [হাত-পায়ের] নখ কাটতেন এবং প্রতি মাসে ক্ষৌরকার্য করিতেন ।

জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান হাদিস এর তাহকিকঃ সহীহ মাওকুফ

Comments

One response to “জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান । নারীর বাঁদীর বড়োদের ও শিশুর”

Leave a Reply