কোন বস্তু আমানাত রাখা। সংরক্ষনের জিম্মায় রাখার বিধান
কোন বস্তু আমানাত রাখা। সংরক্ষনের জিম্মায় রাখার বিধান >> বুলুগুল মারাম এর মুল সুচিপত্র দেখুন
অধ্যায়-২২ঃ কোন বস্তু আমানাত রাখা
পরিচ্ছেদ ০১. কোন বস্তু কারো কাছে সংরক্ষনের জিম্মায় রাখার বিধান
৯৬৬ – আমর বিন শু`আইব হইতে বর্ণিতঃ
তিনি তাহাঁর পিতা থেকে, তিনি তাহাঁর দাদা থেকে বর্ণনা করিয়াছেন, তিনি নবী [সাঃআঃ] হইতে বর্ণনা করিয়াছেন, নবী [সাঃআঃ] বলেছেন, কেউ কারো কাছে ওয়াদিয়া রাখালে] তা ধ্বংস হলে] তার কোন ক্ষতিপূরণ নাই । -এর সানাদ য`ঈফ । {১০৪২}
{১০৪২} ইবনু মাযাহ ২৪০১। হাসান লিগাইরিহি, তাওযিহুল আহকাম ৫/২০৫ পৃঃ / হাদিসের তাহকিকঃ হাসান লিগাইরিহি
Leave a Reply