পড়ে থাকা বস্তুর বিধি নিয়ম
পড়ে থাকা বস্তুর বিধি নিয়ম। পড়ে থাকা সামান্য বস্তু নেয়া জায়েজ >> বুলুগুল মারাম এর মুল সুচিপত্র দেখুন
অধ্যায়-১৯ঃ পড়ে থাকা বস্তুর বিধি নিয়ম
পরিচ্ছেদ ০১. পড়ে থাকা সামান্য বস্তু নেয়া জায়েজ আর এটা পড়ে থাকা বস্তুর বিধানে ধর্তব্য নয়
পরিচ্ছেদ ০২. কুড়িয়ে পাওয়া বস্তুর বিধানাবলী
পরিচ্ছেদ ০৩. হারানো বস্তু পেলে কাউকে সাক্ষী করে রাখার বৈধতা
পরিচ্ছেদ ০৪. হজ্ব সম্পাদনকারীর পড়ে থাকা কোন বস্তু উঠানোর বিধান
পরিচ্ছেদ ০৫. চুক্তিতে আবদ্ধ ব্যক্তির পড়ে থাকা কোন মাল উঠানোর বিধান
পরিচ্ছেদ ০১. পড়ে থাকা সামান্য বস্তু নেয়া জায়েজ আর এটা পড়ে থাকা বস্তুর বিধানে ধর্তব্য নয়
৯৩৯ – আনাস [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী [সাঃআঃ] রাস্তায় পড়ে থাকা খেজুরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি [সাঃআঃ] বলিলেন, আমার যদি আশংকা না হত যে এটি সাদাকার খেজুর তাহলে আমি এটা খেতাম । {১০১৩}
{১০১৩} বুখারি ২০৫৫, ২৪৩১, ২৪৩৩, মুসলিম ১০৭১, আবূ দাউদ ১৬৫১, ১৬৫২, আহমাদ ২৭৪১৮, ১১৯৩৪- হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
পরিচ্ছেদ ০২. কুড়িয়ে পাওয়া বস্তুর বিধানাবলী
৯৪০ – যায়দ ইবনু খালিদ জুহানী [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেছেন, কোন ব্যক্তি নবী [সাঃআঃ] এর নিকটে এসে পতিত [হারানো] বস্তু সমন্ধে জিজ্ঞেস করিলেন । তিনি বলিলেন, তুমি তার থলে ও বাঁধন চিনে রাখ তারপর তা একবছর ধরে ঘোষণা দিতে থাকো, যদি মালিক এসে যায় ভাল, নচেৎ তুমি তাকে ব্যাবহারে নিতে পারবে । লোকটি বললঃ `হারানো ছাগল পাওয়া গেলে?` তিনি বলিলেন, `সেটি তোমার হইবে, নাহলে তোমার ভাইয়ের, না হলে বাঘের।` লোকটি বলিল, হারানো উটের কি হইবে? নবী [সাঃআঃ] বলিলেন, `উট নিয়ে তোমার কি হয়েছে? তার তো আছে পানির মশক ও শক্ত পা । পানির নিকট যেতে পারে এবং গাছ খেতে পারে । কাজেই তাকে ছেড়ে দাও, এমন সময়ের মধ্যে তার মালিক তাকে পেয়ে যাবে ।` {১০১৪}
{১০১৪} বুখারি ৯১, ২৩৭২, ২৪২৭, ২৪২৮, ২৪৩০, ২৪৩৬, মুসলিম ১৭২২, তিরমিজি ১৩৭২, আবূ দাউদ ১৭০৪, ১৭০৬, ইবনু মাযাহ ২৫০৪, ২৫০৭, আহ মাদ ১৬৫৯৮, মুয়াত্তা মালেক ১৪৮২ । হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৯৪১ – যায়দ বিন খালিদ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, যে ব্যক্তি হারানো পশুকে আশ্রয় দেবে প্রচার না করা পর্যন্ত সে পথভ্রষ্ট [অন্যায়কারী] বলে গণ্য হইবে । {১০১৫}
{১০১৫} মুসলিম ১৭২৫, আহমাদ ১৬৭৭ । হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
পরিচ্ছেদ ০৩. হারানো বস্তু পেলে কাউকে সাক্ষী করে রাখার বৈধতা
৯৪২ – ইয়ায বিন হিমার [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, যে ব্যক্তি কোন হারানো বস্তু পাবে সে যেন নির্ভরযোগ্য দু`জন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী করে রাখে এবং ঐ বস্তুর পাত্র ও তার বন্ধন [সঠিক পরিচয় লাভের নিদর্শনগুলো] তার স্বীয় অবস্থায় ঠিক রাখে, অতঃপর তাকে গোপন বা গায়েব করে না রাখে । তারপর যদি ঐ বস্তুর মালিক এসে যায় তাহলে সেই প্রকৃত হকদার হইবে অন্যথায় তা আল্লাহ্র মাল হিসেবে যাকে তিনি দেন তারই হইবে । – ইবনু খু্যাইমাহ, ইবনু জারূদ ও ইবনু হিব্বান একে সহিহ বলেছেন । {১০১৬}
{১০১৬} আবূ দাউদ ১৭০৯, ইবনু মাযাহ ২৫০৫, আহমাদ ১৭০২৭, ১৭৮৭২ । হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
পরিচ্ছেদ ০৪. হজ্ব সম্পাদনকারীর পড়ে থাকা কোন বস্তু উঠানোর বিধান
৯৪৩ – আবদুর রহমান বিন `উসমান তাইমী [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
নবী [সাঃআঃ] হাজ্ব পালনকারীদের পড়ে থাকা কোন বস্তু উঠাতে নিষেধ করিয়াছেন । {১০১৭}
{১০১৭} মুসলিম ১৭২৪, আবূ দাউদ ১৭১৯, আহমাদ ১৫৪৬। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
পরিচ্ছেদ ০৫. চুক্তিতে আবদ্ধ ব্যক্তির পড়ে থাকা কোন মাল উঠানোর বিধান
৯৪৪ – মিকদাদ বিন মা`দীকারিব [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, সাবধান! তীক্ষ্ণ বড় দাঁতধারী হিংস্র পশু, গৃহপালিত গাধা আর যিম্মীদের পড়ে থাকা কোন মাল তোমাদের জন্য হালাল নয় । তবে যদি যিম্মী মালিক সেটাকে নিষ্প্রয়োজন মনে করে তাহলে তা কুড়িয়ে নেয়া যাবে । {১০১৮}
{১০১৮} আবূ দাউদ ৩৮০৪ । হাদিসটি সহিহ গরিব, তাওযিহুল আহকাম ৫/১৪৯ পৃঃ- হাদিসের তাহকিকঃ অন্যান্য
Leave a Reply