অনাবাদী জমির আবাদ
অনাবাদী জমির আবাদ। মালিকবিহীন জমি আবাদ >> বুলুগুল মারাম এর মুল সুচিপত্র দেখুন
অধ্যায়-১৬ঃ অনাবাদী জমির আবাদ
পরিচ্ছেদ ০১. যে ব্যক্তি পরিত্যক্ত মালিকবিহীন জমি আবাদ করিবে ঐ জমির হাক্বদার সেই ব্যক্তি হইবে
পরিচ্ছেদ ০২. চারণভূমি প্রসঙ্গে
পরিচ্ছেদ ০৩. অনাবাদী জমি আবাদ করার প্রকার সমূহ
পরিচ্ছেদ ০৪. বিরানভূমিতে কূপ খননকারীর অধিকার
পরিচ্ছেদ ০৫. জমি বরাদ্দ প্রসঙ্গ
পরিচ্ছেদ ০৬. ঘাস, পানি এবং আগুনে মানুষের সমভাবে শরীক
পরিচ্ছেদ ০১. যে ব্যক্তি পরিত্যক্ত মালিকবিহীন জমি আবাদ করিবে ঐ জমির হাক্বদার সেই ব্যক্তি হইবে
৯১৫ – আয়িশা [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
নবী [সাঃআঃ] বলেছেন, যে ব্যক্তি পরিত্যক্ত মালিকবিহীন জমি আবাদ করিবে ঐ জমির হকদার সে ব্যক্তিই হইবে । উরওয়াহ বলেছেন, এরূপ ফয়সালাহ `উমার[রাঃআঃ] তাহাঁর খিলাফাত আমলে করিয়াছেন । {৯৮৩}
{৯৮৩} বুখারি ২৩৩৫, আহ্মাদ ২৪৩৬২/ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৯১৬ – সা`ঈদ ইবনু যায়দ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি নবী[সাঃআঃ] হইতে বর্ণনা করেন, তিনি নবী [সাঃআঃ] হইতে বর্ণনা করেন, নবী [সাঃআঃ] বলেছেন, যে কোন ব্যক্তি অনাবাদী মৃত জমিকে আবাদ করিবে ঐ জমি তারই হইবে ।– তিরমিজি একে হাসান বলেছেন, আর তিনি বলেছেন, এটা মুরসালরূপে বর্ণিত হয়েছে ।
বর্ণনাকারী `সাহাবী` নির্নয়ের ব্যাপারে মতভেদ আছে- কেউ বলেছেন জাবির[রাঃআঃ], কেউ বলেছেন `আয়িশা[রাঃআঃ], কেউ বলেছেন `আব্দুল্লাহ বিন `উমার[রাঃআঃ], তবে প্রথম মত জাবির[রাঃআঃ] অধিক অগ্রগণ্য । {৯৮৪}
{৯৮৪} তিরমিজি ১৩৭৮,১৩৭৯, আবূ দাঊদ ৩০৭৩। হাদিসের তাহকিকঃ হাসান হাদিস
পরিচ্ছেদ ০২. চারণভূমি প্রসঙ্গে
৯১৭ – ইবনু আব্বাস [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
সাব বিন জাসসামাহ আল-লাইসী [রাঃআঃ] তাঁকে জানিয়েছিলেন যে, নবী [সাঃআঃ] বলেছেন, চারণভূমি সংরক্ষিত করা আল্লাহ ও তাহাঁর রসূল [সাঃআঃ] ছাড়া আর কারো অধিকারে নেই । {৯৮৫}
{৯৮৫} বুখারি ২৩৭০, মুসলিম ১৭৪৫, তিরমিজি ১৫৭০, আবু দাউদ ২৬৭২, ৩০৮৩, ৩০৮৪, ইবনু মাযাহ ২৮৩৯, আহমাদ ২৭৯০২, ২৭৮০৯, ১৬২৪৩ । হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৯১৮ – ইবনু আব্বাস [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, উদ্দেশ্য প্রণোদনিতভাবে বা উদ্দেশ্যহীনভাবে কাকেও কোন রকম কষ্ট দেয়া বৈধ নয় । {৯৮৬}
{৯৮৬} ইবনু মাযাহ ২৩৪১, আহমাদ ২৮৬২ । হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৯১৯ – ইবনু মাযাহয় আবু সাঈদ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
অনুরূপ হাদিস বর্ণিত রয়েছে । আর হাদিসটি মুওয়াত্তায় রয়েছে মুরসালরূপে । {৯৮৭}
{৯৮৭} বাইহাকি, সুনান আল কুবরা [৬/৬৯], ইমাম নববী আল আরবাউওনা [৩২] গ্রন্থে একে হাসান বলেছেন । ইমাম যাহাবী মীযানুল ই`তিদাল [২/৬৬৫] গ্রন্থে বলেন, এর সনদে আবদুল মালিক বিন মু`আয় আন নুসাইবী রয়েছে । আমি তাকে চিনি না । অনুরূপ হাদিস উম্মুল মু`মিনীন আয়িশাহ [রাঃআঃ] থেকে, জাবির ইবনু আবদুল্লাহ থেকেও বর্ণিত হয়েছে । হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
পরিচ্ছেদ ০৩. অনাবাদী জমি আবাদ করার প্রকার সমূহ
৯২০. সামুরাহ বিন জুনদুব [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, যে ব্যক্তি কোন অনাবাদী জমিকে প্রাচীরবেষ্টিত করে নিবে ঐ স্থান তারই হইবে । – ইবনু জারূদ হাদিসটিকে সহিহ বলেছেন । {৯৮৮}
{৯৮৮} আবু দাউদ ৩০৭৭, আহমাদ ২৭৭০৬, ১৯৭২৬ । হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
পরিচ্ছেদ ০৪. বিরানভূমিতে কূপ খননকারীর অধিকার
৯২১ – আবদুল্লাহ ইবনু মুগাফফাল [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
নবী [সাঃআঃ] বলেছেন, যে ব্যক্তি কোন কূপ খনন করিবে তার জন্য ঐ কূপের সংলগ্ন চল্লিশ হাত স্থান তা গৃহ পালিত পশুর অবস্থান ক্ষেত্ররূপে তার অধিকারভুক্ত হইবে । – ইবনু মাযাহ দুর্বল সানাদে । {৯৮৯}
{৯৮৯} ইবনু মাযাহ ২৪৮৬ । হাদিসের তাহকিকঃ দুর্বল হাদিস
পরিচ্ছেদ ০৫. জমি বরাদ্দ প্রসঙ্গ
৯২২ – আলাকামাহ বিন ওয়ায়িল [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি পিতা [ওয়ায়েল] থেকে বর্ণনা করেন যে, নবী [সাঃআঃ] তাঁকে হাযরা মাওত নামক স্থানে কিছু জমি জায়গীরস্বরূপ দিয়েছিলেন । – ইবনু হিব্বান একে সহিহ বলেছেন । {৯৯০}
{৯৯০} আবু দাউদ ৩০৫৮, ৩০৫৯, তিরমিজি ১৩৮১, আহমাদ ২৬৬৯, দারেমী ২৬০৯ । হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৯২৩ – ইবনু উমার [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
নবী [সাঃআঃ] যুবায়ের [রাঃআঃ] এর জন্য তার ঘোড়ার দৌড়ানোর শেষ সীমা পর্যন্ত জমি দেয়ার জন্য বরাদ্দ করিলেন । অতঃপর তিনি ঘোড়া দৌড়ালেন ও তা একস্থানে গিয়ে দাঁড়াল, তারপর তিনি তার চাবুকখানি নিক্ষেপ করিলেন । নবী [সাঃআঃ] এবার বলিলেন, তাকে তাহাঁর চাবুক নিক্ষিপ্ত হবার স্থান পর্যন্ত দিয়ে দাও । – এর সানাদে দুর্বলতা আছে । {৯৯১}
{৯৯১} আবু দাউদ ৩০৭২ । ইমাম সনআনী সুবুলুস সালাম ৩/১৩৫ গ্রন্থে বলেন, এর সনদে আবদুল্লাহ বিন আমর বিন খাফস নামক বিতর্কিত বর্ণনাকারী রয়েছে । ইবনু উসাইমীন তার বুলুগুল মারাম ৪/২৭০ গ্রন্থেও এর সানাদে দুর্বলতার কথা বলেছেন, শাইখ আলবানী জঈফ আবু দাউদ ৩০৭২, আত তালীকাত আর রযীয়্যাহ ২/৪৫৯ গ্রন্থে একে দুর্বল বলেছেন । ইমাম শওকানী আদ দুরারী আল মাযীয়্যাহ ২৮০ ও নাইলুল আওত্বার ৬/৫৬ গ্রন্থদ্বয়ে উক্ত আবদুল্লাহ বিন আমর বিন খাফস নামক বর্ণনাকারীকে বিতর্কিত বলেছেন । হাদিসের তাহকিকঃ দুর্বল হাদিস
পরিচ্ছেদ ০৬. ঘাস, পানি এবং আগুনে মানুষের সমভাবে শরীক
৯২৪ – বর্ণনাকারী হইতে বর্ণিতঃ
তিনি বলেছেন, আমি নবী [সাঃআঃ] এর সঙ্গী হয়ে যুদ্ধ করেছিলাম । তখন তাঁকে বলিতে শুনিয়াছি, সমস্ত মানুষ তিনটি বস্তুতে সমভাবে অংশীদার – ঘাস, পানি ও আগুন । – এর রাবীগণ নির্ভরযোগ্য । {৯৯২}
{৯৯২} আবু দাউদ ৩৪৭৭, আহমাদ ২২৫৭০ । হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
Leave a Reply