মীকাত – ইহরাম বাঁধার নির্ধারিত স্থানসমূহ
মীকাত – ইহরাম বাঁধার নির্ধারিত স্থানসমূহ >> বুলুগুল মারাম এর মুল সুচিপত্র দেখুন
অধ্যায় ২ঃমীকাত – ইহরাম বাঁধার নির্ধারিত স্থানসমূহঅধ্যায় ৩ঃ ইহরামের প্রকারভেদ ও তার গুণ পরিচয়
পরিচ্ছেদ ০১. যে সমস্ত মীকাত [হজ্বের ইহরাম বাঁধার জন্য নির্বাচিত স্থানসমূহ] দলীল দ্বারা সাব্যস্ত
পরিচ্ছেদ ০২. “যাতুইরক” মীকাত প্রসঙ্গে
পরিচ্ছেদ ০১. যে সমস্ত মীকাত [হজ্বের ইহরাম বাঁধার জন্য নির্বাচিত স্থানসমূহ] দলীল দ্বারা সাব্যস্ত
৭২২ – ইবনু`আব্বাস [রাঃআঃ] থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী [সাঃআঃ] ইহরাম বাঁধার স্থান নির্ধারণ করে দিয়েছেন, মাদীনাবাসীদের জন্য যুল-হুলায়ফা, সিরিয়াবাসীদের জন্য জুহ্ফা, নজ্দবাসীদের জন্য কারনুল মানাযিল, ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলাম। হাজ্ব ও উমরাহর নিয়্যাতকারী সেই অঞ্চলের অধিবাসী এবং ঐ সীমারেখা দিয়ে অতিক্রমকারী অন্যান্য অঞ্চলের অধিবাসী সকলের জন্য উক্ত স্থানগুলো মীকাতরূপে গণ্য এবং যারা এ সব মীকাতের ভিতরে [অর্থাৎ মাক্কার নিকটবর্তী] স্থানের অধিবাসী, তারা যেখান হতে হাজ্বের নিয়্যাত করে বের হইবে [সেখান হতে ইহরাম বাঁধবে]। এমন কি মক্কাবাসী মক্কা হতেই [হাজ্বের] ইহরাম বাঁধবে। {৭৬৯}
{৭৬৯} বুখারী ১৫২৪, ১৫২৬, ১৫২৯, ১৫৩০, মুসলিম ১১৮১, ১১৮৯, নাসায়ি হাদিস ২৬৫৪, ২২২৪, ২২৭২, ৩০৫৬, দারেমী ১৭৯২। ইহরাম বাঁধার নির্ধারিত স্থানসমূহ হাদিসের তাহকীকঃ সহিহ হাদিস
পরিচ্ছেদ ০২. “যাতুইরক” মীকাত প্রসঙ্গে
৭২৩ – আয়িশা [রাঃআঃ] থেকে বর্ণিতঃ
নাবী [সাঃআঃ] ইরাকীদের জন্য`যাতু ইরক’ কে ইহরাম বাঁধার স্থান মনোনীত করিয়াছেন। {৭৭০}
{৭৭০} নাসায়ি হাদিসর বর্ণনায় রয়েছে [আরবি] রসূলুল্লাহ [সাঃআঃ] মাদীনাহ বাসীদের জন্য যুল হুলায়ফা, শাম এবং মিসর বাসীদের জন্য জুহফা, ইরাক বাসীদের জন্য যাতু ইরক, নাজদ বাসীদের জন্য ক্বারনুল মানাযিল এবং ইয়ামান বাসীদের জন্য ইয়ালামলাম মীকাত নির্ধারণ করিয়াছেন। আবূ দাউদ ১৭৩৯, নাসায়ি হাদিস ২৬৫৩,। হাদিসের তাহকীকঃ সহিহ হাদিস
৭২৪ – জাবির [রাঃআঃ] থেকে বর্ণিতঃ
এ হাদিসের মূল বর্ণিত আছে কিন্তু এর রাবীর হাদিসটি মারফু হবার ব্যাপারে সন্দেহ পোষণ করিয়াছেন। {৭৭১}
{৭৭১} মুসলিম ১১৮৩, ২৯১৫। হাদিসের তাহকীকঃ সহিহ হাদিস
৭২৫ – বর্ণনাকারী থেকে বর্ণিতঃ
এবং বুখারীতে আছে, ২য় খলিফা উমার [রাঃআঃ]`যাতু ইরক’ কে মীকাত নির্ধারণ করিয়াছেন। {৭৭২}
{৭৭২} বুখারী ১৫৩১। ইহরাম বাঁধার নির্ধারিত স্থানসমূহ হাদিসের তাহকীকঃ সহিহ হাদিস
৭২৬ – আব্বাস [রাঃআঃ] থেকে বর্ণিতঃ
নাবী [সাঃআঃ] [মাক্কার] পূর্বদিকের লোকদের জন্য`আকীক’ নামক স্থানকে মীকাতরূপে নির্ধারণ করিয়াছেন। {৭৭৩}
{৭৭৩} তিরমিজি ৮৩২, আবূ দাউদ ১৭৪০। তাখরিজ মিশকাতুল মাসাবীহ গ্রন্থ ইবনু হাজার আসকালানী বলেন, এর সনদে ইয়াযীদ বিন আবূ যিয়াদ এ হাদিসটিকে এককভাবে বর্ণনা করিয়াছেন। সে দুর্বল। তিনি আত-তালখীসুল হাবীর ৩/৮৪৬ গ্রন্থে বলেন, ইমাম মুসলিম এ রাবীর আলোচনায় বলেন, তিনি তার দাদা মুহাম্মাদ বিন আলী থেকে হাদিস শুনেছেন বলে জানা যায় না। শাইখ আলবানী জঈফ তিরমিজি ৮৩২, ইরওয়াউল গালীল ১০০২ গ্রন্থে একে মুনকার বলেছেন, আহমাদ শাকের মুসনাদ আহমাদ ৫/৭৩ গ্রন্থে এর সনদকে সহিহ বলেছেন। জঈফ, তাওযিহুল আহকাম ৪/৪৬-৪৭ পৃঃ। হাদিসের তাহকীকঃ দুর্বল হাদিস
Leave a Reply