এলেম গোপন রাখার প্রতি ভীতি প্ৰদৰ্শন করন

এলেম গোপন রাখার প্রতি ভীতি প্ৰদৰ্শন

<< সহীহ আত তারগীব ওয়াত তারহীব হাদীস বই এর মুল সুচিপত্র 

পরিচ্ছেদঃ এলেম গোপন রাখার প্রতি ভীতি প্ৰদৰ্শন করন

তারগীব ওয়াত তারহীবঃ ১২০ – আবু হুরায়রা [রাঃআঃ] হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেনঃ “কেউ যদি কোন বিষয়ের ইলম সম্পর্কে জিজ্ঞাসিত হয়, আর সে তা গোপন রাখে, তবে ক্বিয়ামত দিবসে তার মুখে আগুনের লাগাম পরানো হইবে।”

[হাদীছটি বর্ণনা করিয়াছেন আবু দাউদ, তিরমিযী, ইবনি মাজাহ, ইবনি হিব্বান, বায়হাক্বী এবং অনুরূপ বাক্যে হাকেম। হাকেম বলেনঃ হাদীছটি বুখারী ও মুসলিমের শর্তনুযায়ী ছহীহ, কিন্তু তাঁরা তা নিজেদের পুস্তকে উল্লেখ করেন নি।]
ইবনি মাজাহর অপর বর্ণনায়ঃ مَا مِنْ رَجُلٍ يَحْفَظُ عِلْمًا فَيَكْتُمُهُ إِلَّا أَتَي يَوْمَ الْقِيَامَةِ مَلْجُوْمًا بِلِجَامٍ مِنْ النَّارِ

“কোন মানুষ যদি কোন বিষয়ে জ্ঞান রাখে আর সে তা গোপন করে। তবে সে ক্বিয়ামত দিবসে আগুনের লাগাম পরানো অবস্থায় উপস্থিত হইবে।” হাদিসের তাহকিকঃসহীহ হাদীস

তারগীব ওয়াত তারহীবঃ ১২১ – আবদুল্লাহ বিন আমর [রাঃআঃ] হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেনঃ “যে ব্যক্তি এলেম গোপন করে রাখবে, আল্লাহ ক্বিয়ামত দিবসে তাকে আগুনের লাগাম পরাবেন।”

[হাদীছটি ইবনি হিব্বান ও হাকেম বর্ণনা করিয়াছেন] হাকেম বলেনঃ হাদীছটি ছহীহ তাতে কোন ক্ৰটি নেই। হাদিসের তাহকিকঃহাসান সহীহ

তারগীব ওয়াত তারহীবঃ ১২২ -আবু হুরায়রা [রাঃআঃ] হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেনঃ “যে ব্যক্তি বিদ্যা শিক্ষা লাভ করে তা আলোচনা করে না তার দৃষ্টান্ত ঐ ব্যক্তির সাথে যে সম্পদ গচ্ছিত করে রাখে কিন্তু তা থেকে খরচ করে না।”

[ত্বাবরানী হাদীছটি বর্ণনা করিয়াছেন] হাদিসের তাহকিকঃহাসান সহীহ


by