সুরা আস সাজদাহ এর তাফসীর
সুরা আস সাজদাহ এর তাফসীর >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন >> সুরা সাজদা আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ
সুরা আস সাজদাহ এর তাফসীর
৬৫/৩২/১.অধ্যায়ঃ আল্লাহ তাআলার বাণীঃ কেউই জানে না তাদের জন্য নয়ন জুড়ানো কী কী সামগ্রী লুকিয়ে রাখা হয়েছে …..? (সুরা আস সাজদাহ ৩২/১৭)
সুরা (৩২) : আস্-সাজদাহ
মুজাহিদ (রহমাতুল্লাহি আলাইহি) বলেন, مَهِيْنٍ দুর্বল অর্থাৎ পুরুষের বীর্য। ضَلَلْنَا আমরা ধ্বংস হয়েছি। ইবনু আববাস (রাদি.) বলেন, الْجُرُزُ ঐ মাটি যেখানে এত অল্প বৃষ্টি হয়, যাতে তা কোন উপকারে আসে না। نَهْدِ তাকে সঠিক পথ বলে দিয়েছি।
৪৭৭৯
আবু হুরাইরাহ (রাদি.) হইতে বর্ণিতঃ
রাসুলুল্লাহ (সাঃআঃ) বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব বস্তু বানিয়ে রেখেছি, যা কোন চোখ দেখেনি, কোন কান শোনেনি এবং কোন অন্তঃকরণ চিন্তা করেনি। আবু হুরাইরাহ (রাদি.) বলেছেন, তোমরা চাইলে এ আয়াত তিলাওয়াত কর ঃ “কেউ জানে না তাদের জন্য চোখ জুড়ানো কোন্ বিষয় লুকিয়ে রাখা হয়েছে” (আস্-সাজদাহ ৩২/১৭)। (আ.প্র. ৪৪১৫)
সুফ্ইয়ান (রহমাতুল্লাহি আলাইহি)…..আবু হুরাইরাহ (রাদি.) হইতে বর্ণিত যে, আল্লাহ তাআলা বলেন, পরের অংশ আগের হাদীসের মত। আবু সুফ্ইয়ান (রাদি.)-এর কাছে জিজ্ঞেস করা হল, আপনি কি এ হাদীস রাসুলুল্লাহ (সাঃআঃ) থেকে বর্ণনা করিয়াছেন? তিনি বলিলেন, তা ছাড়া আর কী?
আবু মুআবীয়াহ (রহমাতুল্লাহি আলাইহি)…..আবু সালিহ (রহমাতুল্লাহি আলাইহি) হইতে বর্ণিত। আবু হুরাইরাহ (রাদি.) قُرَاتِ “আলিফ” এবং লম্বা তা সহ) পড়েছিলেন। [৩২৪৪] (ই.ফা. ৪৪১৭)
৪৭৮০
আবু হুরাইরাহ (রাদি.) হইতে বর্ণিতঃ রাসুলুল্লাহ (সাঃআঃ) বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব বস্তুরাজি তৈরি করে রেখেছি, যা কোন চোখ দেখেনি, কোন কান শোনেনি এবং কোন ব্যক্তির মন কল্পনা করেনি। এসব ছাড়া যা কিছুই তোমরা দেখছ, তার কোন মূল্যই নেই। তারপর এ আয়াত পাঠ করিলেন, কেউ জানে না তাদের জন্য নয়ন তৃপ্তিকর কী লুক্কায়িত রাখা হয়েছে, তাদের কৃতকর্মের পারিতোষিক হিসেবে। [৩২৪৪] (আ.প্র. ৪৪১৬, ই.ফা. ৪৪১৮)
Leave a Reply