সুরা লোকমান এর তাফসীর

সুরা লোকমান এর তাফসীর

সুরা লোকমান এর তাফসীর >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন >> সুরা লুকমান আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ

সুরা লোকমান এর তাফসীর

৬৫/৩১/১.অধ্যায়ঃ আল্লাহর সঙ্গে কাউকে শারীক কর না। নিশ্চয়ই শিরক তো মহাপাপ। (সুরা লোকমান ৩১/১৩)

৪৭৭৬

আবদুল্লাহ (রাদি.) হইতে বর্ণিতঃ

তিনি বলেন, যখন এ আয়াতটি অবতীর্ণ হল (আল্লাহর বাণী) ঃ যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুল্ম দ্বারা কলুষিত করেনি। এটি রাসুলুল্লাহ (সাঃআঃ)-এর সহাবীদের উপর খুবই কঠিন মনে হল। তখন তাঁরা বলিলেন, আমাদের মধ্যে এমন কে আছে যে, তারা তাদের ঈমানকে যুল্ম দ্বারা কলুষিত করেনি? রাসুলুল্লাহ (সাঃআঃ) বলিলেন, এ আয়াত দ্বারা এ অর্থ বুঝানো হয়নি। তোমরা কি লুকমানের কথা শুননি যা তিনি তাহাঁর পুত্রকে বলেছিলেন? إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ নিশ্চয় র্শিক হচ্ছে বড় যুল্ম। [৩২] (আ.প্র. ৪৪১২, ই.ফা. ৪৪১৪)

৬৫/৩১/২.অধ্যায়ঃ আল্লাহ তাআলার বাণীঃ নিশ্চয় আল্লাহরই কাছে রয়েছে ক্বিয়ামাত সম্বন্ধীয় জ্ঞান (অর্থাৎ কখন ঘটবে)। (সুরা লোকমান ৩১/৩৪)

৪৭৭৭

আবু হুরাইরাহ (রাদি.) হইতে বর্ণিতঃ

একদিন রসূলূল্লাহ (সাঃআঃ) লোকদের সঙ্গে উপবিষ্ট ছিলেন। এক ব্যক্তি তাহাঁর নিকট এসে জিজ্ঞেস করিল, ঈমান কী? তিনি বলিলেন, “আল্লাহইতে ঈমান আনবে এবং তাহাঁর মালায়িকাহ, তাহাঁর নাবী-রাসুলগণের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর দর্শন ও পুনরুত্থানের ওপর ঈমান আনবে।” লোকটি জিজ্ঞেস করিল, ইসলাম কী? তিনি বলিলেন, ইসলাম (হল) আল্লাহর ইবাদাত করিবে ও তাহাঁর সঙ্গে অন্য কাউকে শরীক করিবে না এবং সলাত কায়িম করিবে, ফারয্ যাকাত দিবে ও রমাযানের সিয়াম পালন করিবে। লোকটি জিজ্ঞেস করিল, ইহ্সান কী? তিনি বলিলেন, ইহ্সান হচ্ছে আল্লাহর ইবাদাত এমন নিষ্ঠার সঙ্গে করিবে, যেন তুমি তাঁকে দেখছ। আর যদি তুমি তাঁকে দেখিতে না পাও, তবে (জানবে) আল্লাহ তোমাকে দেখছেন। লোকটি আরও জিজ্ঞেস করিল, হে আল্লাহর রাসুল! কখন ক্বিয়ামাত ঘটবে? রাসুলুল্লাহ (সাঃআঃ) বলিলেন, এ ব্যাপারে প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে, সে অধিক জানে না। তবে আমি তোমার কাছে এর কতগুলো নিদর্শন বলছি। তা হল, যখন দাসী তার মনিবকে জন্ম দিবে, এটা তার একটি নিদর্শন। আর যখন দেখবে, নগ্নপদ ও নগ্নদেহ বিশিষ্ট লোকেরা মানুষের নেতা হইবে, এও তার একটি নিদর্শন। এটি ঐ পাঁচটি বিষয়ের অন্তর্ভুক্ত, যা আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না ঃ (১) ক্বিয়ামাত সম্পর্কিত জ্ঞান কেবল আল্লাহর নিকটই রয়েছে। (২) তিনিই বৃষ্টি বর্ষণ করেন, (৩) তিনিই জানেন, মাতৃগর্ভে কী আছে। এরপরে সে লোকটি চলে গেল। রাসুলুল্লাহ (সাঃআঃ) বলিলেন, তাঁকে আমার নিকট ফিরিয়ে আন। সহাবীগণ তাঁকে ফিরিয়ে আনতে গেলেন, কিন্তু কিছুই দেখিতে পেলেন না। রাসুলুল্লাহ (সাঃআঃ) বলিলেন, তিনি হলেন জিব্রাঈল, লোকেদেরকে শিক্ষা দেয়ার জন্য এসেছিলেন। [৫০] (আ.প্র. ৪৪১৩, ই.ফা. ৪৪১৫)র

৪৭৭৮

আবদুল্লাহ ইবনু উমার (রাদি.) হইতে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলূল্লাহ (সাঃআঃ) বলেছেন, গায়বের চাবি পাঁচটি। এরপর তিনি এ আয়াত পাঠ করিলেন ঃ ক্বিয়ামাত সম্পর্কিত জ্ঞান কেবল আল্লাহ তাআলারই আছে। [১০৩৯] (আ.প্র. ৪৪১৪, ই.ফা. ৪৪১৬)


Posted

in

by

Comments

Leave a Reply