দাউস ও তায়ী গোত্র, তুফাইল ইবনু আমর দাউসীর এবং আদী ইবনু হাতিমের ঘটনা
দাউস ও তায়ী গোত্র, তুফাইল ইবনু আমর দাউসীর এবং আদী ইবনু হাতিমের ঘটনা >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন
পর্বঃ ৬৪, মাগাযী, অধ্যায়ঃ (৭৬-৭৭) =২টি
৬৪/৭৬. অধ্যায়ঃ দাউস গোত্র এবং তুফাইল ইবনু আমর দাউসীর ঘটনা
৬৪/৭৭. অধ্যায়ঃ তায়ী গোত্রের প্রতিনিধি দল এবং আদী ইবনু হাতিম [৮৩]-এর কাহিনী
৬৪/৭৬. অধ্যায়ঃ দাউস গোত্র এবং তুফাইল ইবনু আমর দাউসীর ঘটনা
৪৩৯২
আবু হুরাইরাহ (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, তুফায়ল ইবনু আমর (রাদি.) নাবী (রাদি.)- এর কাছে এসে বলিলেন, দাওস গোত্র হালাক হয়ে গেছেন। তারা নাফরমানী করেছে এবং (দ্বীনের দাওয়াত) গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। সুতরাং আপনি তাদের প্রতি বদদুআ করুন। তখন নাবী (সাঃআঃ) বলিলেন, হে আল্লাহ! দাওস গোত্রকে হিদায়াত দান করুন এবং দ্বীনের পথে নিয়ে আসুন। [২৯৩৭] (আ.প্র. ৪০৪৩, ই.ফা. ৪০৪৭)
৪৩৯৩
আবু হুরাইরাহ (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নাবী (সাঃআঃ)- এর কাছে আশার জন্য রওয়ানা হয়ে রাস্তার মধ্যে বলেছিলাম-
হে সুদীর্ঘ ও চরম পরিশ্রমের রাত!
এ রাত আমাকে দারুল কুফর থেকে মুক্তি দিয়েছে।
আমার একটি গোলাম ছিল। পথে সে পালিয়ে গেল। এরপর আমি নাবী (সাঃআঃ)- এর কাছে এসে বাইআত করলাম। অতঃপর একদিন আমি তাহাঁর নিকট বসা ছিলাম। এমন সময় গোলামটি এসে হাযির। নাবী (সাঃআঃ) আমাকে বলিলেন, হে আবু হুরাইরা! এই যে তোমার গোলাম। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে সে আযাদ- এ কথা বলে আমি তাকে আযাদ করে দিলাম। [২৫৩০] (আ.প্র. ৪০৪৪, ই.ফা. ৪০৪৮)
৬৪/৭৭. অধ্যায়ঃ তায়ী গোত্রের প্রতিনিধি দল এবং আদী ইবনু হাতিম [৮৩]-এর কাহিনী
[৮৩] দাতা হাতেম তাঈ নামে বিখ্যাত তাঈ গোত্রের শাসক এর পুত্র হচ্ছে আদী ইবনু হাতীম। রাসূলুল্লাহ(সাঃআঃ)- এর নির্দেশক্রমে সে এলাকায় অভিযান চালালে তিনি স্বীয় পরিজন নিয়ে পলায়ন করেন। পরে তিনি স্বয়ং মাদীনাহয় এসে রাসূলুল্লাহ(সাঃআঃ)- এর নিকট ইসলাম গ্রহণ করেন।
৪৩৯৪
আদী ইবনু হাতিম (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা একটি প্রতিনিধি দলসহ উমার (রাদি.)- এর দরবারে আসলাম। তিনি প্রত্যেকের নাম নিয়ে একজন একজন করে ডাকতে শুরু করিলেন। তাই আমি বললাম, হে আমীরুল মুমিনীন! আপনি কি আমাকে চিনেন? তিনি বলিলেন, হাঁ চিনি। লোকজন যখন ইসলামকে অস্বীকার করেছিল তখন তুমি ইসলাম গ্রহণ করেছ। লোকজন যখন পিঠ ফিরিয়ে নিয়েছে তখন তুমি সম্মুখে অগ্রসর হয়েছ। লোকেরা যখন বিশ্বাসঘাতকতা করেছে তুমি তখন ইসলাম পালনের ওয়াদা পূরণ করেছ। লোকেরা যখন দ্বীনকে অস্বীকার করেছে তুমি তখন দ্বীনকে চিনে নিয়ে গ্রহণ করেছ। এ সব কথা শুনে আদী (রাদি.) বলিলেন, তাহলে আমার আর কোন চিন্তা নেই। (আ.প্র. ৪০৪৫, ই.ফা. ৪০৪৯)
Leave a Reply