আবু হুযাইফা (রা) এর আযাদকৃত গোলাম সালিম (রা) এর মর্যাদা
আবু হুযাইফা (রা) এর আযাদকৃত গোলাম সালিম (রা) এর মর্যাদা >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন
৬২/২৬. অধ্যায়ঃ আবু হুযাইফা (রাদি.)-এর আযাদকৃত গোলাম সালিম (রাদি.)-এর মর্যাদা।
৩৭৫৮
মাসরূক (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আবদুল্লাহ ইবনু আমর (রাদি.)-এর মজলিসে আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাদি.)-এর আলোচনা হলে তিনি বলিলেন, আমি এই লোককে ঐদিন হইতে অত্যন্ত ভালবাসি যেদিন আল্লাহর রাসুল (সাঃআঃ)-কে বলিতে শুনিয়াছি, তোমরা চার ব্যক্তি হইতে কুরআন শিক্ষা কর, আবদুল্লাহ ইবনু মাসঊদ সর্বপ্রথম তাহাঁর নাম বলিলেন, আবু হুযাইফা (রাদি.)-এর মুক্ত গোলাম সালিম, উবাই ইবনু কাব (রাদি.) ও মুআয ইবনু জাবাল (রাদি.) থেকে। উবাই (রাদি.) ও মুআয (রাদি.) এ দুজনের কার নাম আগে বলেছিলেন সেটুকু আমার স্মরণ নেই।
(আঃপ্রঃ ৩৪৭৬, ইঃফাঃ ৩৪৮৪)
Leave a Reply