লূত আঃ ও সামূদ জাতি এবং তাদের সম্প্রদাইয়ের বর্ণনা
লূত আঃ ও সামূদ জাতি এবং তাদের সম্প্রদাইয়ের বর্ণনা >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন
পর্বঃ ৬০, আম্বিয়া কিরাম, অধ্যায়ঃ ১৫=১টি
৬০/১৫. অধ্যায়ঃ (মহান আল্লাহর বাণীঃ স্মরণ কর লুতের কথা, তিনি তাহাঁর সম্প্রদায়কে বলেছিলেন; তোমরা কেন অশ্লীল কাজ করছ? অথচ এর পরিণতির কথা তোমরা অবগত আছ। তোমরা কি কামতৃপ্তির জন্য নারীদেরকে ছেড়ে পুরুষে উপগত হচ্ছ? তোমরা তো এক মুর্খ সম্প্রদায়। উত্তরে তাহাঁর কওমের এ কথা ছাড়া আর কোন কথা ছিল না যে, লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা অত্যন্ত পাকপবিত্র থাকে। অতঃপর তাঁকে (লুতকে) ও তাহাঁর পরিবারবর্গকে উদ্ধার করলাম তাহাঁর স্ত্রীকে ছাড়া। কেননা, তার জন্য ধ্বংসপ্রাপ্তদের ভাগ্যই নির্ধারিত করেছিলাম। আর তাদের উপর বর্ষণ করেছিলাম মুষলধারে পাথরের বৃষ্টি। এই সর্তককৃত লোকদের উপর বর্ষিত বৃষ্টি কতই না নিকৃষ্ট ছিল। (আন-নামলঃ ৫৪-৫৮)
৬০/১৬. অধ্যায়ঃ আল্লাহ তাআলার বাণীঃ অতঃপর যখন আল্লাহর ফেরেশতামন্ডলী লূত পরিবারের নিকট আসলেন, তখন তিনি বলিলেন, তোমরা তো অপিরিচিত লোক- (হিজরঃ ৬১-৬২)।
৬০/১৭. অধ্যায়ঃ আল্লাহ তাআলার বাণীঃ আর সামূদ জাতির প্রতি তাদেরই ভাই সালিহকে পাঠিয়েছিলাম- (হূদঃ ৬১)।. আল্লাহ আরো বলেন, হিজরবাসীরা রাসুলগণের প্রতি মিথ্যারোপ করেছিলো- (হিজরঃ ৮০)।
৬০/১৫. অধ্যায়ঃ (মহান আল্লাহর বাণীঃ স্মরণ কর লুতের কথা, তিনি তাহাঁর সম্প্রদায়কে বলেছিলেন; তোমরা কেন অশ্লীল কাজ করছ? অথচ এর পরিণতির কথা তোমরা অবগত আছ। তোমরা কি কামতৃপ্তির জন্য নারীদেরকে ছেড়ে পুরুষে উপগত হচ্ছ? তোমরা তো এক মুর্খ সম্প্রদায়। উত্তরে তাহাঁর কওমের এ কথা ছাড়া আর কোন কথা ছিল না যে, লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা অত্যন্ত পাকপবিত্র থাকে। অতঃপর তাঁকে (লুতকে) ও তাহাঁর পরিবারবর্গকে উদ্ধার করলাম তাহাঁর স্ত্রীকে ছাড়া। কেননা, তার জন্য ধ্বংসপ্রাপ্তদের ভাগ্যই নির্ধারিত করেছিলাম। আর তাদের উপর বর্ষণ করেছিলাম মুষলধারে পাথরের বৃষ্টি। এই সর্তককৃত লোকদের উপর বর্ষিত বৃষ্টি কতই না নিকৃষ্ট ছিল। (আন-নামলঃ ৫৪-৫৮)
৩৩৭৫. আবু হুরাইরা (রাদি.) হইতে বর্ণিতঃ
নাবী (সাঃআঃ) বলেন, আল্লাহ লূত (আঃ)-কে মাফ করুন। তিনি একটি মজবুত খুঁটির আশ্রয় চেয়েছিলেন।
৬০/১৬. অধ্যায়ঃ আল্লাহ তাআলার বাণীঃ অতঃপর যখন আল্লাহর ফেরেশতামন্ডলী লূত পরিবারের নিকট আসলেন, তখন তিনি বলিলেন, তোমরা তো অপিরিচিত লোক- (হিজরঃ ৬১-৬২)।
—————— একই অর্থে ব্যবহৃত ——— অর্থ দ্রুত চলল ——— অর্থ শেষ ——– অর্থ ধ্বংস ——— অর্থ প্রত্যক্ষকারীদের জন্য —— অর্থ রাস্তার।
৩৩৭৬. আবদুল্লাহ (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাঃআঃ) ———– পড়েছেন।
৬০/১৭. অধ্যায়ঃ আল্লাহ তাআলার বাণীঃ আর সামূদ জাতির প্রতি তাদেরই ভাই সালিহকে পাঠিয়েছিলাম- (হূদঃ ৬১)।. আল্লাহ আরো বলেন, হিজরবাসীরা রাসুলগণের প্রতি মিথ্যারোপ করেছিলো- (হিজরঃ ৮০)।
— হিজর সামূদ সম্প্রদায়ের বসবাসের স্থান। — অর্থ নিষিদ্ধ ক্ষেত। প্রত্যেক নিষিদ্ধ বস্তুকে — বলা হয়। আর এ অর্থেই — বলা হয়ে থাকে। — তুমি যে সব ভবন নির্মাণ কর। তুমি যমীনের যে অংশ ঘেরাও করে রাখ তাও — । একারণেই হাতীমে কাবাকে — নামে অভিহিত করা হয়। তা যেন — শব্দ — অর্থে ব্যবহৃত যেমন —- শব্দটি —- অর্থে ব্যবহৃত। ঘোটকীকেও —- বলা হয়। আর বুদ্ধি-বিবেকের অর্থে ——- বলা হয়। তবে ——— একটি স্থানের নাম।
৩৩৭৭. আবদুল্লাহ ইবনু যামআহ (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নাবী (সাঃআঃ) হইতে শুনিয়াছি এবং তিনি যে লোক [সালিহ (আঃ)-এর] উঁটনী কেটেছিলেন তার উল্লেখ করিয়াছেন। তিনি বলেছেন, উটনীকে হত্যা করার জন্য এমন এক লোক (কিদার) তৈরী হয়েছিল যে তার গোত্রের ভিতর প্রভাবশালী ও শক্তিশালী ছিল, যেমন ছিল আবু যামআহ।
৩৩৭৮. ইবনু উমর (রাদি.) হইতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাঃআঃ) তাবুকের যুদ্ধের সময় যখন হিজর নামক স্থানে অবতরন করিলেন, তখন তিনি সাহাবীগণকে নির্দেশ করিলেন, তাঁরা যেন এখানের কূপের পানি পান না করে এবং মশকেও পানি না ভরে। তখন সাহাবীগণ বলিলেন, আমরা তো এর পানি দ্বারা রুটির আটা গুলে ফেলেছি এবং পানিও ভরে রেখেছি। তখন নাবী (সাঃআঃ) তাদেরকে সেই গুলানো আটা ফেলে দেয়ার এবং পানি ঢেলে দেয়ার নির্দেশ দিলেন। সাবরা ইবনু মাবাদ এবং আবুশ শামূস (রহমাতুল্লাহি আলাইহি) হইতে বর্ণিত যে, নাবী (সাঃআঃ) খাদ্য ফেলে দেয়ার নির্দেশ দিয়েছেন আর আবু যার (রাদি.) নাবী (সাঃআঃ) হইতে বর্ণনা করিয়াছেন, এর পানি দ্বারা যে আটা গুলেছে (তা ফেলে দেয়ার নির্দেশ দিয়েছেন)।
৩৩৭৯. আবদুল্লাহ ইবনু উমর (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, সাহাবীগণ রাসূলুল্লাহ (সাঃআঃ)-এর সঙ্গে সামূদ জাতির আবাসস্থল হিজর নামক স্থানে অবতরণ করিলেন আর তখন তারা এর কূপের পানি মশকে ভরে রাখলেন এবং এ পানি দ্বারা আটা গুলে নিলেন। রাসুলুল্লাহ (সাঃআঃ) তাদেরকে হুকুম দিলেন, তার ঐ কূপ হইতে যে পানি ভরে রেখেছে, তা যেন ফেলে দেয় আর পানিতে গুলা আটা যেন উটগুলোকে খাওয়ায় আর তিনি তাদের আদেশ করিলেন তারা যেন ঐ কূপ হইতে মশক ভরে যেখান হইতে [সালিহ (আঃ)]-এর উটনীটি পানি পান করত। উসামা (রহমাতুল্লাহি আলাইহি) নাফি (রহমাতুল্লাহি আলাইহি) হইতে হাদিস বর্ণনায় উবাইদুল্লাহ (রহমাতুল্লাহি আলাইহি)-কে অনুসরণ করিয়াছেন।
৩৩৮০. আবদুল্লাহ (রাদি.) হইতে বর্ণিতঃ
নাবী (সাঃআঃ) যখন হিজ্র নামক স্থান অতিক্রম করিলেন, তখন তিনি বলিলেন, তোমরা এমন লোকদের আবাস স্থল প্রবেশ করো না যারা নিজেরাই নিজেদের উপর যুল্ম করেছে। প্রবেশ করলে, ক্রন্দনরত অবস্থায়, যেন তাদের প্রতি যে বিপদ এসেছিল তোমাদের প্রতি সে রকম বিপদ না আসে। অতঃপর রাসূলুল্লাহ (সাঃআঃ) বাহনের উপর আরোহী অবস্থায় নিজ চাদর দিয়ে চেহারা ঢেকে নিলেন।
৩৩৮১ . ইবনু উমর (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃআঃ) নির্দেশ দিয়েছেন, তোমারা একমাত্র ক্রন্দনরত অবস্থায়ই এমন লোকদের আবাসস্থলে প্রবেশ করিবে যারা নিজেরাই নিজেদের উপর যুল্ম করেছে। তাদের উপর যে মুসিবত আপতিত হয়েছিল তোমাদের উপরও যেন সে মুসিবত না আসে।
Leave a Reply