হাজরে আসওয়াদ চুম্বন করা ও এর নিকটে তাকবীর পাঠ করা
হাজরে আসওয়াদ চুম্বন করা ও এর নিকটে তাকবীর পাঠ করা >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন
পর্বঃ ২৫, হজ্জ, অধ্যায়ঃ (৫৮-৬২)=৫টি
২৫/৫৮. অধ্যায়ঃ লাঠি বা ছড়ির মাধ্যমে হাজরে আসওয়াদ চুম্বন করা।
২৫/৫৯. অধ্যায়ঃ যে কেবল দুই ইয়ামানী রুকনকে চুম্বন করে।
২৫/৬০. অধ্যায়ঃ হাজ্রে আসওয়াদকে চুম্বন করা।
২৫/৬১. অধ্যায়ঃ
২৫/৬২. অধ্যায়ঃ হাজ্রে আসওয়াদ-এর নিকটে তাকবীর পাঠ করা।
২৫/৫৮. অধ্যায়ঃ লাঠি বা ছড়ির মাধ্যমে হাজরে আসওয়াদ চুম্বন করা।
১৬০৭. ইবনু আব্বাস (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, বিদায় হজ্জের সময় নাবী (সাঃআঃ)-এর উটের পিঠে আরোহণ করে তাওয়াফ করার সময় ছড়ির মাধ্যমে হাজ্রে আসওয়াদ চুম্বন করেন। দারাওয়ার্দী (রহমাতুল্লাহি আলাইহি) হাদীস বর্ণনায় ইউনুস (রহমাতুল্লাহি আলাইহি)-এর অনুসরণ করে ইবনু আবিয যুহরী (রহমাতুল্লাহি আলাইহি) সূত্রে তার চাচা (যুহরী) (রহমাতুল্লাহি আলাইহি) হইতে রিওয়ায়াত করিয়াছেন।
(১৬১২, ১৬৩, ১৬৩২, ৫২৯৩, মুসলিম ১৫/৪২, হাদীস ১২৭২, আহমাদ) (আঃপ্রঃ ১৫০৩, ইঃফাঃ ১৫০৯)
২৫/৫৯. অধ্যায়ঃ যে কেবল দুই ইয়ামানী রুকনকে চুম্বন করে।
১৬০৮. আবুশ-শাসা (রহমাতুল্লাহি আলাইহি) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, কে আছে বায়তুল্লাহর কোন অংশ (কোন রুকনের ইস্তিলাম) ছেড়ে দেয়; মুআবিয়াহ (রাদি.) (চার) রুকনের ইস্তিলাম করিতেন। ইবনু আব্বাস (রাদি.) তাঁকে বলিলেন, আমরা এ দুরুকন-এর চুম্বন করি না। তখন মুআবিয়াহ (রাদি.) তাঁকে বলিলেন, বায়তুল্লাহর কোন অংশই বাদ দেয়া যেতে পারে না। আবদুল্লাহ ইবনু যুবাইর (রাদি.) সব কয়টি রুকন ইস্তিলাম করিতেন।
(আঃপ্রঃ অনুচ্ছেদ ৫৯, ইঃফাঃ পরিচ্ছেদ ১০২৯)
১৬০৯. আবদুল্লাহ ইবনু উমর (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নাবী (সাঃআঃ)-কে কেবল ইয়ামানী দু রুকনকে ইস্তিলাম করিতে দেখেছি। (১৬৬)
(আঃপ্রঃ ১৫০৪, ইঃফাঃ ১৫১০)
২৫/৬০. অধ্যায়ঃ হাজ্রে আসওয়াদকে চুম্বন করা।
১৬১০. আসলাম (রহমাতুল্লাহি আলাইহি) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি উমর ইবনু খাত্তাব (রাদি.)-কে হাজ্রে আসওয়াদ চুম্বন করিতে দেখেছি। আর তিনি বলিলেন, যদি আল্লাহর রাসুল (সাঃআঃ)-কে তোমায় চুম্বন করিতে না দেখতাম তাহলে আমিও তোমায় চুম্বন করতাম না। (১৫৯৭)
(আঃপ্রঃ ১৫০৫, ইঃফাঃ ১৫১১)
১৬১১. যুবাইর ইবনু আরাবী (রহমাতুল্লাহি আলাইহি) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, এক ব্যক্তি হাজ্রে আসওয়াদ সম্পর্কে ইবনু উমর (রাদি.)-এর নিকট জিজ্ঞেস করলে তিনি বলিলেন, আমি আল্লাহর রাসুল (সাঃআঃ)-কে তার স্পর্শ ও চুম্বন করিতে দেখেছি। সে ব্যক্তি বলিল, যদি ভীড়ে আটকে যাই বা অপারগ হই তাহলে (চুম্বন করা, না করা সম্পর্কে) আপনার অভিমত কি? তিনি (ইবনু উমর) বলিলেন, আপনার অভিমত কী? এ কথাটি ইয়ামানে রেখে দাও। আমি আল্লাহর রাসুল (সাঃআঃ)-কে তা স্পর্শ ও চুম্বন করিতে দেখেছি। (১৬০৬)
(আঃপ্রঃ ১৫০৬, ইঃফাঃ ১৫১২) হাজ্রে আসওয়াদের নিকটে পৌঁছে তার দিকে ইঙ্গিত করা।
২৫/৬১. অধ্যায়ঃ
১৬১২. ইবনু আব্বাস (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাঃআঃ) উটের পিঠে (আরোহণ করে) বায়তুল্লাহ তাওয়াফ করেন, যখনই তিনি হাজ্রে আসওয়াদের কাছে আসতেন তখনই কোন কিছু দিয়ে তার প্রতি ইঙ্গিত করিতেন। (১৬০৭)
(আঃপ্রঃ ১৫০৭, ইঃফাঃ ১৫১৩)
২৫/৬২. অধ্যায়ঃ হাজ্রে আসওয়াদ-এর নিকটে তাকবীর পাঠ করা।
১৬১৩. ইবনু আব্বাস (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাঃআঃ) উটের পিঠে আরোহণ করে বায়তুল্লাহ তাওয়াফ করেন, যখনই তিনি হাজ্রে আসওয়াদের কাছে আসতেন তখনই কোন কিছুর দ্বারা তার ইঙ্গিত করিতেন এবং তাকবীর বলিতেন [৫৯]। (১৬০৭) (আঃপ্রঃ ১৫০৮, ইঃফাঃ ১৫১৪)
ইব্রাহীম ইবনু তাহমান (রহমাতুল্লাহি আলাইহি) খালিদ হায্যা (রহমাতুল্লাহি আলাইহি) হইতে হাদীস বর্ণনায় তার (খালিদ ইবনু আবদুল্লাহ) অনুসরণ করিয়াছেন।
[৫৯] হাজারে আসওয়াদকে যদি হাত দ্বারা বা ছড়ি দ্বারা স্পর্শ করা সম্ভব না হয়, তবে কেবলমাত্র হাজারে আসওয়াদের প্রতি নিজ হাতে ইশারা করে “আল্লাহু আকবার” বলবে। কিন্তু ইশারাকৃত হাত চুম্বন করিবে না। (আঃপ্রঃ প্রকাশিত বুখারী ২য় খন্ড ১০৪ পৃষ্ঠার টীকায় হাত চুম্বন করার কথা বলা হয়েছে যা হাদীস সম্মত নয়, দ্রষ্টব্য বুখারী হাদীস ১৫০৭-১৫০৮)
Leave a Reply