তাফসীর তাইসীরুল কুরআন
তাফসীর তাইসীরুল কুরআন ডাউনলোড ছারাও পড়তে পারেন কোরআন শরিফের তাফসির। ২০ টির অধিক তাফসীর ডাউনলোড ও পবিত্র কোরআন শরীফ এর ১১৪ টি সুরা বাংলা অনুবাদ ও mp3 সহ
তাফসীর তাইসীরুল কুরআন
তাফসীর তাইসীরুল কুরআন (আল-কুরআনের বিষয়সূচী সহ)
অর্থানুবাদ: অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক
প্রকাশনায়: তাওহীদ পাবলিকেশন্স
পৃষ্ঠা: ১১৪৪
সাইজ: ৩০ মেগাবাইট
তাফসীর তাইসীরুল কুরআন সুচিপত্র
নং | সূরার নাম | নং | সূরার নাম | নং | সূরার নাম |
1 | ফাতিহা | 39 | যুমার | 77 | মুরসালাত |
2 | বাকারা | 40 | মু’মিন | 78 | নাবা |
3 | ইমরান | 41 | হা-মীম | 79 | নাজিয়াত |
4 | সুরা নিসা | 42 | শূরা | 80 | আ’বাসা |
5 | মায়েদা | 43 | যূখরুফ | 81 | তাকভীর |
6 | আন’য়াম | 44 | দুখান | 82 | ইনফিতার |
7 | আরাফ | 45 | যাসিয়া | 83 | মুতাফফিফীন |
8 | আনফাল | 46 | আহক্বাফ | 84 | ইনশিকাক |
9 | তাওবা | 47 | মুহাম্মাদ | 85 | বুরূজ |
10 | ইউনুস | 48 | ফাতাহ | 86 | তারিক |
11 | হুদ | 49 | হুজুরাত | 87 | আ’লা |
12 | ইউসুফ | 50 | ক্বাফ | 88 | গাশিয়াহ |
13 | রা’দ | 51 | যারিয়া’ত | 89 | ফা’জর |
14 | ইবরাহীম | 52 | তুর | 90 | বা’লাদ |
15 | হিজর | 53 | নাজম | 91 | শামস |
16 | সুরা নাহল | 54 | ক্বামার | 92 | লাইল |
17 | বনী ইসরাঈল | 55 | আর-রহমান | 93 | দুহা |
18 | কা’হফ | 56 | ওয়াক্বিয়া | 94 | আলাম-নাশরাহ |
19 | মারঈয়াম | 57 | হাদীদ | 95 | তীন |
20 | ত্বা-হা | 58 | মুজাদালাহ | 96 | আলাক |
21 | আম্বিয়া | 59 | হাশর | 97 | ক্বদর |
22 | হাজ্জ্ব | 60 | মুমতাহিনা | 98 | বাইয়্যেনাহ |
23 | মু’মিনুন | 61 | সফ | 99 | যিলযাল |
24 | নুর | 62 | জুম’য়া | 100 | আদিয়্যাত |
25 | ফুরকান | 63 | মুনাফিক্বুন | 101 | ক্বারিয়া |
26 | শু’য়ারা | 64 | তাগাবুন | 102 | তাকাসুর |
27 | নাম’ল | 65 | তালাক | 103 | আসর |
28 | কাসাস | 66 | তাহরীম | 104 | হুমাযা |
29 | আনকাবুত | 67 | মুলক | 105 | ফীল |
30 | রূম | 68 | কালাম | 106 | কুরাইশ |
31 | লুকমান | 69 | হাক্বকাহ | 107 | মাউন |
32 | সাজদা | 70 | মা’য়ারিজ | 108 | কাউসার |
33 | আহযাব | 71 | নূহ | 109 | কাফিরূন |
34 | সা’বা | 72 | জ্বীন | 110 | ন’সর |
35 | ফাতির | 73 | মুযযাম্মিল | 111 | লাহাব |
36 | ইয়া-সীন | 74 | মুদ্দাসসির | 112 | ইখলাস |
37 | সাফফাত | 75 | কিয়ামা’ত | 113 | ফালাক |
38 | সা’দ | 76 | দা’হর | 114 | নাস |
অনুবাদকের কথা
আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে করুণাময়. আল্লাহ্ সুবহানুহু ওয়া তা’আলার শুকরিয়া আদায় করছি যিনি দুনিয়ার মানুষের প্রতি তর সর্বশেষ বাণী আল-কুরআনুল কারীমের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার দুর্লভ সুযোগ আমাকে দান. করেছেন।- আমি. মা’আনিল কুরআনের অনুবাদক: নই’।.এ সম্পর্কিত: আরবী ভাষার- গভীর জ্ঞান আমার. নেই)” কুরআনকে বুঝার অদম্য স্পৃহা, নিয়ে, আমি কয়েকটি অনুবাদগ্রন্থ অধ্যয়ন ‘করোছ।
কিন্তু সেগুলোতে করআনকে বুঝার; .কমের. পক্ষে আয়াতগুলো” বাংলা মর্মার্থ উদ্ধার করার ব্যাপারে, আমি. অনেক ক্ষেত্রেই হতাশ হয়েছি -বহুদিন. থেকেই:মনে আশা পোষণ করাছলাম কুরআন্রে যদি এমন একটা তরজমা-হত যা-কুরআনের পাঠক; তেমনিভাবে বুঝতে পারবেন যেভাবে তারা. নিজ মাতৃভাষায় লিখিত গ্রন্থ বুঝে, থাকেন? একদিন আমার পুত্র ক্াাওহীদ প্াবলিকেশনের স্বত্াধিকারী: য়োঃ ওয়ালীউল্লাহর উদ্যোগে -ও ‘আগ্রহে-এ বিশাল কাজে হাত দিলাম । আমার বিদ্যা -কম-থাকলেও’আল্লাহর-প্রাত ভরসা” আছে অনেক.অনেক বেশি আহ আম সব:সময়হ দৃঢ় চত্তহুলামযে;আল্লাহর ফষল ও-করমে এ কীজটি আমি করতে পারব? তরজমা যাংবুবই যথার্থ ও উচ্চাঙ্গের অনুবাদ গ্রন্থ কিন্তু আমাদের দেশের-অধিকাংশ্র পাঠক এর অর্থ: বোঝার-সামধ্য-রাখে-না.।
সামনে: রাখলাম মাওলানা মুহীউদ্দিন খান:কুত-তরজমা৷ : এটি বেশ, সুন্দর ও ঝরঝরে ভাবায় লেখা. কিন্তু এটির ভাষাও উচ্চাঙ্গের বৈকি আরোঠসামনে. রেখেছি. মদীনা মুনাওওরার বাদশাহ ফাহাদ প্রিন্টিং. কমপ্রত্স প্রকামিত-উ: তাকীউদীন. হিলালী ও-ড:মুহাম্মদ মুহসিন খান কৃত. ইংরোজ ‘তরজমা এবং খ্যাতনামা. ইসলামী চিন্তাবিদ. মাওলানা” মওদৃদীর. তাফহীমুল, কুরআনের মাওলানা আব্দুর-রহীম-কত তরজমা ।
ত্রজমার-মাঝেটবন্ধনীতে প্রয়োজনীয় কিছু কথা করেছি। অবশৈষে-পেয়েছি.কৌলকাতার হাফিঘ:সাওুলানাআইনুল:বারী:আলিয়াভীর-তরজমা। এটি: আমাকে কিছু কিছু আয়াতের-সঠিক অর্থ-বুঝতে-সাহায্য করেছে।:আরবী.ভাষায়.ধাদের দক্ষতা আছে -এমন_বিদ্বীনের দারা আমার অনুবাদকর্ম দেখিয়ে. নেয়ার প্রয়োজন-ছিল:খুব-বেশি-এ’দায়িতু-পালন করেছেন পিএইচডি, আলীগড়? সউদী: দূতাবাসের.অনুবাদ কর্মকর্তা ও চট্টগ্রাম আন্তর্জতিক ইসলামী
আল্লাহ্র ইরাদা বোঝা মানুষের সাধ্যের বাইরে । তাওহীদ পাবলিকেশসন্স.থেকে ৬ খণ্ডে সহীহুল বুখারীর পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ বের হয়েছে-যা-ইতোমধ্যে চারিদিকে বেশ সাড়া জাগিয়েছে।’ঠিক এ সময় তাফসীর ছাপানোর জন্য. প্রয়োজনীয় টাকা -যোগাড় হবে. এ-কাথ কল্পনাও করিনি। ভেবেছি ইনশাআল্লাহ: দু’এক বছরের মধ্যে আমাদের-.দেশেও এটি ছাপানোর কথা চিত্তা করব। আল্লাহ্ চাহেতো আগে-সউদী-আরবে ছাপা হোক।- ঘটনাক্রমে এক দ্বীনী -বোন-(গাফারাল্লাহু.লাহা)-কে এ গ্রন্থটির কথা বললে তিনি তাঁর” পরিচিত আরেক দ্বীনী. বোনকে এ ব্যাপারে দীর্ঘ মেয়াদী করযে হাস্ম্না প্রদানের জন্য উৎসাহ প্রদান করার সাথে সাথে তিনি রাজি হয়ে.যান (জাযাহুমাল্লাহু আহসানুল জাযা
ফিদ দারাইন)। ফলশ্রুতিতে আল্লাহর রহমতে ‘এটির যুদ্রণ কাজ তরান্মিত-হয়।
এদিকে এটির কাজ চলার সময় দেমের:বিভিনর প্রান্ত হতে আসা আলিমদের অনেকেই এটির বিন্যাস পদ্ধতি দেখে তরিৎ প্রাপ্তির জন্য অতিশয় আহ প্রকাশ. করেন।-ফলে যুদ্রণের পূর্বেই এর অনেকগুলো কপি বিক্রি হয়ে যায় । আল-হামদু লিল্লাহ।
এ গ্রন্থটির বহুল-পঠন-ও দীর্ঘ স্থায়িত্ের কথা চিন্তা করে এর মুদ্রণ; কাগজ, বাধাই সকল ক্ষেত্রেই প্রথম “শ্রেণীর মান বজায় রাখতে: গ্রিয়ে, সর্বোপরি কাগজের অগ্নিমূল্যের কারণে ব্যয় কিছুটা বেড়ে গেছে। আপনাদের ক্রয়কষ্টের জন্য আমরাও সমব্যথী।
ভুল-ক্রটি এড়ানোর জন্যআমাদের আন্তরিকতার কোন ক্রটি-ছিল-না বিশেষ করে আল- কুরআনুল কারীম মুদ্রণের ব্যাপারে সর্তকতা আরো: বেশে অবলম্বন করেছি. তথাপি -এর-মধ্যে কোনরূপ ক্রুটি পরিলক্ষিত হলে, সুহৃদ-পাঠক ‘যুদি তা আমাদের অবগত:করেন তাহলে আমরা.মনে করব একল্যাণকর:কাজের. অগরযাত্রায় আগনিও -আমাদের কাতারে শ্রামিল ‘হয়েছেন। আল্লাহ্ আমাদের অনিচ্ছাকৃত ভূল-্রটিগুলো ক্ষম! ককুন। আল্লাহ সুবহানাহু, ওয়া তা’আলা একাজে জড়িত সকলের জন্য একাজটিকে পরকালে নাযাতের ওয়াসিলা বানিয়ে দিন।
আসুন! আমরা প্রতিদিন:কুরআন পড়ি, কুরআনের বাণীকে আত্মস্থ করি। কুরআনের মর্মবানীকে সহজপাঠয ও সহজবোধ্য করে তুলি। ঘরে ঘরে এর চর্চা ও অনুশীলন বৃদ্ধি করে. তদানুযায়ী আমল করি ইনশাআল্লাহ এটি পরকালে শাফা*আতকারী হিসেবে দাঁড়াবে এবং মুক্তির পথকে সুগম করবে।
তাফসীর তাইসীরুল কুরআন কিতাবটির অনন্য বৈশিষ্ট্য:
আল-কুরআন আরবী ভাষায় নাযিলকৃত। অধিকাংশ বাংলাভাষীর পক্ষে বাংলা অনুবাদ ছাড়া কুরআন বুঝার উপায় নেই। এ পর্যন্ত বহু আলিম এ গ্রন্থটির বঙ্গানুবাদ করলেও তাঁরা অনেকেই উচ্চাঙ্গের ভাষা ব্যবহার করেছেন। ফলে স্বল্প শিক্ষিত এ বিশাল সমাজের নিকট এ মর্মার্থ যেমন রয়ে গেছে দুর্বোধ্য, তেমনি এর মর্মার্থ বোঝার ব্যাপারেও দেখা যায় উদাসীনতা। আল-কুরআনের অনুবাদকে সহজ সরল ভাষায় এবং সহীহ আক্বীদা অনুযায়ী অনুবাদের দিক দিয়ে তাওহীদ পাবলিকেশন্স প্রকাশিত “তাফসীর তাইসীরুল কুরআন” অনন্য। হাজারো সহীহ আক্বীদা ও মানহাজের অনুসারীগণ এই অনুবাদের উপর নির্ভর করে থাকেন। মানব ও জ্বিন জাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা কুরআন অবতীর্ণ করেছেন। যা অতি সহজ, সরল, সুষ্পষ্ট, মর্মস্পর্শী ও মু’জিযা সম্বলিত একমাত্র আসমানী গ্রন্থ। আল-কুরআন আরবী ভাষায় নাযিলকৃত। অধিকাংশ বাংলাভাষীর পক্ষে বাংলা অনুবাদ ছাড়া কুরআন বুঝার উপায় নেই। এ পর্যন্ত বহু আলিম এ গ্রন্থটির বঙ্গানুবাদ করলেও তাঁরা অনেকেই উচ্চাঙ্গের ভাষা ব্যবহার করেছেন। ফলে স্বল্প শিক্ষিত এ বিশাল সমাজের নিকট এ মর্মার্থ যেমন রয়ে গেছে দুর্বোধ্য, তেমনি এর মর্মার্থ বোঝার ব্যাপারেও দেখা যায় উদাসীনতা। আল-কুরআনের অনুবাদকে সহজ সরল ভাষায় এবং সহীহ আক্বীদা অনুযায়ী অনুবাদের দিক দিয়ে তাওহীদ পাবলিকেশন্স প্রকাশিত “তাফসীর তাইসীরুল কুরআন” অনন্য। হাজারো সহীহ আক্বীদা ও মানহাজের অনুসারীগণ এই অনুবাদের উপর নির্ভর করে থাকেন। এটিরই পিডিএফ ভার্সন আপলোড করা হচ্ছে। বইটি স্ক্যান, এডিট করতে যারা সহযোগীতা করছেন আল্লাহ যেনো তাদের কবুল করেন।
- কুরআনের এই অনুবাদটি সহজ সরল ভাষায় চলিত ভাষায় লিখিত।
- কুরআনের আরবী ফন্ট তুলনামূলক বেশী সহজ ও স্পষ্ট।
- সহীহ আক্বীদা ও মানহাজ অনুসরণ করে অনুবাদ যুক্ত করা হয়েছে। বেশ কয়েকজন আলিমগণ দ্বারা সম্পাদিত। বিশেষ করে আল্লাহর সিফাত সম্পর্কিত আয়াতগুলোর অর্থ অবিকৃত রাখা হয়েছে।
- বিশেষ বিশেষ আয়াতের ক্ষেত্রে বুঝার জন্য হাদীস পেশ করা হয়েছে।
- হাদীসগুলোর নম্বর উল্লেখ করা হয়েছে।
- আল-কুরআনুল কারীমের বিষয়ভিত্তিক ধারাবাহিক সূচীপত্র প্রস্তুত করা হয়েছে। যেখানে প্রায় আড়াই হাজার বিষয়ে প্রথমে সূরা নম্বর ও পরে আয়াত নম্বর উল্লেখ করা হয়েছে।
- বাংলা বিষয়সূচীর সাথে সাথে আরবী ভাষাতেও বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে এবং আরবী বাক্যের হারাকাত দিয়ে সর্বসাধারণ ও শিক্ষার্থীদের পাঠোপোযোগী করা হয়েছে।
- বইটিতে ইন্টারেকটিভ লিংক যুক্ত করা হয়েছে।
বিষয়সূচীর বিন্যাস পদ্ধতি:
- আল-কুরআনুল কারীমের বিষয়গুলোকে ১৪টি পর্বে ভাগ করা হয়েছে।
- প্রতিটি পর্বে একাধিক অধ্যায় রয়েছে।
- প্রতিটি অধ্যায়ে একাধিক অনুচ্ছেদ রয়েছে।
- অধিকাংশ অনুচ্ছেদ ১।, ২। ৩। এভাবে একাধিক ধারা রয়েছে।
- অধিকাংশ ধারায় /১, /২ এভাবে একাধিক উপ-ধারা রয়েছে। যেমন ১। ধারায় ১/১, ১/২, ১/৩ ইত্যাদি
- অধিকাংশ উপ-ধারায় রয়েছে ক), খ), গ), ঘ) এভাবে বর্ণধারা।
- কোন কোন বর্ণধারাকে বন্ধনীর মাধ্যমে পুনরায় (১), (২), (৩) এভাবে সাজানো হয়েছে।
তাফসীর তাইসীরুল কুরআন বই গুলো আপনার প্রয়োজন হলে নিচে Leave a Reply এ গিয়ে Comment করুন । Enter your comment here… এখানে বিস্তারিত লিখুন, তাহলে আমরা আপনাকে বইটি পাঠিয়ে দিব, ইনশাআল্লাহ।
Leave a Reply