ঈমান (বিশ্বাস)

ঈমান (বিশ্বাস)

ঈমান (বিশ্বাস) >> মিশকাতুল মাসাবীহ এর মুল সুচিপত্র দেখুন

পর্বঃ ১, ঈমান [বিশ্বাস]

পর্বঅধ্যায়বিষয়হাদিস সংখ্যা
১-৫ঈমান (বিশ্বাস) পর্ব(২-১৯৭)=১৯৬
ঈমান (বিশ্বাস)
কবিরা গুনাহ ও মুনাফিকির নিদর্শন
সন্দেহ সংশয় ও কুমন্ত্রনা
তকদিরের প্রতি ঈমান
কবরের আজাব
কিতাব ও সুন্নাহকি সুদির ভাবে আক্রে ধরা

ভুমিকা

মিশকাতুল মাসাবীহ হাদীস গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। আমাদের উপমহাদেশে এটা বেশ জনপ্রিয় তাই মাদ্রাসাগুলোতে পড়ানো হয়।  বিশিষ্ট হাদীস গ্রন্থকার শাইখ ওয়ালীউদ্দীন মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ওরফে খতীব তাবরেযীর ‘মিশকাতুল মাসাবীহ” আসলে মুহাদ্দিস মুহীউস সুন্নাহ বাগাভী (রহমাতুল্লাহ আলাইহি)-এর ‘মাসাবীহুস সুন্নাহ’ গ্রন্থের বর্ধিত ও পরিমার্জিত সংস্করণ।

মিশকাত শরীফ সর্ম্পকে গুরুত্বপূর্ণ তথ্য:

এতে সহীহ বুখারী ও মুসলিম ছাড়াও অন্যান্য প্রায় সকল হাদীস বই থেকে হাদীস বিষয় ভিত্তিক এনে সংকলিত করা হয়েছে। মিশকাত শরীফে কোন অধ্যায়ে সাধারণত তিনটি পরিচ্ছেদ থাকে।

প্রথম পরিচ্ছেদে এ শুধুমাত্র সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদীস উল্লেখিত থাকে।

দ্বিতীয় পরিচ্ছেদে থাকে অন্যান্য সহিহ হাদীস গ্রন্থ যেমন তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ, মুসনাদ আহমাদ , মুয়াত্তা মালিক, প্রভৃতি গ্রন্থ থেকে উল্লেখিত হাদীস। তবে এগুলোর সনদের দিক থেকে শক্ত হাদীস গুলো এই পরিচ্ছেদে প্রাধান্য পায়।

তৃতীয় পরিচ্ছেদে দুর্বল সনদের হাদীসের প্রাধান্য বেশী। এ পরিচ্ছেদে দারে কুতনী, বায়হাকী, শারহুস সুন্নাহ, রাযীন, দারেমী প্রভৃতি হাদীস গ্রন্থের হাদীসের প্রাধান্য বেশী


Posted

in

by

Comments

Leave a Reply