মনিবের ঘর ছেড়ে ক্রীতদাসের পলায়ন নিষিদ্ধ

মনিবের ঘর ছেড়ে ক্রীতদাসের পলায়ন নিষিদ্ধ

মনিবের ঘর ছেড়ে ক্রীতদাসের পলায়ন নিষিদ্ধ >> রিয়াদুস সালেহীন  হাদিস শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে রিয়াদুস সালেহীন হাদিস শরীফ এর একটি পরিচ্ছেদের হাদিস পড়ুন

পরিচ্ছেদ – ৩৪৯ : মনিবের ঘর ছেড়ে ক্রীতদাসের পলায়ন নিষিদ্ধ

1/1777 عَنْ جَرِيرٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «أَيُّمَا عَبْدٍ أَبَقَ، فَقَدْ بَرِئَتْ مِنْهُ الذِّمَّةُ». رواه مسلم

১/১৭৭৭। জারীর ইবনি আব্দুল্লাহ রাঃআঃ হইতে বর্ণিত, তিনি বলেন, রসূল সাঃআঃ বলেছেন, ‘‘যে গোলামই মনিবের ঘর ছেড়ে পলায়ন করে, তার ব্যাপারে সব রকম ইসলামী দায়-দায়িত্ব শেষ হয়ে যায়।’’ [মুসলিম] [1]

2/1778 وَعَنْهُ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم : «إِذَا أَبَقَ العَبْدُ، لَمْ تُقْبَلْ لَهُ صَلاَةٌ». رواه مسلم، وفي روايةٍ: «فَقَدْ كَفَرَ». ২/১৭৭৮। উক্ত রাবী রাঃআঃ কর্তৃক বর্ণিত, নবী সাঃআঃ বলেছেন, ‘‘যখন কোন গোলাম পলায়ন করিবে, তখন তার নামায কবুল হইবে না।’’ [মুসলিম][2] অন্য বর্ণনা মতে, ‘‘সে কুফরি করিবে।’’


[1] মুসলিম ৬৮-৭০, ৪০৪৯-৪০৫৬, আবূ দাউদ ৪৩৬০, আহমাদ ১৮৬৭৪, ১৮৭২৭, ১৮৭৪০, ১৮৭৫৪

[2] মুসলিম ৬৮-৭০, ৪০৪৯-৪০৫৬, আবূ দাউদ ৪৩৬০, আহমাদ ১৮৬৭৪, ১৮৭২৭, ১৮৭৪০, ১৮৭৫৪

Comments

One response to “মনিবের ঘর ছেড়ে ক্রীতদাসের পলায়ন নিষিদ্ধ”

Leave a Reply