কবর পাকা করা ও তার উপর ইমারত নির্মাণ করা নিষেধ
কবর পাকা করা ও তার উপর ইমারত নির্মাণ করা নিষেধ >> রিয়াদুস সালেহীন হাদিস শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে রিয়াদুস সালেহীন হাদিস শরীফ এর একটি পরিচ্ছেদের হাদিস পড়ুন
পরিচ্ছেদ – ৩৪৮ : কবর পাকা করা ও তার উপর ইমারত নির্মাণ করা নিষেধ
1/1776 عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: نَهَى رَسُول اللهِ صلى الله عليه وسلم أَن يُجَصَّصَ القَبْرُ، وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ، وَأَنْ يُبْنَى عَلَيْهِ . رواه مسلم
১/১৭৭৬। জাবের রাঃআঃ হইতে বর্ণিত, তিনি বলেন, ‘নবী সাঃআঃ কবর পাকা করিতে, তার উপর বসতে এবং তার উপর ইমারত নির্মাণ করিতে বারণ করিয়াছেন।’ [মুসলিম] [1]
[1] মুসলিম ৯৭০, তিরমিযী ১০৫২, নাসায়ী ২০২৭-২০২৯, আবূ দাউদ ৩২২৫, ইবনু মাজাহ ১৫৬২, ১৫৬৩, আহমাদ ১৩৭৩৫, ১৪১৫৫, ১৪২৩৭, ১৪৮৬২
Leave a Reply