মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ

মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ

মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ >> মিশকাতুল মাসাবীহ এর মুল সুচিপত্র দেখুন

পর্বঃ ১১, অধ্যায়ঃ ১৫

  • অধ্যায়ঃ ১৫. প্রথম অনুচ্ছেদ
  • অধ্যায়ঃ ১৫. দ্বিতীয় অনুচ্ছেদ
  • অধ্যায়ঃ ১৫. তৃতীয় অনুচ্ছেদ

অধ্যায়ঃ ১৫. প্রথম অনুচ্ছেদ

২৭২৮. আলী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, কুরআন ও এ সহীফায় [পুস্তকে] যা আছে তা ছাড়া অন্য কোন কিছু রাসুলুল্লাহ সাঃআঃ-এর কাছ থেকে আমরা লিখে রাখিনি। তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ মাদীনাহ্ হারাম [অর্থাৎ- সম্মানিত বা পবিত্র] আয়র হইতে সওর পর্যন্ত। যে ব্যক্তি এতে কোন বিদ্আত [অসৎ প্রথা] চালু করিবে অথবা বিদ্আত চালুকারীকে আশ্রয় দেবে তার ওপর আল্লাহ ও মালায়িকাহ্ [ফেরেশতাগণ] এবং সকল মানুষেরই অভিসম্পাত। তার ফরয বা নফল কিছুই কবূল [গ্রহণযোগ্য] হবে না। সকল মুসলিমের প্রতিশ্রুতি বা দায়িত্ব এক; তাদের ক্ষুদ্র ব্যক্তিও তার চেষ্টা করিতে পারে। যে কোন মুসলিমের প্রতিশ্রুতি ভঙ্গ করে তার ওপর আল্লাহ ও মালায়িকাহ্ এবং সকল মানুষেরই অভিসম্পাত। তার ফরয ও নফল কোনটিই গৃহীত হবে না। আর যে নিজের মালিকের অনুমতি ছাড়া অন্য সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব [সম্পর্ক] স্থাপন করে তার ওপর আল্লাহর ও মালায়িকাহ্র এবং সকল মানুষেরই অভিসম্পাত। তার ফরয বা নফল কোনটিই গৃহীত হবে না। [বোখারী, মুসলিম]

বোখারী ও মুসলিমের আর এক বর্ণনায় আছে, যে ব্যক্তি নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে স্বীকার করেছে অথবা যে ক্রীতদাস নিজের মালিক ছাড়া অন্যকে মালিক বলে গ্রহণ করেছে তার ওপর আল্লাহর, মালায়িকাহ্র এবং সকল মানুষেরই অভিসম্পাত। তার কোন ফরয বা নফল কোনটাই গৃহীত হবে না।{১}

{১} সহীহ : বোখারী ৩১৭২, মুসলিম ১৩৭০, তিরমিজি ২১২৭, আহমাদ ৬১৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৯৫১, সহীহ আল জামি ৬৬৮৩, সহীহ আত তারগীব ১৯৮৬। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭২৯. সাদ ইবনি আবু ওয়াক্কাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ আমি মাদীনার দু সীমানার মধ্যবর্তী জায়গাকে হারাম ঘোষণা করছি- এর বৃক্ষলতা কাটা যাবে না এবং এর শিকার করা যাবে না। তিনি [সাঃআঃ] আরো বলেন, মাদীনাহ্ ঐসব লোকের জন্য কল্যাণকর, যদি তারা বুঝতে পারে। যে ব্যক্তি অনাগ্রহী হয়ে মাদীনাহ্ ত্যাগ করিবে, তার বদলে আল্লাহ তাআলা তার চেয়েও উত্তম ব্যক্তিকে সেখানে স্থান দেবেন। যে ব্যক্তি মাদীনার অভাব-অনটন ও বিপদাপদে ধৈর্যধারণ করে অটুট থাকিবে, ক্বিয়ামাতের দিন আমি তার জন্য সাক্ষী ও সুপারিশকারী হবো।

[মুসলিম]{১}, {১} সহীহ : মুসলিম ১৩৬৩, ইবনি আবী শায়বাহ্ ৩৬২২০, আহমাদ ১৫৭৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৯৬১, সহীহ আল জামি ২৪৪৮, সহীহ আত তারগীব ১১৮৮। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৩০. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ আমার উম্মাতের মধ্যে যে ব্যক্তি মাদীনায় অভাব-অনটন ও বিপদাপদে ধৈর্যধারণ করিবে আমি অবশ্যই ক্বিয়ামাতের দিন তার জন্য সুপারিশকারী হবো। [মুসলিম]{১}

{১} সহীহ : মুসলিম ১৩৭৮, আহমাদ ৯১৬১, সহীহ ইবনি হিব্বান ৩৭৩৯, সহীহ আত তারগীব ১১৮৬। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৩১. {আবু হুরাইরাহ [রাদি.]] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, লোকেরা যখন গাছের প্রথম ফল দেখতো তখন নবী সাঃআঃ-এর কাছে হাযির করতো। যখন তিনি [সাঃআঃ] এ ফল গ্রহণ করিতেন, তখন বলিতেন, আল্লাহ! আমাদের ফলে [শস্য-ফসলে] বারাকাত দান কর এবং আমাদের এ শহরে বারাকাত দান কর। আমাদের সা-তে বারাকাত দান কর, আমাদের মুদ-এ [মাপার যন্ত্র বা পাত্রে] বারাকাত দান কর। হে আল্লাহ! নিশ্চয়ই ইব্রাহীম [আঃ] তোমার বান্দা, তোমার বন্ধু ও তোমার নবী। আর আমিও তোমার বান্দা ও নবী। তিনি মক্কার জন্য তোমার কাছে দুআ করিয়াছেন, আর আমিও মাদীনার জন্য তোমার কাছে দুআ করছি, যেভাবে তিনি মক্কার জন্য তোমার কাছে দুআ করিয়াছেন। বর্ণনাকারী {আবু হুরাইরাহ [রাদি.]] বলেন, অতঃপর তিনি [সাঃআঃ] সবচেয়ে ছোট শিশু সন্তানকে ডাকতেন এবং তাকে ঐ ফল [খেতে] দিতেন। [মুসলিম]{১}

{১} সহীহ : মুসলিম ১৩৭৩, মুয়াত্ত্বা মালিক ৩৩০৩, সহীহ ইবনি হিব্বান ৩৭৪৭, সহীহ আত তারগীব ১১৯৯। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৩. আবু সাঈদ আল খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নবী সাঃআঃ বলেছেনঃ ইব্রাহীম [আঃ] মাক্কাকে সম্মানিত করিয়াছেন এবং একে হারাম [পবিত্রতা] ঘোষণা করিয়াছেন, আর আমি মাদীনাকে এর দু সীমার মধ্যবর্তী স্থানকে যথাযথভাবে সম্মানে সম্মানিত করলাম। এতে রক্তপাত করা যাবে না, যুদ্ধের জন্য অস্ত্র গ্রহণ করা যাবে না, পশুর খাবার ছাড়া এতে কোন গাছপালার পাতা ঝরানো যাবে না। [মুসলিম]{১}

{১} সহীহ : মুসলিম ১৩৭৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৯৮২, সহীহ আল জামি ১২৭১। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৩৩. আমির ইবনি সাদ [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, [আমার পিতা] সাদ ইবনি আবু ওয়াক্কাস [রাদি.] সওয়ারীতে চড়ে তাহাঁর আক্বীক্বস্থ গৃহস্থলের দিকে যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন একটি ক্রীতদাস [মাদীনায়] একটি গাছ অথবা পাতা কাটছে বা ঝড়াচ্ছে। এতে তিনি কৃতদাসটির জামা-কাপড় ও অস্ত্রশস্ত্র কেড়ে নিলেন। অতঃপর সাদ মাদীনায় ফিরে আসলে ক্রীতদাসের মালিকগণ তার নিকট এসে তাদের দাসের কাছ থেকে কেড়ে নেয়া সমস্ত জিনিস ফিরিয়ে দিতে অনুরোধ করিলেন। তখন তিনি [সাদ] বললেন, রাসুলুল্লাহ সাঃআঃ আমাকে যা দান করিয়াছেন তা আমি ফিরিয়ে দেয়া হইতে আল্লাহর কাছে আশ্রয় চাই। আর তিনি তা ফিরিয়ে দিতে অস্বীকার করিলেন। [মুসলিম]{১}

{১} সহীহ : মুসলিম ১৩৬৪, সুনানুল সুবরা লিল বায়হাক্বী ৯৯৭২। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৩৪. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ মাদীনায় আসার পর আমার পিতা আবু বাকর ও [মুয়াযযিন] বিলাল [রাদি.] ভীষণ জ্বরে আক্রান্ত হলেন। আমি রাসুলুল্লাহ সাঃআঃ-এর কাছে গিয়ে তাঁকে তাদের অসুস্থতার খবর জানালে তিনি [সাঃআঃ] বললেন, হে আল্লাহ! তুমি আমাদের জন্য মাদীনাকে প্রিয় কর যেভাবে মক্কা আমাদের নিকট প্রিয় অথবা তার চেয়েও বেশি। হে আল্লাহ! তুমি মাদীনাকে আমাদের জন্য স্বাস্থ্যকর কর, আমাদের জন্য এর সা এবং মুদ-এ [পরিমাপ যন্ত্রে] বারাকাত দাও, এর জ্বরকে জুহফাহ্য় [হাওযের কিনারাসমূহে] স্থানান্তরিত করে দাও

। [বোখারী, মুসলিম]{১} {১} সহীহ : বোখারী ৩৯২৬, মুসলিম ১৩৭৬, আহমাদ ২৪২৮৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৫৯৪, সহীহ ইবনি হিব্বান ৩৭২৪, সহীহাহ্ ২৫৮৪, সহীহ আত তারগীব ১২০০। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৩৫. আব্দুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি মাদীনাহ্ সম্পর্কে নবী সাঃআঃ-এর স্বপ্নের কথা বর্ণনা করিতে গিয়ে বলেন, তিনি [সাঃআঃ] বলেছেনঃ আমি দেখলাম একটি এলোমেলো চুলবিশিষ্টা কালো মহিলা মাদীনাহ্ হইতে বের হয়ে মাহ্ইয়াআহ্ [নামক স্থানে] গিয়ে পৌঁছলো। তখন আমি এ স্বপ্নের করলাম যে, মাদীনার মহামারী মাহ্ইয়াআহ্ স্থানান্তরিত হয়ে গেলো। বর্ণনাকারী বলেন, [মাহ্ইয়াআহ্] হলো জুহফাহ্। [বোখারী]{১}

{১} সহীহ : বোখারী ৭০৩৯, তিরমিজি ২২৯০, ইবনি মাজাহ ৩৯২৪, ইবনি আবী শায়বাহ্ ৩০৪৮৩, আহমাদ ৫৮৪৯, মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৩৬. সুফিয়ান ইবনি আবু যুহায়র [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাঃআঃ-কে বলিতে শুনিয়াছি, ইয়ামান বিজিত হবে, সেখানে [মাদীনার] কিছু লোক [স্থায়ীভাবে] চলে যাবে এবং তাদের সাথে তাদের পরিবার-পরিজন ও অনুসারীদেরও নিয়ে যাবে। অথচ মাদীনাই তাদের জন্য উত্তম, যদি তারা বুঝতে পারতো। ঠিক এভাবেই শাম [সিরিয়া] দেশ বিজিত হবে, সেখানে কিছু লোক চলে যাবে তাদের পরিবার-পরিজন ও অনুসারীদেরকেও সাথে নিয়ে যাবে। অথচ মাদীনাহ্ হচ্ছে তাদের জন্য উত্তম, যদি তারা বুঝতে পারতো। অনুরূপভাবে ইরাক বিজিত হবে, সেখানে কিছু লোক চলে যাবে তাদের সাথে তাদের পরিবার-পরিজন ও অনুসারীদেরকেও নিয়ে যাবে। অথচ মাদীনাই হচ্ছে তাদের জন্য উত্তম, যদি তারা বুঝতে পারতো।

[বোখারী, মুসলিম]{১}, {১} সহীহ : বোখারী ১৮৭৫, মুসলিম ১৩৮৮, আহমাদ ২১৯১, মুয়াত্ত্বা মালিক ৩৩০৯/৬৬৩, সহীহ ইবনি হিব্বান ৬৬৭৩, সহীহ আল জামি ২৯৭২, সহীহ আত তারগীব ১১৯০। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৩৭. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ আমি এমন এক জনপদে হিজরতের জন্য আদিষ্ট হলাম যে জনপদ অন্য জনপদসমূহকে গ্রাস করিবে। লোকেরা একে ইয়াসরিব বলে, আর এটাই হলো মাদীনাহ্। মাদীনাহ্ মানুষকে খাঁটি করে। যেভাবে হাঁপর খাদ ঝেড়ে লোহাকে খাঁটি করে। [বোখারী , মুসলিম]{১}

{১} সহীহ : বোখারী ১৮৭১, মুসলিম ১৩৮২, মুয়াত্ত্বা মালিক ৩৩০৭, মুসান্নাফ আবদুর রায্যাক্ব ১৭১৬৫, আহমাদ ৭২৩২, সহীহ ইবনি হিব্বান ৩৭২৩, সহীহাহ্ ২৭৪, সহীহ আল জামি ১৩৭৮, মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৩৮. জাবির ইবনি সামুরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাঃআঃ-কে বলিতে শুনিয়াছি, তিনি [সাঃআঃ] বলেছেনঃ আল্লাহ তাআলা মাদীনার নাম রেখেছেন ত্ব-বাহ্ [পবিত্র]।

[মুসলিম]{১}, {১} সহীহ : মুসলিম ১৩৮৫, ইবনি আবী শায়বাহ্ ৩২৪২২, আহমাদ ২০৯১৬, সহীহ আল জামি ১৭৭৫।মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৩৯. জাবির ইবনি আব্দুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, এক বেদুঈন এসে রাসুলুল্লাহ সাঃআঃ-এর হাতে বায়আত করলো। অতঃপর মাদীনায় সে [বেদুঈন] জ্বরে পতিত হল। সে নবী সাঃআঃ-এর নিকট এসে বললো, হে মুহাম্মাদ! আমার বায়আত বাতিল করে দিন। রাসুলুল্লাহ সাঃআঃ অস্বীকার করিলেন। আবারও সে এসে বললো, হে মুহাম্মাদ! আমার বায়আত বাতিল করে দিন। এবারও রাসুলুল্লাহ সাঃআঃ তা করিতে অস্বীকৃতি জানালেন। আবারও সে এসে বললো, আমার বায়আত বাতিল করে দিন। এবারও তিনি [সাঃআঃ] তা করিতে অস্বীকৃতি জ্ঞাপন জানালেন। এরপর বেদুঈন মাদীনাহ্ ছেড়ে চলে গেলো। অতঃপর রাসুলুল্লাহ সাঃআঃ বললেনঃ মাদীনাহ্ হচ্ছে হাঁপরের মতো। যে এর খাদকে দূর করে দেয়, আর এর উত্তমটাকে খাঁটি করে।

[বোখারী, মুসলিম]{১}, {১} সহীহ : বোখারী ৭২০৯, মুসলিম ১৩৮৩, নাসায়ী ৪১৮৫, তিরমিজি ৩৯২০, মুয়াত্ত্বা মালিক ৩৩০৬, সহীহ ইবনি হিব্বান ৩৭৩২। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৪০. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ ক্বিয়ামাত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মাদীনাহ্ এর মন্দ লোকদেরকে দূর না করিবে, যেমনিভাবে হাঁপর লোহার খাদকে দূর করে দেয়। [মুসলিম]{১}

{১} সহীহ : মুসলিম ১৩৮১, সহীহ ইবনি হিব্বান ৩৭৩৪। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৪১. {আবু হুরাইরাহ [রাদি.]] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ মাদীনার দরজাসমূহে মালায়িকাহ্ [ফেরেশতাগণ] পাহারায় রয়েছেন। তাই এতে [মাদীনায়] মহামারী ও দাজ্জাল প্রবেশ করিতে পারবে না। [বোখারী, মুসলিম]{১}

{১} সহীহ : বোখারী ১৮৮০, মুসলিম ১৩৭৯, মুয়াত্ত্বা মালিক ৩৩২০, আহমাদ ৭২৩৪, সহীহ আল জামি ৪০২৯। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৪২. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ মক্কা মাদীনাহ্ ছাড়া এমন কোন শহর নেই, যেখানে দাজ্জালের পদচারণা [বিপর্যয়] হবে না। মক্কা মাদীনায় এমন কোন দরজা নেই যেখানে মালায়িকাহ্ [ফেরেশতাগণ] সারিবদ্ধ হয়ে পাহারা দিচ্ছে না। সুতরাং দাজ্জাল সাবিখাহ্য় পৌঁছবে। তখন মাদীনাহ্ ভূমিকম্পের মাধ্যমে তিনবার এর অধিবাসীদেরকে কাঁপিয়ে দিবে। আর এতে সকল কাফির মুনাফিক্ব মাদীনাহ্ ছেড়ে দাজ্জালের দিকে রওনা হয়ে যাবে।

[বোখারী, মুসলিম]{১}, {১} সহীহ : বোখারী ১৮৮১, মুসলিম ২৯৪৩, সহীহ ইবনি হিব্বান ৬৮০৩, সহীহ আল জামি ৫৪৩০। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৪৩. সাদ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ যে কেউই মাদীনাবাসীদের সাথে প্রতারণা করিবে সে গলে যাবে, যেভাবে লবণ পানিতে গলে যায়।

[বোখারী, মুসলিম]{১}, {১} সহীহ : বোখারী ১৮৭৭, মুসলিম ১৩৮৭, সহীহ আল জামি ৭৭৭৬, সহীহ আত তারগীব ১২১২। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৪৪. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নবী সাঃআঃ যখন কোন সফর হইতে আসার সময় মাদীনার দেয়াল দেখিতে পেতেন তখন নিজের আরোহীকে তাড়া করিতেন। আর যদি তিনি ঘোড়া বা খচ্চরের পিঠে থাকতেন, তবে মাদীনার ভালবাসার উচ্ছাসে ওকে নাড়া দিতেন

। [বোখারী]{১} ,{১} সহীহ : বোখারী ১৮৮৬, আহমাদ ১২৬১৯, সহীহ ইবনি হিব্বান ২৭১০। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৪৫. {আনাস [রাদি.]] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একবার নবী সাঃআঃ-এর উহুদ পাহাড় দৃষ্টিগোচর হলো। তিনি [সাঃআঃ] তা দেখে বললেন, এ পাহাড় আমাদেরকে ভালবাসে, আর আমরাও এ পাহাড়কে ভালবাসি। হে আল্লাহ! ইব্রাহীম [আঃ] মাক্কাকে সম্মানিত করিয়াছেন, আর আমি মাদীনার দু সীমানার মধ্যবর্তী স্থানকে সম্মানিত করলাম।

[বোখারী, মুসলিম]{১}, {১} সহীহ : বোখারী ২৮৮৯, মুসলিম ১৩৬৫, তিরমিজি ৩৯২২ মুয়াত্ত্বা মালিক ৩৩১৩, আহমাদ ১২৫১০, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৯৫৭। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৪৬. সাহল ইবনি সাদ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ উহুদ এমন একটি পাহাড়, যে পাহাড় আমাদেরকে ভালোবাসে আর আমরাও একে ভালোবাসি। [মুসলিম]{১}

{১} সহীহ : বোখারী ৪৪২২, মুসলিম ১৩৯২, সহীহ আল জামি ১৯১। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

অধ্যায়ঃ ১৫. দ্বিতীয় অনুচ্ছেদ

২৭৪৭. সুলায়মান ইবনি আবু আব্দুল্লাহ [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি সাদ ইবনি আবু ওয়াক্কাস [রাদি.] কে দেখলাম, তিনি জনৈক ব্যক্তির জামা-কাপড় কেড়ে নিয়েছেন, [কারণ] সে মাদীনার হারামে শিকার করছিল, যা রাসুলুল্লাহ সাঃআঃ হারাম [শিকার নিষিদ্ধ] করে দিয়েছিলেন। অতঃপর লোকটির অভিভাবকগণ এসে তার সাথে এ ব্যাপারে আলাপ করলে তিনি উত্তরে বললেন, রাসুলুল্লাহ সাঃআঃ এ হারামকে হারাম [সম্মানিত] ঘোষণা দিয়ে বলেছেন, যে ব্যক্তি এতে কাউকে শিকার করিতে দেখে সে যেন তার জামা-কাপড় ও অস্ত্র কেড়ে নেয়। তাই আমি তোমাদেরকে এমন খাবার ফিরিয়ে দিতে পারি না, যা রাসুলুল্লাহ সাঃআঃ আমাকে খেতে দিয়েছেন। তবে হ্যাঁ, তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে এর মূল্য দিতে পারি।

[আবু দাউদ]{১}, {১} সহীহ : তবে يصيد শব্দে মুনকার। মাহফূয হলো يقطعون শব্দে। আবু দাউদ ২০৩৭, আহমাদ ১৪৬০, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৯৭৬। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৪. সালিহ [রাহিমাহুল্লাহ] {তাওয়ামার মুক্তদাস] সাদ ইবনি আবু ওয়াক্কাস [রাদি.] হইতে বর্ণীতঃ

একদিন সাদ মাদীনার কিছু দাসকে মাদীনার কোন গাছ কাটতে দেখে তাদের আসবাবপত্র কেড়ে নিলেন। আর [তাদের অভিভাবকগণ ফেরত চাইলে] তিনি তাদেরকে বললেন, আমি রাসুলুল্লাহ সাঃআঃ-এর মাদীনার কোন গাছ-পালা কাটার নিষিদ্ধতার কথা শুনিয়াছি। তিনি [সাঃআঃ] বলেছেনঃ যে ব্যক্তি মাদীনার কোন গাছ কাটবে, তাকে যে ধরতে পারবে, সে তার জামা-কাপড় কেড়ে নেবে।

[আবু দাউদ]{১}, {১} সহীহ : আবু দাউদ ২০৩৮। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৪৯. যুবায়র ইবনুল আও্ওয়াম [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ ওয়াজ্জ-এর শিকার করা ও এর কাঁটাযুক্ত গাছ কেটে ফেলা আল্লাহর পক্ষ থেকে হারাম করা হারাম। {আবু দাউদ; মুহয়্যিইউস্ সুন্নাহ্ বলেন, وَجٌّ [ওয়াজ্জ] হলো ত্বয়িফের একটি অঞ্চল। ঈমাম খাত্ত্বাবী [রাহিমাহুল্লাহ] أَنَّهَا এর স্থলে إِنَّه বলেছেন।]{১}

{১} জইফ : আবু দাউদ ২০৩২, আহমাদ ১৪১৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৯৭৭, জইফ আল জামি ১৮৭৫। কারণ এর সনদে মুহাম্মাদ ইবনি আবদুল্লাহ ইবনি ইনসান একজন দুর্বল রাবী। এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

২৭৫০. আব্দুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ যে লোক মাদীনায় মৃত্যবরণ করিতে [সমর্থ হয়] পারে, সে যেন সেখানেই মৃত্যুবরণ করে; কেননা যে লোক মাদীনায় মৃত্যুবরণ করিবে আমি তার জন্যে [পরিপূর্ণরূপে] সুপারিশ করবো। [আহমাদ, তিরমিজি; তিরমিজি বলেছেন, হাদিসটি হাসান সহীহ, তবে সানাদ হিসেবে গরীব]{১}

{১} সহীহ : তিরমিজি ৩৯১৭, আহমাদ ৫৮১৮, সহীহাহ্ ৩০৭৩, সহীহ আল জামি ৬০১৫, সহীহ আত তারগীব ১১৯৩। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৫১. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ [ক্বিয়ামাতের সন্নিকটবর্তী সময়ে] ইসলামী জনপদসমূহের মধ্যে সর্বশেষে ধ্বংস হবে মাদীনাহ্। [তিরমিজি; তিনি বলেছেন, হাদিসটি হাসান গরীব]{১}

{১} জইফ : তিরমিজি ৩৯১৯, যঈফাহ্ ১৩০০, জইফ আল জামি ৪। কারণ এর সনদে জুনাদাহ্ ইবনি সুলাই একজন দুর্বল রাবী। এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

২৭৫২. জারীর ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি নবী সাঃআঃ হইতে বর্ণনা করেন, তিনি [সাঃআঃ] বলেছেনঃ আল্লাহ তাআলা আমার কাছে ওয়াহী নাযিল করেছিলেন যে, এ তিনটি জায়গায় যে কোনটিতে আপনি অবতরণ করিবেন সেটিই হবে আপনার হিজরতের স্থল- মাদীনাহ্, বাহরায়ন ও ক্বিন্নাস্‌রীন [দেশের নাম]। [তিরমিজি]{১}

{১} মাওযূ : তিরমিজি ৩৯২৩, মুজামুল কাবীর লিত্ব ত্ববারানী ২৪১৭, মুসতাদরাক লিল হাকিম ৪২৬৮, জইফ আল জামি ১৫৭৩। কারণ এর সনদে গয়লান একজন দুর্বল রাবী। এই হাদিসটির তাহকীকঃ জাল হাদিস

অধ্যায়ঃ ১৫. তৃতীয় অনুচ্ছেদ

২৭৫৩. আবু বাকরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি নবী সাঃআঃ হইতে বর্ণনা করেন, তিনি [সাঃআঃ] বলেছেনঃ মাদীনায় কক্ষনো মাসীহ দাজ্জালের আতঙ্ক বা ভীতি প্রবেশ করিতে পারবে না। তখন মাদীনায় সাতটি গেট থাকিবে এবং প্রতিটি গেটেই দুজন করে মালাক [ফেরেশতা] নিযুক্ত থাকিবেন। [বোখারী]{১}

{১} সহীহ : বোখারী ১৮৭৯, ইবনি আবী শায়বাহ্ ৩৪৭৮৩, আহমাদ ২০৪৪১, মুসতাদ্রাক লিল হাকিম ৮৬২৭, সহীহ ইবনি হিব্বান ৬৮০৫, সহীহ আল জামি ৭৬৭৮। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৫৪. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি নবী সাঃআঃ হইতে বর্ণনা করেন, তিনি [সাঃআঃ] এই দুআ করিয়াছেন, আল্লা-হুম্মাজ্আল বিল মাদীনাতি যিফাই মা- জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাহ্ [অর্থাৎ- হে আল্লাহ! তুমি মাক্কায় যে বারাকাত দান করেছো মাদীনায় তার দ্বিগুণ বারাকাত দান কর।]। [বোখারী, মুসলিম]{১}

{১} সহীহ : বোখারী ১৮৮৫, মুসলিম ১৩৬৯, আহমাদ ১২৪৫২, সহীহাহ্ ৩৯৯৭, সহীহ আল জামি ১২৫৬, সহীহ আত তারগীব ১২০৩। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৭৫৫. উমার ইবনুল খাত্ত্বাব [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি [সাঃআঃ] বলেছেনঃ যে ব্যক্তি কেবল আমার উদ্দেশেই এসে আমার কবর যিয়ারত করিবে, ক্বিয়ামাতের দিন সে আমার পাশে থাকিবে। আর যে ব্যক্তি মাদীনাতে বসবাস করিবে এবং মুসীবাতে ধৈর্য ধারণ করিবে, ক্বিয়ামাতের দিন আমি তার জন্য সাক্ষী ও সুপারিশকারী হবো। আর যে ব্যক্তি দু হারামের কোন একটিতে মৃত্যুবরণ করিবে, ক্বিয়ামাতের দিন আল্লাহ তাআলা তাকে বিপদমুক্তদের মধ্যে অন্তর্ভুক্ত করে উঠাবেন।{১}

{১} সানাদ জইফ : শুআবুল ঈমান ৩৮৫৬। কারণ এর সনদে খাত্ত্বাব বংশের জনৈক ব্যক্তি একজন অপরিচিত রাবী। এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

২৭৫৬.আব্দুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি মারফূ হিসেবে নবী সাঃআঃ হইতে বর্ণনা করেন, তিনি [সাঃআঃ] বলেছেনঃ যে ব্যক্তি আমার মৃত্যুর পর হজ্জ সম্পন্ন করে আমার [কবর] যিয়ারত করিবে, সে ঐ ব্যক্তির ন্যায় যে আমার জীবিতাবস্থায় আমার সাথেই যিয়ারত করেছে। [অত্র হাদিস দুটি ঈমাম বায়হাক্বী শুআবুল ঈমান-এ বর্ণনা করিয়াছেন]{১}

{১} মাওযূ : মুজামুল আওসাত লিত্ব ত্ববারানী ৩৩৭৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০২৭৪, শুআবুল ঈমান ৩৮৫৭, যঈফাহ্ ৪৭। কারণ এর সনদে লায়স ইবনি আবী সুলায়ম একজন দুর্বল রাবী। এই হাদিসটির তাহকীকঃ জাল হাদিস

২৭৫৭. ইয়াহ্ইয়া ইবনি সাঈদ [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একবার রাসুলুল্লাহ সাঃআঃ বসেছিলেন, এমন সময় মাদীনায় একটি কবর খোঁড়া হচ্ছিল। তখন জনৈক ব্যক্তি ক্ববরে উঁকি মেরে বললো, মুমিনের জন্য কি এটা মন্দ স্থান? এ কথা শুনে রাসুলুল্লাহ সাঃআঃ বললেনঃ তুমি কি খারাপ কথাই না বললে! লোকটি তখন বললো, হে আল্লাহর রসূল! আমি কথাটি এ উদ্দেশে বলিনি, বরং আমার কথা বলার অর্থ হলো, সে আল্লাহর পথে বিদেশে এসে কেন শাহীদ হলো না [অর্থাৎ- মাদীনায় মৃত্যুবরণ করিল এবং এখানে কবরস্থ হইতে চলল]? তখন রাসুলুল্লাহ সাঃআঃ বললেন, হ্যাঁ, আল্লাহর পথে শাহীদ হবার মতো সমতুল্য আর অন্য কিছুই সম্ভব নয়। তবে মনে রাখবে, আল্লাহর জমিনে এমন কোন জায়গা নেই, যেখানে আমার কবর হওয়া মাদীনার চেয়ে আমার কাছে প্রিয়তম হইতে পারে। এ কথাটি তিনি [সাঃআঃ] তিনবার বললেন। {ঈমাম মালিক [রাহিমাহুল্লাহ] হাদিসটি মুরসাল হিসেবে বর্ণনা করিয়াছেন]{১}

{১} মুয়াত্ত্বা মালিক ১৬৭৮। সানাদটি মুরসাল। এই হাদিসটির তাহকীকঃ মুরসাল

২৭৫৮. আব্দুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, উমার ইবনুল খাত্ত্বাব [রাদি.] বলেছেন, আমি রাসুলুল্লাহ সাঃআঃ-কে [হজের সফরে] আক্বীক্ব উপত্যকায় বলিতে শুনিয়াছি, তখন তিনি [সাঃআঃ] বলেছেন, এ রাতে আমার রবের পক্ষ হইতে আমার কাছে এক আগন্তুক এসে বললো, আপনি এ বারাকাতময় উপত্যকায় [দু রাক্আত নফল] সালাত আদায় করুন এবং বলুন, উমরা হজ্জের মধ্যে গণ্য। অন্য এক বর্ণনায় আছে, একে উমরা ও হজ্জ বলুন। [বোখারী]{১}

{১} সহীহ : বোখারী ১৫৩৪, আবু দাউদ ১৮০০, ইবনি মাজাহ ২৯৭৬, আহমাদ ১৬২, সহীহ ইবনি খুযায়মাহ্ ২৬১৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৮৪৯, সহীহ আল জামি ৫৮, সহীহ আত তারগীব ১২১১। মদিনার হারামকে আল্লাহ তায়ালা কর্তৃক সংরক্ষণ -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস


Posted

in

by

Comments

Leave a Reply