হজ্জে বাঁধা গ্রস্থ হলে এবং হজ্জ ছুটে গেলে
হজ্জে বাঁধা গ্রস্থ হলে এবং হজ্জ ছুটে গেলে >> মিশকাতুল মাসাবীহ এর মুল সুচিপত্র দেখুন
পর্বঃ ১১, অধ্যায়ঃ ১৩
- অধ্যায়ঃ ১৩. প্রথম অনুচ্ছেদ
- অধ্যায়ঃ ১৩. দ্বিতীয় অনুচ্ছেদ
অধ্যায়ঃ ১৩. প্রথম অনুচ্ছেদ
২৭০৭. আবদুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ [৬ষ্ঠ হিজরীতে কুরায়শদের দ্বারা উমরা করিতে গিয়ে] বাধাপ্রাপ্ত হলেন। তখন তিনি [সাঃআঃ] মাথা মুণ্ডন করিলেন, স্ত্রীদের সাথে মেলামেশা করিলেন এবং কুরবানীর পশু যাবাহ করিলেন। অতঃপর পরবর্তী বছর [কাযা হিসেবে] উমরা আদায় করিলেন।
[বোখারী]{১},{১} সহীহ : বোখারী ১৮০৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০০৮৩। হজ্জে বাঁধা গ্রস্থ হলে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
২৭০৮. আব্দুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাঃআঃ-এর সাথে [উমরা করিতে] বের হলাম। কুরায়শ কাফিররা আমাদের ও বায়তুল্লাহর মধ্যে [হুদায়বিয়ায়] প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। তাই নবী সাঃআঃ সেখানে নিজের কুরবানীর পশুগুলো যাবাহ করিলেন, মাথা মুণ্ডন করিলেন এবং তাহাঁর সাথীগণ মাথার চুল ছাটলেন।
[বোখারী]{১}, {১} সহীহ : বোখারী ১৮১২, নাসায়ী ২৮৫৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০০৭৯। হজ্জে বাঁধা গ্রস্থ হলে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
২৭০৯. মিস্ওয়ার ইবনি মাখরামাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল¬াহ সাঃআঃ মাথা মুন্ডনের আগে পশু যাবাহ করিয়াছেন এবং এভাবে করার জন্য সাহাবীগণকে আদেশ করিয়াছেন।
[বোখারী]{১},{১} সহীহ : বোখারী ১৮১১, ইরওয়া ১১২১, আহমাদ ১৮৯২০। হজ্জে বাঁধা গ্রস্থ হলে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
২৭১০. আব্দুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, তোমাদের জন্য রসূলুল¬াহ সাঃআঃ এর সুন্নাত কি যথেষ্ট নয়? তিনি [সাঃআঃ] বলেছেন, যদি তোমাদের কাউকে [আরাফার অবস্থান হইতে] হজে আটকে রাখা হয় তবে সে বায়তুল্লাহর তাওয়াফ ও সাফা মারওয়ায় সাঈ করিবে। অতঃপর আগামী বছরে হজ্জ করা পর্যন্ত সব জিনিস হইতে হালাল হয়ে যাবে। [সাঈর পর] সে কুরবানীর পশু যাবাহ করিবে অথবা যদি কুরবানীর পশু না পায় তবে সিয়াম পালন করিবে।
[বোখারী]{১}, {১} সহীহ : বোখারী ১৮১০, নাসায়ী ২৭৬৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০১২৩। হজ্জে বাঁধা গ্রস্থ হলে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
২৭১১. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, একবার রসূলুল¬াহ সাঃআঃ [আপন চাচাতো বোন] যুবাআহ্ বিনতুয্ যুবায়র-এর নিকট এসে বললেন, মনে হয় তুমি হজ্জ পালনের ইচ্ছা পোষণ করো। তিনি [যুবাআহ্] বললেন, আল্লাহর কসম! [হ্যাঁ, কিন্তু] আমি তো অধিকাংশ সময় অসুস্থ হয়ে পড়ি। তখন তিনি [সাঃআঃ] তাকে বললেন, হজ্জের নিয়্যাত করে ফেলো এবং শর্ত করে বলো, হে আল্লাহ! তুমি আমাকে [অসুখের কারণে] যেখানেই আটকে ফেলবে সেখানেই আমি হালাল হয়ে যাবো।
[বোখারী ও মুসলিম]{১}, {১} সহীহ : বোখারী ৫০৮৯, মুসলিম ১২০৭, মুজামুল কাবীর লিত্ব ত্ববারানী ৮৩৫, ইরওয়া ১০০৯, সহীহ ইবনি হিব্বান ৯৭৩, নাসায়ী ২৭৬৮, আহমাদ ২৫৬৫৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০১০৪। হজ্জে বাঁধা গ্রস্থ হলে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
অধ্যায়ঃ ১৩. দ্বিতীয় অনুচ্ছেদ
২৭১২. আব্দুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল¬াহ সাঃআঃ তাহাঁর সাহাবীগণকে হুদায়বিয়ার বছরে তারা যে পশু কুরবানী করেছিলেন [পরের বছর] কাযা উমরার সময় তার বদলে অন্য পশু কুরবানীর হুকুম দিয়েছিলেন।
[আবু দাউদ]{১}, {১} জইফ : আবু দাউদ ১৮৬৪, মুসতাদ্রাক লিল হাকিম ১৭৮৬। কারণ এর সনদে মুহাম্মাদ ইবনি ইসহাক একজন মুদাল্লিস রাবী। এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
২৭১৩, হাজ্জাজ ইবনি আমর আল আনসারী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল¬াহ সাঃআঃ বলেছেনঃ যার হাড় ভেঙ্গে গেছে অথবা খোঁড়া হয়ে গেছে সে হালাল হয়ে গেছে। তবে পরের বছর তার ওপর হজ্জ করা অত্যাবশ্যক। {তিরমিজি, আবু দাউদ, নাসায়ী, ইবনি মাজাহ ও দারিমী; কিন্তু আবু দাউদ আরেক বর্ণনায় আরো বেশি বলেছেন, তিনি [সাঃআঃ] বলেছেনঃ অথবা রোগাক্রান্ত হয়েছে। তিরমিজি বলেন, হাদিসটি হাসান। ঈমাম বাগাবী মাসাবীহ গ্রন্থে বলেন, হাদিসটি দুর্বল।]{১}
{১} সহীহ : আবু দাউদ ১৮৬২, ১৮৬৩, তিরমিজি ৮৯০, নাসায়ী ২৮৬১, ইবনি মাজাহ ৩০৭৭, মুসতাদ্রাক লিল হাকিম ১৭২৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০০৯৯, আহমাদ ১৫৭৩১, দারিমী ১৯৩৬, সহীহ আল জামি ৬৫২১.,হজ্জে বাঁধা গ্রস্থ হলে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
২৭১৪. আবদুর রহমান ইবনি ইয়ামুর আদ্ দায়লী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি নবী সাঃআঃ-কে বলিতে শুনিয়াছি আরাফাই হচ্ছে হজ্জ/হজ। যে ব্যক্তি আরাফায় মুযদালিফার রাতে [৯ যিলহজ্জ শেষ রাতে] ভোর হবার আগে আরাফাতে পৌঁছতে পেরেছে সে হজ্জ পেয়ে গেছে। মিনায় অবস্থানের সময় হলো তিনদিন। যে দুই দিনে তাড়াতাড়ি মিনা হইতে ফিরে আসলো তার গুনাহ হলো না। আর যে [তিনদিন পূর্ণ করে] দেরী করিবে তারও গুনাহ হলো না। [তিরমিজি, আবু দাউদ, নাসায়ী, ইবনি মাজাহ ও দারিমী; তিরমিজি বলেছেন, হাদিসটি হাসান সহীহ]{১}
{১} সহীহ : আবু দাউদ ১৯৪৭, নাসায়ী ৩০৪৪, ৩০১৬, তিরমিজি ৮৮৯, ইবনি মাজাহ ৩০১৫, আহমাদ ১৮৭৭৪, দারিমী ১৯২৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৪৬৭, সহীহ ইবনি হিব্বান ৩৮৯২। –
{বিঃ দ্রঃ এ অধ্যায়ে তৃতীয় অনুচ্ছেদ নেই [هٰذَا الْبَابُ خَالٍ عَنِ الْفَصْلِ الثَّالِثِ]]
হজ্জে বাঁধা গ্রস্থ হলে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
Leave a Reply