কোরবানির পশু কেমন হতে হবে

কোরবানির পশু কেমন হতে হবে

কোরবানির পশু কেমন হতে হবে >> মিশকাতুল মাসাবীহ এর মুল সুচিপত্র দেখুন

পর্বঃ ১১, অধ্যায়ঃ ৭

  • অধ্যায়ঃ ৭. প্রথম অনুচ্ছেদ
  • অধ্যায়ঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ
  • অধ্যায়ঃ ৭. তৃতীয় অনুচ্ছেদ

অধ্যায়ঃ ৭. প্রথম অনুচ্ছেদ

২৬২৭. আব্দুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ যুলহুলায়ফায় যুহরের সালাত আদায় করিলেন। এরপর তাহাঁর কুরবানীর পশু আনালেন এবং এর কুঁজের ডান দিকে ফেঁড়ে দিলেন ও এর রক্ত মুছে ফেলে গলায় দুটি জুতার মালা পরিয়ে দিলেন। অতঃপর তিনি [সাঃআঃ] তাহাঁর সওয়ারীতে উঠে বসলেন। তারপর [সামনে গিয়ে] বায়দাতে বাহন সোজা হয়ে দাঁড়ালে তিনি [সাঃআঃ] হজ্জের তালবিয়াহ্ [লাব্বায়কা] পাঠ করিলেন।

[মুসলিম]{১},{১} সহীহ : মুসলিম ১২৮৩, নাসায়ী, আহমাদ ৩১৪৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৮১৫। কোরবানির পশু কেমন হতে হবে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৬২৮. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একবার নবী সাঃআঃ বায়তুল্লাহর কুরবানীর পশু হিসেবে একপাল ছাগল [ভেড়া] পাঠালেন এবং এগুলোর গলায় [জুতার] মালা পরিয়ে দিলেন।

[বোখারী ও মুসলিম]{১}, {১} সহীহ : মুসলিম ১৩২১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০১৮০। কোরবানির পশু কেমন হতে হবে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৬২৯. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ কুরবানীর দিন [মিনায়] আয়িশাহ্ [রাদি.]-এর পক্ষ হইতে একটি গরু কুরবানী করেছিলেন। [মুসলিম]{১}

{১} সহীহ : মুসলিম ১৩১৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০২২২। কোরবানির পশু কেমন হতে হবে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৬৩০. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নবী সাঃআঃ নিজ হাতে তাহাঁর স্ত্রীদের পক্ষ হইতে একটি গরু কুরবানী দিয়েছিলেন।

[মুসলিম]{১}, {১} সহীহ : মুসলিম ১৩১৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৭৭৯। কোরবানির পশু কেমন হতে হবে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৬৩১.আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি আমার নিজ হাতে নবী সাঃআঃ-এর কুরবানীর পশু উটের মালা তৈরি করেছি। অতঃপর তিনি [সাঃআঃ] তা পশুদের গলায় পরিয়েছেন এবং এগুলোর কুঁজ ফেঁড়ে দিয়েছেন। তারপর এগুলোকে কুরবানীর পশু হিসেবে [বায়তুল্লাহয়] পাঠিয়েছেন। এতে তাহাঁর উপরে কোন জিনিস হারাম হয়নি, যা তাহাঁর জন্যে আগে হালাল করা হয়েছিল। [বোখারী ও মুসলিম]{১}

{১} সহীহ : বোখারী ১৬৯৬, মুসলিম ১৩২১, নাসায়ী ২৭৮৩, আহমাদ ২৪৪৯২.কোরবানির পশু কেমন হতে হবে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৬৩২.{আয়িশাহ্ [রাদি.]] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমার কাছে যে পশম ছিল তা দিয়ে আমি [রাসুলুল্লাহ সাঃআঃ-এর] কুরবানীর পশুর মালা তৈরি করেছি। অতঃপর তিনি [সাঃআঃ] তাকে আমার পিতার সাথে [মাক্কায়] পাঠিয়েছেন।

,[বোখারী ও মুসলিম]{১}, {১} সহীহ : বোখারী ১৭০৫, মুসলিম ১৩২১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০১৮৩। কোরবানির পশু কেমন হতে হবে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৬৩৩. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একবার রাসুলুল্লাহ সাঃআঃ এক ব্যক্তিকে একটি কুরবানীর উট চালিয়ে নিয়ে যেতে দেখলেন। তখন তিনি [সাঃআঃ] বললেন, এর উপর উঠে যাও। তখন লোকটি বললো, হে আল্লাহর রসূল! এটা তো কুরবানীর উট। তিনি [সাঃআঃ] বললেন, চড়ে যাও! সে পুনরায় বললো, এটা যে কুরবানীর উট! তিনি [সাঃআঃ] দ্বিতীয় বা তৃতীয়বারে বললেন, আরে হতভাগা এর উপর চড়ে যাও। [বোখারী ও মুসলিম]{১}

{১} সহীহ : বোখারী ১৬৮৯, মুসলিম ১৩২২, নাসায়ী ২৭৯৯, ইবনি মাজাহ ৩১০৩, মুয়াত্তা মালিক ১৩৯, ইবনি আবী শায়বাহ্ ১৪৯২২, আহমাদ ১০৩১৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০২০৪, সহীহ ইবনি হিব্বান ৪০১৬। কোরবানির পশু কেমন হতে হবে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৬৩৪. আবুয্ যুবায়র [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.]-কে কুরবানীর উটের উপর বসে যাওয়া সম্পর্কে জিজ্ঞেস করিতে শুনিয়াছি। জবাবে তিনি বলেছেন, আমি নবী সাঃআঃ-কে বলিতে শুনিয়াছি, কষ্ট না দিয়ে সুন্দরভাবে এর উপর আরোহণ কর যখন তুমি এর উপর নির্ভরশীল হয়ে পড়ো যতক্ষণ না অন্য একটি সওয়ারী পাও।

[মুসলিম]{১}, {১} সহীহ : মুসলিম ১৩২৪, আবু দাউদ ১৭৬১, নাসায়ী ২৮০২, আহমাদ ১৪৪১৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০২০৮, সহীহ ইবনি খুযায়মাহ্ ২৬৬৩। কোরবানির পশু কেমন হতে হবে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৬৩৫. আব্দুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ একবার [মাক্কায়] এক ব্যক্তির সাথে কুরবানী করার জন্য ১৬টি উটনী পাঠালেন এবং তাকে কুরবানী করার জন্য দায়িত্ব বুঝে দিলেন। লোকটি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রসূল! যদি পথিমধ্যে উটগুলোর কোনটি অচল হয়ে পড়ে তখন আমার করণীয় কি? উত্তরে তিনি [সাঃআঃ] বললেন, যাবাহ করে দেবে। অতঃপর এর মালার জুতা দুটি এর রক্তে রঞ্জিত করে তার কুঁজের পাশে রাখবে। তবে তুমি ও তোমার সাথীদের কেউ তা [গোশত] খাবে না।

[মুসলিম]{১}, {১} সহীহ : মুসলিম ১৩২৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০২৪৮, আবু দাউদ ১৭৬৩, আহমাদ ১৮৬৯, সহীহ ইবনি হিব্বান ৪০২৪। কোরবানির পশু কেমন হতে হবে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৬৩৬. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাঃআঃ-এর সাথে হুদায়বিয়ার সন্ধির বছর সাতজনের পক্ষ হইতে একটি উট এবং সাতজনের পক্ষ হইতে একটি গরু কুরবানী করেছি।

[মুসলিম]{১},{১} সহীহ : মুসলিম ১৩১৮, আবু দাউদ ২৮০৯, তিরমিজি ৯০৪, ইবনি মাজাহ ৩১৩২, দারিমী ১৯৫৬, সহীহ ইবনি খুযায়মাহ্ ২৯০১, সহীহ ইবনি হিব্বান ৪০০৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৭৯১ ।কোরবানির পশু কেমন হতে হবে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৬৩৭. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ

একবার তিনি এক ব্যক্তির কাছে আসলেন। দেখলেন যে, সে তার উটকে কুরবানী করার জন্য বসিয়েছে। [এ দৃশ্য দেখে] তখন তিনি তাকে বললেন, উটকে দাঁড় করাও এবং পা বেঁধে যাবাহ করো। এটাই মুহাম্মাদ সাঃআঃ-এর সুন্নাত।

[বোখারী ও মুসলিম]{১},{১} সহীহ : বোখারী ১৭১৩, মুসলিম ১৩২০, সহীহ ইবনি হিব্বান ৫৯০৩, ইরওয়া ১১৫০। কোরবানির পশু কেমন হতে হবে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৬৩৮. আলী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ আমাকে [বিদায় হজে] কুরবানীর উটগুলো দেখাশুনা করিতে, তার গোশ্‌ত [গোসত/গোশত], চামড়া ও ঝুল [গরীবদের মাঝে] বণ্টন করে দিতে এবং কসাইকে কিছু না দিতে আদেশ করেছিলেন। তিনি বলেছিলেন, আমরা আমাদের নিজের কাছ থেকে তার [কসাইয়ের] পারিশ্রমিক দিবো।

[বোখারী ও মুসলিম]{১}, {১} সহীহ : বোখারী ১৭১৭, মুসলিম ১৩১৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯২৩২। কোরবানির পশু কেমন হতে হবে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৬৩৯. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমরা কুরবানীর উটের গোশ্‌ত [গোসত/গোশত] তিন দিনের বেশি খেতাম না। তারপর রাসুলুল্লাহ সাঃআঃ আমাদের অনুমতি দিয়ে বললেন, তিন দিনের বেশি সময় ধরে খেতে এবং ভবিষ্যতের জন্য রেখে দিতে পারো। তাই আমরা খেলাম ও [ভবিষ্যতের জন্য] রেখে দিলাম।

[বোখারী ও মুসলিম]{১}, {১} সহীহ : বোখারী ১৭১৯, মুসলিম ১৯৭২, আহমাদ ১৪৪১২, নাসায়ী ৪৪২৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯২০৮, ইরওয়া ১১৫৬, সহীহ ইবনি হিব্বান ৫৯২৫। কোরবানির পশু কেমন হতে হবে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

অধ্যায়ঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ

২৬৪০. আব্দুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নবী সাঃআঃ হুদায়বিয়ার সন্ধির বছর নিজের কুরবানীর পশুগুলোর মধ্যে আবু জাহল-এর একটি উটকেও কুরবানীর পশু হিসেবে মাক্কায় পাঠিয়েছিলেন। এর নাকে ছিল একটি রূপার নথ বা বলয়। অপর বর্ণনায় আছে, সোনার বলয় ছিল। এটি দ্বারা রাসুলুল্লাহ সাঃআঃ মুশরিকদের মনে ক্ষোভের সঞ্চার করিতে চেয়েছিলেন।

[আবু দাউদ]{১}, {১} হাসান : فضة শব্দ দ্বারা। আবু দাউদ ১৭৪৯। এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস

২৬৪১. নাজিয়াহ্ আল খুযাঈ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাঃআঃ-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসূল! যে কুরবানীর পশু পথে অচল ও অপারগ হয়ে পড়বে, তার ক্ষেত্রে আমি কি করবো? জবাবে তিনি [সাঃআঃ] বললেন, একে কুরবানী করে ফেলবে। তবে তার মালার জুতা এর রক্তে ডুবিয়ে [কুঁজের পাশে রেখে] দিবে। অতঃপর এ কুরবানী করা পশুকে মানুষের মাঝে রেখে যাবে। [গরীবেরা] লোকেরা তা খাবে।

মালিক, তিরমিজি ও ইবনি মাজাহ]{১},{১} সহীহ : তিরমিজি ৯১০, ইবনি মাজাহ ৩১০৬, ইবনি আবী শায়বাহ্ ১৫৩৪২, আহমাদ ১৮৯৪৩, সহীহ ইবনি হিব্বান ৪০২৩। কোরবানির পশু কেমন হতে হবে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৬৪২. আবু দাউদ ও দারিমী [রাহিমাহুল্লাহ] নাজিয়াহ্ আল আসলামী [রাদি.] হইতে বর্ণীতঃ

হইতে বর্ণনা করিয়াছেন।{১}

{১} সহীহ : আবু দাউদ ১৭৬২, দারিমী ১৯০৯, ১৯১০। কোরবানির পশু কেমন হতে হবে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৬৪৩. আব্দুল্লাহ ইবনি কুরত্ব [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি নবী সাঃআঃ হইতে বর্ণনা করেন। নবী সাঃআঃ বলেছেনঃ অবশ্যই কুরবানীর দিন আল্লাহর নিকট সবচেয়ে মহান দিন। অতঃপর ক্বার্-এর দিন। সাওর বলেন, তা কুরবানীর দ্বিতীয় দিন। রাবী [আব্দুল্লাহ] বলেন, [ঐ দিনে] পাঁচ বা ছয়টি উট রাসুলুল্লাহ সাঃআঃ-এর নিকট পেশ করা হলো। আর উটগুলো নিজেদেরকে তাহাঁর নিকট এজন্য পেশ করিতে লাগল যে, তিনি [সাঃআঃ] আগে কোনটি কুরবানী করিবেন। রাবী [আবদুল্লাহ] বলেন, উটগুলো যখন মাটিতে শুইয়ে গেলো, তখন তিনি [সাঃআঃ] নিম্নস্বরে একটা কথা বললেন যা আমরা বুঝতে পারলাম না। আমি নিকটস্থ একজনকে জিজ্ঞেস করলাম, তিনি [সাঃআঃ] কি বললেন? সে ব্যক্তি বললো, তিনি [সাঃআঃ] বলেছেন, যার ইচ্ছা হয় তা কেটে নিতে পারে। {আবু দাউদ; এ ব্যাপারে ইবনি আব্বাস ও জাবির [রাদি.] বর্ণিত দুটি হাদিস বাবুল উযহিয়্যাহ্ বা কুরবানীর অনুচ্ছেদে বর্ণিত হয়েছে]{১}

{১} সহীহ : আবু দাউদ ১৭৬৫, আহমাদ ১৯০৭৫, সহীহ ইবনি খুযায়মাহ্ ২৯১৭, মুসতাদ্রাক লিল হাকিম ৭৫২২, ইরওয়া ১৯৫৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০২৩৯। কোরবানির পশু কেমন হতে হবে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

অধ্যায়ঃ ৭. তৃতীয় অনুচ্ছেদ

২৬৪৪. সালামাহ্ ইবনুল আক্ওয়া [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নবী সাঃআঃ বলেছেনঃ তোমাদের মাঝে যে ব্যক্তি কুরবানী করে, তৃতীয় দিনের পর সকালেও যেন তার ঘরে কুরবানীর গোশতের কিয়দংশও অবশিষ্ট না থাকে। রাবী [সালামাহ্] বলেন, পরবর্তী বছর আসলে সাহাবীগণ জিজ্ঞেস করিলেন, হে আল্লাহর রসূল! আমরা গত বছর যা করেছি এ বছরও কি সেভাবে করবো? তিনি [সাঃআঃ] বললেন, না; তোমরা খাও, অন্যদরকেও খাওয়াও এবং [যদি ইচ্ছা কর তবে] জমা করে রেখো। কারণ গত বছর তো মানুষ অভাব-অনটনের মধ্যে ছিল। আর তাই আমি চেয়েছিলাম, তোমরা তাদের সাহায্য করো।

[বোখারী ও মুসলিম]{১}, {১} সহীহ : বোখারী ৫৫৬৯, মুসলিম ১৯৪৭, ইরওয়া ১১৫৬। কোরবানির পশু কেমন হতে হবে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৬৪৫. নুবায়শাহ্ আল হুযালী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ [বিগত বছর] আমি তোমাদেরকে তিন দিনের বেশি কুরবানীর গোশ্‌ত [গোসত/গোশত] রেখে খেতে নিষেধ করেছিলাম যাতে তোমাদের সকলকে শামিল করে। এ বছর আল্লাহ তাআলা স্বচ্ছলতা দান করিয়াছেন। সুতরাং এ বছর তোমরা খাও ও জমা রাখো এবং [দান করে] সাওয়াব হাসিল করো। তবে জেনে রাখো, [ঈদের] এ দিনগুলো হলো খাবার দাবার ও আল্লাহর যিকিরের দিন। [আবু দাউদ]{১}

{১} সহীহ : আবু দাউদ ২৮১৩, আহমাদ ২০৭২৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯২১৯, সহীহাহ্ ১৭১৩, সহীহ আল জামি ২২৮৪। কোরবানির পশু কেমন হতে হবে -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস


Posted

in

by

Comments

Leave a Reply